কিছু ছবি কিছু স্মৃতি ।photography post।

in Incredible India7 months ago

IMG_4319.jpeg

সবার পরিচিত কাঠগোলাপ এর ছবি এটা। তবে এটার নাম যে কাঠগোলাপ আগে জানতাম না আমি।আমাদের বাড়িতে এই ফুলের একটা বিশাল গাছ আছে। দেখলে মনে হয় এর অনেকটা অংশই মাটির সাথে শুয়ে আছে। পুরো পৃথিবীতে এই একটা মাত্র গাছই ছিলো যার ওপর আমি উঠতে পারতাম। খুব যে বেশিদূর যেতে পারতাম এমনও না।

তারপরও এর বেশ খানিকটা ওপরে উঠে ডালের ওপর বসে থাকতাম। এই গাছের ফুলকে আমরা বলতাম গোলাচি। তবে এর গুলঞ্চ নামটাও জানা ছিলো মায়ের মুখে শুনে। কিন্তু কাঠগোলাপ নামটি জেনেছি সোশ্যাল মিডিয়ায় কল্যানে।

IMG_0329.jpeg

এই ছবিটা খুব সম্ভবত চিটাগং থেকে ফেরার পথে তোলা হয়েছিল। মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আকাশ এর দিকে। ছোটবেলা এমন আকাশকে বলতাম লাল পরশুদিন। যেদিন আকাশ এরকম হয় সেদিন মানুষকে খুব সুন্দর লাগে দেখতে।যার কারনে অনেকে একে কনে দেখা আলোও বলে থাকেন।এদিন কনে দেখতে গেলে কনেকে খুব সুন্দর লাগে। যদিও সবাইকেই লাগে।

IMG_3436.jpeg

এটা রাতের বেলা আড়িয়াল বিলের মাঝ দিয়ে বাড়ি ফেরার সময়। এখানে ছোট লাগলেও সেদিন ছিলো পূর্নিমা যার কারনে চাঁদটা আসলে বিশাল ছিলো। আমরা বেশিরভাগ রাস্তা জুড়েই আমরা চাঁদকে সামনে সামনে রেখে এগুচ্ছিলাম।
মনে হচ্ছিলো আমরা চাঁদের দিকেই যাচ্ছি তাকে ধরার জন্য। রাতের বেলা এই রাস্তায় চলাচল কিছুটা ঝুঁকিপূর্ন।

কয়েকবছর আগেও সন্ধ্যার পরে ডাকাতির ভয়ে এই রাস্তা এড়িয়ে চলতাম আমরা। শুনেছি এই এলাকার মানুষজন আগে অবসর সময়ে ডাকাতি করতো। তখনতো পাকা রাস্তা হয় নাই। নৌকা চলাচল করতো।আর এসব নৌকায়ই ডাকতি করতেন তারা। রাস্তা হওয়ার পরে তারা নৌকার সাথে সাথে রাস্তায়ও একই কাজ করা শুরু করে। তবে ইদানীং ডাকাতির কথা খুব কম শোনা যায়।
তারপরও সন্ধ্যার পরে এই রাস্তায় গেলে কেমন জানি একটা ভয়ের অনুভুতি হয়।দুইপাশে বাড়িঘর নেই বললেই চলে। বর্ষায় পানি আর শুকনোর সময়ে একেক সময় একেক জিনিস চাষ করা হয়।

IMG_3624.jpeg

এর সাথে আমার দেখা হয়েছিলো গাজীপুরে। সাধারণত মাকড়সা দেখলে আমার কেমন জানি গা ঘিনঘিন করা ভয়ের একটা অনুভুতি হয়। কিন্তু এই ভদ্রলোক তার সৌন্দর্য দিয়ে আমাকে মুগ্ধ করেছিলো। এর পেটের মাঝে সাদা দাগ টানা এবং পা ভর্তি একধরনের কাটা কাটা।
এর নাম 'argiope anasuja'। এদেরকে সাধারণত শ্রীলন্কা, মালদ্বীপ এর মতো দেশগুলোতে দেখতে পাওয়া যায়। যারা মাকড়সা দেখে ভয় পান তাদের জন্য একটা ভালো হলো এটা বিষাক্ত নয়, নির্বিষ। তাই খুব সহজেই আপনি এর সৌন্দর্য উপভোগ করতে পারেন পূর্ন সাহস সহকারে।

