|| Incredible India folk art weekly contest ||

in Incredible India2 years ago (edited)

IMG-20221025-WA0013.jpg

(দীপাবলীর আলোয় আলোকিত হয়ে উঠুক সকলের জীবন)

IMG_20221025_204507.jpg

(দীপাবলী উপলক্ষ্যে আমার একটু সাজানোর প্রচেষ্টা)

Hello,
Everyone,

কেমন আছেন আপনারা সকলে?
আশাকরি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটা সকলের খুব ভালো কেটেছে। কালী মায়ের আর্শীবাদে আবহাওয়াটা আজকে ভালো আছে, তাই সকলে একটু আনন্দ করে ঠাকুর দেখতে পারবে।

আজকে আমি আমাদের @Incredibleindia কমিউনিটি থেকে যে প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে, সেই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য,আমার হাতে তৈরি একটি দীপাবলীর আলপনা দেওয়ার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।

দীপাবলীর দিনে আমারা সকলেই আমাদের বাড়ি সাজাই। মোমবাতি দিয়ে, প্রদীপ দিয়ে, আলপনা দিয়ে। আজকে আমিও একটু চেষ্টা করেছি আমার মতো করে সাজাতে। আর এই সাজানোর জন্য আমি কি কি জিনিস ব্যবহার করেছি সেটা প্রথমে আপনাদের জানাই-

IMG_20221025_203326.jpg

উপকরন:-

১. স্থল পদ্মফুল- ৫ টি
২. পান পাতা- ৫ টি
৩. সাদা ফুল- ৫ টি
৪. নয়নতারা ফুল-৬ টি
৫. আবীর(হলুদ, বেগুনি, গোলাপি ও সবুজ রঙের) - পরিমান মতো।
৬. প্রদীপ- আপনার পছন্দ মতো।
৭. গাঁদা ফুল- প্রয়োজন অনুসারে হলুদ ও কমলা রঙের।

(সাজানোর পদ্ধতি) :-

  • এবার আপনাদের জানাই আলপনা দেওয়ার পদ্ধতি-

IMG_20221025_203447.jpg

  • আমি সবার প্রথমে পানগুলোর বোটা কেটে নিলাম। যাতে আমি পানগুলো। সুন্দর করে সাজাতে পারি।

    IMG_20221025_203530.jpg

    IMG_20221025_203511.jpg

  • এবার আমি যেখানে সাজাবো সেখানে আমার মতো করে পানগুলো প্রথমে সাজিয়ে নিলাম। তারপর আমি হলুদ রঙের আবীর নিয়ে পান পাতার একদম উপরের দিকে প্রথমে একটা ফোঁটা দিলাম।

    IMG_20221025_203548.jpg

    IMG_20221025_203652.jpg

  • তারপরে আমি পান পাতার মাঝে মাঝে একটি করে স্থল পদ্মফুল সাজিয়ে দিলাম। এরপর আমি বেগুনি রঙের আবীর নিয়ে পানপাতার পাশ দিয়ে সাজিয়ে দিলাম।

    IMG_20221025_203722.jpg

    IMG_20221025_203816.jpg

    IMG_20221025_203907.jpg

  • এরপর গোলাপি রঙের আবীর নিয়ে পানপাতার নীচের অংশে গোল করে সাজিয়ে দিয়ে, তার মাঝখানে সবুজ রঙের আবীর দিয়ে গোল করে দিলাম। আর হলুদ রঙের যে ফোঁটা দিয়েছিলাম তার উপরে আরও দুটো করে ফোঁটা দিলাম।যাতে দেখতে ভালো লাগে।

    IMG_20221025_203943.jpg

  • এরপর আমি গোলাপি ও সবুজ রঙের গোলের মাঝখানে হলুদ ও কমলা রঙের গাঁদা ফুল এক এক করে পর পর সাজিয়ে দিলাম।

