"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"

in Incredible India7 months ago
EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5HrucVtTQHgappXNFTgfogfNwN5c7kebgzZ1UK5TRg28UNdmaEtxh1xS6ystwKweqjYr6dvT5J67bwSTcTMTMAfkXjRNnDxp5e2BsjFSN.png

"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলেরই আজকের দিনটি বেশ ভালো কেটেছে।

আপনারা সকলেই জানেন, গতকাল আমি আপনাদের সাথে সাপ্তাহিক মডারেটর রিপোর্ট উপস্থাপন করেছিলাম এবং নিয়ম অনুযায়ী আজ আপনাদের সকলের সাথে আমার এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করার দিন।

যে রিপোর্টের মাধ্যমে আমাদের কমিউনিটিতে কর্মরত সফল অ্যাক্টিভ ইউজারদের সারা সপ্তাহের অ্যাক্টিভিটি সম্পর্কে তথ্য শেয়ার করে থাকি। প্রতি সপ্তাহে এই রিপোর্টটি উপস্থাপনের মূল উদ্দেশ্য হলো, কমিউনিটিতে কর্মরত প্রত্যেকটি সদস্য যেন, নিজের অ্যাক্টিভিটির পাশাপাশি, একে অপরের কার্যক্রম সম্পর্কে অবগত হতে পারেন।

তবে গত দুই সপ্তাহে আমাদের কমিউনিটিতে একটিভ ইউজারের সংখ্যা এবং এনগেজমেন্টর সংখ্যা দুটোই বেশ নিরাশা জনক। তবে আজকের রিপোর্টের মাধ্যমে এই বিষয়টির পরিবর্তন আশা করছি চোখে পড়বে। চলুন তাহলে শুরু করি এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট, -

1672344690977_010726.jpg

আপনারা সকলেই জানেন, প্রতিটি রিপোর্টে আমি প্রথমে আমাদের কমিউনিটিতে কর্মরত সকল মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস শেয়ার করি। এই সপ্তাহেও যার অন্যথা হবে না, চলুন তাহলে শুরু করি, -

"Moderators Engagement Details"

UsernameNo.of Postcomments
@rubina2037201
@sairazerin7108
@piya3779
@sampabiswas757
@jakaria121550

1672344690977_010726.jpg

এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো কমিউনিটিতে কর্মরত সকল অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস, -

"Users Engagement Details"

UsernameNo.of Postcomments
@sabus7125
@mukitsalafi796
@shuhad757
@amekhan748
@hafizur46n730
@sayeedasultana674
@sakib012666
@mdsahin111647
@karobiamin71636
@muktaseo635
@farhanahossin628
@rakibal538
@tanay123474
@yoyopk452
@pijushmitra418
@hasnahena411
@abubokkar32
@baizid123300

1672344690977_010726.jpg

এই সপ্তাহের রিপোর্টটিও আশানুরূপ হয়নি। খুব সত্যি কথা বলতে, সকলের সঙ্গে আমরা ডিসকর্ডে যোগাযোগ করে, সকলের সমস্যাগুলো সম্পর্কে কথা বলে, তাদেরকে যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করছি ঠিকই, তবে অনেকের সাথে আমরা ডিসকর্ডের মাধ্যমেও যোগাযোগ করতে পারছি না।

আমার মনে হয় এই কমিউনিটি প্রত্যেকের কাছে তাদের পরিবার এবং এই পরিবারটিকে সুন্দরভাবে চালনা করার দায়িত্ব প্রত্যেকে সমানভাবে নিতে হবে। তাই যখন এক বা একাধিক মানুষ এই দায়িত্ব নিতে এগিয়ে না আসেন, তখনই এই কমিউনিটি সঠিকভাবে চলে না।

অ্যাডমিন ম্যাম সর্বদাই বলে থাকেন, সমস্যা বিহীন আমরা কেউ নেই। প্রত্যেকেই নিজের নিজের জায়গায় থেকে লড়াই করছি। তাই এই প্ল্যাটফর্মে টিকে থাকার লড়াইটাও আমাদেরকে লড়তে হবে। যার একমাত্র মাধ্যম হলো, প্রতিদিন নিজের কাজটি সঠিকভাবে করে যাওয়া।

1672344690977_010726.jpg

"Conclusions"

একটি পেইনকিলার খেয়ে পোস্ট লিখতে বসেছি, একটু দরকারে কাজে আমাকে আজ বাইরে যেতে হতো, তাই সকালে একটু তাড়াহুড়ের মধ্যেই কাজগুলো গোছানোর চেষ্টা করছিলাম। এমতো অবস্থাতে অসতর্কতার কারণে সিঁড়িতে পড়ে গিয়ে বেশ ব্যথা লেগেছে।

সেই সময় যদিও বা বরফ দিয়েছিলাম কিন্তু সেই মুহূর্তে ব্যথাটা ততটা অনুভব করিনি। তবে কাজ করে বাড়ি ফেরার সময় অর্থাৎ সন্ধ্যা থেকে ভীষণ ব্যাথা অনুভূত হচ্ছে। কিন্তু তবুও আমি বাড়িতে ফেরার পর থেকে নিজের দায়িত্ব গুলো পালন করার চেষ্টা করছি। এখন এই এনগেজমেন্ট রিপোর্ট লেখা শেষ করলাম। কারন এই রিপোর্টটি উপস্থাপন করা আমার দায়িত্ব।

