Happy first Anniversary of my Incredible India Community

in Incredible Indialast year (edited)
png_20230516_013141_0000_013145.png
Edited by canva

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আজকে পোস্ট লিখতে বসে নিজের মধ্যে একটা অন্য অনুভূতি কাজ করছে। আসলে অনেক কষ্ট করে, অনেকের অনেক অপমান সহ্য করার পরে, যখন কোনো কাজ করা হয় এবং সেই কাজে যখন একটু হলেও সাফল্য অর্জন করা যায়, সেই অনুভূতিটা আজকে আমার নিজের মধ্যে হচ্ছে।

ইতিমধ্যে আপনারা সকলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি কি বিষয়ে আজকে লিখতে চলেছি। অবশ্যই আজকে লেখার জন্য একটাই বিষয় হতে পারে সেটি হচ্ছে, আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়ার এক বছরের পূর্নতা। সত্যি বলতে এই এক বছরের এই পথ চলা কিন্তু খুব একটা সহজ ছিল না

বড়ো কিছু কাজ কি গো সহজ হয়,
কষ্ট কে মনে করো কষ্ট নয়।
চোখ ভরে জল এলে,
চোখেই তা মুছে ফেলে।
দুটি চোখ ভরে জল এলে,
চোখেই তা মুছে ফেলে,
নতুন সাহসে এই বুক ভরাবো।
ঠিক পৌঁছে যাবো।
এই ছোট্ট ছোট্ট পায়ে
চলতে চলতে ঠিক পৌঁছে যাবো,
ও.. ঠিক পৌঁছে যাবো।

আরতি মুখার্জী ও প্রতিমা ব্যানার্জীর গাওয়া এই গানটি হয়ত আপনারা অনেকেই শুনেছেন, তবে আজকে গানটির কথা গুলো বড়ো বাস্তব মনে হচ্ছে।

আজকে বলতে সত্যিই গর্ব বোধ হচ্ছে যে, অনেক রাত জাগা, অনেক কষ্ট,অনেক কিছু না পাওয়ার পরেও, অ্যাডমিন ম্যামের হাত ধরে এক বছর অতিক্রম করলাম। একটা বছর কিন্তু কম সময় নয়। যদি হিসেব করা যায়, এক বছর মানে ১২ মাস/৫২ সপ্তাহ/৩৫৬ দিন।

এক বছরের এই পথ চলার জন্য সবথেকে বেশি কষ্ট যিনি করেছেন, তিনি আমাদের অ্যাডমিন ম্যাম @sduttaskitchen। যদিও তিনি তার লেখা পোস্টে আমাকে নিয়ে অনেক কথাই লিখেছেন, কিন্তু সত্যি কথা বলতে, শুধুমাত্র তার পাশে দাঁড়িয়ে থাকা ছাড়া,বিশেষ কোনো কাজ আমি করিনি।

যেই সময় আমরা সব থেকে বেশি কষ্ট করছিলাম, সেই সময় আমি বহুবার তাকে বলেছি যে, আমাদের এত কষ্ট করার ফল বোধহয় আমরা কোনদিনই পাব না। কিন্তু ম্যাম বরাবর বলেছিলেন যে, "আমাদের কষ্ট যদি ঈশ্বর না দেখেন, তাহলে হয়তো পৃথিবীর কেউই দেখবে না।" এই কারণে আমরা সর্বদাই ঈশ্বরের কাছে ও নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার চেষ্টা করেছি।

আজকে যে আমাদের কমিউনিটির এক বছর পূর্ন হয়েছে সেটা আমি নিজেই ভুলে গিয়েছিলাম। তবে আমাদের কমিউনিটির Senior member/discord-in-charge @jakaria121 তিনি কিন্তু এটা মনে রেখেছেন এবং তিনিই প্রথম আমাদেরকে মনে করিয়েছেন যে,আজকে আমাদের পথ চলার একটি বছর পূর্ণ হল।

আর গতকাল রাতে যখন আমি অ্যাডমিন ম্যামের লেখা পোস্টটি পড়লাম, অদ্ভুত একটা আনন্দে দুচোখ ভরে উঠলো। মনে হলো আমরা যেন অনেক কিছু পেয়ে গেছি। আসলে যখন আমরা পথ চলা শুরু করেছিলাম,তখন আমাদের পাশে কেউ ছিল না। অথচ আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এতো মানুষ। আশা করছি আগামী বছরে আপনাদের পাশাপাশি আরও অনেকে যুক্ত হবেন।

