বাড়ি ফেরা

in Incredible India2 years ago

হ্যাল্লো,

আজকে একটা নতুন টপিক সবার সঙ্গে share করতে চাই । টপিক টা হলো বাড়ি ফেরা নিয়ে। তাহলে এবার শুরু করা যাক। এমনিতেই আমি খুব একটা বাড়ি যায়না।অনেক দিন বাড়ি যাইনি তাই ভাবলাম এবার বাড়ি যাও যাক। আর আমার আম্মু ও ডাকছিল বাড়ি আসার জন্য। তাই বাড়ি যাওয়ার মনোভাব তৈরি করলাম। আমার বাড়ি আমার কলেজ থেকে অনেক টা দূর। যদি ঠিক ভাবে দেখা যায় তাহলে 4 ঘণ্টা মতো লাগবো যেতে ট্রেন।journey টা বেশ বড়ো। আমি motamoti আজকে সকালে উঠে 9 tar সময় ট্রেন দেখলাম দিয়ে back গুটিয়ে নিলাম। যেগুলো দরকার সেগুলো নিলাম।

IMG_20230221_232008.jpg

অটো তে

আর কিছু নোংরা জামা কাপড় ছিল ওগুলো নিয়ে নিলাম পরিষ্কার করে নিয়ে আসবো তাই বাড়ি থেকে।
তারপর আমি নিজে রেডি হয়ে গেলাম । এবার ব্যাগ নিয়ে বেরোনোর পালা। আমি একটু তাড়াতাড়ি হেঁটে north gate দিয়ে বেরিয়ে পড়লাম । দিয়ে ঠিক করলাম barrackpore যাবো তাই অটো টে বসলাম।কিছুক্ষন বসে থাকার পর অটো কাকু অটো টা ছাড়লো। আমি কানে air dopes ঘুজে song sunte চললাম।

Motamoti 30 মিনিট অটো টে যাওয়ার পর barrackpore স্টেশন e পৌছালাম। অটো তে ভাড়া নিল 30 টাকা । তারপর চুপচাপ বাবু ছেলের মত টিকেট টা কাটলাম। আমার গন্তব্যস্থল ছিল bhagwangola- আমার স্টেশন। তারপর ট্রেন আসলো।এমনিতে আমাদের লাইনের ট্রেন এ সিট পাও যায়না। যদি sealdah বা kolkata থেকে ট্রেন ধরি তাহলে সিট পাও যায়। তাই এটা নতুন নয় আমি সিট পায়নি । দাড়িয়ে দাড়িয়ে ট্রেন এ চলতে থাকলো।

IMG_20230221_231924.jpg

Barrackpore station

মাঝে মাঝে ট্রেন এ ভিড় বাড়ছে তো আবার কমছে কিন্তু সিট এর চান্স নেই কোনো।আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিট এর দিকে তাকিয়ে দেখছি কোনো সিট ফাঁকা হচ্ছে কি না । লালগলার ট্রেন এ একটি বেশিই ভিড় হয়। তাই আশা করাই ভুল সিট এর। আমি তখন song শুনছিলাম আর বাইরে দিকে তাকাচ্ছিলাম কিন্তু আমার পা এ ব্যাথা করছিল অনেকক্ষণ দাড়ানোর পর। 2-3 ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর এমনিতে পা e ব্যাথা শুরু হয়ে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন দেখলাম berhampore এসেছে তখন মুখে হাসি ফুটলো। তাহলে আর বেশিক্ষন নেই চলে এসেছি। কারণ berhampore থেকে 4 টে স্টেশন এর পর bhagwangola স্টেশন। শেষ এ বাড়ি পৌঁছে গেলাম অনেক কষ্টের পর। আজকের মতো এই টুকুই ।

..... ধন্যবাদ.....

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 2 years ago 

আরে বাহ আপনি কলেজ থেকে বাড়ি ফিরে যাচ্ছেন আসলে বাড়ি ফিরে যাওয়ার আনন্দটাই অন্যরকম যেটা হয়তোবা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না তবে নিজের বাবা-মা নিজের গ্রাম নিজের বাড়িতে ফিরে যাওয়ার মজাটাই অন্যরকম।

আপনার বাড়ি কি ফিরে যাওয়ার পোস্ট পড়ে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে তার সাথে আপনি ফটোগ্রাফিও শেয়ার করেছেন।

Loading...
 2 years ago 

যেকোন জায়গা থেকে অনেকদিন পর বাড়িতে ফেরার অনুভূতি টা সত্যিই অসাধারণ। বাড়িতে যাবেন, মা বাবার সাথে দেখা সাক্ষাৎ, আপ্যায়ন পরায়নতা। ছোট বেলার বন্ধুদের সাথে আড্ডা। এক অন্যরকম অনুভুতি।

ভালো লাগলো আপনার বাড়ি ফেরার অনুভূতি টা আমাদের সামনে শেয়ার করেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68608.23
ETH 2448.10
USDT 1.00
SBD 2.41