My weekly report (Senior Moderator)|| 7th July -2023

in Incredible Indialast year
20230707_211951_0000_091956.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, গত সপ্তাহের কার্যাবলী সংক্রান্ত আমার সপ্তাহিক রিপোর্ট। যেটা প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে, আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। যার মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করি, গত সপ্তাহে এই কমিউনিটি সিনিয়র মডারেটর হিসেবে আমি কি কি কাজে করেছি সেগুলোর বিবরণ। আসুন তাহলে শুরু করি, -

"এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন ১০/৫ সপ্তাহ "

আপনারা সকলেই জানেন এটি আমাদের এনগেজমেন্ট চ্যালেঞ্জের পঞ্চম সপ্তাহে চলছে এবং আরেকটি সপ্তাহে অতিক্রান্ত হলেই আমাদের এনগেজমেন্ট চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। আর এই সপ্তাহের বিষয়বস্তু সম্পর্কে ইতিমধ্যে আপনারা। যেখানে আমাদের পরিবেশ দূষণ নিয়ে বেশ কিছু নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে।

ইতিমধ্যে অনেকেই এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন, যাদের লেখা সত্যিই অনেক সুন্দর হয়েছে। যদিও এই সপ্তাহের কনটেস্ট শেষ হতে এখনো দুটো দিন বাকি রয়েছে, তাই এখনো পর্যন্ত যারা অংশগ্রহণ করেনি, তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই এইবার চ্যালেঞ্জে অংশগ্রহণ করুন।নিজের পরিবেশকে কিভাবে দূষণমুক্ত রাখা যায়, সেই বিষয়ে নিজের মতামত গুলো আমাদের সাথে শেয়ার করুন।

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20230707_211509.jpg

প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহেও পোস্ট ভেরিফিকেশন এর চাপটা অনেকটাই বেশি। কারণ প্রতিদিন ইউজারদের জেনারেল পোস্ট ভেরিফিকেশনের পাশাপাশি, যে সকল কনটেস্ট পোস্ট আসছে সেগুলো ভেরিফাই করতে হচ্ছে। তবে এই ভেরিফাই করাটাও একটা অনন্য অভিজ্ঞতা।কারণ ভেরিফিকেশনের মাধ্যমে অনেক ভালো ইউজারদের, অনেক ভালো পোস্ট পড়ার সুযোগ হয় এবং সেই পোস্টগুলো পড়ে নিজেও অনেক কিছু জানতে এবং শিখতে পারি।

"টিউটোরিয়াল ক্লাস"

IMG_20230707_210841.jpg

এই সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসের দিন খুব বেশি ইউজার উপস্থিত ছিল না। কিন্তু এমন অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল যেগুলো আমাদের অ্যাডমিন ম্যাম সকলকে জানাতে চাইছিলেন, কিন্তু সেদিন সেটা সম্ভব হয়নি। এই জন্য টিউটোরিয়াল ক্লাসের পাশাপাশি আর একটা দিন আমরা সকল ইউজারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি।

সেদিন সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করি এবং সৌভাগ্যবশত সেদিন আরও বেশি সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এবং সকলের উপস্থিতিতেই অ্যাডমিন ম্যাম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রত্যেকের সঙ্গে কথা বলেন।

কিছু বিষয়ে তিনি আমাদেরকে সচেতন হতে বলেন, আবার কিছু বিষয়ে তিনি আমাদেরকে এগিয়ে আসতে বলেন।আসলে টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত থাকাটা প্রত্যেকটা ইউজারের একটি দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু অনেকবার বলার সত্ত্বেও বেশ কিছু ইউজার রয়েছেন যারা আমাদের কথাটা খুব বেশি গুরুত্ব দেন না। যার ফলে নিজেদের ইচ্ছে মতন টিউটরের টিউটোরিয়াল ক্লাসে আসেন,আবার কখনো আসেন না।

"হ্যাংআউট"

