My weekly report (Moderator)|| 5th May -2023||

in Incredible Indialast year
20230430_235315_0000_115328.png
Edited by canva

Hello,

Everyone,

আশা করি আপনারা সকলে ভালো আছেন,সুস্থ আছেন, এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আরো একটা সপ্তাহ অতিবাহিত করে, আজকে আমি আবার আপনাদের সামনে আমার সাপ্তাহিক কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন করতে চলেছি।

IMG-20220907-WA0007.jpg

টিউটোরিয়াল ক্লাস

IMG_20230504_160140.jpg
টিউটোরিয়াল ক্লাস চলাকালীন নেওয়া স্ক্রীনশট

আমার রিপোর্টে সবার প্রথমে কমিউনিটির যে কার্যক্রমটির কথা উল্লেখ করব সেটি হচ্ছে "টিউটোরিয়াল ক্লাস"। গত তিন সপ্তাহ আমাদের অ্যাডমিন ম্যাম টিউটরিয়াল ক্লাসটি উপস্থাপন করছেন। আর গত তিন সপ্তাহে এমন অনেক বিষয়ে তিনি তথ্য আদান-প্রদান করেছেন, যেগুলি আমাদের সকলের জন্য ভীষণ প্রয়োজনীয়।

বিশেষ করে সেই সকল ইউজারদের জন্য যারা, এই প্লাটফর্মে বা আমাদের কমিউনিটিতে নতুন যুক্ত হয়েছেন। এই প্লাটফর্মে কাজ করতে গেলে, বা কি কিভাবে কাজ করলে আমরা আমাদের আরো কাজকে আরো সুদূরপ্রসারী করতে পারি, আবার কোন কোন কাজ করলে সেটা আমাদের আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে, সেই সমস্ত বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন তিনি।

কিন্তু দুঃখের বিষয় এই টিউটোরিয়াল ক্লাসে যতজন ইউজার উপস্থিত থাকবেন বলে আমি আশা করেছিলাম, তত জন ইউজার কিন্তু উপস্থিত ছিলেন না। তবে আমি আশা করছি প্রত্যেক ইউজার এই ক্লাসের গুরুত্ব বুঝে আগামী সপ্তাহ থেকে নিজেদের মূল্যবান সময় থেকে একটি ঘন্টা সময় অবশ্যই বের করবেন এবং ক্লাসে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ আলোচনা গুলি অবশ্যই শুনবেন। আর সেখান থেকে অনেক ভালো কিছু শিখবেন।

IMG-20220907-WA0007.jpg

হ্যাংআউট

IMG_20230505_004439.jpg
হ্যাংআউট চলাকালীন নেওয়া স্ক্রীনশট

পরবর্তী যে বিষয়টি নিয়ে আমি কথা বলব সেটি আমাদের "হ্যাংআউট"। যেটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আমাদের ডিসকর্ড চ্যানেলে অনুষ্ঠিত হয়। আসলে সাড়া সপ্তাহ আমরা সকলেই কম বেশি কাজের সঙ্গেই যুক্ত থাকি। সেটি এই কমিউনিটির কাজ হোক বা নিজস্ব ব্যক্তিগত জীবনের কোনো কাজ।

এই কারণে গোটা সপ্তাহ থেকে আমরা একটা দিনের কিছুটা সময় বের করে নিই, আমাদের বিনোদনের জন্য। যেখানে আমরা সকল ইউজাররা নিজেদের মধ্যে কথা বলার পাশাপাশি, গান শোনা,কবিতা শোনার মধ্যে দিয়ে কিছুটা সময় কাটাই। যেখানে একে অপরের সঙ্গে হাসি মজা করে কিছুটা ক্লান্তি আমাদের দূর হয়।

কাজের পাশাপাশি এই অবসর সময় কাটানোটাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্যও সেদিন আলোচনা হয়ে থাকে। ঠিক যেমনটি গতকালের হ্যাংআউট এ হয়েছে। যেখানে hangout এর শুরুতে আমরা মূলত "বিট-বট" নিয়ে কথা বলেছি। এই সম্পর্কিত তথ্য অনেকেই সঠিক ভাবে জানতেন না, যেটা আজকে হ্যাংআউটে আলোচনা মধ্যে দিয়ে সকলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে।

IMG-20220907-WA0007.jpg

পোস্ট ভেরিফিকেশন

IMG_20230505_010302.jpg
ভেরিফাই করা পোস্টের স্ক্রীনশট

আমাদের কমিউনিটির প্রত্যেক ইউজারের পোস্ট ভেরিফিকেশনটা আমাদের প্রতিদিনের একটি কার্যক্রমের অংশ। যেখানে আমরা প্রত্যেকটি মডারেটর নিজেদের সময় অনুযায়ী সকলের পোস্ট ভেরিফাই করি।

