"এই গরম আবহাওয়ায় নিজের পোষ্যর প্রতি আরেকটু যত্নবান হতে হবে""

in Incredible Indialast year (edited)
IMG_20230524_003546.jpg

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন,সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

গত তিন চারদিন যাবৎ আবার প্রচন্ড গরম পড়তে শুরু করেছে। মাঝে কয়েকদিন বিকালের দিকে বৃষ্টি এবং ঝড়ো হওয়ার কারণে আবহাওয়া কিছুটা হলেও ঠান্ডা হয়েছিল কিন্তু গত দুদিন আবার সেই আগের মতন গরম। অনেক অপেক্ষার পর আজকে সন্ধ্যায় আবার অল্প হাওয়া হলো।

আমি যদিও বরাবরই শীত কাতুরে,কিন্তু এই বছর গরমে আমার মত মানুষের অবস্থাও বেশ নাজেহাল। গত দুদিন গরমে ভীষণ কষ্ট হয়েছে। তবে আজকে আমি আপনাদের সাথে আমার কথা নয়, পিকলুর বিষয়ে কিছু কথা শেয়ার করতে চলেছি।

প্রচন্ড গরমের কারণে গত দুদিন পিকলু কিছুই খায়নি। যদিও পিকলুর ডক্টরের মতে কুকুর যদি তিন দিন পর্যন্ত কিছু না খায় তাহলেও ওরা মোটামুটি ঠিক থাকে। কিন্তু যদি তার থেকে বেশি সময় হয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করা উচিত।

তবে আমরা পিকলুর ক্ষেত্রে তিনদিন পর্যন্ত অপেক্ষা করিনি। কারন ও না খেলে আমার নিজের খেতে ভালো লাগে না। যেহেতু গতকাল সারাদিনও কিছু খায়নি এবং ওকে জোর করে জল খাওয়ানোর পরেও জলটা পর্যন্ত বমি করে ফেলেছে, সেই জন্য আজকেই সকালে আমরা ডাক্তারের সাথে ফোনে কথা বলি।

আসলে গত বৃহস্পতিবার পিকলুকে এই মাসের ভ্যাকসিন দেয়া হয়েছিল। আর ডক্টরের নির্দেশ অনুসারে পিকলুকে ভ্যাকসিন দেওয়ার পর এক সপ্তাহ স্নান করানো হয় না। কিন্তু এই প্রচন্ড গরমে আমাদের থেকেও বেশি কষ্ট হয় ওর,কারণ ওর গায়ে অনেক পশম রয়েছে।

এইজন্য ডাক্তারকে একবার ফোন করা হয়েছিল, ওকে স্নান করানো যাবে কিনা জানার জন্য। কারণ ও গরমের কারণেই কোনো কিছু খেতে চাইছে না,এটা আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু ডক্টর যেমনটা বললেন ওকে স্নান করানো সম্ভব নয়, কিন্তু ওর সারা শরীর ভেজা তোয়ালে দিয়ে মুছে দেওয়া যাবে।যদিও এটা আমরা গতকাল থেকেই করছিলাম।

IMG_20230524_004133.jpg

ডাক্তার যদিও কোনো ওষুধই সাজেস্ট করেননি। শুধুমাত্র নুন চিনি দিয়ে তৈরি করা স্যালাইন জল সিরিজের মাধ্যমে খাওয়াতে বলেছেন। এই সমস্ত কাজগুলো আমরা গতকাল থেকেই করছি, কারণ পিকলু যেদিন থেকে আমাদের সঙ্গে আছে, আমরা মোটামুটি ওকে বড় করতে করতে এই বিষয়গুলো জেনে গেছি।

তাই আজকে ভাবলাম ওদের বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। যাতে আপনাদের বাড়িতে যাদের পোষ্য আছে বা যারা ভবিষ্যতে পোষ্য নেওয়ার কথা ভাবছেন, তাদের জন্য হয়তো এগুলো দরকারী তথ্য হতে পারে।

আসুন তাহলে আপনাদেরকে বলি গরমকালে নিজের পোষ্যকে কিভাবে যত্ন করবেন, -

  • এই গরমে সব সময় আপনার বাড়ির পোষ্যকে ঠান্ডা জল খেতে দেবেন। যদি আপনাদের ফ্রিজে জল না থাকে, তাহলে নরমাল জলের মধ্যে কয়েক টুকরো বরফ ফেলে দেবেন। সেটাই ওরা অনেক ভালো খাবে।

  • যদি গরমকালে ওরা জল নিজেরা না খায়, তাহলে আপনি কয়েক ঘন্টা বাদে বাদে জোর করে জল খাওয়ানোর চেষ্টা করবেন। কখনো কখনো জলের মধ্যে স্যালাইন গুলোও খাওয়াতে পারেন সেটাও ওদের জন্য উপকারী।

  • যখনই প্রচণ্ড গরম পড়বে তখন ভিজে তোয়ালে বা কাপড় দিয়ে ওদের চোখ কান এবং পেটের দিকটা ভালো করে বারবার মুছিয়ে দেবেন। কারণ কুকুরদের এই তিনটে জায়গায় সবথেকে বেশি গরম লাগে।

  • যদি চিকেন ডিম বা অন্য কিছু খাওয়ানোর ফলে ওদের কোনো সমস্যা হয়, তাহলে ওদের জন্য সব থেকে ভালো খাবার হচ্ছে টক দই এবং আইসক্রিম। তবে অবশ্যই আপনারা কোনো চকলেট ফ্লেভারের আইসক্রিম কুকুরদের দেবেন না। ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম দিতে পারেন।

