লেভেল ১ থেকে আমার অর্জন

in Incredible Indialast year
"আজ শুক্রবার - ১৮ই ফাল্গুন - ১৪২৯ বঙ্গাব্দ, ০২ রা - মার্চ - ২০২৩ সাল"

হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম ও আদাব। কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অসীম কৃপায় সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় বেশ ভাল আছি।

IMG-20230303-WA0000.jpg

শীতের শেষে আর গরমের শুরুতে দিনটি বেশ ভালই কেটে যাচ্ছে। আমার কাছে শীতের দিন খুবই ভালো লাগে। আর অসহনীয় গরম খুবই বিরক্তিকর লাগে। কিন্তু এখন নয় ঠাণ্ডা, নয় গরম যার কারণে দিনটি বেশ উপভোগ করি। এবার আসি আমার টিউটোরিয়াল ক্লাসের বিষয় নিয়ে কিছু কথায়। টিউটোরিয়াল ক্লাসে ধারাবাহিকভাবে পাঁচটি ক্লাস হয়েছে। কিন্তু আমি মাত্র তিনটি ক্লাসে উপস্থিত হতে পেরেছিলাম। আর এই তিনটি ক্লাস খুব মনোযোগের সাথেই করেছিলাম।

আর সেই ক্লাস থেকে যা শিক্ষা গ্রহণ করেছি, তা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে কি, শিক্ষার কোন বয়স নেই, শিক্ষার কোন শেষ নেই। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করতে পারে। সে ক্ষেত্রে আমিও তার ব্যতিক্রম নই। প্রতিনিয়ত শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের টিউটোরিয়াল ক্লাসে যতটুকু অর্জন করেছি, তা তুলে ধরার চেষ্টা করছি।

বন্ধুরা আজ আমি লেভেল ওয়ান থেকে যা কিছু অর্জন করেছি, তা প্রশ্নের উত্তরের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি।



কপিরাইট ইনফ্রিজমেন্ট কি? কপিরাইট ইনফ্রিজমেন্ট নিয়ে আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করুন।

উত্তর: কপিরাইট ইনফ্রিজমেন্ট বলতে আমি যা বুঝেছি এটা হল একটি আইন। আমার বা কোন ব্যক্তির লেখা, ভিডিও, অথবা এই ধরনের কিছু যেন ব্যবহার করতে না পারে এ কারণেই এই আইন তৈরি করা।

কপিরাইট ইনফ্রিজমেন্ট নিয়ে আমার ব্যক্তিগত মতামত: কপিরাইট ইনফ্রিজমেন্ট খুবই জঘন্যতম একটি কাজ। কারণ আমরা যদি এই ধরনের কাজ করি সেটা চুরি করার মতো হয়ে যায়। আর আমরা সকলেই জানি চুরি করা কতটা খারাপ কাজ।

তাই আমরা চেষ্টা করব আমরা যেন কখনো এই আইন লঙ্ঘন না করি। নিজেরা এই আইন লঙ্ঘন করব না আর সবাইকে এই বিষয়ে আমরা সতর্ক করবো।



এবিউজ কাকে বলে: যেকোনো কিছুকে আমরা যদি ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে ব্যবহার করি তাহলে তাকে এবিউজ বলে।

কি ধরনের কার্যকলাপ কে এবিউজ বলা হয়, পাঁচটি উদাহরণ দিন:

১. আমরা যদি কারো পোস্ট কপি করে সেটাকে নিজের বলে চালিয়ে দেই তাহলে এটা এবিউজ হবে।

২. পুরনো পোস্ট আমরা যদি আবার একটু মডিফাই করে পাবলিশ করি তাহলে এটা এবিউজ হবে।

৩. আমরা যদি আমাদের পুরনো পোস্ট ডিলিট করে আবার সেটাকে নতুন করে পাবলিশ করি তাহলে এটাও এবিউজ হবে।

৪. আমরা যদি কোন ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে সেটাকে নিজের বলে চালিয়ে দেই তাহলে এটাও এবিউজ হবে।

৫. আমরা যদি অন্য কারো কমেন্ট কপি করে নিয়ে এসে নিজে কমেন্ট করি অথবা কমেন্ট কপি করে সেটার ভাষা পরিবর্তন করে যদি ব্যবহার করি তাহলে এটাও এবিউজ হবে।



স্পামিং কাকে বলে: একই কাজ বারবার করাকে স্পামিং বলা হয়।

কি ধরনের কার্যকলাপ কে স্পামিং বলা হয়, পাঁচটি উদাহরণ দিন:

১. আমরা যদি একই বিষয়ে বারবার পোস্ট লিখি তাহলে এটা স্পামিং বলে গণ্য হবে।

২. আমরা যদি অযথা কাউকে বারবার আমাদের পোস্টে মেনশন করি তাহলে এটা স্পামিং বলে গণ্য হবে।

৩. আমরা যদি আমাদের পোস্টে পোস্ট রিলেটেড ট্যাগ ব্যবহার না করি তাহলে সেটা স্পামিং হবে।

৪. আমরা যদি কাউকে মেনশন করে পোস্টে আপ ভোট কিংবা রিস্টিম করতে বলি এটাও এক ধরনের স্পার্মিং।

