"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"

in Incredible Indialast year (edited)
20231125_005131_0000_125141.png
"Edited by canva"

Hello

Everyone,

আশাকরি সকলে ভালো আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আজ আমার সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করার দিন। তাই প্রত্যেক সপ্তাহের মতো আমি আপনাদের সাথে এই রিপোর্টের মাধ্যমে, আমাদের কমিউনিটির সকল অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্টের ডিটেলস শেয়ার করব।

প্রতি সপ্তাহে নিয়মিতভাবে আমি আপনাদের সকলের সাথে এই রিপোর্টটি শেয়ার করে থাকি। এছাড়াও টিউটোরিয়াল ক্লাস বা ডিসকর্ডে যখনই আপনাদের সকলের সাথে কথা বলার সুযোগ হয়, বারংবার আপনাদের প্রত্যেককে এনগেজমেন্টের গুরুত্ব সম্পর্কে অবগত করার চেষ্টা করি।

IMG-20220907-WA0007.jpg

একটি কমিউনিটিকে সঠিকভাবে চালনা করার ক্ষেত্রে হোক, কিংবা নিজের আইডিকে এই স্টিমিট প্ল্যাটফর্মে ভালো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে হোক, এনগেজমেন্ট এর বিকল্প আর কোন কিছুই নেই। এই এনগেজমেন্টের পাশাপাশি প্রয়োজন আপনার কাজের ধারাবাহিকতা এবং আপনার লেখার গুণগত মান বজায় রাখা।

আপনার লেখার গুণগত মান অর্থাৎ কোয়ালিটি মানে শুধুমাত্র নিজের পোস্টের কোয়ালিটি ভালো করার কথা বলিনি। আপনারা হয়তো অনেকবার আমাদের মুখে শুনে থাকবেন, কমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনাদের কোয়ালিটি মেইনটেইন করতে হবে।

কোয়ালিটি কমেন্ট কি কি ধরনের হয় বা হতে পারে, সেই সম্পর্কে ইতিমধ্যে বহুবার আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। আশা করছি আপনারা সকলেই সেই বিষয়ে অবগত রয়েছেন।

চলুন প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহেও আমি সবার প্রথমে কমিউনিটিতে কর্মরত সকল মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি, -

IMG-20220907-WA0007.jpg

Moderator's engagement details

UsernameNo.of Postcomments
@piya3878
@sampabiswas756
@rubina2036122
@jakaria121587
@crismenia560

IMG-20220907-WA0007.jpg

IMG-20220907-WA0007.jpg

মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস শেয়ার করার পর, এইবার কমিউনিটির সকল অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস শেয়ার করার পালা। চলুন এই সপ্তাহে কোন কোন ইউজারের এনগেজমেন্ট কেমন রয়েছে, সেটি আপনাদের সাথে শেয়ার করি, -

IMG-20220907-WA0007.jpg

User's engagement details

UsernameNo.of Postcomments
@abubokkar888
@mukitsalafi7160
@sabus7132
@sairazerin7125
@karobiamin717118
@mdsahin111755
@sakib012643
@shasan705636
@muktaseo559
@saha10546
@farhanahossin544
@yoyopk533
@sayeedasultana450

IMG-20220907-WA0007.jpg

IMG-20220907-WA0007.jpg

এই ছিল এই সপ্তাহে আপনাদের এনগেজমেন্টের তালিকা। বেশ নিরাশা নিয়েই আজকে তালিকাটি তৈরি করতে বাধ্য হয়েছি। কারণটা আশাকরি উপরের তালিকা দেখেই আপনারা বুঝতে পারবেন।

যাইহোক শুভেচ্ছা জানাই তাদের, যারা প্রথম থেকেই নিজেদের এনগেজমেন্ট ধরে রাখতে সক্ষম হয়েছেন এবং আশা করছি আগামী দিনেও নিজেদের কাজটা আপনারা এই ভাবেই করবেন।

যাদের এনগেজমেন্ট বরাবরের মতন একটু কমের দিকে রয়েছে, তাদের সকলের সাথে আমরা আলাদাভাবেও কথা বলার চেষ্টা করেছি এবং তাদেরকে এনগেজমেন্টের গুরুত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি।

IMG-20220907-WA0007.jpg

খুব সত্যি কথা বলতে এটি যেহেতু ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম,তাই আপনাদেরকে আমরা কোনো কিছুতেই বাধ্য করতে পারি না। কিন্তু তারপরেও যেহেতু বহুদিন আমাদের একসাথে পথ চলা এবং আমরা একটা পরিবারসম, সেই কারণে আমরা সর্বদাই আমাদের দিক থেকে আপনাদেরকে এগিয়ে চলার জন্য অনুপ্রেরণা দিয়ে থাকি এবং এই কাজটা আমরা আগামীদিনেও করে যাবো।

আমার বিশ্বাস আপনাদের মধ্যে অনেকেই আমাদের কথা শোনার পর, নিজেদের এনগেজমেন্ট কিছুটা হলেও বৃদ্ধি করবেন। আমাদের উদ্দেশ্য কখনোই আত্মস্বার্থ চরিতার্থ করা নয়, আমরা সকলেই শুধু চাই, এই প্লাটফর্মে আপনাদের প্রত্যেকের পরিশ্রমের যাতে সঠিক মূল্যায়ন হয়।

