Contest of January#2 by @sduttaskitchen| Three things I like about the steemit platform

in Incredible India9 months ago (edited)
Modern Promotion Business Agency Facebook Post_20240129_010543_0000_010550.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশা করি আপনারা সকলে ভালো আছেন,সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আজ আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্টে, যার বিষয়বস্তু হিসেবে তিনি আমাদের এই স্টিমিট প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন। এই প্লাটফর্ম সম্পর্কিত তিনি তিনটে প্রশ্ন রেখেছেন, যেগুলির উত্তর দেওয়ার মাধ্যমে, আমি আজ এই কনটেস্টে অংশগ্রহণ করবো। চলুন তাহলে শুরু করি, -

"Which three things do you like about the steemit platform? Share your justifications for those reasons."

office-620822_1280.jpg

source

প্রথম প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমার সেই দিনের কথা মনে পরছে, যেদিন প্রথম এই প্লাটফর্ম সম্পর্কে আমি আমার অ্যাডমিন ম্যামের কাছ থেকে শুনেছিলাম। অনলাইনে কাজ করার পূর্বের কোনো অভিজ্ঞতা আমার ছিল না। তাই এই কাজ কিভাবে করতে হয়, সেখানে কি কি করা যায়, আর কি কি করা যায় না, এই সমস্ত বিষয়ে আমি যতটুকু শিখেছি সবটাই ম্যামের কাছ থেকে।

➡️ ম্যামের কাছ থেকে শুনে প্রথমেই আমার যে বিষয়টি ভালো লেগেছিল সেটি হলো, এখানে আমি নিজের সৃজনশীলতা তুলে ধরতে পারি। কারণ এখানে কোনো নির্দিষ্ট বিষয়ে লেখার নিয়ম নেই। শুধু বিশেষ কিছু জিনিস সেগুলোকে আমরা আমাদের লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি না।

তাছাড়া আমি আমার যে কোনো প্রতিভা যেমন- কবিতা লেখা, রান্না করা, ছবি আঁকা,ছোট গল্প লেখা, যে কোনো সিনেমা দেখে বা নিজের পড়া কোনো বইয়ের রিভিউ,আমার দৈনন্দিন জীবনের গল্প, যে কোনো ফটোগ্রাফি, আরও বিভিন্ন বিষয় সম্পর্কে লিখতে পারি।

সুতরাং আমাদের অনেকের মধ্যেই এমন অনেক প্রতিভা রয়েছে, যেগুলো বিকাশের খুব বেশি সুযোগ কখনো হয়নি। কিন্তু এই প্লাটফর্মের মাধ্যমে আমরা সেগুলো করার সুযোগ পেতে পারি। এই বিষয়টি আমার খুব পছন্দ হয়েছিলো।

➡️ দ্বিতীয় ভালোলাগার কারণ ছিলো, কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। অর্থাৎ অন্যান্য সরকারি বা বেসরকারি অফিসে কাজের একটা নির্দিষ্ট সময় আছে এবং আপনাকে সেই নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতেই হবে। কিন্তু এই প্লাটফর্মে কাজ করার একটা সবথেকে বড় ভালো লাগা হলো এখানে আপনি আপনার সময় অনুযায়ী কাজ করতে পারবেন।

অনেক সময় আমাদের মতন গৃহবধূদের অফিসে কাজ করা সম্ভব হয়ে ওঠে না শুধুমাত্র এই সময়সীমার কারণে। কিন্তু এই প্লাটফর্মে সাংসারিক সমস্ত দায় দায়িত্ব পালন করার পর, যে সময়টা হয়তো গল্প করে, ঘুমিয়ে বা ফেসবুক/ ইনস্টাগ্রাম করে সময় কাটাতাম, সেই সময়টাকে এই প্লাটফর্মের কাজে লাগানো সম্ভবস। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল।
আর এই কারনটির জন্যই বোধহয় এই প্লাটফর্মে এত বছর যাবত কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে। কারণ এর মধ্যে ব্যক্তিগত জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে, যেগুলো অন্যান্য কোনো অফিসে কাজ করা কালীন সময়ে ঘটলে, হয়তো সেই কাজটা করে যাওয়া আমার পক্ষে সম্ভব হতো না। কিন্তু স্টিমিট প্ল্যাটফর্মে আমি এখনো পর্যন্ত কাজ করতে পারছি শুধুমাত্র কাজের নির্দিষ্ট সময়সীমা না থাকার কারণেই।

