হোলি

in Incredible India3 years ago

হ্যাল্লো,

আশাকরি আপনারা সবাই ভালো আছেন তার সঙ্গে সঙ্গে সুস্থ আছেন। আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। টপিক টা আশা করি আপনাদের সামনে ভালো ভাবে তুলে ধরতে পারবো । টপিক টা শুনেই বুঝতে পারছেন কি হতে পারে। আজকে হোলি এটা কম বেশি সবাই জানে।সেটা নিয়ে আজকে লিখতে চলেছি। হোলি একটা উৎসব টাইপের সবার কাছে। সবাই কম বেশি হোলি টা মজা করে কাটাই। তাই আমিও তার ব্যাতিক্রম না।আমরা সবাই বেশ ভালো করে তার সঙ্গে সঙ্গে মজা করে হোলি টা কাটালাম।ভালোই মজা হলো সবাই কে নিয়ে হোলি তে। এতদিন পড়ার মধ্যে ছিলাম তাই এই সুযোগ টা পায়নি যে মজা করবো। কিন্তু এখন আমি বহু কষ্টের পর সেই সুযোগ এসেছে কারণ আমি এখন কলেজ এ চলে এসেছি ফাইনালি।

IMG_20230309_002405.jpg

আমরা

হোলি তো দুদিন হয় কাল থেকেই আমাদের এখানে হোলি শুরু হয়ে গেছে।আমরা ঠিক করেছিলাম আজকে হোলি টা করবো আমাদের কলেজ এ।এটাই সবাই মিলে ঠিক করলাম। তাই আর দেরী করে লাভ নেই মজা টা নিতে হবে সবার সঙ্গে।কারণ অনেকদিন পর হোলি এসেছে ।হোলি টা বছরে একবারই আসে তাই কেউ চাইনা মিশ করতে। একবারই আসে তাই সবাই মিলে সেই মুহূর্ত টা উপভোগ করতে চাই। তাই সকাল সকাল সবাই রেডী ঘুম থেকে হোলি তে মজা করার জন্য।রাত্রে সবাই বসে বসে সেই প্ল্যান চলছিল কি ভাবে সব কিছু করা যায়। সেই প্ল্যান করতে করতে অনেক হাসি মজা চলছিল । কেউ বলছে এই ভাবে করতে হবে আবার কেউ বলছে ওই ভাবে করতে হবে। এই ভাবেই রাত্রি জেগে আমাদের প্ল্যানিং চলছে।অনেকক্ষন বসে বসে আমরা সবাই সেই প্ল্যানিং করছি।প্ল্যানিং করতে করতে অনেকক্ষন হয়ে গেলো তাই তার মাঝে একবার চা খাও হয়ে গেলো।চা খেয়ে আবার লেগে পড়লাম সেই প্ল্যানিং এ।

IMG_20230309_002518.jpg

বন্ধু

তারপর এ সেই দিন চলে আসলো যেটার জন্য সবাই অপেক্ষা করছিল মজা করবে বলে।আস্তে আস্তে সকাল হলো দিয়ে সবাই লেগে পড়লো নিজের নিজের কাজে।যে যাকে পারে রং লাগাতে লাগলো।কাউকে ছাড়লো না একবারই। এই ভাবে কেটে গেলো আমাদের কলেজ এ হোলি।আজকে এই টুকুই।

..... টাটা....

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...

আমি ভাই কোনদিন হোলির উৎসব পালন করি নাই ৷ আপনাদের হোলি উৎসব পালন করা দেখে আমার খুবই ভালো লাগছে ৷ ধন্যবাদ ভাই এত সুন্দর হোলির উৎসব পালন করার একটি মূহর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন ভাই ৷

 3 years ago 

যেইভাবে সারা শরীরে রং মাখিয়েছেন। দেখে তো মনে হচ্ছে হোলি উৎসব বেশ ভালোভাবেই উদযাপন করেছেন। বন্ধু-বান্ধব সবাই মিলে অনেক আনন্দ করেছেন।

আপনার ফটোগ্রাফি পোস্ট এবং হোলি উৎসব ঘটনা শুনে, খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য, ধন্যবাদ ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ আপু ☺️

 3 years ago 

হোলিতে বেশ আনন্দ উপভোগ করেছেন, ছবি গুলো দেখেই বোঝা যাচ্ছে। বন্ধু বান্ধব মিলে রং তামাশা৷ ভালোই মজা মাস্তি করেছেন।

যাইহোক এই আয়োজন সুন্দর ভাবে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো ভালো থাকবেন।

আচ্ছা ভাই আপনারা হোলিতে আবির দিয়ে খেলেছেন নাকি গোসল করেছেন,আমি কনফিউজড 🤔🤔এত্তো রং পুরো বডিতে😁😁😁

কলেজ লাইফের বন্ধুদের সাথে হোলি কাটানো সত্যিই খুব মজাদার।

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 101747.40
ETH 3361.81
USDT 1.00
SBD 0.56