জন্মদিন পালন

in Incredible Indialast year

হ্যাল্লো,

আজকে দেখতে দেখতে 4টে রোজা কেটে গেলো।আপনারা সুস্থ ভাই রোজা গুলো করছেন এই কামনা করি।আর তার সঙ্গে সঙ্গে এই ভাবে সুস্থ থাকুন এবং ভালো থাকুন।আজকে একটু অন্য রকম এর টপিক নিয়ে চলে এসেছি আপনাদের সামনে।

টপিক টা পড়েই বুঝতে পারছেন আমি কি নিয়ে লিখতে চলেছি।আশাকরি ভালো ভাবে লেখা টা আপনাদের সামনে তুলে ধরবো।তাহলে আর দেরি নয় এবার লেখা শুরু করা যাক এই টপিক টা নিয়ে।

টপিক টা বন্ধুর জন্মদিন পালন নিয়ে।বন্ধুতার নাম হলো আসিফ সোহেল।আমাদের ব্যাচমেট একসঙ্গে থাকি।আমাদের বড়ো রুম এ কারুর জন্মদিন থাকলে সবাই মিলে পালন করি আর তার সঙ্গে সঙ্গে মজা করি।এবারও তার ব্যতিক্রম হয় নি।সবাই অনেক কিছু উপভোগ করেছে।

IMG_20230327_202705.jpg

জন্মদিন পালন

আমাদের কারুর জন্মদিন থাকলে সবার কাছ থেকে একটু করে টাকা নেও হয়।যে যা পারে দেই কারণ এটা বাধ্যতমূলক না যে দিতেই হবে টাকা।কারণ ফ্যামিলি সমস্যা থাকতেই পারে।টাও সবাই দিয়ে দেই টাকা কেউ না বলে না।তাই আমরা সবাই 50 টাকা করে দিয়েছিলাম ওর জন্মদিন পালন করবো বলে।

আমার 30 জন মিলে 50 টাকা করে দিয়েছি।তারপর সবাই প্ল্যান করলাম কি কি কেনা যাবে এই টাকা দিয়ে।প্ল্যান ঠিকমতো করা হয়ে গেলো।আবার তখন রমজান চলছে বেশি ছোটাছুটি করা যাবে না।
তাই আমরা বেশি না কাজ করার চেষ্টা করলাম।

IMG_20230327_202722.jpg

কেক খাওয়ানো

আমাদের মধ্যে 3-4 জন বাইরে গেলো যে টাকা গুলো উঠেছিল।বাইরে গিয়ে তারা অটো ধরে বেলঘরিয়া গেলো।ওখানে just baked কেক এর দোকান আছে।ওখানে থেকে একটা নরমাল হোয়াইট ফ্লেবার কয়েক আর একটা চকলেট কেক নিয়ে আসতে গেলো।

ওদের ওই কয়েক আনার সঙ্গে সঙ্গে ক্যান্ডেল ও আনতে বললাম।কারণ কেক কাটার সময় ক্যান্ডেল যদি না জ্বালানো হয় তাহলে তেমন ঠিক জমে না। জন্মদিন পালন হবে আর ক্যান্ডেল থাকবে না এরম হয় নাকি।তার সঙ্গে ওরা 2টো কোল্ড ড্রিংকস নিয়ে নিতে বললো কেক কাটার পর সবাই একসঙ্গে বসে বসে খাবো বলে।

তারপর সন্ধ্যা হয়ে এলো আমরা যারা রোজা ছিলাম তারা ইফতার করে নিলাম।ইফতার করার পর সবাই প্ল্যান করলো কি ভাবে অ্যারেঞ্জ করা যায়।ঠিকমত অ্যারেঞ্জ করলে জন্মদিন পালন করতে দারুন লাগে।

আস্তে আস্তে 12 টা বাজার টাইম হয়ে এলো।আমরা কেক টা টেবিল এর ওপর সাজিয়ে রাখলাম।দিয়ে তার ওপর ক্যান্ডেল গুলো সাজিয়ে দিলাম।এবার birthday boy এর আসার পালা। আসিফ আসলো তখন ক্যান্ডেল জ্বালিয়ে দেও হলো।আর সবাই একসঙ্গে হাত তালি দিতে লাগলো যেমন জন্মদিন এ হয়।

IMG_20230327_202654.jpg

সবাই

দিয়ে কেক কাটলো ও তারপর শুরু কেক মাখানো।যে যাকে পারলো মাখিয়ে দিল কেক।তারপর আমরা সবাই গোল করে বসলাম দিয়ে সবাই একে একে কোল্ড ড্রিংকস খেতে থাকলাম। এই ভাবেই কাটল জন্মদিন পালন টা।আজকের মত এই টুকু।

........ধন্যবাদ.....

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 last year 

Hola amigo que bonito celebrar el cumplaños de un amigo, te cuento que en mi país recaudar dinero entre todos para comprar algo le llamamos "hacer una vaca". Me alegro mucho que hayan disfrutado del cumpleaños.

Éxitos y bendiciones para ti.

 last year 

বন্ধুর জন্মদিনের পার্টিতে খুবই মজা করলেন পাশাপাশি সেই মজার অংশ আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

বন্ধুর জন্মদিন দেখছি আপনি বেশ ধুমধাম ভাবেই সবার সাথে পালন করেছেন এবং সবাই মিলে অনেক আনন্দ করেছেন কে কেটেছেন সবার মুখে কেক মাখিয়ে দিয়েছেন এটা দেখে বেশ ভালো লাগলো।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

সব মিলিয়ে বোঝা যাচ্ছে, বন্ধুর জন্মদিন উপলক্ষে ভালোই মউজ মাস্তি করলেন। আপনার আনন্দমূখর এমন মহূর্ত আমাদের সাথে ভাগ করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58418.48
ETH 2515.89
USDT 1.00
SBD 2.36