➡️ ভালো লাগার তৃতীয় কারণটি হলো, এখানে কাজ থেকে অবসর নেওয়ার কোনো নির্দিষ্ট বয়স নেই। আমরা এখানে যতদিন সম্ভব কাজ করে যেতে পারি। তাছাড়াও আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ কাজ করি, তাদের লেখার পড়ে বিভিন্ন দেশের মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে পারি এবং এমন অনেক বিষয় সম্পর্কে পড়ার সুযোগ হয়, যেগুলো পড়ে আমরা নিজেদের জ্ঞানের পরিধি যেমন বাড়াতে পারি, তেমনি অন্যের জীবন যুদ্ধের গল্প পড়ে নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারি। একই সঙ্গে নিজেকে স্বাবলম্বীও করতে পারি যাতে, ছোট ছোট কারণে আমাদেরকে অন্যের উপরে নির্ভর করতে না হয়।

"Which challenges did you face after joining this platform? And did you overcome them?"

digital-marketing-1433427_1280.jpg

source

এই প্লাটফর্মে যুক্ত হওয়ার পরে যদিও আমি সব সময় ম্যামের সাহায্য পেয়েছি। তাই যখনই কখন কোনো সমস্যা হয়েছে আমি ম্যামের সাথে কথা বলার পরেই সেটার সমাধান পেয়েছি।

➡️ তবে যদি আমাকে সমস্যার কথা বলতেই হয় তাহলে আমি বলব শুরুর থেকে এই প্লাটফর্মে নিজের একটি পরিচিতি বানানোর জন্য অনেক লড়াই করতে হয়েছে। কারণ যেহেতু আমার মাতৃভাষা বাংলা এবং বাংলাতে লিখতেই আমি সবথেকে বেশি সচ্ছন্দ্যবোধ করি। তাই আমার ইচ্ছে ছিল শুরুর থেকে আমি বাংলা ভাষাতেই লিখব।

তবে বেশ কিছুদিন কাজ করার পর আমি এটা অনুভব করেছি যে, এই প্লাটফর্মে যেহেতু বাংলা ভাষাভাষীর মানুষ তুলনামূলকভাবে কম, তাই বাংলা ভাষা খুব কম সমাদৃত হয়। তবে আমি সব সময় চেষ্টা করেছি আমার মাতৃভাষাতেই লিখে যাওয়ার। কারণ আমার মনে হয়েছে কেবলমাত্র মাতৃভাষাতেই আমি আমার অনুভূতি গুলো শেয়ার করতে, সবথেকে বেশি স্বাচ্ছন্দ বোধ করি। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন অনেক ভিন্ন ভাষাভাষীর মানুষও বাংলা লেখাকে পছন্দ করছেন।

➡️ আরো একটা চ্যালেঞ্জের কথা না বললেই নয়, এই প্লাটফর্মে কাজ শুরু করার পর, আমি একটা কমিউনিটিতে জয়েন করেছিলাম। যে কমিউনিটিতে একই সাথে আমাদের অ্যাডমিন ম্যাম ও লিখতেন। বেশ কিছুদিন পরে সেই কমিউনিটির একজন মডারেটরের কাছ থেকে যখন শুনেছিলাম যে, তিনি মনে করছেন অ্যাডমিন ম্যাম এবং আমি দুজনে একই ব্যক্তি অর্থাৎ ম্যাম নিজে দুটি অ্যাকাউন্ট চালাচ্ছেন।

