Contest of May#2 by @sduttaskitchen |Qualities all humans should carry within!

in Incredible India7 months ago
 Brown and White Minimalist Photography Hello to Saturday Facebook Post_20240525_131014_0000_011034.png

"Edited by Canva"

Hello,

Everyone,

সত্যি কথা বলতে প্রকৃত মানুষ হতে গেলে একটি মানুষের মধ্যে অনেকগুলি গুণ থাকা প্রয়োজন। তবে সর্বগুণ সম্পন্ন মানুষ এই পৃথিবীতে খুবই বিরল। কারণ একটি মানুষের মধ্যে যে সবটাই ভালো গুণ থাকবে এমনটা নয়, তবে হ্যাঁ মানুষ হিসেবে অন্তত কিছু গুণ আমাদের সকলেরই নিজের মধ্যে রাখা প্রয়োজন, যাতে মানুষ হিসেবে নিজেরা লজ্জাবোধ না করি।

মে মাসের দ্বিতীয় প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে এমন সুন্দর একটি বিষয়কে বেছে নেওয়ার জন্য, প্রথমে আমি অ্যাডমিন অ্যাডমিন ম্যামকে ধন্যবাদ জানাই। এই কনটেস্টে যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন, তাদের সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো।

কিন্তু এখনো যারা এই কনটেস্টে অংশগ্রহণ করেন নি, তাদেরকে অনুরোধ করবো নিজেদের মতামত অবশ্যই শেয়ার করার জন্য। প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমিও আমার তিনজন বন্ধু @mianawais, @paholags@elider11 কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাই। অপেক্ষায় রইলাম তাদের মতামত পড়ার জন্য। চলুন এবার আমি আমার মতামত আপনাদের সকলের সাথে শেয়ার করি, -

1672344690977_010726.jpg

"As per your viewpoint, which three qualities all humans should carry within?"

এই প্রশ্নটির উত্তর লিখতে গিয়ে চোখের সামনে বহু পরিচিত মানুষের মুখ ভেসে উঠল, যাদের মধ্যেই কিছু গুণের অনুপস্থিতি হয়তো আমার মনে কখনো কখনো, কোনো কারনে দাগ কেটেছে এবং আমার মনে হয়েছে তাদের মধ্যে এই গুণ গুলো থাকলে, তারা আরো ভালো মানুষ হতে পারতো।

শুধু অন্য কারোর কথা নয়, আমি নিজেও মানুষ হিসেবে মনে করি আমার মধ্যেও কিছু গুণের প্রয়োজনীয়তা রয়েছে। সত্যি কথা বলতে তিনটি গুণকে বেছে নেওয়া যথেষ্ট কঠিন। কারণ মানুষ হিসেবে নিজেকে বা অন্যকে গণ্য করতে গেলে, তিনটির অধিক গুণাবলী থাকা প্রয়োজন। তবে আমার মতে সর্বশ্রেষ্ঠ যে তিনটি গুণ অবশ্যই থাকা প্রয়োজন, তার মধ্যে প্রথম হলো-

সততাঃ-

মানুষ হতে গেলে প্রত্যেকের মধ্যে সততা অবশ্যই থাকা প্রয়োজন, কারণ সৎ পথে চলা মানুষগুলোই সর্বদা সকলের অনুপ্রেরণা হয়ে ওঠেন। সৎ পথে চলতে গেলে জীবনে অনেক সময় কঠিন পথ পার করতে হলেও, শেষ পর্যন্ত যে আত্মতুষ্টি পাওয়া যায়, অসৎ মানুষ কখনোই সেগুলো অনুভব করতে পারে না।

সততার পথ অবলম্বন করলে হয়তো জীবনে অনেক কিছু না পাওয়া থেকে যায়, কিন্তু যা পাওয়া যায় তা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। কিছু মানুষের চোখে সৎ মানুষেরা সর্বদাই অপ্রিয় থাকে, তবে ঈশ্বরের চোখে তারাই একমাত্র প্রিয়। তাই আমার মনে হয় মানুষের দৃষ্টিভঙ্গিতে নয়, ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে নিজের অবস্থান উন্নত করার জন্য মানুষকে অবশ্যই সততার পথ অবলম্বন করা উচিত।

আমার নিজের চোখে আমি এমন অনেক অসৎ মানুষকে দেখেছি বা দেখছি, যারা উন্নতির শীর্ষে বসে আছেন, কিন্তু বিবেকের কাছে হোক বা ঈশ্বরের কাছে, তাদের অসৎ কর্মগুলো নিশ্চয়ই বিবেচিত হবে এ প্রত্যাশা আমি রাখি। সামাজিক অবস্থানের দিক থেকে তারা হয়তো সফলতার শীর্ষে রয়েছে, কিন্তু কিছু মানুষের জীবনে তাদের অবস্থান একদম নীচে। আর এখানেই মানুষ হিসেবে তাদের পরাজয়।

