আইপিএল খেলা দেখার টিকিট

in Incredible Indialast year (edited)

হ্যাল্লো,

আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি।এখন আমাদের দেশে আইপিএল এ হলো হট টপিক।আশাকরি আপনারা সবাই ভালো আছেন তার সঙ্গে সঙ্গে সুস্থ আছেন।আপনাদের রমজান মাস ভালোই কাটছে এই কামনা করি।

তাহলে আর দেরি করা ঠিক হবে না এবার আজকের নিউ টপিক টা শুরু করা যাক।টপিক টা হলো আইপিএল খেলা দেখার টিকিট নিয়ে।আমরা কয় জন কবে থেকেই প্ল্যান করছিলাম এবার আইপিএল দেখতে যাবই।এত কাছে থেকে যদি খেলা না দেখতে যাই তাহলে হয়তো আর কোনোদিন খেলা দেখার সুযোগ পাবো না।

IMG_20230403_163837.jpg

KKR Vs RCB

আমাদের কলকাতা টে যে ক্রিকেট খেলার স্টেডিয়াম আছে ।সেই স্টেডিয়াম টার নাম আপনারা শুনেই থাকবেন সেটা হলো ইডেন গার্ডেন।এই ইডেন গার্ডেন বসে খেলা দেখার আলাদাই মজা।একটা আলাদাই মহল থাকে যখন এই মাঠে খেলা চলে।রাত্রিবেলায় তো আরো জমে উঠে খেলা।যারা এই মাঠে খেলা দেখেনি তারাও চাই যেনো একবার এই মাঠে বসে খেলা দেখতে পারি।

আমরা সবাই ঠিক করলাম যে কলকাতা আর ব্যাঙ্গালোরে এর ম্যাচ টা দেখা যাক।কলকাতা আর ব্যাঙ্গালোরে এর ম্যাচ সেই প্রথম থেকেই জমে।এবারও জমবে এটাই আমরা সবাই আশা করছি।তাই আমরা তাড়াতাড়ি করে টিকিট কেটে নিলাম।কারণ টিকিট পাও খুব মুশকিল।সবাই এই ম্যাচ দেখার জন্য লাফাচ্ছে।আমরা নিজের কয়জন বন্ধু একটুর জন্য টিকিট পায়নি।

IMG_20230403_163703.jpg

সব টিকিট

কলকাতায় আমার যে প্লেয়ার টাকে ভালো লাগে সব থেকে সেটা হলো ইয়ার।অধিনায়ক ও ছিল আমাদের টীম এর ।কিন্তু এবার একটাও ম্যাচ খেলতে পাবেনা ।ইন্ডিয়ার হয়ে খেলতে গিয়ে চট পেয়ে গেছে।তাই একটু খারাপ লাগছে । তাও আসা রাখছি কলকাতা ভালো খেলবে।এটাই বিশ্বাস।তাছাড়া বেশি কিছু আশা করতে পারবো না।

প্রথমেই আপনাদের সবাই বলি যে আমি এবং আমার বন্ধুরা যাকে দেখার জন্য খেলা দেখতে যাবো সেটা হলো আমাদের সবার প্রিয় বিরাট কোহলি।আর বিরাট কোহলি খুব ভালো খেলছে এখন।প্রথম ম্যাচ এ বিরাট কোহলি ভালো খেলেছে।আমি তো কে কে আর কে সাপোর্ট করি।তাই চাইবো বিরাট কোহলি ভালো খেলুক কিন্তু শেষ এ যেনো কলকাতায় ম্যাচ টা জিতে।

IMG_20230403_150857.jpg

আমাদের সিট

সবার মনের ইচ্ছে হয় যদি কোনোদিন প্রথম বারের মত খেলা দেখতে যাই।তাহলে যেনো খুব কাছ থেকে দেখতে পাই।এটা সবার আসা কিন্তু টিকিট এর দাম টাও দেখতে হবে।টাও আমার সবাই মোটা মুটি করে কাছে নেওয়ার চেষ্টা করেছি।আমাদের টিকিট এর দাম পড়েছে এক একজনের এক হাজার টাকা করে।এখন শুধু খেলা টা দেখার অপেক্ষায়।খেলা দেখতে যাবো তখন আবার আপনাদের সামনে তুলে ধরবো পোস্ট এর মাধ্যমে।আজকের মত এই টুকুই।

....ধন্যবাদ.....

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপনি এবং আপনার বন্ধুরা মিলে আইপিএল খেলা দেখতে গিয়েছেন। যদিও আমি কখনো গ্যালারিতে বসে খেলা দেখিনি তবে এতটুকু বুঝতে পারি যে গ্যালারিতে বসে খেলা দেখার মজা অনেক বেশি হয়ে থাকে।

টিভিতে দেখা যায় যে গ্যালারির দর্শকরা অনেক মজা করে খেলা দেখছে। খেলা দেখতে গিয়ে অবশ্যই আপনারা অনেক মজা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি টপিক নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য।

#miwcc

 last year 

আমরা সবাই মানে যারা যারা খেলা দেখতে যাবে তারা ঠিক করলাম যে তাহলে kkr vs rcb ম্যাচ টা দেখতে যাবো।কারণ ওই ম্যাচ দেখলে সব থেকে বেশি লাভ পাও যাবে।দারুন দারুন প্লেয়ার আছে ওই দুটো টীম এ।বলতে গেলে ভালো ভালো সুপারস্টার আছে ।যাদের সবাই দেখার ইচ্ছে করে।

কথাটি আপনি ঠিকই বলেছেন খেলা দেখতে গেলে এই জিনিসটা দিক থেকে খুবই লাভ আছে ভালো ভালো প্লেয়ারদের দেখা যাবে কারণ ভালো ভালো প্লেয়ারদের আমরা সাধারণত ভাবে দেখতে পাই না খেলা দেখতে গেলে পিলারগুলো দেখতে পায়।

পাশাপাশি ক্রিকেট খেলা যারা ভক্তি করে তাদের প্রিয় খেলার কিছু পেলেয়ার থাকে যেগুলো দেখলে নিজেদের অনেক ভালো লাগে।

ধন্যবাদ ভাইয়া আপনার আনন্দের কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

#miwcc

Loading...
 last year 

টিকিট কেটে খেলা দেখার মজাই অন্যরকম ৷ তারপর আপনি সব বন্ধু গুলো এক সাথে খেলা দেখার উপভোগ করেছেন ৷

আপনি গ্যালারি তে বলে কাছ থেকে আইপিএল খেলা দেখলেন কতই না মজা করে দেখেছেন ৷

খুবই ভালো লাগলো এতো সুন্দর একটি দিন আপনি আনন্দে কেটেছেন ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

#miwcc

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64294.64
ETH 3491.72
USDT 1.00
SBD 2.53