Incredible India monthly contest of August #1| Implication of discipline!

in Incredible India23 days ago (edited)
Green And Brown Illustrated Parents Day Instagram Post_20240814_144535_0000_024545.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজ আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত আগস্ট মাসের প্রথম কনটেস্টে, যার বিষয়বস্তু হিসেবে শৃঙ্খলাবোধকে বেছে নেওয়া হয়েছে।

সত্যি কথা বলতে এই শৃঙ্খলাবোধ আমাদের প্রত্যেকের জীবন যাপনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তবে শৃঙ্খলা সম্পর্কে ভিন্ন মানুষের ভিন্ন মতামত রয়েছে, আজ এই বিষয়টির উপরে ভিত্তি করে অ্যাডমিন ম্যাম বেশ কিছু প্রশ্ন রেখেছেন, তাই এই কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে সেই প্রশ্নগুলি সম্পর্কে নিজের মতামত আজ আপনাদের সাথে উপস্থাপন করবো।

1672344690977_010726.jpg

চলুন তাহলে আমার মতামত গুলি এবার আমি আপনাদের সাথে শেয়ার করি, -

"1. What is the definition of discipline?"

ai-generated-8950893_1280.pngSource

শৃঙ্খলাবোধ এই কথাটির সাথে আমরা সকলেই পরিচিত তবে সকলের কাছে এই শৃঙ্খলাবোধের সংজ্ঞা অবশ্যই এক নয়। কারণ জীবনের পরিপ্রেক্ষিতে আমাদের সকলের চিন্তা ভাবনা আলাদা হয়ে থাকে। হয়তো কখনো কখনো কিছু মানুষের সাথে চিন্তাভাবনার কিছু মিল আমরা পেয়ে থাকি, তবে সেটা যে প্রত্যেকের ক্ষেত্রেই হবে সেটা একেবারেই অসম্ভব।

আমার কাছে শৃঙ্খলা মানে একটা সুস্থ জীবন যাপন করার কৌশল। যার মাধ্যমে আমরানিজেকে ও আমাদের আশে পাশের মানুষকে একটা সুস্থ জীবন যাপনের পথ দেখাতে পারি।

এই পৃথিবীতে ঈশ্বরের সবথেকে উন্নত সৃষ্টি হল মানুষ। আর এই সৃষ্টিকে আমরা আরও বেশি সম্মানিত করতে পারি, একটা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করে। সঠিক নিয়মে জীবন-যাপন করার অর্থ হলো শারীরিক ও মানসিক ভাবে নিজেদেরকে সুস্থ রাখা, সময়ের প্রকৃত মূল্যায়ন করা, মানবিক দিক থেকে নিজেকে আরো বেশি উন্নত করার প্রচেষ্টা।

যাতে নিজের পাশাপাশি সমাজের অগ্রগতিতেও নিজের সামান্যতম অবদান থাকে। এই ভাবেই বোধহয় আমরা প্রকৃত অর্থে একটি শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করতে পারি। তবে দুঃখের বিষয় এই শৃঙ্খলাবোধ সমাজের বহু মানুষের মধ্যে আজকাল লক্ষিত হয় না। এই কারণেই বোধহয় সমাজ এত বেশি অবক্ষয়ের দিকে পরিচালিত হচ্ছে।

1672344690977_010726.jpg

"2. Do you think it's essential to maintain discipline in our personal and professional lives? Why?"

অবশ্যই আমি মনে করি আমাদের ব্যক্তি জীবনে ও কর্মজীবনে শৃঙ্খলা বোধ প্রত্যেকের থাকা উচিত। সত্যি কথা বলতে কর্ম জীবন আমাদের অনেকটা দেরিতে শুরু হয়, তবে ব্যক্তি জীবন শুরু হয় একদম জন্মের পর থেকে। আর ব্যক্তি জীবনে শৃঙ্খলাবোধ তৈরীর ক্ষেত্রে প্রথম হাতেখড়ি হয়ে বাবা মায়ের পাশাপাশি, পরিবারের অন্যান্য সকল মানুষের হাত ধরে।

