"ছবি আঁকার প্রথম প্রচেষ্টা"

in Incredible India2 years ago (edited)
IMG_20230106_111000.jpg

(আমার হাতে আঁকা গোলাপ ফুল)

Hello,

Everyone

আশাকরি আপনারা সকলে ‌ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনারা সকলে অনেক ভালো ভাবে শুরু করেছেন।

গত কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়ছে।ব্যক্তিগতভাবে আমি নিজে শীতকাল খুব একটা পছন্দ করি না, কারণ আমি ভীষণ শীতকাতুরে।

তবে শীতকাল আমার কিছু কিছু কারণে বেশ ভালো লাগে।যেমন, এই সময় বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়।তাছাড়া পাওয়া যায় খেজুরের গুড়, বিভিন্ন ধরনের ফুল আর সব থেকে যেটা ভালো লাগে,সেটা হলো এই সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা।

যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে কম্বলের ভিতরে বসে আমার নিজের হাতে আঁকা একটি গোলাপ ফুলের ছবি।

প্রথমেই জানিয়ে রাখি আমি কোনোদিন আঁকা শিখিনি।তবে আমার ছোটো বেলা থেকেই আলপনা দিতে ভীষন‌ ভালো লাগতো। মেহেন্দী‌ পড়তে ভালো লাগতো।

আর এইসব করতে করতে একটু একটু আঁকা শিখে গেছি।আজ‌ হঠাৎ হাতের‌‌ কাছে পেন্সিল পেয়ে আঁকতে বসলাম।তাই ভাবলাম আপনাদের সাথে ও একটু শেয়ার করি।

দেখুন যারা আঁকা শেখেন, তাদের সাথে আমার আঁকার কোনো তুলনা হবে না জানি, আমি শুধু আমার শখ থেকে ফুলটি আঁকলাম।

গোলাপ ফুল আঁকার পদ্ধতি:-

কম সময়ে সহজ‌‌ পদ্ধতিতে কিভাবে ফুলটি আঁকলাম, আপনাদের সকলের সাথে সেই ‌ধাপগুলোই আজকে আমি শেয়ার করবো।চলুন‌ তাহলে শুরু করি-

প্রথম ধাপ:-

IMG_20230106_111058.jpg
  • প্রথমেই আমি পেন্সিল দিয়ে একটা ‌‌হার্ট চিহ্ন‌ আঁকলাম। তারপরে আমি একটা দাগ নিচের দিকে টেনে দিলাম।

দ্বিতীয় ধাপ:-

IMG_20230106_111128.jpg
  • এরপর হার্ট চিহ্নে দুই পাশ থেকে দুটো দাগ নিচের দিকে টেনে এনে জুড়ে দিলাম। যেমনটি আপনারা উপরের ছবিতে দেখতে পারছেন।

তৃতীয় ধাপ:-

IMG_20230106_111209.jpg
  • হার্ট চিহ্নের মধ্যে আমি পেন্সিল দিয়ে জিলাপি আকারের গোল করে এঁকে নিলাম। যাতে মাঝখানটা ফুলের কুঁড়ির মতো দেখতে হয়।

চতুর্থ ধাপ:-

IMG_20230106_111329.jpg
  • ফুলটিকে আরেকটু বড় দেখাবার জন্য আমি দুপাশ থেকে পাপড়ির মতো এঁকে নিলাম। আপনারা সেটা আমার ছবি দেখলেই বুঝতে পারবেন।

  • আমি ফুলটিকে একটু বড় আকারের করেছি বলে পাপড়ির সংখ্যা বেশি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মত করে পাপড়ির সংখ্যা আঁকতে পারেন।

পঞ্চম ধাপ:-

IMG_20230106_111517.jpg
  • এরপর আমি পাপড়িগুলোর ভিতরে পেন্সিল দিয়ে হালকা হালকা করে দাগ দিয়ে নিয়েছি, যাতে করে পাপড়িগুলো দেখতে একটু সুন্দর লাগে।

