প্রধান শিক্ষকের বাসায় নিমন্ত্রণ : শেষ পর্ব

in Incredible India2 years ago
"আজ বুধবার - ৯ই ফাল্গুন - ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে - ফেব্রুয়ারি - ২০২৩ সাল"

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আর সকলেই ভালো থাকেন, সব সময় এই কামনা করি। আমিও আল্লাহর রহমতে ভাল আছি।

IMG_20230219_215250.jpg

বন্ধুরা আজ আমি আমার প্রধান শিক্ষকের বাসায় নিমন্ত্রণের দ্বিতীয় পর্বটি নিয়ে হাজির হয়েছি। গত পর্বে আমি আমার প্রধান শিক্ষক কেয়া আপুর বাসায় পৌঁছানোর পরে হালকা কিছু নাস্তা করে চা খেয়েছিলাম ও কিছু ফটোগ্রাফি করেছিলাম তা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। কিন্তু রাতের খাবার অব্দি না যেতেই আমি আমার পোস্ট শেষ করেছিলাম। কেননা রাতের খাবার পর্যন্ত পোস্ট তৈরি করতে গেলে পোস্টটি অনেক বড় হয়ে যেত, তাই আমার প্রধান শিক্ষকের বাসায় নিমন্ত্রণ নিয়ে দুটি পর্ব উপস্থাপন করলাম।

IMG_20230221_170950.jpg

IMG_20230221_221242.jpg

আমার ছেলে অসুস্থ হওয়ার কারণে তার খাওয়ার রুচি একদম চলে গিয়েছিল। তাই তাকে ডাইনিং টেবিলে বসিয়ে কিছু খাওয়ার চেষ্টা করব এমন সময় ছেলে আমার বলে উঠল,তার বমি বমি লাগছে তাই সে কিছুই খাবে না। আমার কাছে তখন ছেলের জন্য খুবই খারাপ লেগেছিল। তাই তাকে খুব বেশি জোর না করে অল্প একটু পায়েস খাইয়ে শুয়ে দিয়েছিলাম। তবে সে বায়না ধরে বসলো বিছানায় না শুয়ে সোফায় গিয়ে শোবে। আমিও যথারীতি তার কথাকে প্রাধান্য দিয়ে সোফায় গিয়ে শুইয়ে দিয়েছিলাম।

IMG_20230221_170414.jpg

IMG_20230221_170558.jpg

IMG_20230221_170728.jpg

IMG20230218215555.jpg

এরপর আমরা কিছুক্ষণ গল্প গুজব করে সময় পার করার পর রাতের খাবারের সময় হয়ে গিয়েছিল। তাই আমরা খাবারের জন্য রেডি হয়ে গিয়েছিলাম। আমাদের খাবারের ম্যানুতে ছিল পোলাও, রোস্ট, বিফকারি, ডিম, বেগুন ভাজা, মাছ ভুনা, সালাদ ও লেবু। তবে আমি এখানে বিফ কারীর ফটোগ্রাফি শেয়ার করিনি।

IMG_20230221_232747.jpg

কেয়া আপু সারাদিন অনেক পরিশ্রম করে আমাদের জন্য খাবার তৈরি করেছিল বলে, আমি তাকে বললাম আমি পরিবেশন করব। কেয়া আপুও রাজি হয়ে গেল। তাই আমি সকলের জন্য প্রতিটি প্লেটে খাবার সাজিয়ে দিয়েছিলাম। সাজানো হয়ে গেলে আমি নিজেও খেতে বসে যাই।

এরপর খাওয়া শেষ হলে আমরা কিছুটা বিশ্রাম নিয়ে বাসায় ফিরে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। যেহেতু আমার ছেলে অসুস্থ তাই খুব বেশি রাত করা যাবে না বলেই কেয়া আপুর কাছ থেকে বিদায় নিয়েছিলাম। এভাবে আমার নিমন্ত্রণের দিনটি চির স্মরণীয় হয়ে রইলো। আজ এ পর্যন্তই পোস্টটি শেষ করছি,দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

