Contest of July#1 by @sduttaskitchen| Which do you value more: Name or Fame?

in Incredible India5 days ago
Grey Pastel Aesthetic Modern Fashion Photo Collage Facebook Post_20240709_031605_0000_031622.png
"Edited by Canva"

Hello,

Everyone,

একেবারে প্রতিযোগিতার শেষ দিনে এসে অংশগ্রহণ করছি ঠিকই, তবে কনটেস্টের বিষয়বস্তু হিসেবে অ্যাডমিন ম্যাম এতো সুন্দর একটা টপিক নির্বাচন করেছেন যে, সেই বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করার ইচ্ছে আর সংবরণ করতে পারলাম না।

হয়তো আরও আগেই আমার কনটেস্টে অংশগ্রহণ করা উচিত ছিলো, কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম করতে করতে কখন অংশগ্রহণের সময় একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, সত্যিই বুঝতে পারি নি।

প্রথমে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে, যারা নিজেদের মতামত খুবই সুন্দরভাবে পোস্টের মাধ্যমে উপস্থাপন করেছেন, পাশাপাশি সকলের জন্য রইল অগ্রিম শুভেচ্ছাও। তবে নিজের মতামত শেয়ার করার আগে প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধু @crafter, @rakibal@munaa কে আমন্ত্রণ জানাই।

1672344690977_010726.jpg

"Which do you value more: Name or Fame(choose anyone) and describe the reason behind your choice."

paparazzi-6934821_1280.jpgsource

সত্যি বলতে নাম আর খ্যাতি এই দুটি শব্দের মধ্যে যে অদৃশ্য এক পার্থক্য রয়েছে, সেটা উপলব্ধি করার জন্য বেশ গভীর ভাবে চিন্তাভাবনা করতে হয়। মানুষ হিসেবে আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে পরিচিত। আর একজন সুস্থ মানুষকে ভগবান সমস্ত কিছু দিয়ে এই পৃথিবীতে পাঠান। তবে পৃথিবীতে আসার পর, বড় হয়ে আমরা আমাদের ভিতরকার গুণগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে চাইবো, সেটা সম্পূর্ণই আমাদের ব্যক্তিগত বিষয়।

ব্যক্তিগতভাবে আমার কাছে নামটাই সর্বোচ্চ। কারণ আজকালকার যুগে খ্যাতি অর্জনের ক্ষেত্রে প্রতিযোগিতা বড্ড বেশি। আমরা প্রত্যেকেই ছুটে চলেছি এই খ্যাতির পিছনে। সত্যি কথা বলতে লোক পরিচিতি পেতে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় পরিচিতি পেতে আমরা এমন পথ অবলম্বন করি, যার মাধ্যমে আমাদের পরিচিতি হয়, তবে তা নেগেটিভ অর্থে।

তবে ওই যে বললাম খ্যাতির পিছনে আমরা এতটাই মত্ত যে, আদেও সেটা কতখানি সুখ্যাতি আর কতখানি কুখ্যাতি, সেই বিচার করার সময়টুকুও আমাদের থাকে না।

তাই ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য খ্যাতির থেকেও বেশি নাম অর্জনের দিকে থাকে। হয়তো বেশি মানুষের কাছে আমার পরিচিতি পৌঁছায় না খ্যাতির অভাবে। তবে দুটি মানুষের কাছে যদি আমার নাম পরিচিতি পায়, আমি তাতেই সন্তুষ্ট।

কারণ সেই দুটো ব্যক্তির পাশাপাশি আরও একজন এই বিষয়টিতে খুবই খুশি থাকে, সেটি অন্য কেউ নয় আমার নিজের ভেতরকার সত্তা। আমার মনে হয় বর্তমান যুগে আধুনিকতার ছোঁয়ায়, মানুষ নিজের ভিতরকার সত্তাকেই খুশি করতে ভুলে গেছে।

1672344690977_010726.jpg

"What's the difference between Name and Fame? Describe."

red-carpet-3185727_1280.jpgsource

সাধারণভাবে ভাবতে গেলে অনেকেরই মনে হতে পারে নাম এবং খ্যাতি দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এই দুটির মধ্যে বেশ ফারাক রয়েছে।

যে সকল মানুষেরা নামে বিশ্বাসী তাদের লক্ষ্য কখনোই অন্যকে ছাপিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা নয়, বরং নিজের কাজ অনেক বেশি সততা ও সুন্দরভাবে করাটা তাদের লক্ষ্য। যাতে কিছু মানুষের কাছে তাদের অনুপ্রেরণা হয়ে থেকে যেতে পারে। কম সংখ্যক হলেও যাতে কিছু মানুষের কাছে তার নামটি চির স্মরণীয় থাকে।

ঠিক উল্টোদিকে আমি যদি খ্যাতির কথা বলি, তাহলে যারা এই খ্যাতিতে বিশ্বাস করে, তাদের লক্ষ্য সব সময় অন্যকে ছাপিয়ে যাওয়ায়। তাই তারা কোন কাজের মাধ্যমে লোকের কাছে পৌঁছাচ্ছে, তার থেকেও বেশি গুরুত্ব দিয়ে থাকে কত সংখ্যক লোকের কাছে তাদের খবর ছড়িয়ে পড়ছে সেই বিষয়ে।

