You are viewing a single comment's thread from:

RE: কিছু কিছু সময় আনন্দের মাঝে দুঃখের সময় চলে আসে।

in Incredible Indialast month

বিদেশে থাকাকালীন সময়ে এই ধরনের ঘটনা মনকে আরও বেশি কষ্ট দেয়। নিজে এগিয়ে এসে এই রকম পরিস্থিতিতে কিছু করতে না পারলে বড্ড অসহায় লাগে। আপনার অনুভূতিও ঠিক তাই ছিল। সারাদিন অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে হয়তো খাওয়া দাওয়া করেননি তিনি, তার উপর অসম্ভব গরমের কারনেই শরীর খারাপ হয়েছিল বোধহয়। ঈশ্বরকে ধন্যবাদ তিনি এখন ভালো আছেন। দুঃশ্চিন্তা করবেন না, ঈশ্বর আপনার প্রতি এতটা নির্দয় হবেন না। এইতো মা কে হারালেন, বাবাকে নিশ্চয়ই সুস্থ রাখবেন তিনি। সত্যিই আনন্দের দিনগুলো এমনভাবে নিরানন্দের হয়ে যায় যে, সেটাকে ভাষায় প্রকাশ করা কখনো কখনো কঠিন হয়ে যায়। সাবধানে থাকবেন এটুকুই বলবো।

Sort:  
 last month 

আসলে যখন আমি আমার ভাবির সাথে কথা বলছিলাম এবং আব্বুর এমন অবস্থা দেখি আমি নিজে অনেক ভয় পেয়ে যায়। জানিনা সৃষ্টিকর্তা আমার সাথে কেন এমন করছে। বেশ কিছুদিন আগে আমার আম্মা কে হারিয়েছি যেটা আপনারা সবাই জানেন। এবং এই মুহূর্তে আব্বুকে যদি কিছু হয়ে যেতো তাহলে নিজেকে কন্ট্রোল করা অনেক কঠিন এক ব্যাপার হয়ে যেতো আমার জন্য। যাই হোক তিনি ঈদের দিন মাংস কাটাকাটি নিয়ে হয়তোবা একটু বেশি পরিশ্রম করেছে যার জন্য শরীর খারাপ করেছে মনে হয় আমিও সঠিক জানিনা।

আমার আব্বুর সুস্থতা কামনা করার জন্য এবং সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি আপনার জন্য শুভকামনা রইল ভালো এবং সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67865.46
ETH 3258.03
USDT 1.00
SBD 2.64