"বাঙালির আবেগ ফুটবল "- বিশ্বকাপ ফাইনাল।
Hello,
Everyone,
কেমন আছেন আপনারা সকলে?
আশাকরি সকলেই ভীষন ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা খুব ভালো কেটেছে।
বাঙালি ফুটবল প্রেমী একথা সকলের জানা। আর ভালোবাসার জিনিসের প্রতি বাঙালির আবেগ প্রকাশের সীমা যে কতটা সুন্দর হতে পারে, তার উদাহরণ স্বরূপ কিছু ছবি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, আমার লেখার মাধ্যমে।
সকলেই জানেন যে আজ ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা। বিশেষ দরকারে সন্ধ্যা বেলা আমি একটু মার্কেটে গিয়েছিলাম। রাস্তায় নেমে আমি অবাক। আমাদের বাড়ি থেকে স্টেশনের দুরত্ব একদমই কম। পায়ে হেঁটে ৫-৭ মিনিট মতো সময় লাগে।
এইটুকু দুরত্বের মধ্যে রাস্তার কোথাও আর্জেন্টিনার পতাকা বাকি নেই। রাস্তার আলো দেখে মনে হচ্ছে যেন দূর্গাপূজোর লাইটিং করেছে। তার থকেও বেশি রাস্তার মোড়ে মোড়ে ছেলেদের উত্তেজনা চোখে পড়ার মতো।
সকাল থেকে না জানি কতো কষ্ট করে কতো কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে শুধু আজকে এই ম্যাচ দেখার জন্য। সবাই প্রজেক্টর লাগিয়ে, তার সামনে চেয়ার সাজিয়ে দিয়েছে। আর মাইকে অ্যানাউন্স করছে বয়স্কদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে।
আজকাল সবার বাড়িতে টিভি আছে, মোবাইলে খেলা দেখার অপশন আছে তবুও সকলে মিলে এতো আয়োজন করেছে একসাথে মিলে খেলাটি উপভোগ করবে বলে।
আবালবৃদ্ধবনিতা একসাথে মেতে উঠেছে আজকের এই ফাইনাল খেলা নিয়ে। সকলের মনে একটাই ইচ্ছা, আর্জেন্টিনার জয়।
বাঙালি এতো আনন্দ প্রিয় মানুষ, যে আনন্দে মেতে ওঠার জন্য সামান্য কারনই যথেষ্ট, আর সেখানে যখন বিশ্বকাপ ফাইনাল খেলার মতো বড় একটি বিষয় হচ্ছে, সেখানে তো সেলিব্রেশনের আলাদাই আনন্দ হবে, এটাই স্বাভাবিক।
আমার শশুর মশাইও শুভ একসাথে ঘরে বসে খেলা দেখছেন। এইমাত্র হাফ টাইম হলো। ইতিমধ্যে আর্জেন্টিনা ২ টি গোল করে দিয়েছে। আমার আজকে খেলা দেখা হচ্ছে না। মাঝে মাঝে গিয়ে একটু দেখে আবার রুমে চলে এলাম।
কারণ বাইরে প্রচুর বাজির আওয়াজ শোনা যাচ্ছে। আর আপনারা সকলেই জানেন বাজি আওয়াজ হলেই আমাদের পিকলু ভয়ে কাঁপতে শুরু করে।তাই ঘরের সব দরজা জানালা বদ্ধ করে আমি, ওকে নিয়ে বসে আছি। অন্য একটি মোবাইলে ফুল ভলিউম দিয়ে গান চালিয়ে ওর পাশে রেখেছি, যাতে বাজির আওয়াজ কম পায়।
আমারও একটু খেলা দেখতে ইচ্ছা করছে কিন্তু উপায় নেই, আমার কাছে পিকলু বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি মাঝে মধ্যে একটু উঁকি দিয়ে দেখছি। আর আর্জেন্টিনা গোল করলে শুভ জানাচ্ছে আমাকে। আর বাজির আওয়াজ জানান দিচ্ছে আমারা হয়তো জয়ের দিকে এগোচ্ছি।
আসলে খেলার কথা বলা যায় না। এক মুহুর্তে সবকিছু পাল্টে যেতে পারে। যেভাবে ব্রাজিলের ভাগ্য সেদিন পরিবর্তন হয়ে গেলো। প্রথম গোল করেও শেষরক্ষা কিন্তু হয়নি। তবে আজকে সকলেই মনে মনে আশা করছি আর্জেন্টিনাই জয়ী হবে।
আর কিছুক্ষণের অপেক্ষা। একটু বাদেই জানা যাবে খেলার ফলাফল। আপনাদের আজকের খেলা দেখার অভিজ্ঞতা কেমন নিশ্চয়ই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাত্রি।
@sampabiswas সত্যি কালকের দিনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। অনেক অনেক আনন্দ পেয়েছি আমরা যারা মেসির ভক্ত আছি।
আমাদের পাড়ায় আমরা সকলে মিলে অনেক আনন্দ করেছি, বাজি ফাটিয়েছি আর সকলে মিলে ছোট্ট একটি জমায়েত করেছিলাম।
সেই পাড়ায় থাকার এই এক মজা। ছোট ছোট আনন্দ ভাগ করতে সকলে একসাথে জমায়েত হয়ে যায়।
কাল দিনটা সত্যিই খুব ভালো কেটেছে।কিন্তু পিকলুকে দেখে আবার খুব খারাপ লাগছে।
খেলাটা সত্যিই দারুণ হয়েছিল, পিকলুর তরফ থেকে ধন্যবাদ, ওর কষ্ট বোঝার জন্য।
কাল ফাইনাল খেলাটা সত্যিই ফাইনালের মতোই হয়েছে। কি টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবুও পর্যন্ত আর্জেন্টিনা জিতেছে, এটাই শান্তি।
সত্যিই শান্তি যে মেসি জিতছে।
কালকের খেলা নিয়ে উৎসাহ ছিল গোটা পৃথিবী জুড়ে, আর হবে নাই বা কেনো, দুর্দান্ত খেলেছে দুই দল, আমার নিজের লেখা শুরু করতে দেরি হয়ে গেছিলো এই কারণে, যাক তবে আনন্দ এমন কখনোই হওয়া উচিত নয়, যায় কারণে অন্যের সমস্যা হয়।
ঠিক বলেছেন, তবে সে কথা সকলে বোঝে না। সকলে নিজেদের আনন্দ নিয়েই ব্যস্ত।