আত্মবিশ্বাসঃ-

আত্মবিশ্বাস এমন একটি গুণ যেটা প্রতিটি মানুষকে জীবনের কঠিন লড়াই গুলি লড়তে অনেকটা বেশি সাহায্য করে। জীবনের এতোগুলো বছর পার করে এসে আমি এটা অনুভব করেছি, মানুষ হিসেবে আমার মধ্যে আত্মবিশ্বাসের বড্ড অভাব। যেটাকে রপ্ত করার চেষ্টা আমি আজও করে চলেছি।

পরনির্ভরশীলতায় জীবনটা কাটাতে গিয়ে একটা সময় উপলব্ধি করলাম, আমার আত্মবিশ্বাস একদম তলানিতে এসে পৌঁছেছে। সেখান থেকে পুনরায় নিজেকে আত্মবিশ্বাসী করে তোলা অনেক কঠিন একটি কাজ। তাই আমি চাই প্রত্যেকটি মানুষের মধ্যে আত্মবিশ্বাসের গুনটি থাকুক, যাতে জীবনের সব পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার মতো ও পরিচালনা করার মতন ক্ষমতা মানুষের নিজেরই থাকুক, যাতে অন্যের উপরে নির্ভর করতে না হয়।

ক্ষমাশীল মানসিকতাঃ-

মানুষ মাত্রই সামাজিক জীব। তাই সমাজ ও সংসারের বাইরে একার জীবন যাপন কখনোই সম্ভব নয়। সমাজ হোক বা সংসার প্রতিটি মানুষ যে আমাদের মনের মতন হবে এটা একেবারেই অসম্ভব। কিছু মানুষের সাথে আমাদের মতের মিল হবে না, এটা খুবই স্বাভাবিক। তবে ক্ষমাশীল মানসিকতা না থাকলে তাদের সঙ্গে মানিয়ে চলাটা অনেক বেশি কষ্টকর।

আমি যেমন উল্টো দিকের মানুষটাকে দোষী ভাববো, ঠিক অন্যের ক্ষেত্রেও এটি হতে পারে। তাই আমি যদি আশাকরি আমার অন্যায় অন্য কেউ ক্ষমা করবে, তাহলে আমাকেও অবশ্যই ক্ষমাশীল মানসিকতা বহন করতে হবে। যাতে আমিও অন্যের ভুলকে ক্ষমা করে,তাদের সাথে সম্পর্ক আজীবন বজায় রাখতে পারি।

জীবনের প্রতিটি ক্ষেত্রে এমন অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়, যাদের ছোট ছোট কার্যক্রম আমাদেরকে অনেক আঘাত দেয়। তবে যদি আমরা সেগুলোকে ক্ষমা করে এগোতে না পারি, তাহলে হয়তো জীবনে বেঁচে থাকা অনেক বেশি কষ্টকর হবে। তাই আমার মনে হয় এই ক্ষমাশীল মানসিকতার মতো গুনটিও আমাদের মধ্যে থাকাটা অনেক বেশি জরুরী।

1672344690977_010726.jpg

"How do those qualities help to enhance us and others (including family and society)? Describe."

সততা যদি আমার মধ্যে থাকে তাহলে অন্যের সাথে ভুল করার আগে আমি নিজেই সতর্ক হবো এবং অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখবো। ঠিক উল্টোদিকে যদি অন্য সকলেও সততার পথ অবলম্বন করে, তাহলে সমাজে সৎ মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে। ফলত অনেক অসৎ কার্যক্রম কমে যাবে।

আত্মবিশ্বাসের অভাবে বহু মানুষ তাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনা। জীবনে অনেক সিদ্ধান্ত সর্বদাই অন্যের উপরে নির্ভর করে নিয়ে থাকেন, ফলত আত্মবিশ্বাস যদি প্রতিটি মানুষের মধ্যে থাকে তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষ নিজের উপরে ভরসা করেই সিদ্ধান্ত নিতে পারবে। ফলে জীবনটাকে আরো সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সর্বশেষ যে গুনটির কথা আমি বলেছি, সেটি ক্ষমাশীল মানসিকতা। এই ক্ষমা শব্দটি ছোট হলেও আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর মানে অনেক গভীর। পৃথিবীতে এমন অনেক সম্পর্ক আছে যেখানে দুজন মানুষ হোক বা পরিবারের অনেকে হোক শুধুমাত্র ক্ষমা করতে না পারার কারণে আজীবনের জন্য সম্পর্ক নষ্ট হয়। অনেক সময় আমরা ছোট ছোট ভুল বোঝাবুঝি কেউ এত বড় পর্যায়ে নিয়ে যাই যে, সেখান থেকে সম্পর্কে ভাঙ্গন ধরে। অথচ সেখানে যদি কথা বলার মাধ্যমে একে অপরের দোষকে ক্ষমা করতে পারি, তাহলে হয়তো সম্পর্ক বাঁচিয়ে রাখা সম্ভব হয়।

1672344690977_010726.jpg

"Do you believe identifying self-mistakes and quality somehow makes us distinct? Justify your view."

