ক্রিকেট টুর্নামেন্ট

in Incredible India2 years ago
আজকে আপনাদের সঙ্গে একটা নতুন টপিক এবং অভিজ্ঞতা share করতে চলেছি। টপিক টা শুনে বুঝতেই পারছেন কি নিয়ে লিখবো। টপিক টা হলো ক্রিকেট নিয়ে। আমাদের কলেজ অর্থাৎ College Of Medicine & Sagore Dutta Hospital (CMSDH) কে রিপ্রেজেন্ট করার জন্যে আমরা ফার্স্ট ইয়ার এর 10 জন খেলতে গিয়েছিলাম। টুর্নামেন্ট টা ছিল short hand cricket এর। তাই খেলতে যাবো বলে সবাই একটু তাড়াতাড়ি উঠে পরি ঘুম থেকে কারণ আমাদের ম্যাচ ছিল 10 টাই। তাই আমাদের motamoti 8 টাই বেরিয়ে পড়তে হবে কলেজ থেকে। তাই সবাই ready হয়ে central gate এ একত্রিত হলো। সকালে কেউ কিছু খাইনি তেমন। তাই ঠিক করলাম চা আর বিস্কুট খাবো। সবাই চা আর বিস্কুট খেয়ে বললো চল পিক তুলি।সবাই নিজের মতো পোজ দিয়ে পিক তোলা তুলি হলো আর কিছু গ্রুপ ফটো ও হলো।

IMG_20230217_130448.jpg

Group photo

এবার যাওয়ার পালা । আমরা গেটের কাছে থেকে অটো নিলাম । অটোতে করে আমাদের agarpara স্টেশন e পৌঁছাতে হবে দিয়ে ওখান থেকে ট্রেন ধরে sealdah। তারপর অটো তে 10-15 মিনিট তাহলেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাবো। আমাদের ম্যাচ ছিল 10 টা থেকে তাই আমরা ঠিকঠাক ভাবেই পৌঁছে গেলাম। খেলা হচ্ছিল RCC INSTITUTE নামক engineering college এ। ম্যাচ start হওয়ার আগে একটু টিম ফোটো নেওয়া হলো।


IMG_20230217_130538.jpg

খেলার আগের মুহূর্ত

তারপরেই আমাদের ম্যাচ start হবে। টস হলো আমরা টস এ জিতে bat নিলাম। খেলা হবে 6 over করে আর 8 করে player প্রতিটা team এ থাকবে। পিচ টা দেখেই মনে হচ্ছিল বোলিং পিচ। তাই আমরা 6 ওভার ব্যাট করে target দিলাম 26 , মানছি বেশি রান হয়নি তাও ফাইট করা যাবে।

IMG_20230217_130525.jpg

মাঠ

এবার ওরা ব্যাটিং start করলো but আমাদের বোলিং আগুন হচ্ছিল ।

IMG_20230217_130509.jpg

অস্ত্র

ওরা 5 ওভার এ তুললো 11 run, তাহলে লাস্ট ওভার এ লাগবে 15 রান। আমরা ভেবে নিয়েছি জিতবো। কিন্তু world cup Ben Stokes এর সঙ্গে যেটা হয়েছিল সেটাই হলো এখানে। লাস্ট ওভার এ ম্যাচ হেরে গেলাম ।4 টে বল এ 4টে 4 খেয়ে ম্যাচ টা হেরে গেলাম। খারাপ লাগছিলো জেতা ম্যাচ হেরে গেলাম কিন্তু খেলা তে হার জিত toh হবেই। যাইহোক এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি যেটা পরবর্তী কাল এ কাজে লাগবে এটাই অনেক। নেক্সট বারে আরও ভালো পারফম্যান্স করার চেষ্টা করবো। আজকের মতো এই টুকুই এবার বিদায় নেওয়া যাক।
.... ধন্যবাদ....

Sort:  
 2 years ago 

বেশ ভালোই খেলার আয়োজন চলছে পোস্টের প্রথম থেকেই বুঝতে পারলাম। এরপরে টর্চ হল আপনারা প্রথম ব্যাটিং করলেন, বেশ ভাল রান করলেন অবশেষে হেরে গেলেন।

আসলেই আবার পোস্ট পড়ে খুবই আনন্দিত হলাম। যেখানে আপনাদের জেতার কথা। সেখানে হেরে গেলেন আসলে আপনি ঠিকই বলেছেন। খেলার মধ্যে হার জিত রয়েছে।একদলকে না এক দলকে তো জিততেই। হবে যাইহোক আপনারা হেরে গেছেন দুঃখ প্রকাশ করবেন না। ইনশাল্লাহ ভবিষ্যতে নতুন কোন খেলায় আপনি অবশ্যই জিতে যাবেন।

 2 years ago 

এমন ক্রিকেট খেলার টুর্নামেন্ট দেখলে আমারও মন মানে না ভাই, খেলতে খুব ইচ্ছে হয়, আগে কত খেলেছি, আর এখন সেইরকম খেলার টাইমও পাই না বন্ধুদেরও পাইনা। অনেক ভালো লাগলো ভাই, আপনাদের টুর্নামেন্টের আয়োজন দেখে৷

আর আপনারা হারলেন যেহেতু, এতে মন খারাপ করার কিছু নেই, যদিও খুব খারাপ লাগে, কারন এমন দশা আমারও অনেকবার হয়েছে। যাই হোক ভালো থাকবেন।

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61141.76
ETH 2438.78
USDT 1.00
SBD 2.56