সত্যি বলতে বর্তমান যুগের নাম অর্জনের লক্ষ্য কম সংখ্যক মানুষের মধ্যে থাকে। কারণ বেশিরভাগ মানুষ ছুটে চলেছে খ্যাতির পিছনে। যে কোনো উপায়ে খ্যাত হওয়ার নেশায় সকলে মত্ত। এই কারণে ভালো কর্মের মাধ্যমে অর্জিত সুখ্যাতি এবং খারাপ কর্মের মাধ্যমে অর্জিত কুখ্যাতির মধ্যে যে বিস্তর ফারাক সেটা মানুষ ভুলতে বসেছে।

1672344690977_010726.jpg

"Do you think Name and Fame are essential in our lives? Share your viewpoint."

success-933215_1280.jpgsource

হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি মনে করি নাম এবং খ্যাতি দুটোই আমাদের জন্য জরুরী। কিছু মানুষের কাছে খ্যাতি তাদের স্বপ্ন স্বরূপ এবং এই খ্যাতি অর্জনের জন্য তারা কিন্তু পথে অনেক পরিশ্রম করে থাকে। তাই সেই মানুষগুলোর জন্য খ্যাতি তাদের জীবনের শ্রেষ্ঠ পাওনা।

ঠিক উল্টোদিকে যে মানুষগুলো নামে বিশ্বাসী, তারা কিছু মানুষের কাছে পৌঁছানোর জন্য অনেক বেশি পরিশ্রম করে তাদের কর্মের মাধ্যমে। যাতে, কিছু মানুষের জীবনে তারা আজীবনের জন্য জায়গা করতে পারে। সেই উদ্দেশ্য সফল করার জন্য মানুষগুলি অনেক বেশি পরিশ্রম করে।

যদিও আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে খ্যাতি অর্জন করতে ততটাও পরিশ্রম করতে হয় না, যতটা ভালো কাজের মাধ্যমে মানুষের মনে, মানুষ হিসেবে পরিচিত হতে গেলে করতে হয়।

1672344690977_010726.jpg

"What are the ways to achieve them?"

এই পৃথিবীতে নাম হোক বা খ্যাতি যে কোনোটা অর্জন করতে গেলে তার একমাত্র পথ হলো পরিশ্রম। সঠিক পথে, নিষ্ঠা সহকারে পরিশ্রম করলে, দুটি জিনিস অর্জন করাই সম্ভব। অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিশ্রম করলে অবশ্যই খ্যাতির শীর্ষে যাওয়া যায়, তবে সেই তুলনায় নাম পাওয়া যায় খুবই সামান্য।

আবার যদি উল্টোদিকে ভাবি, যত তাড়াতাড়ি সকলে খ্যাতের শীর্ষে পৌঁছায়, তত তাড়াতাড়ি কিন্তু তারা হারিয়ে যায়। কারণ ততদিনে অন্য কেউ শীর্ষে পৌঁছানোর প্রস্তুতি নিয়ে নেয়। তবে আমি যদি নামের কথা বলি, তাহলে সে ক্ষেত্রে নামের মাধ্যমে কারো মনে আমরা আজীবন স্থায়ী হতে পারি।

অবশ্যই তার জন্য আমাদেরকে সঠিক পথে থেকে কর্ম করতে হবে, যাতে কর্মের মাধ্যমে আমরা মানুষের মনে অমরত্ব পেতে পারি। আর সঠিক কর্ম করার মাধ্যমে মানুষের মনে জায়গা করার ক্ষেত্রে, প্রতিযোগিতাও অনেকটাই কম হবে বলেই আমার বিশ্বাস।

1672344690977_010726.jpg

"Conclusions"

কনটেস্টের বিষয়বস্তু সম্পর্কে এই ছিল আমার নিজস্ব মতামত, যেগুলো আমি নিজের মতন করে উপস্থাপন করার চেষ্টা করলাম। তবে আমার পোস্ট পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। শুভরাত্রি।

Sort:  

শেষ দিনে আপনার কনটেস্ট এর পোস্ট দেখে ভাল লাগল, আপনি নাম এবং খ্যাতি সম্পর্কে খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন, নাম এবং খ্যাতির মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে দুইটাকে একই মনে হয়, এই দুইটা জিনিসকে অবশ্যই পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয়। ধন্যবাদ নাম এবং খ্যাতির বিষয়ে সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 days ago 

Thanks for the invitation,🙏

Loading...
 4 days ago 

আসলে আমি মনে করি নাম আমরা সবাই খুব দ্রুত কামাতে পারবো , কিন্তু এই খ্যাতি এখনকার সময় মানুষ খুবই কম কমাতে পারে কারণ নাম যত দ্রুত কামানো যায় খ্যাতি টাও এত দ্রুত কামানো কখনোই সম্ভব না , যাইহোক আজকে আপনি এই কনটেস্টের প্রশ্নের উত্তর গুলো অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে কনটেস্ট প্রশ্নের উত্তর গুলো আমাদের সাথে উপস্থাপনা করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু

image.png
CONGRATULATIONS!!

This post has been upvoted - Steem's Angels with @steemcurator0x/ Curated by: @solperez

«El único modo de hacer un gran trabajo es amar lo que haces» Steve Jobs.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58752.84
ETH 3153.55
USDT 1.00
SBD 2.44