  • যদি আপনার পুকুর কোনো কিছু খেতে না চায়, তাহলে চেষ্টা করবেন অন্ততপক্ষে ওকে একটা রসগোল্লা খাওয়ানোর। অনেকের মধ্যে এরকম ভ্রান্ত ধারণা আছে যে মিষ্টি খাওয়ালেই কুকুরদের গায়ে পোকা হহয় সত্যি বলতে একটা সময় আমাদেরও এই ধারণা ছিল। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। ডক্টর বাবু নিজেই বলেন পনেরো দিনে একটা করে রসগোল্লা অবশ্যই কুকুরদের দেওয়া যেতে পারে। তবে রসগোল্লাটা দেওয়ার আগে অতিরিক্ত রসটা নিংড়ে দেওয়াই ভালো।

  • কুকুরদের জন্য সবথেকে ক্ষতিকারক খাবার হল নারকেল, চকলেট, যেকোনো ধরনের লেবু, আঙ্গুর ফল। তবে হ্যাঁ তরমুজ, ও শসা খাওয়া খুব উপকারী। গাজর টমেটো কুমড়ো আলু ও বীনস্ এই সব্জি গুলো কুকুরদের জন্য খুবই ভালো। তবে অবশ্যই সব থেকে ভালো হয়, যদি আপনি সমস্ত সবজির সঙ্গে অল্প পরিমাণের ডাল এবং তার মধ্যে চিকেন দিয়ে একসঙ্গে ওদেরকে সেদ্ধ করে দেন। এটা ওদের জন্য সবথেকে হেলদি একটা খাবার।

IMG_20230524_004033.jpg
  • যদি আপনাদের বাড়িতে কেউ রুটি খান, তাহলে অবশ্যই আপনার পোষ্যকে রুটি খাওয়ানোর অভ্যাস করতে পারেন। রাতের বেলায় ভাতের বদলে রুটি দিলে সেটা ওদের জন্য অনেক উপকারী। সকালের দিকে একটা বিস্কুট দিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, বিস্কুট যেন কম মিষ্টির হয়। আপনারা চাইলে সুগার ফ্রি বা টোস্ট বিস্কুট দিতে পারেন। যেটা আমরা পিকলুকে দিয়ে থাকি।

  • আসলে একটা কুকুর এক এক ধরনের খাবার পছন্দ করে। আমাদের পিকলু যেমন নরমাল গ্লুকনডি খেতে পছন্দ করেনা। ওকে যদি আপনি অরেঞ্জ ফ্লেভারের গ্লুকনডি দেন তাহলে ও বেশ ভালো খায়। যখন প্রচন্ড গরম থাকবে তখন যদি আপনি ঠান্ডা জলের মধ্যে অল্প পরিমাণে গ্লুকনডি মিশিয়ে দেন, তাহলে সেই জলটা ওদের জন্য অনেক উপকারী।

  • যদি ডাক্তারের বারণ না থাকে, তাহলে অবশ্যই সপ্তাহে দুদিন ওদেরকে ভালো করে স্নান করাবেন।

এই প্রচন্ড গরমে আমি পিকলুকে এইরকম ভাবেই যত্ন নিয়ে থাকি। কিন্তু তারেপরেও গত দুদিনের গরমে পিকলুর খুবই কষ্ট হচ্ছে। আজকে ওর কষ্টের জন্যই আমার মনে হল আপনাদের সাথেও এই বিষয়গুলো শেয়ার করি।

যদি আপনাদের আরো অন্য কোনো রকম কোনো কিছু জানা থাকে, তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, যাতে আপনাদের সাজেশন মতন আমি পিকলুর কষ্ট একটু হলেও কমাতে পারি।

সবশেষে একটাই কথা বলব, আমরা যেন বাড়ির পোষ্যর প্রতি একটু বেশি যত্নশীল হই। তবে আমাদের সব সময় মনে রাখা উচিত রাস্তা ঘাটে এরকম অনেক কুকুর রয়েছে, যাদেরকে কিন্তু আলাদা করে যত্ন নেওয়ার মতন কেউ নেই।

IMG_20230524_003707.jpg

তাই আপনি, আমি ,আমরা এগিয়ে এসে যদি এদের জন্য একটু সচেতন হই,তাহলে এদেরও কষ্ট কিছুটা লাঘব হতে পারে। এই কারণে অনুরোধ করবো আপনাদের প্রত্যেকের বাড়ির সামনে কোনো একটা পাত্রের মধ্যে জল দিয়ে রাখার জন্য। যাতে ওদের পিপাসা পেলে ওরা জল খেতে পারে এবং যখন যে রকম সম্ভব ওদেরকে একটু খেতে দিন। কারণ মানুষ বেইমানি করলেও কুকুররা কিন্তু কখনোই বেইমানি করে না। কারণ ওরা বরাবরই প্রভভুক্ত হয়।

যাই হোক আমার আজকের পোস্টটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। নিজের প্রতি, নিজের পরিবারের সদস্যের প্রতি এবং অবশ্যই আপনার পোষ্যর প্রতি যত্নশীল হবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...

Congratulations 🥳


Your quality content follows the Team 4 curation guidelines.

BRINGING MUSIC TO YOUR EARS.gif

Curated by : @anasuleidy

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 65375.87
ETH 3337.31
USDT 1.00
SBD 2.63