IMG_20230707_210937.jpg

শুধুমাত্র টিউটোরিয়াল ক্লাসে নয় হ্যাংআউটের দিনও সকলের উপস্থিতিতে এই একই সমস্যা। মুষ্টিমেয় কয়েকজন ইউজার ছাড়া বাকি সকলকে পাওয়াটা খুবই সমস্যার হয়ে দাঁড়ায়। এমনকি যারা আগে প্রতিদিন জয়েন করতো, তাদের মধ্যেও বেশ কয়েকজন এই সপ্তাহে উপস্থিত হতে পারেনি। আশা করছি আগামী সপ্তাহ থেকে তারা আমাদের সাথে পুনরায় যোগদান করবেন। এই সপ্তাহের হ্যাংআউটের সবথেকে বড় পাওনা ছিল আমাদের অ্যাডমিন ম্যামের গাওয়া গান। আমরা যে কয়েকজন উপস্থিত ছিলাম, সকলে মিলে বেশ কিছুটা ভালো সময় কাটিয়েছিলাম।

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট "

IMG_20230707_211427.jpg

সাপ্তাহিক মডারেটর রিপোর্টের পাশাপাশি প্রতি সপ্তাহে আমি একটি এনগেজমেন্ট রিপোর্টও পাবলিশ করি। গত সপ্তাহেও আমি এনগেজমেন্ট রিপোর্ট পাবলিশ করেছিলাম। আশা করছি আপনারা সকলেই সেই রিপোর্টটি পড়েছেন এবং এনগেজমেন্ট রিপোর্টে যথারীতি প্রতিবারের মতন কিছু ইউজারদের কাজ যথেষ্ট নিরাশাজনক ছিল। আশা করছি এই সপ্তাহে তাদের কাজের উন্নতি চোখে পড়বে।

"এনগেজমেন্ট চ্যালেঞ্জের চতুর্থ সপ্তাহের উইনার সিলেকশনে নিজের দায়িত্ব পালন"

IMG_20230707_214110.jpg

চতুর্থ সপ্তাহের কনটেস্টের উইনার অ্যানাউন্সমেন্ট করার জন্য অ্যাডমিন ম্যামকে হেল্প করাটাও মডারেটর হিসেবে আমাদের দায়িত্ব। সেখানে পোস্ট কাউন্টিং এর পাশাপাশি ক্লাব চেকিং, ভ্যালিড ইনভ্যালিড পোস্ট চেকিং, ইউজার কোন দেশের, করে সেগুলো চেক করতে হয় এবং সমস্ত ডিটেলসটা বের করে আমি আমাদের অ্যাডমিন ম্যামকে মেইল করে ডিটেইলসটা পাঠাই। সেই অনুযায়ী তিনি উইনার লিস্ট পাবলিশ করেন। এই সপ্তাহেও তার অন্যথা হলো না, দায়িত্ব সহকারে নিজের কাজটি আমি এই সপ্তাহেও পালন করেছি।

"নিজস্ব অনুভূতি "

আসলে সাপ্তাহিক রিপোর্টে প্রতিটি বিষয়কে যদিও বা তুলে ধরার চেষ্টা করি, কিন্তু তারপরে এমন অনেক জিনিস থেকে যায়, যেটা হয়তো সব সময় উল্লেখ করা সম্ভব হয় না। এর মাঝেও যখন কোনো ইউজারের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা তাদেরকে ডিসকর্ডে সময় দিই।

কোনো বিষয়ে তাদের বুঝতে অসুবিধা হলে, সব সময় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। খারাপ তখন লাগে যখন তাদেরকে একই কাজ বারংবার বলার পরেও, তারা সেটিকে সঠিকভাবে করে না। সত্যি কথা বলতে যখন আমরা কোনো অফিসে কাজ করি, তখন তার নির্দিষ্ট কিছু নিয়মাবলী মেনে আমাদেরকে কাজ করতে হয়। সেখানেও অনেক সময় আমাদেরকে ব্যক্তিগত সমস্যা বাদ দিয়ে, শুধুমাত্র কাজ করতে হয়

এই কারণেই আমাদের অ্যাডমিন ম্যাম প্রায়শই বলে থাকেন, কাজের প্রতি একাগ্রতা এবং ভালোবাসা সবার আগে প্রয়োজন। যদি তাই না হয় তাহলে স্টিমিট প্লাটফর্মে ধৈর্য ধরে কাজ করা খুব কষ্টের।

"উপসংহার"

