"মনের আকাশেও আজ মেঘ জমেছে, বৃষ্টি ঝড়েছে দুচোখে'

in Incredible Indialast year
IMG_20230504_001607.jpg
মেঘলা আকাশ

Hello,

Everyone,

আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

সারাদিনের কাজকর্ম গুছিয়ে দুপুরের খাবার খেয়ে, বিশ্রাম নেওয়ার জন্য সবেমাত্র একটু শুয়েছি, এমন সময় মেঘ ডাকার আওয়াজ পেলাম। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলাম আকাশে প্রচুর মেঘ করেছে।

মুহূর্তের মধ্যে কারেন্ট চলে গেলো, তখনই বুঝলাম বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। দোতলায় আমার রুমের জানালাগুলো খোলা রয়েছে ভেবে, সেগুলো বন্ধ করার জন্য যখন ওপরে গেলাম, কিছুক্ষণের জন্য ছাদে দাঁড়িয়ে সেই মুহূর্তগুলোকে উপভোগ করলাম।

IMG_20230504_001813.jpg
মেঘের ডাকে ভয় পেয়ে ঘরে ঢুকছে পিকলু

যখন আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে,এদিক ওদিকে হাওয়া বইছে, সমস্ত গাছ হওয়ায় দুলছে, তখন মুহূর্তের মধ্যে রৌদ্রজ্জ্বল আকাশটা মেঘের অন্ধকারে ডুবে গেল। আমার পিছু পিছু পিকলুও ছাদে গিয়েছিল, কিন্তু মেঘ ডাকার আওয়াজে কিছুটা ভয় পেয়ে সে দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেল। বলতে পারেন আমিই ওকে ঘরে ঢুকিয়ে দিলাম।

একটু বাদেই বৃষ্টি পড়তে শুরু করলো। ততক্ষণে আমি নিচে এসে বিশ্রাম করার জন্য শুয়ে পড়েছি। ঠিক সেই মুহূর্তেই কেন জানিনা কোনো এক অজানা কারণে মনটাও খারাপ হয়ে গেল।

আসলে আকাশে যেমন বৃষ্টির আগে মেঘ জমতে শুরু করে, ঠিক তেমনি ভাবেই আমাদের মনের আকাশেও মাঝেমধ্যেই মেঘ জমে। পুরনো কোনো স্মৃতি, কোনো খারাপলাগা, কোনো মানুষের ব্যবহার অথবা কোনো আনন্দঘন মুহূর্তকে যখন আমরা মনেকরি, ঠিক তখনই মনের অজান্তেই মনের আকাশে জমা মেঘ, দুচোখ বেয়ে কান্না হয়ে ঝরে পড়ে।

আজকে আমার সাথেও তেমনি হলো। আমি আজকে আমার ছেলেবেলাটাকে খুব মিস করছিলাম। মায়ের বকুনি মিস করছিলাম। কত বছর হয়ে গেল মায়ের কাছে বকা শুনি না। আর শুনবোও না কোনোদিন।এই ভাবনাটাই মাঝে মাঝে মন খারাপের কারন হয়ে ওঠে।

IMG_20230504_001741.jpg
মুহুর্তের মধ্যে প্রকৃতির রূপ পরিবর্তন

আজকে ছাদে দাঁড়িয়ে মেঘ দেখতে দেখতে মনে পড়ে গেল, ছোটবেলায় এরকম মেঘ হলে যখন উঠোনের মাঝে আম কুড়ানোর জন্য দৌড়াদৌড়ি করতাম, তখন মা কত বকাবকি করে আমাদেরকে ঘরে যেতে বলতো।

**আসলে শহরের তুলনায় গ্রামের দিকে কালবৈশাখীর দাপট অনেক বেশি হয়। কারণ সেখানে বাড়িতে গাছের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে। প্রচন্ড হাওয়ায় যদি কোনো গাছের ডাল ভেঙে পড়ে, তাহলে আমরা আঘাত পাবো সেই কথা ভেবেই মা বকাবকি করতো।

