My weekly report ( Senior Moderator)|| 2nd june -2023||

in Incredible Indialast year
IMG_20230602_103547.png

Edited by canva

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কাটুক এই প্রার্থনা রইল।

প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহেও আমি আপনাদের সামনে আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে চলেছি, যার মাধ্যমে গত সপ্তাহে কমিউনিটিতে করা আমার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি।

আপনারা সকলেই জানেন এই সিজনে আমাদের কমিউনিটি এনগেজমেন্ট চ্যালেঞ্জের জন্য সিলেক্ট হয়েছে। তাই সর্বপ্রথমে আমি আমাদের অ্যাডমিন ম্যাম এবং সকল ইউজারদের অনেক শুভেচ্ছা জানাই।

তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে, আমাদের দায়িত্ব আরো অনেক গুন বেড়ে গেছে। সুতরাং আমি আশাকরি প্রত্যেকেই কিন্তু নিজে নিজের দায়িত্ব খুব সততার সঙ্গে পালন করবেন।

টিউটোরিয়াল ক্লাস

IMG_20230602_000559.jpg

এই এনগেজমেন্ট এর বিষয়ে বেশ কিছু তথ্য শেয়ার করার জন্য আমাদের এই সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে অ্যাডমিন ম্যাম উপস্থিত হয়েছিলেন। তিনি চ্যালেঞ্জের নিয়মাবলী সম্পর্কে আমাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করলেন। এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলাকালীন আমাদের কি করনীয় এবং কি করা উচিত নয়,সেই সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন।

কিন্তু দুঃখের বিষয় যে টিউটোরিয়াল ক্লাসে খুব বেশি সদস্য উপস্থিত ছিলেন না এবং এটা যে শুধুমাত্র এই সপ্তাহ হয়েছে এরকম নয়। গত বেশ কয়েকটি সপ্তাহ ধরেই শুধুমাত্র কয়েকজন হাতে গোনা ইউজার ছাড়া,বেশিরভাগ ইউজার টিউটোরিয়াল ক্লাস এবং হ্যাংআউটে উপস্থিত থাকছেন না।

কিন্তু যেমনটা আপনারা সকলেই জানেন, এখানে আমরা সবাই নিজেদের স্বাধীনতা মতন কাজ করি সুতরাং কাউকে কোনো কিছুর জন্য বাধ্য করাটা আমাদের উচিত নয়।

হ্যাংআউট

IMG_20230602_000815.jpg

হ্যাংআউট সম্পর্কেও আলাদা করে কিছুই বলার নেই।কারণ এমন অনেক আছেন যারা মনে করেন যে, হ্যাংআউটের বিশেষ কোনো দরকার নেই। তবে এমন অনেক সদস্য রয়েছেন যারা মনে করেন, সারা সপ্তাহ কমিউনিটিতে কাজ করার পর একটা দিন কিছুটা সময় অন্তত নিজেদের মধ্যে আনন্দ বিনিময় করা অবশ্যই দরকার। আমি নিজেও ব্যক্তিগতভাবে সেই দলের মধ্যেই পরি।

তবে হ্যাঁ যে সকল ইউজার মনে করেন হ্যাংআউটের কোনো প্রয়োজন নেই,আমি তাদের সিদ্ধান্তকেও সমানভাবে সম্মান জানাই। কারণ ব্যক্তি বিশেষে সবার ভালো লাগার ক্ষেত্র আলাদা হবে এটাই কিন্তু স্বাভাবিক। তবে আমাদের কমিউনিটিতে সবকিছুর সর্বোচ্চ সিদ্ধান্ত আমাদের অ্যাডমিন ম্যাম নেন। তাই পরের সপ্তাহ থেকে কিভাবে টিউটোরিয়াল ক্লাস ও হ্যাংআউট অনুষ্ঠিত হবে, সেই সম্পর্কে আমাদের অ্যাডমিন ম্যামের সিদ্ধান্তই সর্বোচ্চ। তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটা কমিউনিটির মঙ্গলের জন্যই নেবেন।

সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট

IMG_20230602_001444.jpg

প্রত্যেক সপ্তাহের মতন, এই সপ্তাহে আমি ইউজারদের এনগেজমেন্টের রিপোর্ট বের করেছিলাম। যদি খুব বেশি পরিবর্তন লক্ষ্য করিনি,তবে কিছু ইউজারের ক্ষেত্রে কমেন্টের সংখ্যা অনেকটাই কমে গেছে। এই কারনে প্রত্যেককে অনুরোধ করব নিজেদের কাজের প্রতি একাগ্রতা বাড়ানোর জন্য।

কারণ আপনারা সকলেই জানেন কিছু পেতে গেলে কিছু দিতে হবে, এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। সুতরাং যদি কোনো ইউজার নিজের দিক থেকে সর্বোচ্চ দিয়ে কাজ না করেন, অথচ তিনি আশা করেন যে, তিনি সবার সাপোর্ট পাবেন, সেক্ষেত্রে কিন্তু তিনি একটি ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছেন।

কারন এখানে একমাত্র কাজেরই মূল্যায়ন করা হয়। সুতরাং আপনি যদি আপনার কাজটি সঠিকভাবে করেন, তবে অবশ্যই আপনি তার মূল্য পাবেন। কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু তার ফলাফলও আপনারই প্রাপ্য। এনগেজমেন্ট বৃদ্ধির ক্ষেত্রে আপনার নিজের একাগ্রতাই, আপনাকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারবে।

হাংরি গ্রিফিনের সাপ্তাহিক রিপোর্ট

IMG_20230602_001417.jpg

এই সপ্তাহেও হাংরি গ্রিফিনের ডিটেলস, প্রতি সপ্তাহের মতনই আমি নিজের কাছে জমা করেছিলাম। আর সপ্তাহ শেষে আমার ডায়েরিতে লিখে রাখা প্রত্যেকটি ইউজারদের নাম লিখে রাখা ছবি এবং পাশাপাশি ইউজারের যে লিঙ্কগুলো আমি নির্বাচন করেছিলাম, সেইগুলো মেলের মাধ্যমে আমাদের অ্যাডমিন ম্যামের কাছে পাঠিয়েছি। যাতে তিনি খুব সহজেই হাংরি গ্রিফিনের সাপ্তাহিক রিপোর্টটি উপস্থাপন করতে পারেন। আশা করছি ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই সেই রিপোর্টটি পড়েছেন।

পোস্ট ভেরিফিকেশন

সবশেষে আসি আমাদের কমিউনিটির পোস্ট ভেরিফিকেশনের কথায়। সেক্ষেত্রে যেখানে আমরা তিনজন মডারেটার এবং আমাদের কমিউনিটির সিনিয়র মেম্বার জাকারিয়া ভাই উদ্যোগে প্রত্যেকের পোস্ট সময় মতো ভেরিফাই করছি।

যেহেতু আমাদের এনগেজমেন্ট চ্যালেঞ্জ সামনেই চলে এসেছে, সেই কারণে আমরা নিজেদের মধ্যে কথা বলে নির্দিষ্ট সময় নির্বাচন করেছি। আর আমরা প্রত্যেকে নিজের নিজের সময় অনুসারে পোস্ট ভেরিফিকেশন করছি। বর্তমানে শুধুমাত্র আমাদের কমিউনিটিতে পোস্ট করা কয়েকজন ইউজার রয়েছে,তাই এখনো পর্যন্ত খুব বেশি সমস্যা হচ্ছে না।

তবে আশা করছি চ্যালেঞ্জ শুরু হলেও সমস্যা হবে না। কারন আমরা আমাদের সকলের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো, যাতে আমাদের তরফ থেকে আমরা কাজটা ভাবে করতে পারি। যে বিশ্বাস স্টিমিট টিম আমাদের কমিউনিটির প্রতি রেখেছেন, তার যথাযথ মূল্যায়ন আমরা করতে পারি।