    IMG_20221025_204011.jpg

  • এবার আমি পানপাতার উপর সাদা রঙের ফুলগুলো সাজিয়ে দিলাম।

    IMG_20221025_204045.jpg

  • এবার আমি পানপাতার পাশে যেখানে বেগুনি রঙের আবীর দিয়ে সাজিয়েছিলাম, সেখানে হলুদ রঙের আবীর দিয়ে ত্রিকোণ একটা নকশা করলাম।

    IMG_20221025_204215.jpg

  • আর সেই নকশার মাঝে আমি বেগুনি রঙ ও হলুদ রঙ দিয়ে একটি একটি করে ফোঁটা দিলাম।

    IMG_20221025_204133.jpg

  • আমি গাঁদা ফুল গুলো একটা একটা গোটা গোটা করে দিয়ে সাজিয়েছিলাম, সেটা আমার নিজেরই দেখতে ভালো লাগছিলো না, তাই আমি ফুলগুলো ছিড়ে ছিড়ে সাজিয়ে দিলাম।

    IMG_20221025_215000.jpg

  • এরপরে আমি ঐ গাঁদা ফুলের মাঝে মাঝে একটি করে নয়নতারা ফুল দিয়ে দিলাম।

    IMG_20221025_204438.jpg

  • এরপর আমি একটি প্রদীপ জ্বালিয়ে সবুজ রঙের গোলটির মাঝখানে বসিয়ে দিলাম।

    IMG-20221025-WA0011.jpg

    IMG-20221025-WA0010.jpg

    IMG-20221025-WA0009.jpg

    IMG-20221025-WA0012.jpg

এরপরে আমি ঘরের লাইট বন্ধ করে বেশ কয়েকটি ছবি তুললাম।সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।

আজকে দীপাবলীর দিনে বাইরে অনেক বাজী ফাটছে , তাই আমাদের পিকলু ভয়ে আমার পিছুই ছাড়ছিল না। তাই আমি যতক্ষণ এইগুলো সাজাচ্ছিলাম, পিকলু আমার সাথেই বসেছিল। সবশেষে আমি ওকে নিয়ে কোলে নিয়ে একটা ছবি তুললাম।

IMG_20221025_204655.jpg

(আমি ও পিকলু)

আমার আজকে আমার মতো করে দীপাবলির জন্য এইরকম একটি নকশা তৈরি করার চেষ্টা করলাম। আমার চেষ্টা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।

সবশেষে আমি এই প্রতিযোগীতার নিয়ম অনুযায়ী @sanchita96, @swetab97@baishakhi88 এই তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি। আশাকরি আপনারাও এই প্রতিযোগীতায় অংশগ্ৰহন করবেন এবং আপনারা কিভাবে দীপাবলীতে আপনাদের বাড়ি সাজিয়েছেন সেটা জানাবেন।

আপনাদের সকলের দীপাবলী ও আগামী প্রত্যেকটা দিন যেন খুব ভালো কাটে এই প্রার্থনা করে আমি আমার লেখা শেষ করলাম। সকলে ভালো থাকবেন। শুভ রাত্রি।

Sort:  
 2 years ago (edited)

খুব সুন্দর সাজিয়েছো তুমি। লাইট বন্ধ করে তোলা ছবি গুলো অসাধারণ হয়েছে। আর পিকলু কতো সুন্দর ভাবে বসে আছে তোমার কোলে। শুভ দীপাবলি।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি। পিকলু বাজীর ভয়ে আমার কোলে এইভাবে বসে থাকে। ভালো থাকবেন।

Loading...
 2 years ago 

ভারী চমৎকার হয়েছে আপনার তৈরি ফুল, পান এবং আবিরের আলপনা। শুভেচ্ছা রইলো প্রতিযোগিতার জন্য।

 2 years ago 

ধন্যবাদ স্যার আপনার শুভেচ্ছা বার্তার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58695.71
ETH 2633.30
USDT 1.00
SBD 2.49