আমার বাড়ির কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর পূজো

in Incredible India2 years ago

20221009_103833.jpg

(আমার বাড়ির মা লক্ষ্মী)

প্রিয় বন্ধুরা,

আশাকরি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন।আজ সবাই খুব ব্যাস্ত।কারণ আজ কোজাগরী লক্ষ্মী মায়ের পূজো।

মা লক্ষ্মী তুমি সবাইকে ভালো রেখো মা।কারণ আজকাল দিনে মা লক্ষ্মীর মূর্তি নিয়ে এসে সবাই পূজো করছে সবাই কিন্তুু এর মধ্যে ও কিছু মানুষ আবার অন্যদিকে ঘরের লক্ষ্মীদের সম্মান দেয় না।আবার মেয়ে সন্তান হলে মেরে ফেলছে।

মূর্তি পূজো করুন কিন্তুু আসল লক্ষ্মীদের ও সম্মান দিন।আমি আজ কাল দুই দিন‌ই খুব ব্যস্ত ছিলাম।কাল রাতে প্রায় তিনটে অবধি জেগে ছিলাম।ঠাকুরের সব কাজ শেরে শুয়েছিলাম।

কারণ আমার শ্বশুর বাড়িতে পিতলের একটা মা লক্ষ্মী আছে তাও আমার শ্বশুর বাড়ির নিয়ম মাটির মূর্তি পূজো করা।

তাই পিতলের ঠাকুর টাকে ভালো করে পরিষ্কার করে নিলাম।কারণ সকালে প্রচুর কাজ ছিলো সেই জন্য।

সকালে আজ তাড়াতাড়ি উঠলাম।উঠে ঘর মুছে স্নান করে নিলাম।স্নান করেই প্রথমে আমি নারকেল কুড়তে বসলাম।

আর আমার ননদ কে বললাম খড়ি মাটি গুলতে।আমি নারকেল কুড়িয়ে দিলাম আমার মামণিকে(শ্বাশুড়ি)।

মামণি নারকেলটা গুড় দিয়ে পাক খাইয়ে আমাকে দিলো।আমি আর আমার ননদ মিলে নাড়ু করলাম।
তারপরে আমি সব সবজি কেটে দিলাম।মামণি ভোগ,পাঁচরকমভাজা,পাচতরকারি,পায়েস,লুচি,সুজি এই গুলো করলো।

আর আমি তখন আল্পনা দিলাম।

IMG-20221009-WA0020.jpg

(আমি আল্পনা দিচ্ছি)

তারপরে আমি মা লক্ষ্মীর ঘট বসালাম।তারপরে ফল কাটলাম।ফলগুলো একটা থালায় সুন্দর করে সাজিয়ে দিলাম।

তারপরে নৈবেদ্যর থালা সাজালাম।তারপরে মা লক্ষ্মীর পায়ের কাছে পাঁচটা গোটা ফল দিলাম।তারপরে পাঁচটা পান,সুপুড়ি,হরতকি দিয়ে সাজিয়ে দিলাম।

তারপরেভোগ,পাঁচরকম ভাজা,পাঁচতরকারি,পায়েস,লুচি,সুজি সাজিয়ে দিলাম।তারপরে পুষ্পপ‌এ সাজিয়ে দিলাম।

20221009_150315.jpg

(সব আয়োজন করা হয়ে গেছে)

তারপরে আমি শাড়ি পড়লাম,আর আমার ননদ কুর্তি পড়ে রেডি হয়ে গেলাম।

20221009_151816.jpg

(আমি,আমার ননদ পূজোর জন্য তৈরি)

তারপরে আমার বড়ো ভাসুর‌ই আমাদের ঘরের পূজো করে।তাই আমরা সব জোগার করে বড় দা কে ডাকলাম।

বড়দা পূজো করতে বসলো।

IMG-20221009-WA0030.jpg

(বড়দা পূজো করছে)

তারপরে আমি,মামণি,আমার ননদ অঞ্জলি দিলাম।তারপরে পূজো শেষ করে বড়দা অন্য বাড়িতে পূজো করতে গেলো।

আমরা তখন একটু বসলাম।

20221009_153426.jpg

(আমি,মামণি,ননদ)

তারপরে আমি পাঁচালি পড়লাম।

IMG-20221009-WA0029.jpg

(পাঁচালি পড়ার সময়))

তারপরে সবাইকে প্রসাদ দিয়ে এলাম।

20221009_155827.jpg

(পূজোর প্রসাদ)

তারপরে আমরা একটু জল খেয়ে প্রসাদ খেলাম।

আমাদের উপোস ভাঙলাম।তারপরে সবাই রাতে ওই একটু একটু করে ভোগ খেয়ে রাতে সবাই শুতে গেলাম।আমাদের বাড়ির পূজো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কিন্তুু।আজ এখানেই শেষ করলাম।আপনারা সবাই খুব ভালো থাকবেন।

শুভ রাএি।

Sort:  
Loading...
 2 years ago 

@ Sanchita96আপনাদের ঘরের লক্ষ্মী ঠাকুরটা সত্যি খুব সুন্দর হয়েছে। আশাকরি আপনারা এই পূজোতে খব আনন্দ করেছেন।

 2 years ago 

সত্যি আমরা খুব আনন্দ করেছি দিদি।

 2 years ago 

কালকে আমার এত খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, কিন্তু ঠাকুরের প্রসাদ ভাগ্যে না থাকলে পাওয়া যায় না। দেখেই মনে হচ্ছে পুজোর আয়োজন খুব সুন্দর করে করা হয়েছিল।

 2 years ago 

দিদি আপনার বাড়ি যদি আমার বাড়ির কাছে হতো আমি অবশ্যই আপনাকে বলতাম।

 2 years ago 

@sanchita96আপনার লক্ষ্মী পূজার আয়োজন খুব সুন্দর হয়েছে। আর ভোগটা অসাধারন লাগছে।

 2 years ago 

ধন্যবাদ দিদি।

 2 years ago 

মা লক্ষ্মীর মত প্রতিটি নারী পূজিত হোক এই কামনা করি।

 2 years ago 

একদম ঠিক বলেছেন স্যার।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.21
JST 0.039
BTC 96540.30
ETH 3685.40
SBD 3.85