সুতরাং যতক্ষণ পর্যন্ত আমার দ্বারা কাজ করা সম্ভব হবে, এই দায়িত্বগুলো আমাকে পালন করতেই হবে। যদিও আগামী সপ্তাহে আমি অনেক ব্যস্ত থাকবো, তবে চেষ্টা করব নিজের দায়িত্বগুলো পালন করার জন্য।

এই ঘটনাটা আপনাদের সাথে এই কারণেই শেয়ার করলাম যাতে, আপনারাও বুঝতে পারেন যে, জীবনের সমস্যা গুলোকে আঁকড়ে ধরে বসে থাকলে, কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

তাই যতটা সম্ভব কমিউনিটিতে নিজেকে ব্যস্ত রাখুন। তাতে অন্তত সমস্যা গুলো সরিয়ে, নিজের অনুভূতি ও ভাবনাগুলো আমাদের সাথে, লেখার মাধ্যমে শেয়ার করতে পারবেন। যাইহোক সকলের সুস্থতা প্রার্থনা করে, আজকের পোস্ট এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে। শুভ রাত্রি।

IMG_20230425_103712.png

Sort:  
Loading...
 7 months ago 

আমাদের জীবনের আমাদের সমস্যাগুলো আমাদের সঙ্গেই জড়িত থাকে। আমার কাছে তো মনে হয় সেগুলো কখনোই আমাদেরকে ছাড়তেই চায়না। আমাদের ছায়ার মত প্রতি নিয়ত চলতে থাকে। তবে সেগুলোকে অবশ্যই উপেক্ষা করে জীবনের লড়াইটা লড়ে যেতে হবে। তাহলেই হয়তোবা সফলতা অর্জন করতে পারব।

আসলে প্রতি সপ্তাহের ন্যায়, এ সপ্তাহে আমাদের কমিউনিটির এংগেজমেন্ট একেবারেই কমে গেছে। অবশ্যই প্রত্যেককে অনুরোধ করব🙏। নিজেদের সমস্যা গুলোকে একটু আড়াল করে রেখে। কমিউনিটির এনগেজমেন্ট বৃদ্ধি করার ক্ষেত্রে একটু চেষ্টা করুন। চেষ্টা করলে মানুষ অনেক কিছু করতে পারে। ধন্যবাদ অসুস্থতার মধ্যে থেকেও, এত সুন্দর ভাবে এনগেজমেন্ট রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কমিউনিটির অনেকেরই এনগেজমেন্ট অনেকটাই কমে গেছে। আমাদের সকলকেই চেষ্টা করতে হবে এনগেজমেন্ট বাড়ানোর জন্য। ব্যক্তিগত জীবনে সমস্যা আছে এবং থাকবে কিন্তু তার মধ্য থেকেই আমাদের প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে যাতে এই প্লাটফর্মে আরো বেশি করে আমরা সবাই এনগেজড থাকতে পারি।

 7 months ago 

প্রতি সপ্তাহের মতোই এ সপ্তাহেও আপনি সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট প্রকাশ করেছেন।
আপনি সিড়ি থেকে পরে গিয়ে ব্যাথা পেয়েছেন জেনে খারাপ লাগলো।আমরা সবাই আসলে সাবধানেই থাকি কিন্তু এক মূহুর্তের অসাবধানতার কারনে বড় ধরনের দূর্ঘটনার শিকার হতে হয়।
এ সপ্তাহের এনগেজমেন্ট এ আমিও তেমন একটা টাইম দিতে পারিনি। পরবর্তী সপ্তাহ দুয়েকও হয়তো পিছিয়েই থাকবো কিছুটা।
কিন্তু আশাকরি বাকিরা ভালো করবে।
এত চমৎকার করে সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 7 months ago 

Congratulations @rubina203 দিদ।

ধন্যবাদ দিদি সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট সময়মতো পাব্লিশড করার জন্য। আশা করি এই রিপোর্ট থেকে আমরা সবাই সবার কার্যক্রমের আপডেট দেখে নিয়ে পরের সপ্তাহের জন্য নিজেকে প্রস্তুত করবো। কার কোথায় ঘাটতি আছে তা কাটিয়ে ঊঠবো।

 7 months ago 

প্রতি সপ্তাহে ন্যায় ,আপনি আমাদের সাথে এই সাপ্তাহের এংগেজমেন্ট রিপোর্ট টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এংগেজমেন্ট বৃদ্ধি করার কোন বিকল্প নেই।নিজেদের আইডি কে হাইলাইট করার জন্য, খুব ই গুরুত্বপূর্ণ বিষয় এটি। আমাদের সকলের ই এই বিষয়টি কে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি।

Posted using SteemPro Mobile

 7 months ago 

দিদি খুব দ্রুত আপনার সুস্থতা কামনা করছি। আপনি ঠিক বলেছেন জীবনে সমস্যা আসবেই কিন্তু সমস্যাকে নিয়ে পরে থাকলে চলবে না। জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের কর্ম করতেই হবে।

সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট প্রকাশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই রিপোর্টের মাধ্যমে আমরা পুরো সপ্তাহের কাজের ফলাফল দেখতে পারি। ভালো থাকবেন দিদি।

 7 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট টা প্রকাশ করার জন্য। এই রিপোর্ট এর মাধ্যমে জানতে পারি কার কত সক্রিয়তা। যাইহোক আমাদেরকে সামনে এগিয়ে যেতে হলে সক্রিয় থাকার পাশাপাশি সকল নিয়ম মেনে আরো বহুদূর এগিয়ে যেতে হবে।যাইহোক দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এ রিপোর্ট টা প্রকাশ করে জানানোর জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58493.60
ETH 2468.39
USDT 1.00
SBD 2.41