কালো মানুষ দেখে ঘৃণা করা ঠিক না।

in Incredible Indialast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কালো মানুষের দেখে ঘৃণা করা ঠিক না।

আমাদের সমাজে এমন কিছু,কিছু মানুষ আছে যারা কালো মানুষ দেখলে খুবই ঘৃণা চোখে দেখে থাকে।

আসলেই এটা করা আমাদের কখনো ঠিক না মানুষ কে তৈরি করেছেন উপরওয়ালা সে কিন্তু নিজের হাতে করে তৈরি হয় নাই। যে তাকে দেখে আর আমরা ঘেন্না করব।

মানুষ হাজার কালো হলেও,তাদেরকে আমরা সম্মান করবো এবং ভালো চোখে দেখার চেষ্টা করো কিন্তু আমাদের এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা কালো মানুষকে দেখে ঘৃণা চোখে দেখে এবং তাদেরকে অনেকটাই অসম্মান করে থাকে।

সে কালো বলে কি,সে মানুষ না সে আসলেই মানুষ কারণ তাকে আল্লাহতায়ালা নিজের হাতে করে তৈরি করে পাঠিয়েছে তাতে কোন তাদের নিজেদের হাত নেই সবকিছু হাত হলো উপরওয়ালার কাছে।

lonely-814631_1280.jpg
Src

এখন আমি বলব আমাদের সমাজে যেসব মানুষেরা কালো মানুষকে ঘৃণা করেন,তাদেরকে একটু বোঝার দরকার যে আজকে তুমি কালো মানুষ দেখে ঘৃণা করছ যদি তুমি নিজের কালো হতে তাহলে তুমি কি করতে এবং তুমি কি পারতে এরকম লোকের অসম্মান দেখতে।

আমি মনে করি যে আপনারাও জীবনেও মেনে নিতে পারতেন না যে আপনার কে কেউ অসম্মান করুক কালো বলে।

একটি কথা মনে রাখবেন প্রত্যেকটা মানুষই রক্তমাংসের দিয়ে তৈরি হয়েছে এবং এটি তৈরি করেছেন স্বয়ং আল্লাহ তা'আলা এতে কারো হাত নাই।

তিনি আমাদের যেভাবে তৈরি করেছেন,সেভাবেই আমরা তৈরি হয়েছি তিনি যেভাবে আমাদেরকে গঠন করেছেন সেভাবে আমরা গঠন হয়েছি।

এর কারণ আমাদের সমাজে যদি কোন কালো মানুষ থাকে তাহলে তাদেরকে আমরা কখনো ঘৃণা করবো না। সবসময়ের জন্য সম্মানের চোখে দেখবো।

আপনি দেখবেন মানুষকে সম্মান করছেন বলে মানুষ আপনাকে সম্মান করবে আপনি কালো মানুষ থেকে তাকে সম্মান করেন দেখবেন সেও আপনাকে অনেক সম্মান দিবে।

আপনি সবসময় জন্য এটা মাথায় রাখবেন যে সে কালো হয়েছে বলে তাকে আমরা ঘৃণা করব এটা কখনো ঠিক না আল্লাহ তাআলা যদি আমাদেরকে কালো বানিয়ে পাঠাতো তাহলে আমরা কি করতাম।

সবসময়ের জন্য আল্লাহতালার কাছে শুকরিয়া জানাবেন, যে আমাদেরকে যেভাবে তৈরি করেছে এভাবেই অনেক সুন্দর দেখাচ্ছে এর বেশি বেশি সুন্দর দেখানোর আমাদের কোনো প্রয়োজন নাই।

smile-2072907_1280.jpg
Src
একটা কথা মনে রাখবেন কালো মানুষ ও কিন্তু মানুষের কাতারের ভিতরে পড়ে আমাদের এ পৃথিবীতে সকল প্রকারের মানুষ কে নিয়েই এই পৃথিবীটা তৈরি করা হয়েছে।

আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এ বিষয় নিয়ে আপনাদের যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত টা কমেন্ট করে জানিয়ে যেতে পারেন।

Sort:  
 last year 

চামড়া সুন্দর হলেই একটা মানুষ সুন্দর হয় না! সে মানুষটাকে অবশ্যই তার চরিত্র সুন্দর করতে হয়! তাহলেই সে মানুষটা প্রকৃত সুন্দর হয়! কালো বলে কাউকে ঘৃণা করা উচিত নয়! কালো মানুষের মনটা অনেক ভালো।

কারো শরীরের চামড়া দেখে কাউকে বিবেচনা না করে,,, তার মনটা দেখে তাকে বিবেচনা করা উচিত! কারণ একটা মানুষের মন দিয়ে মানুষকে বিচার করলে! সে মানুষের কাছে যেমন ভাল থাকা যায়! ঠিক তেমনি সমাজের প্রত্যেকটা মানুষের কাছে,,, ভালো হওয়া যায়।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, খুবই মূল্যবান একটা টপিক আজকে আপনি আমাদের সাথে তুলে ধরেছেন! যেটা পড়ে বেশ ভালো লাগলো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

Loading...
 last year 

এখন আমি বলব আমাদের সমাজে যেসব মানুষেরা কালো মানুষকে ঘৃণা করেন,তাদেরকে একটু বোঝার দরকার যে আজকে তুমি কালো মানুষ দেখে ঘৃণা করছ যদি তুমি নিজের কালো হতে তাহলে তুমি কি করতে এবং তুমি কি পারতে এরকম লোকের অসম্মান দেখতে।

আসলে গায়ের রং মানুষের হাতে নয় সৃষ্টিকর্তা গায়ের রং ঠিক করে পাঠিয়ে দেয়। তাই মানুষকে অবহেলা বা ঘৃণা করা আমাদের উচিত না। আজ তাদের জায়গায় আমরা যদি থাকতাম তাহলে মানুষ আমাদেরকে অবহেলা করলে আমাদের কেমন খারাপ লাগতো। এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে।

ধন্যবাদ আপনাকে অনেক শিক্ষামূলক একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না। মানুষের মন সুন্দর হলে, মানুষের চরিত্র সুন্দর হলে সেই প্রকৃত সুন্দর ব্যক্তি। আবার কারো গায়ের রং দেখে কাউকে বিচার করা উচিত নয়। কারণ গায়ের রং কালো হলেই মানুষকে ঘৃণা করা উচিত। যে কোন মানুষের মন দেখে তাকে বিচার করা উচিত। যার মন সুন্দর সেই প্রকৃত সুন্দর।

ধন্যবাদ আপনাকে খুবই মূল্যবান একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104893.66
ETH 3859.77
SBD 3.29