IMG_20230504_160353.jpg
পোস্ট সংক্রান্ত বিষয়ে ইউজারের সাথে কথা বলার সময় নেওয়া স্ক্রিনশট

আর সেই পোস্টগুলো ভেরিফাই করতে গিয়ে অনেক সময় অনেক ইউজারের বেশ কিছু ত্রুটি আমাদের চোখে পড়ে। আমরা চেষ্টা করি সেগুলি তাদেরকে বুঝিয়ে ঠিক করিয়ে নেবার। কিন্তু খারাপ লাগাটা তখন কাজ করে যখন সেই একই ভুল কেউ বারংবার করে।

Voting CSI এর গুরুত্ব বেশ কয়েকবার সকলের সঙ্গে আলোচনা করার পরেও, বেশ কিছু ইউজার এই voting CSI এর গুরুত্ব বুঝে হোক বা না বুঝে হোক, নিজেদের voting CSI সঠিক রাখার চেষ্টা করেন না। যেটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এই voting CSI এর গুরুত্ব সম্পর্কে সকলকে অবগত করা আছে কিন্তু তবুও তারা সেই দিকটাতে গুরুত্ব দেন না।

IMG-20220907-WA0007.jpg

এনগেজমেন্ট রিপোর্ট

IMG_20230504_160251.jpg
এনগেজমেন্ট রিপোর্ট তৈরি করার জন্য তথ্য বের করার সময় নেওয়া স্ক্রীনশট

এরপরে আসে সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্টের কথায়। যেটি আমি প্রত্যেক রবিবার আপনাদের সামনে উপস্থাপন করি এবং সেখানে যে তিনজন সবথেকে বেশি কমিউনিটিতে একটিভ থাকেন, যাদের এনগেজমেন্ট সব থেকে বেশি থাকে, তাদের নাম বিজয়ীর তালিকায় নির্ধারিত করা হয়।

আজকে সত্যি বলতে ভালো লাগছে নতুন একজন ইউজার নিজের নামকে এই তালিকাভুক্ত করতে সক্ষম হয়েছেন। যেটি কিন্তু অন্যান্য সকল ইউজারের ক্ষেত্রে একটি উদাহরণ স্বরূপ,যদি আপনি নিজের কাজটি সঠিকভাবে করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অনেককে ছাপিয়ে এগিয়ে যেতে পারেন। এই সপ্তাহে তিনজন বিজয়ীকে অনেক শুভেচ্ছা জানাই। আশা করি আগামী দিনেও এভাবেই তারা নিজেদের কাজটি করে যাবেন।

IMG-20220907-WA0007.jpg

হাংরি গ্রিফিনের রিপোর্টের তথ্য

IMG_20230505_010547.jpg
হাংরি গ্রিফিনের রিপোর্ট তৈরির তথ্যের এবং আমাদের অ্যাডমিন ম্যামের কাছে পাঠানো মেলের স্ক্রিনশট

হাংরি গ্রিফিনের যে রিপোর্টটি দিদি প্রতি সপ্তাহে আপনাদের সামনে উপস্থাপন করেন, সেই রিপোর্টের সমস্ত তথ্যের হিসাব অন্যান্য সপ্তাহের মতন এই সপ্তাহেও আমি রেখেছি এবং এডমিন ম্যামের নির্দেশ অনুসারে সেগুলি তাকে মেইল করে পাঠিয়েছি এবং তারপর তিনি সাপ্তাহিক রিপোর্টটি উপস্থাপন করেছেন। আশা করছি আপনারা সকলেই সেই রিপোর্টটি ইতিমধ্যে লক্ষ্য করেছেন।

IMG-20220907-WA0007.jpg

অ্যাকটিভ ইউজার বৃদ্ধির প্রচেষ্টা

IMG_20230505_004257.jpg
IMG_20230505_004240.jpg

সবশেষে কমিউনিটির অ্যাকটিভ ইউজার বাড়ানোর জন্য আমরা প্রত্যহ চেষ্টা করে যাচ্ছি। কমিউনিটির মডারেটর হিসেবে আমরা নিউকামার্স কমিউনিটির দিকে অবশ্যই নজর রাখছি। যেখানে আমরা সমস্ত ইউজারকে আমাদের কমিউনিটিতে আসার জন্য কমেন্টের মাধ্যমে ইনভাইট করছি, যাতে তারা আমাদের কমিউনিটির সঙ্গে যুক্ত হয় এবং তাদের কনটেন্ট আমাদের সঙ্গে শেয়ার করে।

