You are viewing a single comment's thread from:

RE: A few pictures of my locality! স্থানীয় ঐতিহ্যের বাহক!

in Incredible Indialast month
DescriptionInformation
Verified UserYes
#steemexclusiveYes
Power downNo
Plagiarism FreeYes
AI/Gpt FreeYes
Feedback / Observation

অনেক ইতিহাসের পাতায় যেমন সুপ্তবস্থায় রয়েছে রক্তের গন্ধ, আবার সেই ইতিহাসেই রয়েছে গর্বিত বাঙালির আবেগ।

  • কি সুন্দরভাবে লিখেছেন উপরের লাইনটি ম্যাম। আপনার শব্দ চয়নের ভক্ত আমি বরাবর। সত্যি বলতে শিক্ষা জীবনে যখন ইতিহাস পড়তাম তখন সেটা যেন মুখস্থ করার তাগিদ থাকতো বেশি, কারণ তখন পরীক্ষায় নম্বর বেশি পাওয়ার চেষ্টা থাকতো।

  • তবে ইতিহাসের ভিতর ঢুকে ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ নিয়ে হয়তো সেই সময় কখনোই ইতিহাস পড়া হয়নি। এই কারণেই বোধহয় আপনার মত না কখনো ইতিহাসের পাতায় সুপ্ত অবস্থায় থাকা রক্তের গন্ধ পেয়েছি, আর না কখনো বাঙালি হয়েও বাঙালির আবেগকে বুঝতে পেরেছি। তবে আজ যখন আর পরীক্ষায় নম্বর বেশি পাওয়ার প্রতিযোগিতা নেই, তখন ঐতিহাসিক কিছু কিছু ঘটনা বাঙালি হিসেবে গর্বিত করে, এ কথা অস্বীকার করবো না।

  • আপনার পোস্টের মাধ্যমে আপনি আপনার এলাকার যে সকল দোকান বা কলেজ বা ব্যাংকের ছবি শেয়ার করেছেন, এর প্রত্যেকটি জায়গা আমার পরিচিত। কতবার এই রাস্তায় গিয়েছে তা হয়তো গুনে বলা সম্ভব নয়। কিন্তু এর মধ্যে থেকে কোনোটারই এই ঐতিহাসিক তথ্য আমার জানা ছিল না। আজ আপনার পোস্ট পড়ে প্রত্যেকটা তথ্য জানার পর মনে মনে বেশ গর্বই হচ্ছে যে, আমার আশেপাশে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমার গর্ব করার সাজে।

  • আমরা আসলে এতো আত্মকেন্দ্রিকতায় বিশ্বাসী যে, সর্বদা নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত থাকি। কিন্তু তার বাইরে যে পৃথিবীতে এমন অনেক জিনিস আছে, যেগুলো সম্পর্কে জানার আগ্রহ যদি মনে জাগানো সম্ভব হয়, তাহলে এমন অনেক কিছু জানা যায় যা বাঙালি হিসেবে মনে এক অন্য আনন্দের অনুভূতি জাগায়।

  • বরাবরের মতন একটা তথ্যমূলক পোস্ট আপনি শেয়ার করেছেন। তবে সবথেকে প্রশংসনীয় আপনার শব্দ চয়ন। প্রত্যেকটা স্থানকে ঘিরে আপনি আপনার মনের অনুভূতি যেভাবে শব্দ চয়নের মাধ্যমে ব্যক্ত করেছেন, তা সত্যিই অতুলনীয়।

  • ক্ষমতার অপব্যবহার করা মানুষগুলোর তালিকা যে আপনি পড়েন না, এটা বোধহয় আমার মতন আরও কিছু মানুষের বোধগম্য হয়েছে। তবে আমি অকপটে স্বীকার করি, আর অনেকেই সেটা স্বীকার করতে দ্বিধাবোধ করে। তবে আমার নিজের অজ্ঞানতার কথা স্বীকার করতেও যেমন দ্বিধা নেই, ঠিক তেমনি আপনার জ্ঞানের পরিধি যে অপরিসীম একথাও আমি গর্বের সহিত স্বীকার করি। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন ম্যাম।


Regards
@sampabiswas (senior moderator)
Incredible India
Date:- 24/09/2025

Discord Twitter Telegram Instagram

4IJbBnRVy9Iq78L7aK.gif

Sort:  

Congratulations!! Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content.

Curated By: @wirngo

 last month 

Thank you for your support @wirngo. 🙏

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.033
BTC 111757.13
ETH 3952.37
USDT 1.00
SBD 0.58