RE: Incredible India monthly contest of October #1| Ego vs Self-confidence!
Hello,
@ruthjoe,
Our team would like to appreciate you for taking part in the community contest; which is enduring in the Incredible India Community.
| Evaluation process | Feedback |
|---|
Description | Judgement | Scores |
|---|---|---|
| Verified User | 1/1 | |
| # SteemExclusive | 1/1 | |
| Plagiarism Free | 2/2 | |
| Use of Markdown | 0.9/1 | |
| GPT/AI Free | 2/2 | |
| Post Quality | 2.7/3 | |
| Total Score | 9.6/10 |
| Feedback |
|---|
- প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিতে আয়োজিত কনটেস্ট এ অংশগ্রহণ করার জন্য। অহংকার এবং আত্মবিশ্বাস এই দুটি বিষয় সম্পর্কে আপনার মতামত আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আত্মবিশ্বাস কিভাবে আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করে, সেটা আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
Self confidence gives you boldness. Self confidence reflects in words and actions.
উপরোক্ত লাইনে আপনি একদম সঠিক কথা লিখছেন, আত্মবিশ্বাস আমাদের ভিতরে অনেক সাহস যোগায়, যার ফলে আমরা জীবনের ছোটো ছোটো সমস্যাগুলোকে সহজে অতিক্রম করতে পারি। আত্মবিশ্বাস এমন একটি গুন যেটা কিন্তু চোখে দেখা যায় না, বরং আত্মবিশ্বাসী মানুষের কথায় এবং তাদের আচরণে তার বহিঃপ্রকাশ ঘটে।
উল্টোদিকে অহংকার কিন্তু মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে। কারণ অহংকারী মানুষ নিজেকে ছাড়া অন্য কারোর মধ্যেই ভালো কিছু দেখতে পান না, এবং নিজের মধ্যে খারাপ কোনো কিছুই তার নজরে আসে না। ফলতো জীবনকে সঠিক পথে পরিচালনা করতে তারা অক্ষম হয়। নিজের ভুল স্বীকার করাটা এমন একটা গুন, যেটা মানুষকে মানবিক হতে সাহায্য করে। তবে অহংকারী মানুষের মধ্যে এই গুনটা লক্ষ্যিত হয় না। খুবই সুন্দরভাবে আপনি অহংকার এবং আত্মবিশ্বাসের পার্থক্যগুলো পোস্টের মাধ্যমে উপস্থাপন করেছেন, যেটা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
The overall presentation of your content is admirable, and you have suitably used the markdowns. I wish you the best of luck with the challenge.
![]() |
|---|

Thank you for your support 🙏.