মেলা ঘুরতে যাওয়া - প্রথম পর্ব

in Incredible Indialast year

Hello

আজকে একটা নতুন কিছু নিয়ে লিখবো আর আপনাদের সামনে যতটা পারবো তুলে ধরবো ভালো ভালো মজার মজার মুহূর্ত গুলো। আশাকরি আপনারা সবাই সুস্থ আছেন আর ভালো আছেন। আজকে একটু ঘোরাঘুরি নিয়ে লিখতে চলেছি । এই ঘুরতে গিয়ে অনেক রকমের মজা হয়েছে সেগুলো বলবো আর share ও করবো। তাহলে এবার শুরু করা যাক।

IMG_20230225_145702.jpg

আমরা

Julu,Azizur আর আমি প্ল্যান করলাম berhampore যাবো দিয়ে mohan mall এ game গুলো খেলবো । গেম গুলো খেলার পর কিছু টুকটাক জামা কাপড় কিনবো এটাই তিনজন মিলে ঠিক করলাম। Julu azizur der বাড়িতে ছিল। Julur পুরো নাম হলো জুলফিকার আহমেদ আর আজিজুর এর পুরো নাম হলো আজিজুর রহমান।আজিজুর এর বাড়ি লালবাগ e nakurtola মোড়ে। আমার বাড়ি থেকে আজিজুরদের বাড়ি বেশিক্ষণ না।ট্রেন এ করে যদি যাই তাহলে মোটামুটি দুটো বা তিনটে স্টেশন এর পর আজিজুরদের স্টেশন পরে। ওরা আমাকে বললো আমি যেনো আজিজুরদের বাড়ি চলে এ আসি।আমি ওই 12 tar train ta ধরলাম দিয়ে লালবাগ e নামলাম।লালবাগ স্টেশন টার আসল নাম হলো মুর্শিদাবাদ।দিয়ে স্টেশন থেকে তত নিয়ে ওদের বাড়ি পৌঁছে গেলাম। আজিজুর এর মা সব রান্না করে রেডী রেখেছিল।আমি ওদের বাড়ি তে পৌঁছানোর পর হাত মুখ ধুয়ে নিলাম।দিয়ে সবাই মিলে খেলাম । খাওদাও করার পর সবাই বেরিয়ে পড়লাম berhampore যাবো বলে।সুহানা নাম e একটা মেয়ে ও আমাদের বন্ধু ।আর ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এ পড়ে।ওর বাড়ি মাদের দিকে।আমি Bhagwangola তে নামি আর ও লালগোলা তে নামে। ও বললো যে আসবে দিয়ে মেলা যাবো সবাই মিলে। এই ভাবেই মেলা যাওয়ার প্ল্যান টা তৈরি হয়ে গেলো।

IMG_20230225_145632.jpg

Momo খাও

তাহলে এবার মেলা যাওয়ার প্ল্যান তো তৈরি হয়ে গেল।আমরা ততক্ষন berhampore এ পৌঁছে গেছি।দিয়ে তিনজন মিলে এ square ফিল্ড এ বসে আছি আর গল্প করছি।সুহানা কল করে বললো ওর একটু late হবে ক্লাস চলছে তাই।আমরা বললাম চাপ নেই তুই ক্লাস করে আই।তারপর সুহানা ক্লাস করে এলো।দিয়ে আমরা কিছু খাবার কিনে নিয়ে আসলাম আর 4 জন মিলে খাচ্ছিলাম আর গল্প মজা এই সব চলছিল।তারপর সুহানা আমরা কে momo কিনে দিল খাওড় জন্য ।সবাই মিলে খেলাম ।এবার মেলা যাওয়ার পালা ।তাহলে আজকের মত এই টুকু বাকিটা পরে লিখব।

.....Bye.......

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপনারা বন্ধুরা মিলে প্ল্যান করে মেলায় ঘুরতে গিয়েছেন। সেখানে গিয়ে আপনারা কিছু গেমস খেলবেন, এরপরে কিছু টুকটাক জামা কাপড় কিনবেন, বলে সিদ্ধান্ত নিয়েছেন। যেমন বলা তেমন কাজ।

আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম।আপনারা মেলায় অনেক আনন্দ করেছেন। তার সাথে খাওয়া-দাওয়া করেছেন। মম গুলো দেখে খুবই লোভ লেগে গেল।

অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

This post has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines for February
Curated by - @heriadi

Thanks for the support.

Loading...

খুব ভালো লাগলো আপনার লেখাটি।
বিশেষ করে বন্ধুদের সাথে বসে একসাথে খাওয়া ও মেলায় যাবার পরিকল্পনাটা।
আমি অনেকদিন হয়ে গেলো আমার বন্ধুদের সাথে বসে একসাথে খাইনা,ঘুড়তে যায় না।আপনার পোস্টটি পড়ে পুরনো সেই সময়গুলো মনে পড়ে গেলো,যখন প্রতিদিন বিকেলে ওদের সাথে বেরাতে যেতাম দুপুরে একসাথে খেতাম আরো কত কী।

যাই হোক অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।আশা করি খুব শীঘ্রই পড়তে পারবো নেক্সট পর্ব।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67584.80
ETH 3438.61
USDT 1.00
SBD 2.70