খাওয়া দাওয়া

in Incredible Indialast year

হ্যাল্লো,

আজকের দিন টা খুব গরম ছিল কিন্তু বিকেল বেলায় বৃষ্টি হওয়ায় বেশ স্বস্তি পাও গেলো।তাই আজকে একটা নতুন টপিক পাও গেলো।যেটা আপনাদের সামনে তুলে ধরবো।আশাকরি আপনারা সবাই ভালো আছেন তার সঙ্গে সঙ্গে সুস্থ আছেন।তাহলে আর দেরি নয় এবার তাড়াতাড়ি নতুন টপিক এ আসা যাক।

রমজান মাস চলছে আর এমনিতে এক্সাম এর ও চাপ ছিল তাই শান্তি করে ঘুরতে যাওয়া হয়নি।তাই আমরা কয়জন মিলে ঠিক করলাম ইফতার খোলার পর একটু কোনো জায়গা যাও যাক।সবাই বললো চল কোনো ভালো জায়গা টে খেয়ে আসি।অনেকদিন কোনো জায়গা যেয়ে খাও দাও ঠিক থাক হয়নি।সবাই রাজি ও হয়ে গেলো।কিছু দিন আগে নাখোদা মসজিদ গিয়েছিলাম।কিন্তু তেমন ভাবে খেতে পারিনি।

IMG_20230403_144009.jpg

স্টার্টার

সবাই যখন রাজি তখন যাও যেতেই পারে।আমরা সবাই আযান দেওয়ার পর ইফতার করলাম।ইফতার করার পর সবাই নিজের মতো করে নামাজ আদায় করল।জায়গা না থাকায় কেউ কেউ আবার একা একা পড়লো নামাজ।নামাজ শেষে হওয়ার পর একটু আরাম নেও হলো।আরাম নেওয়ার পর এবার সবাই বলে উঠলো চল এবার বেরোনোর টাইম হয়ে গেছে।

সবাই তাড়াতাড়ি করে রেডী হয়ে গেলো।ভালো জায়গা যেতে গেলে একটু তো ঠিক ভাবে রেডী হওয়া উচিত।রেডী না হলে কি করে হবে।সবাই সময় মত রেডী হয়ে গেলো।দিয়ে বেরিয়ে পড়লো যাওয়ার জন্য।আকাশ টা বেশ খারাপ ছিল।মনে হচ্ছিল বৃষ্টি হবে কিন্তু পরিবেশ টা খুব আরামদায়ক ছিল কোনো জায়গা ঘুরতে বা খেতে যাওয়ার জন্য।তাই আমরা পরিবেশ টা মিশ করতে চাইছিলাম না।

IMG_20230403_144021.jpg

পাজ্জটা

এবার সবাই অটো টে করে ব্যারাকপুর যাওয়ার জন্য রেডী হয়ে গেলো। মোটামুটি করে আধঘণ্টা টাইম লাগলো।আমরা সবাই বেশ মজা করে চলে গেলাম।তারপর ফাইনালি নিজের গন্তব্য জায়গা গিয়ে পৌঁছালাম।দিয়ে আমরা হোটেল তাই ঢুকে পড়লাম।এবার খাবার অর্ডার দেওয়ার পালা।কি কি খাবার অর্ডার দেবো এটা নিয়ে সবাই মিলে আলোচনা চলছে।

কিছুক্ষন আলোচনা করার পর আমরা একটা ডিসিশন এ গিয়ে পৌঁছলাম।প্রথম এ আমরা একটা স্টার্টার অর্ডার করবো এটা ঠিক করা হলো। স্টার্টার টা অর্ডার করে দেও হলো।ওটা রেডী হতে হতে আমরা অন্য কি অর্ডার দেবো ওটা নিয়ে ভাবতে লাগলাম।কিছুক্ষন পর স্টার্টার এলো তখন বাকি খাবার অর্ডার করে দিলাম।

IMG_20230403_144032.jpg

ভেতরের দৃশ্য

এক প্লেট পাজ্জটা অর্ডার করা হলো।পাজ্জতা টা যেনো চিজ ফ্লেভারের এর হয়। চিজ ফ্লেভারের এর পাজ্জাতা খেতে খুব টেস্টি লাগে।তার সঙ্গে আরও অনেক কিছু অর্ডার করে দাও হলো।তখন আমরা স্টার্টার খেতে ব্যাস্ত।স্টার্টার শেষ হতে হতে বাকি অর্ডার গুলো চলে আসলো।আমরা তো সেই খুশি কি বলবো।একদম সঠিক সময় এ খাবার চলে এসেছে।

সবাই বেশ ভালো করেই খাও দাও করলো।যেটা আজকের টপিক এর মূল বিষয়।তারপর আমরা সবাই ফিরে চলে আসলাম।আজকের মত এই টুকুই।

........ধন্যবাদ........

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted through Steemcurator09.

Team Newcomer- Curation Guidelines for April 2023

Curated by - @ashkhan

Loading...
 last year 

পরীক্ষার চাপ আর রমজানের কারণে আপনারা তেমন একটা বাইরে খেতে যেতে পারেন না। যদিও সেদিন একটা মসজিদে খেতে গিয়েছিলেন। তেমনভাবে খাওয়া হয়নি। তাই ভাবলেন প্রচন্ড গরমে হঠাৎ করে বৃষ্টির আগমন।

এ যেন এক অন্যরকম পরিবেশ। তাই বন্ধুরা মিলে বাহিরে খাইতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক যেমন ভাবনা তেমন কাজ। সবাই মিলে বাহিরে খেতে যাওয়ার জন্য রেডি হলেন। এবং আপনার একটা জায়গায় গিয়ে বসলেন।

স্টার্টার,পাজ্জটা, এই দুটো খাবার আপনার অর্ডার করেছিলেন। খাবার দুটো দেখতেই লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই তেমনই মজা লেগেছিল। বন্ধুরা সবাই মিলে আড্ডা দিয়ে মজা করে খেয়েছেন। আপনি আপনার বন্ধুদের সাথে কাটানো অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাল থাকবেন।

#miwcc

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58418.48
ETH 2515.89
USDT 1.00
SBD 2.36