"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"

in Incredible India2 years ago (edited)
png_20230714_213950_0000_093956.png

"Edited by canva"

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দিনটি প্রত্যেকের খুব ভালো কাটুক এই প্রার্থনা রইলো।

গতকাল আপনাদের সাথে আমি আমার সপ্তাহিক কার্যাবলী রিপোর্টের মাধ্যমে শেয়ার করেছিলাম এবং প্রতি সপ্তাহের ন্যায় আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমাদের কমিউনিটির সকল অ্যাক্টিভ ইউজারদের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট।

আপনারা সকলেই জানেন এই এনগেজমেন্ট রিপোর্টের মাধ্যমে আমাদের কমিউনিটিতে যে সকল ইউজাররা কাজ করেন, তাদের প্রত্যেকের এনগেজমেন্টের ডিটেলস আমি শেয়ার করি।

পাশাপাশি মডারেটর হিসেবে কর্মরত প্রত্যেকের এনগেজমেন্টের ডিটেলস শেয়ার করা হয়, যাতে প্রত্যেকটি ইউজারের কাছে কমিউনিটিতে কর্মরত সকলের এনগেজমেন্ট সম্পর্কে ধারণা থাকে এবং সেই অনুযায়ী তারা চাইলে নিজেদের কার্যক্রমকে আরো উন্নত করতে পারে।

1672344690977_010726.jpg

এনগেজমেন্টের গুরুত্ব ঠিক কতখানি, সেই বিষয়ে গত সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসেও অ্যাডমিন ম্যাম আপনাদেরকে সমস্তটা বুঝিয়ে বলেছিলেন। আমার বিশ্বাস আপনারা যারা ক্লাসে উপস্থিত ছিলেন, তারা বিষয়টিকে পুনরায় আরো একবার বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী এই সপ্তাহে আপনারা আপনাদের কার্যক্রমকে অনেকটা উন্নত করেছেন।

কারণ গত সপ্তাহের রিপোর্ট যথেষ্ট নিরাশাজনক ছিল। এই সপ্তাহে সকলের এনগেজমেন্ট কেমন ছিল সেটা এই রিপোর্টের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করবো।

1672344690977_010726.jpg

প্রত্যেকটি রিপোর্টের মতন আমি প্রথমে শেয়ার করব আমাদের কমিউনিটিতে কর্মরত সকল মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস, -

"Moderators Engagement Details"

UsernameNo.of Postcomments
@rubina2037278
@sampabiswas680
@piya3674
@jakaria121672

1672344690977_010726.jpg

এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কমিউনিটিতে কর্মরত ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস, -

"Users Engagement Details"

UsernameNo.of Postcomments
@mukitsalafi7191
@sairazerin7181
@sayeedasultana7134
@karobiamin717115
@sabus7108
@shuhad783
@mdsahin111768
@muktaseo760
@abubokkar722
@pijushmitra6100
@yoyopk675
@amekhan664
@saha10651
@hasnahena641
@hafizur46n638
@rakibal633
@baizid123633
@sakib012583
@farhanahossin537
@tanay123493

1672344690977_010726.jpg

আপনারা প্রত্যেকেই জানেন, কমিউনিটিতে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে পাঁচটি পোস্ট শেয়ার করা এবং যতটা বেশি সম্ভব কমেন্ট করার কথা বলা হয়ে থাকে। তবে এমন অনেক ইউজার রয়েছেন, যারা কোনো কোনো সপ্তাহে ব্যক্তিগত সমস্যার কারণে হয়তো পাঁচটার থেকে কম পোস্ট করেন। তাদের নামও আমরা এনগেজমেন্ট রিপোর্টে রাখি, তবে এই জিনিসটাই যদি প্রতি সপ্তাহে হতে থাকে, তাহলে ধরে নেওয়া হবে সেটা তারা ইচ্ছাকৃতভাবে করে চলেছেন।

আপনাদেরকে আরও জানানো হয়েছে, এনগেজমেন্টের মধ্যে কিন্তু কমিউনিটিতে অনুষ্ঠিত সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস এবং হ্যাংআউটে উপস্থিতির বিষয়টিও যোগ করা হয়ে থাকে। কারণ কমিউনিটির টিউটোরিয়াল ক্লাস মানে সেখানে প্লাটফর্মের বিভিন্ন নিয়ম কানুন নিয়ে কথা বলা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হয়, যেগুলো আপনাদের সকলের জানা জরুরী।

আর হ্যাংআউট মানে কমিউনিটিতে কর্মরত সকলের সাথে একটু আনন্দের সময় উপভোগ করার জন্য একটা আয়োজন। সুতরাং এই কমিউনিটির বা পরিবারের একজন সদস্য হিসেবে সেই হ্যাংআউটে উপস্থিত থাকাটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। তাই আশা করছি এই দায়িত্বটি একজন অ্যাক্টিভি ইউজার হিসেবে আপনারা সকলেই পালন করবেন।