৫. আমরা যদি কখনো কারো পোস্টে গিয়ে অবাঞ্ছিত কমেন্ট করি তাহলে সেটাও স্পামিং হবে।



প্লাগিয়ারিজম কাকে বলে? প্লাগিয়ারিজম নিয়ে আপনার মতামত প্রকাশ করুন: অন্য কারো পোস্ট কিংবা যেকোনো ওয়েবসাইট থেকে লেখা কপি করে নিয়ে এসে নিজের পোস্টে ব্যবহার করাকে প্লাগিয়ারিজম বলে। প্লাগিয়ারিজম খুবই জঘন্যতম একটি কাজ। অন্য কারো লেখা আমরা কখনোই এই প্লাটফর্মে নিজের পোষ্টের মাধ্যমে প্রকাশ করতে পারবো না। তাই আমাদের সকলকে এই কাজ থেকে বিরত থাকতে হবে।



ফার্মিং কাকে বলে? কি ধরনের কার্যকলাপ কে ফার্মিং বলা যেতে পারে এটা নিয়ে আপনার মতামত প্রকাশ করুন: একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট চালানো, কিংবা ফেক অ্যাকাউন্ট খুলে নিজের পোস্টে আপ ভোট নেয়াকে ফার্মিং বলা যেতে পারে। আমরা যদি কোয়ালিটি ফুল পোস্ট না করে আপ ভোট নেই তবে এটাও ফার্মিং বলে গণ্য হবে।



রি-রাইট বলতে কি বুঝেন? রি-রাইট নিয়ে আপনার সংক্ষিপ্ত মতামত প্রকাশ করুন: আমরা অনেক সময় এমন কিছু বিষয়বস্তু নিয়ে পোস্ট লিখি, যেই পোস্টগুলো লিখতে আমাদের যেকোনো ওয়েবসাইট থেকে তথ্য নিতে হয়। এই তথ্য নিয়ে লেখাকেই রি রাইট বলা হয়। এক্ষেত্রে আমরা যে কোন ওয়েবসাইট থেকে ২৫% লেখা নিজের পোস্টে ব্যবহার করতে পারব আর বাকি ৭৫% লেখা নিজের হতে হবে।



আপভোট, ডাউনভোট এবং রিস্টিম বলতে কি বুঝেন: ধরুন ফেসবুকে আমাদের যখন কোন একটা পোস্ট ভালো লাগে আমরা তখন সেই পোস্টে লাইক দেই তেমন steemit এ আমাদের যখন কোন কিছু ভাল লাগে তখন এখানে লাইকের বদল আমরা আপভোট করতে পারি। কোন কিছু ভালো না লাগলে আমরা ডাউনভোট দিতে পারি, তবে ডাউনভোট দেয়া থেকে বিরত থাকাই উত্তম। আর কোন পোস্ট ভালো লাগার পর শেয়ার করাকে রিস্টিম বলে।

তো বন্ধুরা এই ছিল আমার টিউটোরিয়াল ক্লাস থেকে শিক্ষা অর্জন করে লেভেল ওয়ান পরীক্ষায় অংশগ্রহণ। তবে আমি একটি কথা বলতে চাই, আমি এই স্টিমিট প্ল্যাটফর্মে একদম নতুন। তাই হয়তো অনেক কিছুই এখনো তেমনভাবে শিখে উঠতে পারিনি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি শেখার জন্য। আমি এই কমিউনিটিতে ভালোবেসে, মনোযোগ সহকারে কাজ করতে চাই। যেহেতু আমি একদমই নতুন ব্লগার। অন্য কোন কমিউনিটিকে কোন প্রকারের কাজ করিনি। তাই আমার অভিজ্ঞতা একদম কম। সেহেতু আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই লিখছি, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্টে।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...
 last year 

সুন্দর একটি কথা আপনি উপস্থাপন করেছেন সেটি হচ্ছে শিক্ষার কোন বয়স নেই। এর ব্যতিক্রম আমরা কেউই নই। তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শিক্ষা অর্জন। ধন্যবাদ জানাই আপনি লেবেল অন টিউটোরিয়াল ক্লাস করে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

 last year 

আপনি ঠিক কথা বলেছেন শিক্ষার কোন বয়স নাই সর্ব অবস্থায় শিক্ষা অর্জন করা হলো আসল কাজ। শিক্ষা মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত করতেই থাকে সেটা যে কোন শিক্ষাই হোক না কেন।

খুব ভালো লাগলো আপনি আপনার মেধা দিয়ে,প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন অনেক ভালো লাগলো এসব বিষয়গুলো পড়ে। আপনি আপনার সাধ্য অনুযায়ী মেধা অনুযায়ী সুন্দরভাবে বাস্তব ও প্রশ্নের উত্তর দিয়েছেন, যা পড়ে কিছু অজানা তথ্য জেনে অনেক খুশি হলাম। ভালো থাকবেন।

 last year 

শিক্ষার কোন বয়স নেই, মানুষ যে কোন বয়সে এসেই শিখতে পারে।যাই হোক আপনি অসম্ভব সুন্দর করে প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনার প্রশ্নের উত্তর গুলো পড়ে অনেক কিছু জানতে পারলাম,অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 last year 

টিউটোরিয়াল ক্লাস থেকে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি এবং এই ক্লাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপনি খুবই সুন্দর ভাবে সব উত্তরগুলো খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আমার কাছে খুবই ভালো লাগলো আপনার পোস্টটি অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39