ষষ্ঠ ধাপ:-

IMG_20230106_111551.jpg
  • সবশেষে আমি পাপড়ি আকার জন্য পেন্সিল দিয়ে যে লাইনগুলো করেছিলাম সেই লাইনগুলোকে আরেকটু মোটা করে এঁকে দিলাম। যাতে ফুলটি দেখতে সুন্দর লাগে।

আপনাদের অনেকেরই মনে হতে পারে আমি কেন হঠাৎ করে ফুলটি আঁকলাম কিংবা আঁকলাম যখন তখন কেন পেন্সিল দিয়ে আঁকলাম। ফুলটা আমি লাল,পিঙ্ক কিম্বা অন্য কোনো কালারের করতে পারতাম।

কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে অন্য কোন কালার নেই। আর আমি নিজে পেন্সিলের আঁকা ভীষণ ভালোবাসি।

তবে হ্যাঁ যদি আমার কাছে রং থাকতো তাহলে নিশ্চয়ই আমি রং করতাম।কিন্তু এই মুহূর্তে আমার কাছে রং নেই বলেই আমি পেন্সিল দিয়ে ফুলটি এঁকেছি।

IMG_20230106_111721.jpg

এটি আমার একটি ছোট্ট প্রচেষ্টা ছিল। আদেও এটা আপনাদের কেমন লাগবে সত্যিই আমার জানা নেই।যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন।

তাহলে ভবিষ্যতে আমি চেষ্টা করব নিজের মতো করে আরো কিছু আঁকা আপনাদের সামনে তুলে ধরতে।

সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সকলের আজকের দিনটি ভীষণ ভালো কাটুক এই প্রার্থনা রইলো।

Incredible India Community telegram group

Mera India community discord

India.gif
Sort:  
Loading...
Congratulations!
This post has been upvoted through steemcurator07.
We support quality posts anywhere and any tags.
Curated by : @steemdoctor1

TEAM 4 CURATORS

 2 years ago 

Thank you @steemdoctor1 and TEAM 4 CURATORS for supporting my post.

 2 years ago 

You're welcome 🤗

 2 years ago 

হুম আপু। সত্যি বলতে আমিও শীত ভালোবাসি। তার কারন হলো শীতে ঘুরতে ভালো লাগে, অনেক ধরনের পোশাক পড়তে পারি। আর সবজির বাজার তো সবজি দিয়ে ভরপুর থাকে। কিন্তু এই শীতে দুঃখের বিষয় হলো, যারা দরিদ্র তাদের জন্য অনেক কষ্ট লাগে।

আর গোলাপ ফুলটি আকা সুন্দর ছিলো, ফুলটি আঁকানো অনেক সহজ সেটা আপনি দেখিয়ে দিছেন।

ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 2 years ago (edited)
শ্রদ্ধেয় দিদি, আপনি উল্লেখ করেছেন যে এটা আপনার প্রথম ছবি আঁকার প্রচেষ্টা। তবে আমার মনে হচ্ছে আপনার আঁকা ছবিটি দেখে, আপনি যখন ছবি আঁকছিলেন তখন স্বয়ং মা-সরস্বতী আপনার পেন্সিলে ভর করেছিলেন।

সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার আঁকা ছবিটি।

 2 years ago 

বাহ দিদি আপনি তো অনেক সুন্দর একেছেন আমি এসব বিষয় বেশি পারিনা তাই সেরকমভাবে মন্তব্য করলাম না, যাই হোক আপনার গোলাপ ফুলটি আঁকা আমার অনেক পছন্দ হয়েছে ভালো থাকবেন এবং আমাদের মাঝে সুন্দর সুন্দর ড্রয়িং ভাগ করে নেবেন।

 2 years ago 

That's a nice piece of art work.

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68746.72
ETH 2456.17
USDT 1.00
SBD 2.43