আসলে মায়েদের বকার পিছনেও কিন্তু সন্তানদের জন্য কোনো না কোনো ভালো উদ্দেশ্য থাকে। কিন্তু আমরা সন্তানেরা ছোটবেলায় সেগুলো বুঝতে পারি না। তখন মায়ের বকুনি গুলো আমাদের মনে, মায়ের প্রতি অভিযোগের জন্ম দেয়। কিন্তু সময়ের সাথে সাথে যখন আমরা বড় হই, আমরা নিজেরা মা হই, তখন কোথাও একটা সেই ছোটবেলার শাসন গুলোকে ভালোবাসার রূপ হিসেবে ভাবতে শুরু করি।

কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো মায়ের কাছে সেই কথাগুলো বলার সুযোগ পান, আবার অনেকেই আমার মতন সেই সুযোগটি পান না। আসলে কিছু কিছু কথা থাকে যেগুলো ছোটবেলায় মা বলতো বলে, আমাদের অনেক বিরক্ত লাগতো। কিন্তু বড় হওয়ার সাথে সাথে যখন সেগুলো নিজের জীবনের সাথে ঘটে, তখন মাকে বড্ড বলতে ইচ্ছে করে, -"মা এখন বুঝতে পারছি তুমি একদমই ঠিক বলতে।"

IMG_20230504_001859.jpg
দরজার কাছে বসে আমার দিকে নজর রাখা চাই

কিন্তু এই কথাটি আমি কখনোই মাকে বলে উঠতে পারিনি। তাই আজকে যখন নিজে আকাশে মেঘ দেখলাম এবং পিকলুকে ছাদের ওপর একা একা ঘুরে বেড়াতে দেখলাম, তখন ওকে বকা দিয়ে রুমের মধ্যে ঢুকিয়ে দিলাম। পিকলু নিজেও মেঘ ডাকার আওয়াজে ভয় পাচ্ছিলো, তাই আমার বকা শুনে ঘরের মধ্যে ঢুকে পড়ল।

তখনই মনে হলো, পিকলু আমার পোষ্য তবুও এরকম আবহাওয়ায় আমি আজকে পিকলুর জন্য ভয় পাচ্ছি। তাহলে ছোটবেলায় মা আমাকে নিয়ে কতটা ভয় পেতো,কারণ আমি তার নিজের সন্তান ছিলাম। যাকে তিনি নিজের গর্ভে ধারণ করে, অনেক কষ্ট সহ্য করে,এই পৃথিবীতে এনেছিলেন।

IMG_20230504_001708.jpg
কি অপূর্ব সুন্দর লাগছিল আকাশটাকে দেখতে

যাইহোক মেঘলা বিকেলে মায়ের কথা ভাবতে ভাবতে কখন দুচোখ বেয়ে জল নামলো, আর পুরোনো দিনের স্মৃতির কথা ভাবতে ভাবতে কখন সময় কেটে গেল, সত্যিই বুঝতে পারিনি। বেশ কিছুটা মন খারাপ নিয়ে সন্ধ্যা বেলায় উঠে আবার প্রতিদিনের মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম।

আসলে এটাই বোধহয় স্বাভাবিক, জীবনে ব্যস্ততার মাঝে কখনো কখনো তাদের ফেলে আসা দিন, হারিয়ে যাওয়া মানুষদের কথা মনে করে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। আবার কিছুক্ষণ বাদে সবকিছু ভুলে আমরা নিজস্ব কাজে ব্যস্ত হয়ে পড়ি। এটাই আসলে বেঁচে থাকার আসল মূল মন্ত্র।

IMG_20230504_001645.jpg
ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে

কারণ আমরা যদি খারাপ সময়কে সবসময় আঁকড়ে ধরে থাকি,তাহলে বেঁচে থাকা সত্যিই কষ্টকর হয়ে ওঠে। আর এই কারণেই বোধহয় ঈশ্বর এই পৃথিবীতে সব কিছু এমন ভাবেই তৈরি করেছেন। যেখানে সুখ দুঃখ, ভালোলাগা মন্দলাগা, হাসি কান্না, সবকিছুই একে অপরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত।

সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...
 last year 

কারণ আমরা যদি খারাপ সময়কে সবসময় আঁকড়ে ধরে থাকি,তাহলে বেঁচে থাকা সত্যিই কষ্টকর হয়ে ওঠে। আর এই কারণেই বোধহয় ঈশ্বর এই পৃথিবীতে সব কিছু এমন ভাবেই তৈরি করেছেন। যেখানে সুখ দুঃখ, ভালোলাগা মন্দলাগা, হাসি কান্না, সবকিছুই একে অপরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত।

আমাদের জীবনে ভাল খারাপ সুখ-দুঃখ হাসি কান্না সবকিছুই আছে! কিন্তু আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে! যারা দুঃখের সময় তাকে আঁকড়ে ধরে বসে থাকে! আসলে তারা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারে না! কখনোই দুঃখের সময়টাকে আকড়ে ধরে,,,, বসে থাকা উচিত নয়।

সারাদিনের কাজকর্ম শেষ করে আপনি যখনই একটু ঘুমাতে গিয়েছেন দুপুরবেলায়! তখনই শুরু হলো বৃষ্টির আনাগোনা! আসলে কালকে দুপুরের পর থেকে,,,,, আমাদের এদিকেও বৃষ্টি।

বৃষ্টির সময় প্রকৃতির যেন তার নতুন আরেক রূপ ধারণ করে! আপনি ঝড়ো হাওয়ার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন! আসলে বৃষ্টির সময় প্রকৃতিটাকে অন্যরকম লাগে।

আপনার পোস্ট পড়ে এবং আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলো দেখে,,, খুবই ভালো লাগলো! তার সাথে দেখলাম পিকলুবাবু আপনাকে পাহারা দিচ্ছে!পিকলু বাবুকে অনেকদিন পর দেখলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,,, মেঘলা দুপুরের ছাদে দাঁড়িয়ে কাটানোর সেরা মুহূর্ত টা আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক! এই কামটাই করছি ভাল থাকবেন।

 last year 

জ্বী দিদি আমরা বড় হলে আসলে বুজতে পারি মা আমাদের জন্য কি ছিলো। যার মা নেই সে বোজে মা না থাকার কি কষ্ট। ছোটবেলায় মা বকলে আমরা হয়তো মনে মনে মায়ের বিরুদ্ধে অভিযোগ করতাম। তখন তো আর বুজতাম না মা আমাদের ভালোর জন্যই আমাদেরকে বকাঝকা করে। মায়ের ভালোবাসার সাথে কোন কিছুর আসলে তুলনা হয় না।

বর্ষার দিন যখন আমরা একাকি থাকি তখন সত্যি দিদি পুরোনো দিনগুলোর কথা তখন খুব বেশি মনে পরে।
যাই হোক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি মহুর্ত শেয়ার করার জন্য।

 last year 

আপনার পোস্ট পড়ে অনেক কিছু মনে পড়ে গেল,,, আসলেই দিদি যে কোন একটি প্রতি ছবির মাঝে অনেক পুরনো স্মৃতির কথা মনে করিয়ে দেয়,,,যেমন আপনার বেলা বৃষ্টির কারনে হয়েছে,,,,

আমার আপনার পোস্ট পড়ার মাধ্যমে কিছু স্মৃতির কতা মনে পড়লো,,,আপনা পোস্ট পড়ে অনেক ভালো লাগলো,,, আপনার পোস্টে অতীতের কিছু কথা তুলে ধরেছেন,,,,

মানুষ সব ভূলে যেতে পারে কিন্ত অতীত ভূলতে পারে না,,, পুরুনো অতীতের বেস কিছু বিষয় সম্পর্কে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি,,,

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61634.81
ETH 2971.21
USDT 1.00
SBD 2.49