পুরোনো ডায়েরীর পাতা থেকে,আমার লেখা কবিতা-"ভালোবাসা "
Hello,
Everyone,
আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকেরই আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
আজকে আমি আপনাদের সাথে আমার নিজের লেখা একটা কবিতা শেয়ার করতে চলেছি। আসলে কবিতা বললে ভুল হয়, কারণ নিজের মনের কথা শুধুমাত্র ছন্দের আকারে প্রকাশ করাকে বোধহয় সঠিক অর্থে কবিতা বলা ঠিক নয়।
কারণ আমরা ছোটবেলা থেকে যে সকল কবিদের কবিতা পড়ে বড় হয়েছি,তাদের প্রতিভার কাছে আমাদের প্রতিভা খুবই সামান্য।
কিন্তু তবুও সময়ের পরিপ্রেক্ষিতে, জীবনের অনেক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, নিজের মনের কিছু কথা ডাইরিতে লিখে রাখার চেষ্টা করেছি মাত্র। আজকে তার মধ্যে থেকেই একটি লেখা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।
অবশ্য আপনাদের কেমন লাগবে জানিনা, তবে আশা করছি সকলেই মন দিয়ে আমার কবিতাটি পড়বেন এবং যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
কারোর ব্যক্তিগত অনুভূতিকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। এটি আমার সম্পূর্ণ নিজস্ব অনুভূতি এবং ব্যক্তিগত ভালোলাগার জায়গা থেকে লেখা।চলুন তাহলে শুরু করি-
এটি অনেক পুরনো একটি লেখা। পুরোনো ডায়েরীর পাতা উল্টাতে উল্টাতে চোখে পড়লো। সাথে সাথে অনেক পুরোনো স্মৃতি উঁকি দিলো মনে।যাইহোক যখন এটি লিখেছিলাম,তখন এটার নাম দিয়েছিলাম - "ভালোবাসা"।
"ভালোবাসা" |
---|
"ভালোবাসা" মানে মাত্রাহীন,ছন্দহীন একটি মাত্র শব্দ।
চারটি অক্ষরের মধ্যেই যার সীমাবদ্ধতা।।
"ভালোবাসা" মানে নতুন কিছু পাওয়ার ইঙ্গিত।
যার মাধ্যমে জীবনে বয়ে আসে সার্থকতা।
"প্রেম" বুঝি বা "ভালোবাসারই" স্বরূপ।
অভিনয় দিয়ে শুরু হয় যার খেলা।।
ঠিক যেমন গিলটি সোনার গহনা দিয়ে মোড়া।
অথবা হীরের সেটে ঝুটো মুক্তোর মালা।।
"ভালোবাসা" মানে ঠুনকো কাঁচের বাসন।
এক আঘাতেই সব ভেঙে চুরমার।।
ভাঙা কাঁচের টুকরো যেমন ঝড়ায় রক্ত নদী।
ভালোবাসায়ও সকলে চোখের জলে হয় একাকার।।
"ভালোবাসা" মানে ক্ষুদ্র অনুভূতি।
লজ্জা রাঙা আরোক্ত মুখখানি।।
প্রাণের দোলায় মাতাল করে সেই মুখ।
ছোট্ট শিশুর কাজে যেন মায়ের হাতছানি।।
"ভালোবাসা" মানে আপনজনকে পাওয়া।
যে জন শুধু তারই পাশে রবে।
যখন একজনের হৃদয় কম্পিত হবে না আর।
শুধু তখন দুজন দুজনকে বিদায় দেবে।।
"ভালোবাসা" মানে মরুর হাহাকার।
মরীচিকাকে কেবল খুঁজে যাওয়া।।
স্বপ্নের মাঝে কাছে পেয়ে যেন হঠাৎ।
মিথ্যে সুখে বদ্ধ মাতাল হওয়া।।
"ভালোবাসা" মানে তীব্র সে এক শক্তি।
বিশ্বাস দিয়ে গড়া থাকে যার ভীত।।
আবেগের বসে সব বিলিয়ে দিয়ে।
শুরু হয় যেন পালাবদলের গীত।।
"মায়া মমতা" ভালোবাসারই এক রূপ।
বুকের মাঝে আটকানো কোনো ছবি।।
"ভালোবাসা" মানে ভালবেসে যাওয়া শুধু।
থাকবে না কোন প্রতিদানের দাবি।।
আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রার্থনা করি সকলের জীবনে ভালবাসা পূর্নতা পাক। সকলে ভালোবাসার মানুষকে নিয়ে অনেক ভালো থাকুন। শুভরাত্রি।
দারুন হয়ে কবিতা টি দিদি ৷ আসলেই কবিতার প্রতিটি লাইন মিলে গেছে কবিতাটির সাথে ৷ আসলে ভালোবাসা এমন একটি জিনিস যেখানে মায়া মমতা আবেগ সব কিছু লকিয়ে থাকে ৷ এগুলা না থাকলে ভালোবাসা নামে কোন চিহ্ন থাকতো না ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে পরিবেশনা করার জন্য ৷ আপানার সুস্থতা কামনা করি দিদি ভালো থাকবেন ৷
#miwcc
ধন্যবাদ দিদি, সুন্দর একটি কবিতা আমাদের সাথে ভাগ করার জন্য।
কবিতাটি প্রচুর অর্থবহুল। ভালবাসা এমন এক জিনিস যা, না ধরা যায়, না ছোয়া যায়। শুধু মন দিয়ে অনুভব করতে হয়।
#miwcc
বাহ বাহ আপু আপনি তো ভালোই কবিতা লেখতে পারেন। কবিতা নাম ভালোবাসা খুব ভালো লাগল এই কবিতার প্রতিটি লাইন গুলো পড়ে। আসলে আজকালকার দিনে কম মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা দেখা যায়। কারণ খুব কম মানুষেই গোপনে এবং নিঃস্বার্থ কাউকে সত্যিকার ভাবে ভালবাসে।দুজন মানুষের পরষ্পরের বিশ্বাসে সত্যিকারের ভালোবাসার জন্ম হয়। যা দিয়ে ওই মানুষ দুজনেরই আবার নতুন করে নতুন সত্তার সৃষ্টি হয়। ভালোবাসার সম্পর্কে যখন কেউ কাউকে সত্যিকার অর্থেই একে অপরকে চোখে হারায়, এক পলক দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। হয়তো তখনই সেটা সত্যিকারের ভালোবাসা হয়ে ওঠে। আর অপরদিকে সত্যিকারের ভালোবাসার অভাবেই হাজারো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। শুধু দায়িত্ব আর কর্তব্যের খাতিরে যে সম্পর্ক টিকে থাকে। সেটা আসলে সত্যিকারের ভালবাসা নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়া জন্য ভালো থাকবেন আপু। #miwcc
সত্যি দিদি আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসা আসলেই লিখার দিক থেকে তিন অক্ষরের একটি শব্দ। কিন্তু বাস্তবতার দিক থেকে কত বড় তা পরিমাপ করা কঠিন। ভালোবাসার মানে একেকে জনের কাছে একেক রকম। তাই ভালোবাসা কখনো পরিমাপ করা সম্ভব হয় না।
ভালো থাকুক সকল ভালোবাসার মানুষ এই প্রত্যাশা করি। ধন্যবাদ দিদি আপনাকে আপনার কবিতার জন্য।
#miwcc
Que hermoso poema amiga, woao estoy fascinado , definitivamente el amor hace que los sentimientos más bellos afloren en tu corazón y de allí te inspiras a crear tan bello poema. Bendiciones 🙏