উপসংহার

আজকের রিপোর্ট আমি এখানেই শেষ করছি। আশাকরি রিপোর্টটি ভালো করে পড়লে আপনারা বুঝতে পারবেন সারা সপ্তাহ এই কমিউনিটির প্রতি কি কি দায়িত্ব আমাদের পালন করতে হয়। সকলে ভালো থাকবেন। পরবর্তী সপ্তাহে আবার এরকম রিপোর্টের মাধ্যমে নিজের কার্যক্রম শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হবো।

Sort:  
Loading...
 last year 

আসলে একটা সপ্তাহের এংগেজমেন্ট রিপোর্ট তৈরি করা,, খুবই কঠিন কাজ! বিশেষ করে অনেক সচেতনতার সাথে এই কাজ করতে হয়! কিন্তু আপনি খুব সুন্দর ভাবে,, এই রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করেছেন।

আমাদের প্রত্যেকেরই উচিত! নিজেদের এংগেজমেন্ট বৃদ্ধি করা! কারণ যেহেতু কমিউনিটির মধ্যে চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে! সেজন্য আমাদের প্রত্যেকেরই এনগেজমেন্ট বৃদ্ধি করে,,,, নিজেদের কাজ খুব সচেতনতার সাথে করতে হবে।

সাপ্তাহিক রিপোর্টটা পড়ে বেশ ভালো লাগলো! অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত কষ্ট করে এত সুন্দর ভাবে এই রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, ভালো থাকবেন।

 last year 

টিউটোরিয়াল ক্লাস আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের উচিত টিউটোরিয়াল ক্লাস সকলের অংশগ্রহণ করা। কেননা অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষনীয় বিষয় শেয়ার করা হয়ে থাকে এছাড়াও নিত্য নতুন তথ্য সেখানে শেয়ার করা হয়ে থাকে।

যেহেতু আমাদের সামনে এংগেজমেন্ট চলে এসেছে সেদিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। এছাড়াও হ্যাংআউটের বিষয় কথা হয়েছিল।

স্টিমিট টিম আমাদের কমিউনিটির প্রতি যে বিশ্বাস রেখেছেন, তার যথাযথ মূল্যায়ন আমরা যেন করতে পারি। এজন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।(ধন্যবাদ)

 last year 

এটি আমাদের কমিউনিটির প্রত্যেকটি মেম্বারদের জন্য একটা বড় সুযোগ। যে সুযোগটা অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে। যেহেতু আমরা এংগেজমেন্টে আমাদের এই কমিউনিটি সিলেক্ট হয়েছে। তার জন্য অবশ্যই দায়িত্ব অনেক বেশি বেড়ে গিয়েছে, যারা এই কমিউনিটির দায়িত্ববান পদে রয়েছে।

এবং অবশ্যই আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব, যাতে এই কমিউনিটি সম্মান বজায় থাকে। আর অবশ্যই বলতে হয় আপনি অনেক সুন্দর করে আপনার পুরো সপ্তাহের এংগেজমেন্ট এর এই রিপোর্ট শেয়ার করলেন কতখানি খাটনের পরে আসলে এতগুলো রিপোর্ট তৈরি করা যায় সেটা আমার চেয়ে আপনারাই ভাল বোঝেন।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সপ্তাহের এত সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এই সপ্তাহের এনগেজমেন্টে অনেক কিছু গুরত্বপূর্ন তথ্য সংক্রান্ত আলোচনা আমাদের মাঝে তুলে ধরেছেন যেটা আমাদের প্রত্যেক ইউজার দের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ আপনি এই সপ্তাহের এনগেজমেন্ট টিউটোরিয়ালও হ্যাংআউট সহ তুলে ধরেছেন ৷ আর আপনি একটা কথা বলেছেন কিছু নিতে হলে কিছু দিতে হয় তাই আমরা সবাই এই কমিউনিটির সব সিদ্ধান্ত মেনে চলে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ মনে করি ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন দিদি ৷🙏

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65697.93
ETH 3342.39
USDT 1.00
SBD 2.63