তখন কথাটা আমার এতটাই খারাপ লেগেছিল যে, আমি সেই কমিউনিটিতে নিজের লেখা বন্ধ করে দিয়েছিলাম। তবে পরে কয়েক মাস পর্যবেক্ষণ করার পর তার মনে হয়েছিল যে, আমরা দুজন ভিন্ন ব্যক্তি এবং দুজনেই নিজেদের একাউন্ট চালাই। তখন তিনি নিজে বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছিলেন, তবে আমি আর পুনরায় সেই কমিউনিটিতে কখনো ফিরে যায়নি।

এই দুটি বিষয়ে আমি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। বাকি ছোট ছোট যা কিছু সমস্যায় আমি , সেগুলোর সমাধান আমি আমাদের অ্যাডমিন ম্যামের কাছ থেকেই পেয়ে গিয়েছিলাম তাই আলাদা করে আর কোনো সমস্যায় পড়তে হয়নি।

"What is your perspective on the future of the steemit platform? If you have any suggestion related to the same share it."

স্টিমিট প্ল্যাটফর্মের ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি নিয়ে বলতে গেলে আমি বলবো এই প্লাটফর্মটি আরো অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়ুক, আরো অনেক ভালো লেখক লেখিকা এই প্লাটফর্মে যুক্ত হোক। আমরা প্রত্যেকেই জানি এটি স্বাধীনভাবে কাজ করার একটি জায়গা, যেখানে আমরা প্রত্যেকেই নিজেদের ভালোলাগা থেকে কাজ করলেও, এখান থেকে কিছু উপার্জন করার ইচ্ছে নিয়েই কাজ করছি। যাতে ভবিষ্যতে এখান থেকে আমরা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি।

যে কারণে আমি চাই এই প্লাটফর্মে আরো অনেক বেশি বিনিয়োগকারী যুক্ত হোক, যারা শুধুমাত্র মুষ্টিমেয় কিছু বাছাই করা মানুষকে নয়, বরং এই প্ল্যাটফর্মে যারা সঠিক ভাবে, সব নিয়ম মেনে কাজ করে, সেই সকল ইউজারদেরকে সাপোর্ট করবেন, যার মাধ্যমে সকলের কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।

স্টিমের মুল্য বৃদ্ধি হলে আমাদের সকলের জন্য সেটা অনেক খুশির সংবাদ বয়ে আনবে। এছাড়াও স্টিমিট সার্ভারের সমস্যার দ্রুত সমাধানের কথাটাও যোগ করতে চাইবো। কারণ এটা গত কয়েকদিন যাবত হয়তো আপনারা প্রত্যেকেই ফেস করছেন। পোস্ট করার বা কমেন্ট করার সাথে সাথে সেগুলো আমরা সার্ভারে সমস্যার কারণে দেখতে পারছি না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। আমার মনে হয় যদি এই সমস্যাটা সমাধান করা যায় তাহলে কাজের ক্ষেত্রে আমাদের আরো একটু বেশি সুবিধা হবে।

"Conclusions"

যাইহোক এই ছিল স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে আমার মতামত, জিজ্ঞাস্য তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। শেষ করার আগে কনটেস্টের নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধু @mavibauza, @radleking@ir3k কে আমন্ত্রণ জানাই আশা করছি তারা প্রত্যেকে এই কনটেস্টে অংশগ্রহণ করে নিজেদের মতামত সম্পর্কে জানাবেন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...

TEAM 4

Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts and comments!
Curated by: @sohanurrahman


 9 months ago 

Thank you for your support. 🙏

 9 months ago 

দিদি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য এবং চমৎকার কিছু তথ্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। এডমিন দিদির প্রতি আমরা সকলেই অনেক কৃতজ্ঞ। আমরা প্রতিনিয়ত দিদির কাছ থেকে শিখছি।

আপনি বলেছেন স্টিমিট প্লাটফর্মে যে কেউ যখন তখন কাজ করতে পারে। এখানে সময় এবং বয়স কোন বাধ্যবাধকতা নেই। আমরা যে কেউ অবসর সময়ে এখানে আমাদের ক্রিয়েটিভিটি তুলে ধরতে পারি।

বর্তমান স্টিমিট সার্ভারে অনেক সমস্যা দেখা যাচ্ছে। আপনার মতো আমিও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত এই সমস্যার সমাধান হয়। ভালো থাকবেন দিদি।

