Mera India Weekly Comments Contest || Weekly Report || 16/04/2023

in Incredible Indialast year (edited)
IMG_20230416_234231.png

Hello,

Everyone,

আপনারা সকলে ভালো আছেন,সুস্থ আছেন আর আপনাদের সকলের আজকের দিনটি ভালো কেটেছে।

দেখতে দেখতে আমাদের কমিউনিটিতে চলমান কনটেস্টের আরো একটা সপ্তাহ পার হয়ে গেল। তাই প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহেও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি,এই কনটেস্টের সাপ্তাহিক রিপোর্ট।

যার মাধ্যমে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব, এই সপ্তাহে কোন কোন ইউজার এই কনটেস্টের বিজয়ী হয়েছেন। এই সপ্তাহের বিজয়ীদের নির্বাচন করতে গিয়ে আমি একটি বিষয় লক্ষ্য করলাম,যেটি অবশ্যই আজকে এই রিপোর্টের মাধ্যমে আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাইব।

আমাদের এই কমিউনিটিতে আমাদের অ্যাডমিন যেদিন এই কনটেস্টে অ্যানাউন্স করেছিলেন, তখন তিনি বারংবার জানিয়েছিলেন, আপনি যে পোস্টে মন্তব্য করছেন, সেই মন্তব্য গুলো যেন অবশ্যই সেই পোস্টের বিষয়বস্তু পরিপ্রেক্ষিতে করা হয়। শুধুমাত্র সেই মন্তব্য গুলোর শেষেই কিন্তু আপনাদেরকে miwcc হ্যাশট্যাগ টি ব্যবহার করতে বলা হয়েছিল।

কিন্তু আমি লক্ষ্য করলাম আপনাদের মধ্যে অনেকেই সমস্ত মন্তব্যের নিচেই এই হ্যাশট্যাগটি ব্যবহার করেছেন। যেটি কিন্তু একেবারেই এই কনটেস্টে অংশগ্রহণের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে না। সুতরাং সকলকে অনুরোধ করব আপনি মন্তব্য করার সময় কোন মন্তব্যের ক্ষেত্রে এই হ্যাশট্যাগটি ব্যবহার করবেন,আর কোনটার ক্ষেত্রে করবেন না, সেটা অবশ্যই খেয়াল করবেন।

প্রত্যেকটি রিপোর্টের মতো বিজয়ীদের নাম ঘোষণা করার পূর্বে, আমি আপনাদের কমিউনিটিতে সমস্ত ইউজারদের করা পোস্ট এবং মন্তব্যের সংখ্যা উপস্থাপন করব, যাতে আপনারা নিজেরা নিজেদের কার্যক্রম সম্পর্কে অবগত হতে পারেন।

যদিও আমার বিশ্বাস আপনারা সকলেই নিজেদের কার্যক্রম সম্পর্কে জানেন, তারপরেও সবার কার্যক্রম একত্রিতভাবে আপনাদের সামনে উপস্থাপনের একটাই উদ্দেশ্য যাতে, নিজের কাজের পাশাপাশি আপনি অন্যান্য ইউজারদের কাজের সম্পর্কে অবগত থাকতে পারেন।

IMG-20220907-WA0007.jpg

আসুন তাহলে প্রথমে আপনাদের সামনে সেই রিপোর্টগুলো উপস্থাপন করি, -

7 th April 2023 to 14 th April 2023

Moderator - @piya3

UsernameNo.of PostNo.of Comment
@thairisdc16
@mamun12345661
@jakaria121432
@nasir04427
@mjmoshiur20
@oguzvic11
@jacklab1407215
@rjabdullah11
@joeljaimes198215
@mrnazrul26
@happy-mondal310

IMG-20220907-WA0007.jpg

7 th April 2023 to 14 th April 2023

Moderator - @sampabiswas

User nameNo.of PostNo.of Comment
@sanaula710
@hafizur46n745
@rubina2037114
@rakibal513
@shariful1244
@rxsajib32
@yoyopk7102
@saminularefin42
@baizid123867
@xhadhin434

IMG-20220907-WA0007.jpg

7 th April 2023 to 14 th April 2023

Moderator - @noelisdc

UsernameNo.of PostNo.of Comment
@ahlawat41
@shahinalam12416
@ariful226
@shofiulislam40
@zhanavic6911
@nacim-rana220
@josepha10
@sabbir-raj55
@sir-charles-jude21

IMG-20220907-WA0007.jpg

7 th April 2023 to 14 th April 2023

Moderator - @starrchris

UsernameNo.of PostNo.of Comment
@xaske17
@sadikul1122
@rogue2212
@mini80119
@aparajitoalamin318
@jesaf7110
@rigo.ep6224
@promah24
@zubaer211

IMG-20220907-WA0007.jpg

খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত সপ্তাহে যে তিনজন বিজয়ীর নাম আমি ঘোষণা করেছিলাম, এই সপ্তাহেও তারা নিজেদের জায়গা অব্যাহত রেখেছেন। শুধুমাত্র একজনের ক্ষেত্রে স্থান পরিবর্তন হয়েছে। আগের সপ্তাহে যিনি আমাদের কনটেস্টের বিজয়ী হিসাবে দ্বিতীয় স্থানে ছিলেন,তিনি এই সপ্তাহে তৃতীয় স্থান অধিকার করেছেন।আর যিনি তৃতীয় স্থানে ছিলেন তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন।