নিজের ভুল বুঝতে পারাটা মানুষের এমন একটা গুণ, যেটি নিজেই নিজেকে উন্নত করতে সাহায্য করে। এমন অনেক মানুষ আমাদের চোখে পড়ে, যারা নিজের ভুলটাকে স্বীকার না করে, অন্যের উপরে দোষ চাপাতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে। আমার মনে হয় একটা সময় তারা নিজেই নিজেদের বিবেকের কাছে হেরে যায়।

মানুষ মাত্র ভুল হবে এটা খুব স্বাভাবিক একটা বিষয়, আর সেই ভুল স্বীকার করাটা তার থেকেও বেশি স্বাভাবিক হওয়া উচিত, তবে এই স্বাভাবিক কাজটাকেই অস্বাভাবিকভাবে এড়িয়ে যাওয়া মানুষগুলিকে আমি সর্বদাই অপছন্দ করি।আমার মনে হয় নিজের ভুল স্বীকার করাটা আমাদের প্রত্যেকের শেখা উচিত।

1672344690977_010726.jpg

"Conclusions"

যাইহোক এই ছিল কনটেস্টের বিষয়বস্তু সম্পর্কে আমার মতামত। আমি বলছি না সকলেই আমার সাথে সহমত হবেন, কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা মতামত থাকবে এটাই স্বাভাবিক। আমি সম্পূর্ণটা আমার ব্যক্তিগত অনুভূতির নিরিখে লিখেছি, কাউকে আঘাত করাটা আমার উদ্দেশ্য নয়। সকলে ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কাটুক সেই প্রার্থনা রইলো। ভালো থাকবেন।

Sort:  
Loading...

Hola apreciada amiga. Gracias por la invitación. Coincido contigo en todo y cada uno de SOS valores. En l medida que tengamos valores y principios nuestra vida será mucho más satisfactoria. Te deseo éxitos y bendiciones

 7 months ago 

কন্টেস্ট অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সত্যি একজন প্রকৃত গুণাবলী মানুষের অনেকগুলো গুণ থাকা প্রয়োজন। তার মধ্যে তিনটি গুণ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।
সততা এমন একটি গুণ যারা প্রকৃত মানুষ তাদের মাঝে বেশি দেখা যায়। একজন মানুষের মাঝে সততা থাকলে তিনি কখনোই কারো ক্ষতি করতে পারে না।
হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, যারা সৎ পথে চলে অনেকেই তাদেরকে পছন্দ করেন না। কিন্তু সৃষ্টিকর্তার কাছে তারা অনেক প্রিয়।
কনটেস্টের প্রতিটি প্রশ্নের উত্তর আপনার খুব সুন্দর ছিল।
আপনার জন্য সব সময় শুভকামনা রইলো ভালো থাকবেন।

সর্বগুণ সম্পন্ন মানুষ গল্প উপন্যাসেও খুব বেশী পাওয়া যায় না, এমনকি শ্রী রামচন্দ্র সর্বগুণ সম্পন্ন ছিলেন না, না হলে সীতাকে অগ্নিপরীক্ষা দিতে হতো না। আমার মধ্যেও আত্মবিশ্বাসের যথেষ্ট ঘাটতি রয়েছে বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কনটেস্ট পোস্টে আপনার মতামত আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 7 months ago 

এই পৃথিবীতে প্রতিটি মানুষের মধ্যে আপনি কখনই সব কিছু স্বয়ংসম্পূর্ণভাবে কখনোই খুঁজে পাবেন না। একটা মানুষের মধ্যে কোন না কোন সমস্যা অবশ্যই রয়েছে, হয়তো বা তার পারিবারিক দিক থেকে অথবা সামাজিক দিক থেকে। কিন্তু আপনি যে বিষয়গুলো আমাদের সাথে উপস্থাপন করেছেন। সততা, আত্মবিশ্বাস, ক্ষমাশীল মন মানসিকতা, এগুলো অবশ্যই একটা মানুষের মধ্যে থাকা প্রয়োজন।

আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। সেই সাথে একটা মানুষের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকা প্রয়োজন। সে বিষয়গুলো সম্পর্কে জানতে পেরে ও ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96418.85
ETH 3444.11
SBD 1.55