"ভালোবাসার উপহার সর্বদাই অমূল্য হয়"

in Incredible Indialast year (edited)
IMG_20230410_114342.jpg
ভালোবাসার উপহার

Hello,

Everyone,

কেমন আছেন আপনারা সকলে?
আশাকরি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভাবে শুরু হয়েছে।

উপহার সর্বদা অমূল্য হয়। দাম দিয়ে যারা উপহারের বিচার করে তা প্রকৃত অর্থে উপহারের মূল্যায়ন করতেই জানে না। এই পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যায় মূল্য কখনো দাম দিয়ে মেটানো যায় না। তার মধ্যে উপহার অন্যতম।

ভালোবেসে আমরা তাদের জন্য উপহার কিনি যারা আমাদের জীবনে অনেকটা জুড়ে থাকে। উপহার ছোটো হোক বা বড়ো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো,উপহার যে ব্যক্তির জন্য কেনা হয় সেই ব্যক্তি যেন বুঝতে পারে যে, তার জন্য যে উপহারটি এনেছে সে তাকে কতটা ভালোবাসে।

আমরা মানুষেরা সর্বদাই উপহার পেতে ভালোবাসি বা উপহার পেলে সেই ব্যক্তিটিকে ধন্যবাদ জানাই যে আমার জন্য উপহারটি এনেছে। কিন্তু পশুরা তাদের অনুভূতি মুখে বলে বোঝাতে পারে না। তবে তারা নিজের অভিব্যক্তির মাধ্যমে নিজের আনন্দ প্রকাশ করে।

IMG_20230410_114439.jpg

ঠিক যেমনটি করেছে আমাদের পিকলু। পিকলুর গলায় যে লকেটটি দেখতে পারছেন, এটি আমাদের পাশের বাড়ির একটি ছেলে ওকে অষ্ট্রেলিয়া থেকে এনে দিয়েছে।

নিশ্চয়ই অবাক হলেন? আমিও হয়েছিলাম। এবার তাহলে সবটা খুলেই বলি। আমাদের পাশের বাড়ির ছেলেটির নাম-জয়দীপ। ডাকনাম, বুবাই। খড়গপুর আই টি আই কলেজ থেকে পাশ করে বর্তমানে অষ্ট্রেলিয়াতে পিএইচডি করতে গেছে।

পিকলুর সাথে ওর পরিচয় লকডাউনের সময় থেকে। ও নিজেও বোধ হয় জানতো না ও কুকুর এতটা ভালোবাসে। লকডাউনে আমরা সকলেই বাড়িতে বন্দী ছিলাম। আর এমতাবস্থায় জমে উঠল বুবাই ও পিকলুর বন্ধুত্ব। তাদের প্রথম আলাপ হয় ছাদে বসে। আমাদের ছাদে আমরা, ঠিক পাশের ছাদেই বুবাই ও তার ভাই টুবাই ছিলো।

ওদের দেখে পিকলুর সে কি হাকডাক। তখন পিকলুও একদম ছোটো। এরপর বুবাই এগিয়ে এসে হাত বাড়িয়ে পিকলুকে কোলে নিলো। মুহুর্তের মধ্যে হাত বদলের সাথে সাথে ছাদ ও বদলে গেলো। তাহলে বুঝতেই পারছেন ঠিক কতটা দুরত্বে আমাদের বাড়ি। সেদিন থেকে শুরু হল সাথে তার বন্ধুত্ব। আর ঐ বাড়িটি হয়ে উঠলো পিকলুর দ্বিতীয় বাড়ি।

এরপর লকডাউনের শেষে বুবাই ফিরে গেলো খড়গপুর। মাঝে মধ্যে এলে পিকলু ওকে দেখলেই ওর কোলে যাওয়ার জন্য পাগলামি করতো। এরপর এক বছর আগে বুবাই অষ্ট্রেলিয়া চলে গেলো। ওখান থেকে ভিডিও কল করলে মাঝে মধ্যে টুবাই পিকলুকে নিয়ে গিয়ে দেখাতো।

দুঃখের বিষয় পিকলু ভিডিও কল ভালো বুঝতেই পারত না। তবে, বুবাই ফোনের মধ্যে ওকে ডাকলেই ও সারা ঘরে দৌড়ে দৌড়ে বুবাইকে খুজেঁ বেড়াতো।

গত পরশুদিন রাতে বুবাই বাড়িতে এসেছে। সকালে হঠাৎ কলিংবেলের আওয়াজ হলো কিন্তু পিকলু একবারও ডাকলো না, তাতেই আমি বুঝতে পেরেছিলাম পরিচিত কেউ এসেছে। তবে গেটের কাছে যেতেই অবাক। বুবাই দাড়িয়ে গেটের সামনে। আমি গেটের তালা খোলার সাথে সাথেই পিকলু দৌড়ে বুবাইয়ের কোলে উঠে ওকে আদর করতে শুরু করলো। ব্যাস বুবাই ওকে নিয়ে বাড়িতে চলে গেলো।

IMG_20230410_114241.jpg

প্রায় ঘন্টা দুই তিন বাদে বুবাই পিকলুকে নিয়ে এলো। আমাদের সকলের সাথে কথাবার্তা বললো। যাওয়ার সময় আমার হাতে একটি প্যাকেট দিয়ে গেলো। ও যাওয়ার পর খুলে দেখি পিকলুর জন্য এই লকেটটি এনেছে, যারমধ্যে পিকলুর নাম লেখা রয়েছে।

উপহারটির মূল্যায়ন পিকলু করতে পারুক আর না পারুক বুবাইয়ের ভালোবাসার মূল্যায়ন ওর থেকে ভালো আর কেউ করতে পারবে না। প্রায় দেড় বছর বাদে বুবাইকে দেখে পিকলুর উত্তেজনা তার প্রত্যক্ষ প্রমাণ।