কারণ একটি বাচ্চা ছোটবেলা থেকে তার পরিবারের প্রতিটি সদস্যের যেমন আচরণ দেখবে, নিজের মধ্যেও ঠিক তেমন আচরণ তৈরি হবে। এর পাশাপাশি প্রতিটি বাচ্চাকে জীবন সম্পর্কে সঠিক ধারণা দেওয়া পরিবারের সকলের দায়িত্ব। তাই শৃঙ্খলা বোধ আমাদের জীবনকে কতখানি সুন্দর করে তুলতে পারে, তার শিক্ষাটাও আমরা পরিবার থেকেই প্রথমে পেয়ে থাকি। আর যদি ছোটবেলা থেকে প্রকৃত শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারি, নিয়মানুবর্তিতা আমাদের জীবনে কতখানি প্রয়োজন তা জানতে পারি, তাহলে কর্মজীবনেও অবশ্যই তার প্রভাব পরবে।

teacher-8774399_1280.pngSource

স্থান- কাল- পাত্র বিশেষে আমাদের শৃঙ্খলাবোধ পরিবর্তিত হয়। যেমন আপনি যে ভাষায় আপনার বন্ধুদের সাথে কথা বলেন, সে ভাষায় কখনোই আপনার শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলতে পারেন না। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ক্ষেত্রে যদি আপনি সময়ের মধ্যে না পৌঁছান, সে ক্ষেত্রে হয়তো খুব বেশি সমস্যা হবে না। তবে স্কুলে বা অফিসে পৌঁছানোর জন্য সব সময় আপনাকে একটা নির্দিষ্ট সময় মেনে চলতে হবে।

পরিবারের একজন সদস্য হিসেবে আপনার পরিবারের প্রতি অবশ্যই কিছু দায়িত্ববোধ থাকতে হবে। পাশাপাশি একজন সামাজিক মানুষ হিসেবেও, সমাজের প্রতিও আপনার কিছু দায়িত্ব নিজের মধ্যে জাগ্রত করতে হবে। আসলে এই সমস্ত কিছু মিলিয়েই বোধহয় একটা শৃঙ্খলাবদ্ধ জীবন আমরা যাপন করতে পারি।

কর্মক্ষেত্রের বিষয়েও এই শৃঙ্খলাবোধ আমাদের সর্বদা মেনে চলা উচিত। প্রতিটি কাজের জায়গায় নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, সেগুলো পালন করার পাশাপাশি সেখানকার সহকর্মীদের সাথে সঠিক আচরণ করা, তাদের প্রতি একটা মানবিক দৃষ্টিভঙ্গি রাখাও এই শৃঙ্খলাবোধের মধ্যে পড়ে। তাই সেদিকে নজর রাখাও আমাদের প্রত্যেকের দায়িত্ব।

1672344690977_010726.jpg

"3. How does discipline help us to develop? Describe."

positive-discipline-8305980_1280.jpgSource

শৃঙ্খলাবোধ না থাকলে আমরা জীবনের কোনো ক্ষেত্রেই উন্নতি করতে পারবো না। ব্যক্তি জীবনে যদি শৃঙ্খলা মেনে না চলি, তাহলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন আমরা যদি মানুষের সাথে ভালো আচরণ করতে না পারি, মানুষেরাও আমাদের সাথে ভালো আচরণ করবে না।

সময়ের সঠিক মূল্য দিয়ে, আমরা যদি সঠিকভাবে পড়াশোনা না করি, স্কুল কলেজের সঠিক নিয়মাবলী অনুসরণ না করি, তাহলে সেক্ষেত্রেও আমরা কখনোই ভালো কিছু শিখতে পারবো না। আবার একইভাবে যদি আমরা কর্মক্ষেত্রের সকল শৃঙ্খলা গুলো মেনে না চলি, তাহলে সেখানে আমরা সঠিক ভাবে কাজ করতে পারবো না। ফলত অন্যান্য অনেক মানুষের থেকে আমরা অনেকখানি পিছিয়ে পড়বো।

শৃঙ্খলাবোধ না থাকলে আমরা কখনোই জীবনের মূল স্রোতে চলতে পারবো না। আর শৃঙ্খলাবোধহীন একটা জীবন কখনোই আমাদেরকে মানুষ হিসেবে উন্নত করতে পারে না। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত মানুষ হিসেবে একটি শৃঙ্খলা বদ্ধ জীবন যাপন করা।

1672344690977_010726.jpg

"Conclusions"

যাইহোক শৃঙ্খলাবোধ সম্পর্কে এই ছিল আমার নিজের ব্যক্তিগত অভিমত, যেগুলি এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের প্রত্যেকের আমার পোস্ট পড়ে কেমন লাগলো, অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।

লেখা শেষ করার আগে কনটেস্টের নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধু @cruzamilcar63, @jahidul21@tanay123 কে আমন্ত্রণ জানাই। আশাকরি আপনারা এই কনটেস্টে যোগদান করে, শৃঙ্খলা সম্পর্কে নিজেদের মতামত, আমাদের সকলের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54016.63
ETH 2289.57
USDT 1.00
SBD 2.29