RE: Concurso mensual de la Increíble India del 1 de octubre | ¡Ego vs. Autoconfianza!
Hello,
@elider11,
Our team would like to appreciate you for taking part in the community contest; which is enduring in the Incredible India Community.
| Evaluation process | Feedback |
|---|
Description | Judgement | Scores |
|---|---|---|
| Verified User | 1/1 | |
| # SteemExclusive | 1/1 | |
| Plagiarism Free | 2/2 | |
| Use of Markdown | 0.8/1 | |
| GPT/AI Free | 2/2 | |
| Post Quality | 2.6/3 | |
| Total Score | 9.4/10 |
| Feedback |
|---|
decir que si la actitud la basamos en hechos que versan sobre nuestras capacidades demostrables, sería autoconfianza. Pero si la actitud se basa en una supuesta superioridad de autoperscepcion entonces hablamos de ego
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিতে আয়োজিত কনটেস্ট এ অংশগ্রহণ করার জন্য। অহংকার ও আত্মবিশ্বাসের পার্থক্যটি আপনি আপনার লেখা উপরোক্ত লাইন এর মাধ্যমে খুব সহজেই তুলে ধরেছেন।
সত্যিই যদি আমরা আমাদের মনোভাব ও প্রদর্শিত গুনাবলী আমাদের ক্ষমতার ওপরে ভিত্তি করে তুলে ধরতে পারি, তবে সেটা আত্মবিশ্বাস। আর উল্টোদিকে সেই একই ক্ষমতার প্রদর্শন যদি শুধুমাত্র নিজের অন্তর আত্মার ধারণার ওপরে ভিত্তি করে তুলে ধরি, তাহলে সেটা অহংকার।
কারণ তা সর্বসমক্ষে কিভাবে প্রকাশিত হয়, সেটি আমরা আমাদের ব্যক্তিগত ধারণা দিয়েই বিচার করি, বাকি সকলের সেটাকে কিভাবে দেখছে তার উপরে নির্ভর করে নয়। খুবই সুন্দর ভাবে আপনি কনটেস্টের বিষয়বস্তুর সম্পর্কে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন, যেটা পড়ে ভালো লাগলো। তবে আপনি হ্যাশট্যাগে আপনার দেশের নাম উল্লেখ করতে ভুলে গেছেন। অনুগ্ৰহপূর্বক সেটা যোগ করবেন। ভালো থাকবেন।
The overall presentation of your content is admirable, and you have suitably used the markdowns. I wish you the best of luck with the challenge.
![]() |
|---|

Gracias por su receptividad y su verificación. Bendiciones y éxitos