তবে @rubina203 এই সপ্তাহেও নিজের প্রথম স্থান ধরে রাখতে পেরেছেন এবং তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে এরকম হতেই পারে ব্যক্তিগত কোনো কাজে আমরা অনেক সময় হয়তো নিজেদের সবটুকু দিয়ে উঠতে পারি না, তবে আমি মন থেকে চাইবো আপনারা যারা এই কনটেস্টটিকে এত ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা সকলেই আরেকটু চেষ্টা করবেন, যাতে পরের সপ্তাহে বিজয়ীদের নামের তালিকায় নিজের নাম নথিভুক্ত করতে পারেন।

অর্থাৎ আমাদের miwcc কনটেস্টের এই সপ্তাহের তিনজন বিজয়ী হলেন-

1.@rubina203 (প্রথম স্থান)
2.@yoyopk (দ্বিতীয় স্থান)
3.@baizid123 (তৃতীয় স্থান)

IMG-20220907-WA0007.jpg

সবশেষে আমি আমাদের কমিউনিটিতে যুক্ত থাকা প্রতিটি ইউজারকে ধন্যবাদ জানাবো আমাদের কমিউনিটিতে নিজেদের লেখা ভাগ করে নেওয়ার পাশাপাশি, কমিউনিটিতে চলা বিভিন্ন কনটেস্টে অংশগ্রহণের জন্য।

আপনারা সকলে এভাবেই আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন, এই আশা নিয়ে আমি আজকের রিপোর্ট শেষ করছি।

উপসংহার

আগামী সপ্তাহে আবার একটি নতুন রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি আগামী সপ্তাহে আপনারা সকলেই আপনাদের সক্রিয়তা বৃদ্ধি করবেন এবং সকলে চেষ্টা করবেন বিজয়ীদের তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে। কারণ আপনারা যেমনটি আগের সপ্তাহেও দেখেছেন, বিজয়ীদেরকে আমরা যথাসাধ্য পুরস্কৃত করার চেষ্টা করেছি।

আপনারা জানেন বর্তমানে আমাদের কমিউনিটিতে চারজন মডারেটর রয়েছে এবং প্রথম সপ্তাহে আমি আমার সাধ্য মতন সকল বিজয়ীদেরকে পুরস্কৃত করেছিলাম এবং এই সপ্তাহে আমাদের অন্য একজন মডারেটর @neolisdc বিজয়ীদেরকে পুরস্কৃত করবেন সুতরাং সকলে নিজেদের উদ্যোগকে অব্যাহত রাখবেন, যাতে আগামী দিনেও আমাদের কমিউনিটিতে এই ধরনের কনটেস্ট চালাতে পারি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রিপোর্টটি মন দিয়ে পড়ার জন্য এবং রিপোর্টটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

Sort:  
 last year 

অসংখ্য ধন্যবাদ এই সপ্তাহের রিপোর্ট সাবমিট করার জন্য এবং যারা বিজয় হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যেন সামনে আরো নতুন কিছু করতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে

Loading...
 last year 

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সাপ্তাহিক রিপোর্ট আমাদের সাথে তুলে ধরার জন্য। আপনার রিপোর্টটি পড়ে বেশ ভালো লাগলো সবারই উচিত নিজেদের একটিভিটি আরো বৃদ্ধি করা। এবং miwcc যে কনটেন্ট রয়েছে সেখানে অংশগ্রহণ করা।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকুন।

 last year 

অসংখ্য ধন্যবাদ দিদি প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কমিউনিটির জন্য কতটা অ্যাক্টিভ আছি আমরা সেটি সবার সামনে তুলে ধরার জন্য এই রিপোর্টটি অনেক জরুরি।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু এই সপ্তাহের #miwcc কনটেস্টের রিপোর্টটি আমাদের সামনে দেখানোর জন্য। এবং যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন । ইনশাআল্লাহ আমি চেষ্টা করব অ্যাকটিভ তো আছিই তাও আরো সুপার অ্যাকটিভ থাকার।
#miwcc

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু,,,আমাদের মাঝে সাপ্তাহিক একটি রিপোর্টে প্রকাশ করার জন্য এবং সাথে সাথে আরো ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিতে যারা বিজয়ী হয়েছেন,,,আপনাদের এ দ্বারা প্রভাবিত হতে থাকুক, সবার জন্য শুভ কামনা রইল।

 last year 

প্রথমেই ধন্যবাদ জানাতে চাই শম্পা দিদিকে। আপনি খুব সুন্দর ভাবে সাপ্তাহিক কমেন্ট কনটেস্ট রিপোর্ট সাবমিট করেছেন।

আগের সপ্তাহের মত এবারে ও @rubina203 আপু সাপ্তাহিক একটিভিটিসে এক নাম্বার হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আমি আমার এক্টিভিটিস বাড়ানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।

#miwcc

 last year 

It's great that so many people are participating in this weekly comment contest. The organization of this contest is very good. Many people seem to know about the contest but don't use the hashtag, I think they are missing out on the opportunity to participate in the contest.

Congratulations to all three winners 🥳
#miwcc

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70427.25
ETH 3798.65
USDT 1.00
SBD 3.50