IMG-20220907-WA0007.jpg

উপসংহার

সাপ্তাহিক রিপোর্টটি শেষ করার আগে আমি আমাদের কমিউনিটি সঙ্গে যুক্ত থাকা প্রত্যেক ইউজারের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনি - আমি একা কোনো কাজকে সফলতার শীর্ষে পৌঁছাতে সক্ষম নই।

সুতরাং মিলিত উদ্যোগে যে কাজটা আমরা অনেক সুন্দর ভাবে করতে পারব, সেই কাজটাতে সকলের অংশগ্রহণ করাটাই আমাদের একান্ত কাম্য। সুতরাং নিজের পরিবার মনে করে অবশ্যই এগিয়ে আসবেন, যাতে ভবিষ্যতে আপনার আমার সকলের মিলিত পরিশ্রমে এই কমিউনিটিকে একটি সফল জায়গায় আমরা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হই।

IMG-20220907-WA0007.jpg

আজকের মতো আমি আমার রিপোর্টটি এখানেই শেষ করছি। রিপোর্ট সম্পর্কে আপনাদের যে কোনো রকম মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন।সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...
 last year 

গতকাল হ্যাংআউট এ বেশ দারুণ কিছু বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এর মধ্যে বিট বট ছিল বেস গুরুত্বপূর্ণ আমার জন্য,,, কারন এই বিট বড সম্পর্কে আমি কিছুই জানতাম না,,,,যা আমি গত হ্যাংআউট এ জানতে পারলাম আপনার মাধ্যমে,,,,, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই,,, নতুন বিষয় সম্পর্কে অবগত করার জন্য।

 last year 

আসলে সত্যি কথা বলতে,, আমাদের টিউটোরিয়াল ক্লাস,,, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি দেখেছি,,, অনেকেই টিউটোরিয়াল ক্লাসে যুক্ত না হয়ে। হ্যাংআউটে যুক্ত হয়। আপনারা সব সময় বলে থাকেন, টিউটোরিয়াল ক্লাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সেটা আমরা যারা ক্লাসে যুক্ত হই,,, তারাই বুঝতে পারি।

আপনার পোস্টে আজকে অনেকগুলো তথ্য আপনি শেয়ার করেছেন। যেগুলোর মধ্যে কিছু আমাদের জানা ছিল। আবার কিছু আমাদের অজানা। আপনার পোস্ট পড়ে, সে সম্পর্কে জানতে পারলাম।

অসংখ্য ধন্যবাদ সাপ্তাহিক প্রতিবেদন এত সুন্দর করে আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সব সময় ভালো রাখুক। এই কামনাটাই করছি, ভাল থাকবেন।

 last year 

প্রথমেই ধন্যবাদ জানাই সাপ্তাহিক রিপোর্ট সাবমিট করার জন্য।

আসলে টিউটোরিয়াল ক্লাস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে কেননা এর মধ্যে অনেক মূল্যবান কথা হয় স্টিমিট সম্পর্কে। আশা করি এরপর থেকে কারো সমস্যা হবে না জয়েন করতে। গত সপ্তাহে উপস্থিতি অনেকটাই কম ছিল।

হ্যাংআউটে অনেক কথাবার্তা হয় একই সাথে গান কবিতা অনেক কিছুই হয়ে থাকে আনন্দময় মুহূর্ত। হ্যাংআউটে বিট বট সম্পর্কে অনেক কথা হয়েছে আশা করি সকলেই বুঝেছে। ধন্যবাদ জানাই সুন্দরভাবে বুঝানোর জন্য।

একই সাথে হাংরি গ্রিফিনের এর রিপোর্ট এবং ইউজারদের সাথে কথা বলা আরও রয়েছে কমিউনিটির পোস্ট গুলো ভেরিফাই করা। সত্যিই আপনাদের অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হয়।

ধন্যবাদ জানাই এত ব্যস্ততার মধ্য থেকেও আমাদের জন্য প্রতিনিয়ত শিক্ষনীয় বিষয় এবং সাপ্তাহিক রিপোর্ট সাবমিট করার জন্য।

 last year 

ইউজারদের আশা আকাঙ্ক্ষায় ভরপুর পোস্টটি সবার দৃষ্টিগোচর সহ লেখনীর প্রতি সবাইকে আন্তরিক করে তুলবে ,এই কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61814.34
ETH 2979.06
USDT 1.00
SBD 2.48