RE: Incredible India monthly contest of September #2| Inner peace or outer Joy!
Hello,
@sduttaskitchen,
Our team would like to appreciate you for taking part in the community contest; which is enduring in the Incredible India Community.
| Evaluation process | Feedback |
|---|
Description | Judgement | Scores |
|---|---|---|
| Verified User | 1/1 | |
| # SteemExclusive | 1/1 | |
| Plagiarism Free | 2/2 | |
| Use of Markdown | 1/1 | |
| GPT/AI Free | 2/2 | |
| Post Quality | 3/3 | |
| Total Score | 10/10 |
| Feedback |
|---|
জীবনে সফলতা সকলের কাম্য, তবে সেটি যেনো কোনোভাবেই অন্যের ক্ষতির কারণ না হয়, বিষয়টি সর্বাগ্রে লক্ষ্যণীয়।
আপনার লেখা উপরোক্ত লাইনটির গভীরতা অনেক, তবে বর্তমান পৃথিবীতে এই কথার গভীরতা বোঝার মতন মানুষের সংখ্যা কমতে শুরু করেছে। কারণ বর্তমান যুগে প্রত্যেকেই শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত। তাই নিজের সফলতাই সর্বাগ্রে কাম্য। আর সেই সফলতা অর্জনের পথে যদি নিজের বিবেকও বাধা হয়ে দাঁড়ায়, তবে তার ডাকও উপেক্ষা করে অন্যের ক্ষতি করে সফলতার পথে অগ্রসর হওয়া মানুষের সংখ্যা হিসেবের বাইরে।
তবে ঈশ্বরও সবটাই দেখেন। এই সকল মানুষকে সফলতার একেবারে শীর্ষে পৌঁছে দেন। তবে কর্মের হিসেব রাখতে ভুল করেন না, এ বিশ্বাস আছে। যেদিন তিনি তার হিসেব মেলাতে বসবেন সেদিন আদেও এই মানুষগুলো নিজেদের সফলতা কতখানি বজায় রাখতে সক্ষম হবে, সেটাই দেখার বিষয়। কারণ মানবিকতা বিসর্জন দিয়ে সফলতা অর্জন করা মানুষগুলো জীবনে আর যাই হোক মানসিক শান্তি কখনো পাবে না এ বিষয়ে আমি নিশ্চিত।
আর উল্টোদিকে যারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, আমার মনে হয় তারাই সবথেকে বেশি শান্তিতে রাতে ঘুমাতে পারে। কারণ তারা কিন্তু তাদের কাজটা সততার সাথে করে যাচ্ছে। হয়তো ঈশ্বরের কাছে জমা হচ্ছে অনেক অভিযোগ, কিন্তু অসৎ পথ অবলম্বন করছে না। তাই দ্রুত সফলতার শীর্ষে পৌঁছাতে না পারলেও, কচ্ছপের ন্যায় গতিতে জীবন অতিবাহিত করছে শান্তিপূর্ণভাবেই।
একটি সুস্থ শরীর সহ সুস্থ্য মানসিকতাই মানসিক শান্তির ভিত্তিস্তর!
শারীরিক সুস্থতার পাশাপাশি সুস্থ মানসিকতাও মানসিক শান্তির ভিত্তিস্তর, এই কথাটা একেবারেই সঠিক। তবে এক্ষেত্রে মানসিক সুস্থতার পরিভাষা হয়তো আপনি একটু অন্যরকম ভাবেই বোঝাতে চেয়েছেন। মানসিক ভারসাম্যহীন মানুষেরা যাদেরকে আমরা সহজ ভাষায় পাগল আখ্যা দিয়ে থাকি, তাদের কাছে এই দুনিয়ার হিসাব নিকাশ সম্পূর্ণ আলাদা।
তবে আপনি যে সকল মানসিকতার মানুষের কথা বলেছেন, তারা কিন্তু শুধুমাত্র নিজের হিসাব নিকাশ করতে ব্যস্ত। অন্যের ক্ষতি করে যারা জীবনে এগিয়ে চলেছে, অসৎ পথ অবলম্বন করে সততার মুখোশ পরে থাকা এই মানুষগুলো, যাদের মধ্যে পরহিংসাপরায়ণতা বিরাজ করে, বিবেকের দংশন যাদের মধ্যে কাজ করে না, হিসেব মতো তারাই কিন্তু মানসিকভাবে অসুস্থ।
কারণ মানুষ হিসেবে যদি তারা সুস্থ হতো তাহলে অন্ততপক্ষে নিজেদের আচরণ গুলো পরিবর্তন করার চেষ্টা করতো। তবে তারা সর্বদা অন্যের ভুল দেখলেও নিজের ভুল চোখে দেখতে পারে না। আর এই কারণেই বোঝায় আত্মস্বার্থ চরিতার্থ করতে অন্যের ক্ষতি করার জন্য তারা দুবারে ভাবে না। সুতরাং এই মানসিকতা যারা বহন করে চলেছে মানসিক শান্তির সঙ্গে তাদের অন্তত দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই।
প্রতিযোগিতার বিষয়বস্তুর সম্পর্কে নিজস্ব মতামত আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অভ্যন্তরীণ শান্তি আমাদের প্রত্যেকের জন্য কতখানি জরুরী এবং সেটা পাওয়ার জন্য সকলের কোন পথে চলা উচিত, তার কিছুটা বোধহয় আপনার পোস্ট ভালো করে পড়লে উপলব্ধি করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাকে নিজস্ব মতামত এতো সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন ম্যাম।
![]() |
|---|

