"বাড়িতে‌ তৈরি চিকেন এগরোল‌ রেসিপি"

in Incredible India3 months ago
Beige Aesthetic Minimalist Mood Board Photo Collage_20240829_023911_0000.png
Edited by Canva"

Hello,

Everyone,

"এগরোল" আমার প্রিয় ফাস্টফুডের মধ্যে একটি। তবে দোকানের কেনা এগরোলের থেকেও ব্যক্তিগতভাবে আমি নিজে বাড়িতে তৈরি করা রোল খেতে পছন্দ করি। এগরোলের রেসিপি আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আজ শেয়ার করবো "চিকেন এগরোল" এর রেসিপি।

সত্যি কথা বলতে দোকানের এগরোলটা যদিও বা আমি খাই কিন্তু চিকেন এগরোলটা আমি একদমই পছন্দ করি না। কারণ প্রতিটা দোকানেই বেশ কিছুটা মাংস রান্না করে রাখা হয়, সেখান থেকে নিয়েই কখনো এগরোল তৈরি হয়, আবার কখনো চাউমিন।

বাড়িতে যে জিনিসটা অনেক বেশি যত্ন সহকারে তৈরি করা সম্ভব, সেটা একটা দোকানে তৈরি সম্ভব না। এই কারণে যখনই চিকেন এগরোল খাওয়া হয়, সেটা আমি বাড়িতেই তৈরি করি। আজ সেই চিকেন এগরোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

"চিকেন এগরোল তৈরি করতে ব্যবহৃত উপকরন"

তবে তার আগে শেয়ার করবো এই রোলটি বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণের তালিকা। আমি যেহেতু দুটো চিকেন এগরোল তৈরি করেছিলাম, তাই আমি পরিমাণ সেই অনুযায়ী নিয়েছি। আপনারা চাইলে নিজেদের মতন করে পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।

IMG_20240807_200052.jpg
IMG_20240807_200825.jpg
উপকরণপরিমাণ
বোনলেস চিকেন৫-৬ টুকরো
পেঁয়াজ৩ টে (মাঝারি সাইজের)
আদা¼ ইঞ্চি
রসুন৬-৭ কোয়া
ডিম২ টি
কাঁচা লঙ্কা৪-৫ টি
লবণস্বাদ অনুসারে
টমেটো সস৩-৪ চা চামচ
সয়া সস১ চা চামচ
চিকেন মসলা½ প্যাকেট
বাটার২ চা চামচ
ময়দা½ কাপ
বেসন⅓ কাপ
সাদা তেল½ কাপ
গোল মরিচ গুঁড়োস্বাদ অনুসারে
কাগজ/পেপারগরম এগরোল পরিবেশন করার জন্য

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

"চিকেন এগরোল তৈরি করার পদ্ধতি"

"প্রথম ধাপ"

চিকেন রোল তৈরি করার জন্য, সবার প্রথমে বোনলেস চিকেন‌‌ পিস গুলো রোলের পুর হিসাবে তৈরি করে নিতে হবে। দোকান থেকে আনা বোনলেস চিকেন গুলোকে, আরও ছোট ছোট টুকরো করে, ভালো ভাবে ‌ধুয়ে, সামান্য লবন‌ দিয়ে, হালকা সেদ্ধ করে নিতে হবে।

IMG_20240807_195915.jpg

পেঁয়াজ আমাদেরকে দু'রকম ভাবে কাটতে হবে। যেটি আমরা চিকেন তৈরি করার জন্য ব্যবহার করবো, সেটাকে একদম পাতলা করে কুচিয়ে নিতে হবে, যাতে খুব সহজে সেটি মসলার সাথে মিশে যায়। অন্যদিকে এগরোলের ভিতরে ব্যবহার করার জন্য পেঁয়াজ গুলোকে একটু বড় বড় করে কাটতে হবে।

"দ্বিতীয় ধাপ"
IMG_20240807_200023.jpg

আদা এবং রসুনগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। অপরদিকে কাঁচালঙ্কা গুলোকেও ভালো করে ধুয়ে কুচিয়ে নিতে হবে।

প্রসঙ্গত বলে‌ রাখি‌, আমি এবং শুভ দুজনের কেউই এগরোলের মধ্যে শসা খেতে পছন্দ করি না। তাই সেটি আমি ব্যবহার করিনি। এই কারণে উপকরণের ভিতরে লিখিনি। তবে আপনারা যদি খান তাহলে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন।

"তৃতীয় ধাপ"
IMG_20240807_200353.jpg
IMG_20240807_200416.jpg
IMG_20240807_200509.jpg
IMG_20240807_200532.jpg

এবার কড়াই গরম করে তাতে বাটার দিয়ে, তার মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা আদা ও রসুন দিয়ে দিতে হবে। তারপর কাঁচা লঙ্কা কুচি গুলোকে দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ বাদে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

"চতুর্থ ধাপ"
IMG_20240807_200751.jpg
IMG_20240807_200830.jpg

পেঁয়াজগুলো বেশ কিছুটা নরম হয়ে এলে, তার মধ্যে টমেটো সস, চিলি সস ও চিকেন মশলা দিয়ে, তার মধ্যে সামান্য জল মিশিয়ে মসলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু চিকেনগুলো সেদ্ধ করাই আছে তাই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর, সেদ্ধ করে রাখা চিকেন গুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে।

"পঞ্চম ধাপ"
IMG_20240807_200930.jpg
IMG_20240829_014322.jpg
IMG_20240829_014100.jpg

এইভাবে মশলার সাথে যখন চিকেন গুলো খুব ভালোভাবে মিশে যাবে, তখন সেগুলোকে নামিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে চিকেনের মধ্যে কোনো গ্রেভি না থাকে, সব মশলাটাই যেন চিকেনের গায়ে মিশে যায়, যেমনটা ছবিতে দেখতে পারছেন।