 9 months ago 

হ্যাঁ এখানে যুক্ত হওয়ার সময়, এই প্ল্যাটফর্মে অবসর নেওয়ার কোনো নির্দিষ্ট বয়স নেই, এই বিষয়টি অনেক আকর্ষণীয় মনে হয়েছিল আমার।ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 9 months ago 
  • প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ,এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার মনের ভাবনাগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনি যথার্থই বলেছেন ,এটিই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে নিজের সৃজনশীলতাকে বৃদ্ধি করা যায় ,তাছাড়া নির্দিষ্ট কোন সময়ের সীমাবদ্ধ থাকে না ,তাই বাড়তি চাপ নিতে হয় না ।স্বাধীনভাবেই নিজের মনোভাব গুলো ব্যক্ত করা যায় এই প্ল্যাটফর্মে। শুধু লেখার ক্ষেত্রে নয় বয়সের ক্ষেত্রেও কোন বাধ্যবাধকতা নেই এখানে, কোন অবসরের কোন ভয় নেই । তাই আজীবন ব্যক্ত করা যায় ,নিজের মনের অজানা, অব্যক্ত কথাগুলো। খুব ভালো লাগলো আপনার পোস্ট টি পড়ে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন সবসময়।
 9 months ago 

আসলেই ম্যাম, আমাদের সকলের জীবনে অব্যক্ত অনেক কথা থাকে যেগুলো চাইলেও আমরা আমাদের কাছের মানুষের সাথে শেয়ার করতে পারি না। কিন্তু এই প্ল্যাটফর্মে সেগুলো লিখে মনকে হালকা করতে পারি। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

 9 months ago 

হে দিদি আমার কাছে সব সময়ই মনে হয় এই প্লাটফর্ম হলো আমার মনের ভাবনা গুলো শেয়ার করার অন্যতম মাধ্যম।সে কোন বিষয় নির্দ্বিধায় ব্যক্ত করতে পারি।

Posted using SteemPro Mobile

Hola sampabiswas, gracias por invitarme, tienes razón Steemit es una plataforma que nos da muchas libertad e independencia de muchas formas y nos motiva e inspira a desarrollar talentos que están allí guardados esperando ser expuestos.

Saludos y bendiciones.

 9 months ago 

Thank you my friend for visiting my post. Stay happy.

 9 months ago 

I have really learnt a lot from what you wrote about how much you steemit, steemit truly has been a platform that has been very supportive in the aspect of creativity the steemit platform value content writer and participant, It allow us to so how far we can work towards acheive something, you have statement how much you love this platform because it allow you to work based on your schedule, It also no retirement time, that absolutely perfect because steem is not age restrictive, anyone who still possess some form of knowledge is permit to work here. Goodluck on the contest

Posted using SteemPro Mobile

 9 months ago 

Thank you so much my friend for visiting my post & for sharing your valuable comments. Stay blessed.

 9 months ago 

যেদিন থেকে অনলাইন সম্পর্কে আপনি শুনেছেন। সেই দিন থেকে ম্যামের সাথে আপনি যুক্ত রয়েছেন। এবং এখন পর্যন্ত আপনি একই সাথে রয়েছেন, ম্যাম যেখানে কাজ করে আপনিও ঠিক সেখানেই কাজ করেন।

আসলে অভিজ্ঞতার কোন শেষ নেই। তবে আপনি যে বিষয়টা আমাদের সাথে আলোচনা করেছেন। এটা খুবই কষ্টকর। কেননা দুইজন মানুষ আলাদা আলাদা হওয়া সত্ত্বেও। তারা আপনাদেরকে বলেছিল আপনারা একজন, দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করছেন। এই কথা খুবই দুঃখজনক।

একদমই ঠিক বলেছেন এই প্লাটফর্ম যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বিভিন্ন মানুষ যদি এখানে কাজ করা শুরু করে। তাহলে নিশ্চয়ই এই প্লাটফর্মের ভবিষ্যৎ অনেক ভালো হবে। ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 75902.83
ETH 2895.60
USDT 1.00
SBD 2.58