উপসংহার

যাইহোক এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আমি এখানেই শেষ করছি। এই রিপোর্ট সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আগামীর সপ্তাহে আবার নতুন রিপোর্ট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আগামী সপ্তাহে আপনাদের সকলের এনগেজমেন্ট ডিটেলসে পরিবর্তন লক্ষ্য করতে পারবো। সকলে ভালো থাকবেন। শুভ রাত্রি।

Sort:  
 last year 

প্রতি সপ্তাহের মতোই এ সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টও সবার মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার অসুস্থতার জন্য এ সপ্তাহে সবার পেছনে পরে গেছি। আশা করি সামনের দিনগুলোতে আমার কার্যক্রম বাড়িয়ে ভালো করতে সক্ষম হব।
এত সুন্দর ভাবে রিপোর্টটা প্রকাশ করার জন্য আপনাকে আবারো অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়। শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

প্রথমেই ধন্যবাদ আপনাকে,বরাবরের মতো আপনি এ সপ্তাহেরও এনগেজমেন্ট রিপোর্ট প্রকাশ করেছেন।এই রিপোর্টে আমরা আামাদের সারা সপ্তাহের কার্যক্রম জানতে পারি।আশা করি আমরা সবাই আমাদের গত সপ্তাহের থেকে এনগেজমেন্ট বাড়াতে পারব।

 last year 

আমিও আশাকরি আপনাদের সকলের কার্যক্রম আগামী সপ্তাহে অনেকটাই পরিবর্তন হবে। ধন্যবাদ আপনাকে আমার উপস্থাপন করা এনগেজমেন্ট রিপোর্টটি পড়ে, নিজের মন্তব্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন

 last year 

আবারো একটা সপ্তাহে এনগেজমেন্ট রিপোর্ট আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন। চেষ্টা করেছি নিজেকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। ভবিষ্যতে আরো চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 last year (edited)

আমার বিশ্বাস আপনাদের মধ্যে অনেকেই আমাদের কথা শোনার পর, নিজেদের এনগেজমেন্ট কিছুটা হলেও বৃদ্ধি করবেন।

  • একদমই তাই, আমি ইতিমধ্যে দুই ভাইয়ের সাথে কথা বলেছি। তবে তাদের মধ্যে দেখলাম একজন শুরু করেছেন, সক্রিয়তা বৃদ্ধি করতে।

  • আপনাকে ধন্যবাদ দিদি, বিশদভাবে সাপ্তাহিক সক্রিয়তার দর্পণসরূপ প্রতিবেদন প্রকাশ করার জন্য।

Loading...
 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই । প্রতি সপ্তাহের মত এই সপ্তাহে আপনি এনগেজমেন্ট রিপোর্ট প্রকাশ করেছেন। আর এই প্রকাশ করার মাধ্যমে আমি বুঝতে পারছি। আপনি কতো কষ্ট করেন এই কমিউনিটির জন্য।

 last year 

প্রথমেই অপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতি সাপ্তাহের ন্যায় এই সাপ্তাহের এংগেজমেন্ট রিপোর্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।এই কাজটি আপনি খুব সুন্দর ভাবে করেন।এই রিপোর্ট টি দেখে আমরা আমাদের এংগেজমেন্টের গতি কেমন ছিল গত সপ্তাহে তা বুঝতে পারি। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময়।

 last year 

আসলে প্রতি সপ্তাহে চেষ্টা করি সকলের কার্যক্রম উপস্থাপন করার জন্য, যাতে পরবর্তী সপ্তাহে যাদের কার্যক্রম কম আছে, তাদের এনগেজমেন্ট কিছুটা বৃদ্ধি পায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last year 

এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জন্য।তা আপনি খুব নিখুঁত ভাবে ই করে থাকেন।এটি দেখে আমরা আমাদের কাজের গতি বাড়াতে পারি। ধন্যবাদ আপনাকে। আমার কমেন্টের রিপ্লাই দেওয়া জন্য।

আপনাকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ । আপনি অনেক ব্যস্ততার মাঝেও এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আমি চেষ্টা করবো এই সপ্তাহের থেকে পরবর্তী সপ্তাহে এনগেজমেন্ট বৃদ্ধি করার। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year 

আপনি এই সপ্তাহের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে উপাস্থাপন করেছেন ৷ আর এনগেজমেন্ট রিপোর্ট আমাদের সবার বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ ৷ কিন্তু আমার এই সপ্তাহের এনগেজমেন্ট খুবই কম হয়েছে আমি কাজের ব্যস্ততার জন্য এনগেজমেন্ট বৃদ্ধি করতে পারি নি ৷ কিন্তু পরের সপ্তাহে আমি চেষ্টা করবো এনগেজমেন্ট বৃদ্ধি করার ৷

যাই হোক দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ 🙏

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ এনগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য,
যদি ও একটু পরীক্ষা নিয়ে ব্যস্ততা তবে, আমি চেষ্টা করেছিলাম নিজেকে আর একটু এগিয়ে নেয়া যাওয়ার।
ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহে থেকে আর বেশি ভালো করার চেষ্টা করব।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.039
BTC 104944.92
ETH 3340.41
SBD 4.25