1672344690977_010726.jpg

"Conclusions"

যাইহোক এই ছিল এই সপ্তাহের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্টের ডিটেলস। অনেকের কার্যক্রম অনেকটাই উন্নত হয়েছে, যেটা দেখে ভালো লাগলো। তবে ব্যক্তিগত কারণে আমার নিজেরও পোস্টের সংখ্যা একটা কম আছে এবং আমার পাশাপাশি আরো অনেকের কার্যক্রম অনেকটাই কমে গেছে। তবে আশা করছি পরবর্তী সপ্তাহে আমরা প্রত্যেকেই আরো ভালো কাজ করতে পারব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

IMG_20230425_103712.png

Sort:  
 2 years ago 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক সপ্তাহের মতোই এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্টটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
এ থেকে আমরা ধারণা নিতে পারি কোন ইউজার কতটুকু কাজ করেছি কি বা কার এনগেজমেন্ট সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমার মনে হয় প্রতি সপ্তাহে এই রিপোর্টটির মাধ্যমে প্রতিটা ইউজারের ভিতরে একটা আগ্রহ বাড়ে, নিজেকে এক ধাপ এগিয়ে নেয়া যাওয়ার চেষ্টা তাদের মধ্যে তৈরি হয়।
ধন্যবাদ খুব সুন্দর একটি রিপোর্ট আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Loading...
 2 years ago 

প্রতি সপ্তাহের মতোই এ সপ্তাহেও আপনি এনগেজমেন্ট রিপোর্ট এর ডিটেইলস আমাদের সবার সাথে শেয়ার করেছেন। রিপোর্ট এ নিজের নামটা দেখতে পেলে একটা অন্য রকম ভালো লাগা কাজ করে ।
চমৎকার ভাবে এই রিপোর্ট এর ডিটেইলস আমাদের সবার সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আবারো গত একটা সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আপনি আমাদের সাথে উপস্থাপন করেছেন। আসলে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের এনগেজমেন্ট অনেক বেশি বৃদ্ধি করা। এনগেজমেন্ট আমাদের জন্য কত যে গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা বুঝতে পারতাম। তাহলে হয়তো নিজেদের এনগেজমেন্ট দেখে নিজেরাই অবাক হতাম। ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আপনি এনগেজমেন্টের রিপোট আমাদের সাথে তুলে ধরেছেন। এই রিপোর্ট থেকে প্রতি সপ্তাহের কার্যক্রম আমরা খুব সহজে বুঝতে পারি। আমি মনে করি আমার এনগেজমেন্ট আরও বৃদ্ধি করা প্রয়োজন । আপনার জন্য রইল শুভকামনা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এই সপ্তাহের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷ এই সপ্তাহে প্রায় সবারই এনগেজমেন্ট বৃদ্ধি মোটামুটি পেয়েছে ৷ আশা করি এই এনগেজমেন্ট ধরে রেখে সামনের দিনে আরো বৃদ্ধি করার চেষ্টা করবো ৷

যাই হোক দিদি ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷ শুভ সকাল

 2 years ago 
  • প্রতি সাপ্তাহের ন্যায়, এই সাপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট টি ও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। প্রতিটি ইউজারের বিগত সাপ্তাহে তাদের সক্রিয়তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় ,আপনার এই রিপোর্টটির মাধ্যমে। পোস্ট এবং কমেন্টের সংখ্যা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। এতে করে খুব সহজেই বুঝা যাচ্ছে কার কতটুকু সক্রিয়তা ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রিপোর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দিদি এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট প্রকাশের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এনগেজমেন্ট রিপোর্ট আমাদের কাজের গতি সম্পর্কে বিভিন্ন বার্তা দেয়। প্রতি সপ্তাহের কাজের ধরণ আমাদের জানায়। এই সপ্তাহে অনেকেই অনেক ভালো করেছে। তাই সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।

আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। পোষ্টের পাশাপাশি কমেন্ট এর সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি। আমরা যারা পিছিয়ে পরছি তাদের ইমপ্রুভ সত্যি দরকার। আশীর্বাদ করবেন দিদি যাতে নিজেকে আরো এগিয়ে নিতে পারি।

 2 years ago 

আবারো সঠিক সময় মত সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট পেশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারি যে বিগত এক সপ্তাহে আমরা কে কতটা এনগেজ ছিলাম আমাদের কমিউনিটির সাথে পোস্ট এবং কমেন্টের মাধ্যমে।

 2 years ago 

প্রথমে ধন্যবাদ জানাই দিদি আপনাকে প্রতি সাপ্তাহের মতো, এই সাপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট টি ও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

রুবিনা আপুকে অভিনন্দন জানাই 🎉 এই সপ্তাহের সেরা পারফরমেন্স করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110709.97
ETH 4297.11
USDT 1.00
SBD 0.85