"ষষ্ঠ ধাপ"
IMG_20240807_201640.jpg
IMG_20240807_201648.jpg
IMG_20240807_201857.jpg
IMG_20240807_202111.jpg

এরপর আমাদেরকে এগরোলের রুটিটা তৈরি করার জন্য বেসন এবং ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে, ঠান্ডা জলের সাহায্যে খুব সুন্দর ভাবে মেখে নিতে হবে এবং সেখান থেকে দুটি লেচি তৈরি করে নিতে হবে।

"সপ্তম ধাপ"
IMG_20240829_014607.jpg
IMG_20240807_202506.jpg
"অষ্টম ধাপ"

এরপর রুটি বেলুনির ওপরে ভালো করে তেল লাগিয়ে লেচি গুলোকে বেলতে হবে। অবশ্যই রুটির থেকে বেশ কিছুটা বড় করে তৈরি করতে হবে।

IMG_20240807_202729.jpg
IMG_20240807_203302.jpg

এরপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে এপিঠ ওপিট করে পরোটার মত ভেজে নিতে হবে। খুব বেশি তেল‌‌ ব্যবহার করার ‌দরকার নেই। কারন‌ পরে এই পরোটা গুলো ‌আর একবার ‌ভাজতে‌ হবে।

"নবম ধাপ"
IMG_20240807_195934.jpg
IMG_20240807_203344.jpg

এবার একটি বাটিতে ডিম ভেঙে নিয়ে, তার মধ্যে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে ডিমটিকে খুব ভালোভাবে কড়াই এর মধ্যে ঘুরিয়ে, রুটির আকারের করে নিতে হবে। যাতে করে সম্পূর্ণ রুটিটা ডিমটার ওপরে সুন্দর ভাবে মিশে যায়।

"দশম ধাপ"
IMG_20240807_203403.jpg
IMG_20240807_203622.jpg

কিছুক্ষণ এপার ওপাশ ভাজার পর, ডিম সমেত রুটিটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিতে হবে। এরপরে শুধু সাজিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন এগরোল।

"একাদশ ধাপ"
IMG_20240807_203943.jpg
IMG_20240807_203955.jpg
IMG_20240807_204000.jpg
IMG_20240807_204025.jpg
"দ্বাদশ ধাপ"

এর জন্য আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কুচিয়ে নেওয়া লঙ্কা, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়োতেও বেশ ঝাল থাকে। তাই যদি কেউ বেশি ঝাল খেতে পছন্দ না করেন, তাহলে গোলমরিচের গুঁড়ো নাও দিতে পারেন। এরপর তৈরি করে রাখা চিকেন গুলো দিয়ে দিতে হবে।

IMG_20240807_204109.jpg
IMG_20240807_204528.jpg

আর পরিমাণ মতো টমেটো সস দিয়ে রুটি গুলোকে রোলের মতন মুড়ে নিতে হবে। এরপর গরম অবস্থায় খাওয়ার জন্য একটা পেপার দিয়ে রোল গুলোকেও সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। ঠিক যেভাবে দোকানেও আমরা রোল খেয়ে থাকি। ব্যাস এইভাবে খুবই সহজ পদ্ধতিতে আমি বাড়িতে তৈরি করি চিকেন এগরোল, যেটা খেতে অসাধারণ হয়।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

আপনারাও চাইলে চটজলদি এইভাবে চিকেন রোল বাড়িতে বানাতে পারেন। আমার বিশ্বাস দোকানের চিকেন রোলের থেকে বাড়িতে তৈরি করা এই চিকেন এগরোলটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যাইহোক রেসিপিটি কেমন লাগলো আপনাদের, অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...
 3 months ago 

আমার সঠিক মনে পড়ছে না আমি হয়তো বা এর আগেও আপনার একটি পোস্ট পড়েছিলাম সেটি হল সব্জি এগরোল‌ বানানোর রেসিপি । আজকে আপনি শেয়ার করছেন চিকেন এগরোল‌ বানানোর রেসিপি।

ঘরোয়া পদ্ধতিতে আপনি খুব সুন্দর করে চিকেন এগরোল বানিয়েছেন এবং তার প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলছেন।

যে কেউ আপনার এই লেখা ফলো করে খুব সহজেই এ রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে আপনার রান্নার দক্ষতা দেখে তো আমি পুরাই কিরাশ খেয়ে গেছি। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। ভালো থাকবেন।


1.gif

TEAM 7

Congratulations, your post has been successfully curated by Team 7 via @𝐢𝐫𝐚𝐰𝐚𝐧𝐝𝐞𝐝𝐲

 3 months ago 

এক কথায় দেখেই বানাতে ইচ্ছা করছে, বিশেষ করে আপনার চিকেনগুলো এত সুন্দর ভাজা হয়েছে দেখতে। যেটা অবশ্যই রেসিপিটা তৈরি করার আগ্রহ টা আরো বেড়েছে ,, বাচ্চা থেকে বড় বা বয়স্ক সবাই খাবার খেতে পছন্দ করে।।।

খুবই ভালো হয়েছে খুব ভালোভাবে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন, অবশ্যই একদিন বাসায় তৈরি করব আপনার এই উপকরণ গুলো দেখে,, ধন্যবাদ।

 3 months ago 

আমি এগরোল ডিমের তৈরি খেয়েছি। কিন্তু চিকেনের তৈরি কোনদিনও খাইনি। আপনি খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন। প্রত্যেকটা উপকরণ ছবিসহ ধাপে ধাপে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। আমিও বাড়িতে চিকেন এগরোলের রেসিপি তৈরি করব। আপনার সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.034
BTC 90853.98
ETH 3221.27
USDT 1.00
SBD 2.82