IMG_3629.jpeg

এই ফুলটির সাথে দেখা হয়েছিলো গাজীপুর। রাস্তার পাশে অতি অনাদরে ফুটে ছিলো। তবে এর সৌন্দর্য আমার নজর কেড়ে নিয়েছিলো ঠিকই। আগে কখনো দেখেছি বলে মনে পরে না। এর নামও জানা নেই আমার। গুগল করে আমাদের দেশে কি নামে ডাকে সেটাও পেলাম না।
তবে এটা জানতে পেরেছি যে এর নাম 'Pink woodsorrelPlant। এটা আমাদের দেশে রাস্তার পাশে অতি অনাদরে ফুটে থাকলেও ইউরোপে বেশ পরিচিত। ফ্রান্সে অনেক একে সুপেও ব্যবহার করে থাকেন।



Thank You So Much For Reading My Blog

3KyYabPY3g77mhATvBAAUF5zNR1CtqkeWauN9MRyWDCSJJeN9WZVXxTFs1osy6uhZisoaiFyWVDNasfkuL6TCt1ktBsbpzwrjDQjD5Whfk...ZaM9uuYHaeW4UUPGGgs2cmDJiTjepqhtQSaepYYFHTcDDjyKwJFNySU1pqwEMpSESQC3Gn7hqBvLRjSYsY6BdDKRgFVbQR2Yp7VjXiG9Wvs5d8nxs9LuoDTwMx.png

Sort:  
Loading...
 6 months ago 

আপনার পোষ্টের মাধ্যমে বিভিন্ন স্থানের বিভিন্ন ধরনের ছবি উপভোগ করতে পেরে ভালো লাগলো ছবি গুলো অনেক সুন্দর ছিলো তার পাশাপাশি আপনার লেখা গুলো খুবই সুন্দর হয়েছে এতো সুন্দর একটি পোস্ট উপহার দেয়ার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 6 months ago 

সত্যি বলতে আপনার পুরো গল্পটি পড়ে খুব ভালো লাগলো। আপনার পোস্টের প্রথমে যে কাঠ গোলাপের ছবিটি আসলেই সুন্দর হয়েছে। ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে।
এছাড়া চট্টগ্রাম থেকে আসার সময়ে রাতের কিছু সুন্দর দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন।

আপনার পোস্টটি সত্যি প্রশংসনীয় ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

ঠিকই বলেছেন ফুল পছন্দ করে না এমন মানুষ কমই আছে। সবাই ফুল পছন্দ করে। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।
এতো সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

 6 months ago 

কাঠগোলাপ ফুল দেখতে বেশ সুন্দর যেটা বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে। আপনার পোস্টটির ২ ও ৪ নং ফটোগ্রাফিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। তাছাড়া অন্যান্য গুলোও ছিলো চমৎকার।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ফটোগ্রাফিমূলক পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

কাঠগোলাপ ফুল গুলো দেখতে অসাধারণ লাগতেছে ৷ কাঠগোলাপ ফুল খুবই কম দেখা যায় তারপরও কাঠগোলাপ ফুল বেশ পছন্দের একটি ফুল ৷ তাছাড়াও দেখলাম একটি মাকড়ঁসার ফটোগ্রাফি সেটিও দেখতে বেশ চমৎকার হয়েছে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 6 months ago 

কাঠ গোলাপ গাছ আসলেই কম দেখা যায় । এই ফুলের গাছের ফুল খুব চমৎকার হয় দেখতে।
আমাদের বাড়িতে যে কাঠ গোলাপ এর গাছটা ছিল সেটার ফুল ছিল সাদার মাঝে হলুদ রঙের, আর এটার রং সাদার মাঝে গোলাপি রং।
তবে দুটোই সুন্দর।
অবশ্য আমার কাছে সাদার মাঝে হলুদ যেটা সেটাই বেশি সুন্দর লাগে। হয়তোবা ছোটবেলা থেকে দেখেছি বলেই।
আমার পোস্ট পড়েএত সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময় এই শুভকামনা রইল আপনার জন্য।

 6 months ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মন্তব্যে রিপ্লে দেওয়ার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ ভালো থাকবেন 🧡 দিনটি আপনার জন্য শুভ হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69380.94
ETH 2485.37
USDT 1.00
SBD 2.54