IMG_20230410_114303.jpg

আর বুবাইও পিকলুকে কতটা ভালোবাসে, সেটা বোধহয় আপনারা আমার লেখা পড়ে এতক্ষণে বুঝতে পেরেছেন। যাইহোক আজকে পিকলুকে স্নান করিয়েছিলাম। তাই সন্ধ্যা বেলায় দোকান থেকে কালো কার কিনে এনে লকেটটি পরালাম। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

পিকলুকে দেয়া বুবাইয়ের উপহারটি আপনাদের কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকের আজকের দিনটি অনেক শুভ হোক এই প্রার্থনা করে আজকের মত লেখা শেষ করলাম।

Sort:  
 last year 

উপহার সর্বদা অমূল্য হয়। দাম দিয়ে যারা উপহারের বিচার করে তা প্রকৃত অর্থে উপহারের মূল্যায়ন করতেই জানে না। এই পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যায় মূল্য কখনো দাম দিয়ে মেটানো যায় না। তার মধ্যে উপহার অন্যতম।

উপহার দেওয়া হয় আমাদের কাছের মানুষ যারা তারা যদি দাম দিয়ে উপহারের মূল্যটা দিতে চাই তাহলে তারা আমাদের কাছের মানুষ কিভাবে হতে পারলো।

উপহার হিসেবে এক টাকার চকলেটও যদি দেওয়া হয় তাহলে সেটি মনে করতে হবে ১ কোটি টাকার একটি উপহার আমি পেয়েছি এটাকেই বলে ভালোবাসা।

টাকা পয়সা দিয়ে সব সময় সবকিছু পাওয়া যায় না যে উপহারটি দিয়েছে সে আপনাকে অনেক ভালোবেসে একটি গিফট করেছে তাকে টাকা পয়সা দিয়ে মনোভাব না টা ছোট করা আমাদের কখনোই ঠিক নয়।

অসংখ্য ধন্যবাদ দিদি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

#miwcc

 last year 

উপহার সে তো প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া এক অমূল্য সম্পদ। উপহার জিনিসটাকে কখনোই দাম দিয়ে বিচার করতে নেই।

আমরা সবাই জানি আমাদের উপহার সেই মানুষটাই দেয়,যে মানুষটা আমাদের প্রকৃত ভালোবাসে।

পিকলু হয়তো উপহার পেয়ে মানুষের মতন করে তার মনের কথাগুলো বোঝাতে পারছে না। তবে তার দেহের অঙ্গভঙ্গি দিয়ে বোঝানোর চেষ্টা করছে।

আর বাবুই ও যে পিকলু কে কতটা ভালোবাসে। সেটা তো তার উপহারের কাছেই প্রমাণ হয়ে গেল।

অবশ্যই তাদের দুজনের ভালোবাসা সবসময় এভাবেই অটুট থাকুক। সেই কামনা টাই করব। আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

#miwcc

image.png

image.png

What can you say about the results of the audit?

 last year (edited)

I am working on this platform since last 2.5 years. I am also aware of GPT. Every user in our community as well as us moderators check the GPT of our posts, and only then our posts are verified.

The link we use to check the GPT of post written in Bengali language is,- https://contentatscale.ai/ai-content-detector/

IMG_20230410_144843.jpg

IMG_20230410_144812.jpg

I checked my own post and got this result.

Finally I want to say that this very disheartened that without knowing the details about my work, I am being directly charged like this, where I only write steemexclusive posts and work following all rules of Steemit platform.

I will wait for your reply sir @bambuka

Thank you,

cc:
@steemcurator01
@rme
@pelon53
@bambuka

 last year (edited)

I was also charged by the same person while going through the phishing attack, those people who are working several platforms, only dependent on AI ;

but we must also include our intelligence while performing any responsibility. Lol!

I don't see any reason to have fun. It looks like I found a problem checking Bengali texts on AI.
At the moment I have not found a solution to it

As a curator, I have to check texts for the use of AI and I do it. It's part of my job.

I was also charged by the same person while going through the phishing attack, ...

What do you mean?

I'm not accusing you of anything, I did a test of two of your users first and got a result of 100%AI
Then I checked a few more posts and the result was similar. Your post was among them.
I repeat, I'm not accusing anyone and just asked everyone a question to clarify the situation. I was also alerted, how can moderators use AI?

To check, I used the recommended sites, which both gave a similar result

https://www.zerogpt.com/
https://openai-openai-detector.hf.space/

I 'm just doing my curating job .
Bambuka

I was unable to verify your text using the site you give in the link

image.png

Loading...
 last year 

দিদি আপনার সাথে আমি একমত যে উপহারের মূল্য কোন কিছুর বিনিময়ে তুলনা করা যায় না। উপহার তো উপহারই। ভালোবাসা ও আবেগের বহিঃ প্রকাশ কিন্তু উপহার দিয়েই হয়।
ধন্যবাদ দিদি এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

#miwcc

 last year 

Hola, pero que ternura ☺️

Me encantan los animales, 😍 sobre todo las mascotas como los perritos, adoro los cachorritos y esta raza pequeña también su color blanquito, su carácter... en verdad son unos excelentes compañeros que le brindan a uno amor incondicional y lealtad.

Tienes una historia hermosa contada en este post, unas fotos que me encantan ya que me enamoran y me recuerdan a mi perrito que ya no está entre nosotros; pero que se le quiso mucho, n post que me da un carrusel de emociones. 😲☺️😍

Gracias por compartir.

#miwcc

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60675.01
ETH 2605.91
USDT 1.00
SBD 2.64