যাইহোক আশা করছি যে সকল ইউজার এতদিন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আগামী দিনেও তারা আমাদের পাশে থাকবেন। আমরা যেমন চেষ্টা করছি তাদেরকে, তাদের কাজকে সম্মান জানানোর, তেমনি তারাও আমাদের শ্রমকে সম্মান জানিয়ে, তাদের উপস্থিতি এই কমিউনিটিতে আর একটু বৃদ্ধি করবেন।

শুধু এই অনুরোধ জানিয়ে আমি আজকের রিপোর্ট এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার একটা নতুন রিপোর্ট নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত অনুরোধ করবো, সকলে খুব ভালোভাবে কাজ করুন, কমিউনিটির সাথে থাকুন।শুভ রাত্রি।

Sort:  
Loading...

Congratulations! Your post has been upvoted by @steemladies. The community where the Steemian ladies can be free to express themselves, be creative, learn from each other, and give support to their fellow lady Steemians.

Manually curated by patjewell for Steem For Ladies

 last year 

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনি বেশ সুন্দর ভাবে সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে প্রকাশ করেছেন ৷ এছাড়া প্রতিবেদনে গত সপ্তাহের সকল কার্যাবলী এবং কমিউনিটির বিভিন্ন রুলস তুলে ধরেছেন। যা জানতে পেরে সকল ইউজারদের অনেক উপকার হবে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন আপু

 last year 

প্রতি সপ্তাহের মত এ সপ্তাহের রিপোর্ট আপনি খুবই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এছাড়াও গত সপ্তাহের কার্যাবলী সংক্রান্ত সাপ্তাহিক রিপোর্ট, টিউটোরিয়াল ক্লাস, হ্যাংআউট এবং এংগেজমেন্ট চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের মাঝে তুলে ধরেছেন এর ফলে অনেকের কাজ করার প্রতি সক্রিয়তা বৃদ্ধি পাবে।

এত সুন্দর সাপ্তাহিক প্রতিবেদন এবং কমিউনিটির বিভিন্ন রুলস আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহের প্রতিবেদন অনেক সুন্দর হয়েছে এবং আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এবং হ্যাংআউট ও এংগেজমেন্ট চ্যালেঞ্জ বিভিন্ন বিষয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আসলে আপনারা এত ব্যস্ততার মাঝেও,, খুব সুন্দর ভাবে আমাদের এংগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করেছেন! আমাদের মাঝে আমাদের প্রত্যেকের উচিত,,, আমাদের এংগেজমেন্ট বৃদ্ধি করা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

আপনারা যারা আছেন এই কমিটির প্রধান দায়িত্বে আমাদের জন্য অনেক পরিশ্রম করতে হয় আপনাদের । এবং সপ্তাহের শেষে রিপোর্টগুলো জমা দিতে হয় এবং সেই অনুপাতে খুব সুন্দর ভাবে আপনি একটি সাপ্তাহিক প্রতিবেদন উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

প্রতি সপ্তাহের মত এই সপ্তাহের এংগেজমেন্ট রিপোর্ট চমৎকার ভাবে সাজিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন ৷ তাছাড়াও টিউটোরিয়াল ক্লাস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে এই সপ্তাহে ৷ যার জন্য এই সপ্তাহের রিপোর্ট টা আসলেই অনেক গুরুত্বপূর্ণ ৷ তার সাথে আমাদের এংগেজমেন্ট বৃদ্ধি করতে হবে ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাপ্তাহিক আরও একটি সুন্দর রিপোর্টের আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ,এবং অবশ্যই আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছেন। যদি আমরা ঠিক সময় মত টিউটোরিয়াল ক্লাসে জয়েন হই, আমরা অনেক বিষয় সম্পর্কে জানতে পাই এটা আমাদের উপকার হয়।

কিন্তু কেন জানিনা আমাদের এই পরিবারটা একটু নড়বড়ে হয়ে গিয়েছে। তবে আশা করি আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। অনেক ভালো লেগেছে আমি আবারও ছয় নম্বর পজিশনে আছি এংগেজমেন্টের দিক থেকে, আসলে ভাবেই থাকতে চাই, অবশ্যই চেষ্টা করছি দিন দিন নিজেকে আরও ইম্প্রুভ করার।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74