IMG_20230516_012454.jpg
বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কমিউনিটির ছোট্ট একটি আনন্দ অনুষ্ঠানে আমাদের ইউজারদের একত্রিত হওয়ার সময় নেওয়া স্ক্রিনশট

বর্তমানে আমাদের কমিউনিটিতে যে সকল ইউজারা প্রতিদিন কাজ করছেন, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আমাদের কমিউনিটি কখনোই আপনাদের ছাড়া চলতে পারতো না। আপনারা পাশে থেকে আপনাদের লেখা আমাদের কমিউনিটিতে শেয়ার করেছিলেন বলেই, আজকে আমরা আমাদের কমিউনিটিকে এতোদূর পর্যন্ত আনতে পেরেছি।

তবে আমরা যতই সকলে মিলে একসাথে পথ চলি না কেন, কখন কি পরিস্থিতি আসবে আমরা কেউ জানিনা। তাই আমি একটাই কথা বলতে চাই ,পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি আমরা কখনো আলাদা হয়ে যাই,অন্তত নিজেদের মনে কোনো বিদ্বেষ রাখবেন না।

কারণ আমরা যদি আমাদের কমিউনিটিকে পরিবার ভাবি তাহলে এটা মনে রাখতে হবে, পরিবারের সকলের মধ্যেও কিন্তু মনোমালিন্য হয়ে থাকে কিন্তু তার জন্য আমরা কেউ আমাদের পরিবারকে ছেড়ে দিই না। সুতরাং এক জায়গায় কাজ করতে হলে হয়তো অনেক বিষয়ে আমাদের মধ্যে মতানৈক্য হতে পারে, কিন্তু তার মানে এই নয় আমরা একটি পরিবারের মতো হয়ে কাজ করবো না।

আজকে আমাদের কমিউনিটির পাশে যেভাবে আছেন, ভবিষ্যতেও এই ভাবেই পাশে থাকবেন সেই অনুরোধ করে আমি আমার লেখা আজকে এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...
 last year 

একটা বছর কেটে গেল ভাবতেই অবাক লাগে। আমরা আমাদের পরিবারের একটা বছর পার করে নতুন বছরে পা দিলাম।

ইনশাল্লাহ যতদিন অনলাইনে কাজ করবো ততদিন এই কমিউনিটিতে কাজ করবো।

এটা আমাদের পরিবার এই পরিবারের সুখ দুঃখ আনন্দ সব কিছু সব সময় আমরা এর সাথে থাকবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের কমিউনিটির এক বছর উপলক্ষে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়।

 last year 

@sampabiswas অনেক ভালোবাসা সাথে থাকার জন্য, বিশেষ করে খারাপ সময়। আজকে আমার সবচাইতে ভালো লাগার জায়গা হলো, আমার বলা প্রতিটি কথা সহ শিক্ষা আজও মনে রেখে এগিয়ে যাওয়ার জন্য।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি আমরা কখনো আলাদা হয়ে যাই,অন্তত নিজেদের মনে কোনো বিদ্বেষ রাখবেন না।

অনেক মূল্যবান কথা কারণ, আমি সবসময় বিশ্বাস করি, নিজের ক্ষতি হলে দোষ নেই, তবে নিজের জন্য অন্যের ক্ষতি যেনো কখনো না হয়।

আশাকরি কিছু মানুষ হয়তো কথাগুলোর মূল্য বুঝবেন।

 last year 

আপনাকে ধন্যবাদ দিদি কমিউনিটি তে খারাপ সময়ে পাশে থেকে এই কমিউনিটিকে এত দূর পর্যন্ত নিয়ে আসার জন্য। আপনাদের পরিশ্রম বির্ধা যাবে না,,,আশা কি এই প্লাটফর্ম সামনে বছরে অনেক বড় একটি প্লাটফর্ম হবে,,,,,

সত্যি বলতে সবাই বেইমানি করলে ও পরিশ্রম কখনো কারো সাথে বেইমানি করে না এই আশা নিয়ে আমরা সবাই কাজ করে যাবে সামনের দিকে,,,,,আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61472.96
ETH 2381.86
USDT 1.00
SBD 2.56