আল্লাহ হাফেজ

Sort:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 2 years ago 

আমার ছেলে অসুস্থ হওয়ার কারণে তার খাওয়ার রুচি একদম চলে গিয়েছিল। তাই তাকে ডাইনিং টেবিলে বসিয়ে কিছু খাওয়ার চেষ্টা করব এমন সময় ছেলে আমার বলে উঠল,তার বমি বমি লাগছে তাই সে কিছুই খাবে না। আমার কাছে তখন ছেলের জন্য খুবই খারাপ লেগেছিল। তাই তাকে খুব বেশি জোর না করে অল্প একটু পায়েস খাইয়ে শুয়ে দিয়েছিলাম। তবে সে বায়না ধরে বসলো বিছানায় না শুয়ে সোফায় গিয়ে শোবে। আমিও যথারীতি তার কথাকে প্রাধান্য দিয়ে সোফায় গিয়ে শুইয়ে দিয়েছিলাম।

ছেলের অসুস্থতা কি মায়ের ভালো লাগে? ছেলেকে রেখেও মা খাবার খেয়ে শান্তি পাবে? ছেলের জন্য আপনার অনেক ভালোবাসা। সত্যিই ভালো লাগো।

যাইহোক আপনার প্রধান শিক্ষক আপনাদের জন্য বেশ কিছু আইটেম তৈরি করেছিলো,যা দেখেই বুঝতে পারলাম। আপনাদের ভালোবাসার বন্ধন অটুট থাক। ভালো থাকবেন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, ছেলে অসুস্থ হওয়ার কারণে হরেক রকমের আইটেম থাকা সত্ত্বেও আমি খেতে পারিনি। তবে বর্তমানে আমার ছেলে সুস্থ। ওর জন্য দোয়া করবেন। ধন্যবাদ

 2 years ago 

আরে বাহ আপনাদের প্রধান শিক্ষক তো বেশ ভালোই আয়োজন করেছে। আপনাদের জন্য কিন্তু দুঃখের বিষয় হলো আপনার ছেলে অসুস্থ থাকার কারণে। আপনি খাবারের সারাতে ঠিকমতো গ্রহণ করতে পারেননি।

যখনি খেতে বসেছেন তখনই আপনার ছেলে বলছিল তাই নাকি বমি পাচ্ছে। যার কারণে আপনি তাকে সামান্য পরিমাণ পায়েস খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন।

কিন্তু সে একটা জেদ ধরেছে সে সোফায় ঘুমাবে। খাটের উপর ঘুমাবে না, তাই আপনি যথারীতি তাকে সোফায় ঘুমানোর জন্য শুয়ে দিলেন।

আপনার পোস্ট পড়ে এবং আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।সৃষ্টিকর্তার কাছে দোয়া করি সৃষ্টিকর্তা যেন খুব তাড়াতাড়ি আপনার ছেলেকে সুস্থ করে দেয়। ভালো থাকবেন সব সময় অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমার ছেলে সুস্থ হয়েছে। আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago (edited)

প্রথমে শুনি আপনার ছেলের অবস্থা কি এখন কি বর্তমানে আপনার ছেলের অবস্থা একটু কি ভালো হয়েছে।

এবং আপনার প্রধান শিক্ষক আপনার জন্য অনেক কিছুই ব্যবস্থা করেছে আপনার আপ্যায়নের দিক থেকে কোন কিছুই যেন কম না থাকে।

অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ে সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেওয়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল।


This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @ripon0630

Congratulations! Your post has been upvoted by @steemladies (about all women's activities) Community. Let's grow together with us. Join and subscribe here👇.

Steem For Ladies

Manually curated by sailawana

IMG_20221128_163104.jpg

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67779.88
ETH 2396.01
USDT 1.00
SBD 2.32