You are viewing a single comment's thread from:

RE: সেই ছেলেটা।👤

in Incredible Indiayesterday

আপনার লেখাটি পড়ে সত্যি মন ছুঁয়ে গেল। এমন সহজ অথচ গভীর ভাবে ছেলেটির ব্যক্তিত্ব আর আবেগের দিকগুলো তুলে ধরার জন্য সত্যিই প্রশংসার দাবিদার।

মানুষের ভেতরে থাকা দ্বৈত সত্ত্বার দারুণ একটি প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। আমরা আসলে সবাই কিছুটা এমনই কখনো পরিবার আর নিজের মধ্যে একরকম, আবার বন্ধুদের মাঝে অন্যরকম। কিন্তু এই বৈচিত্র্যই আমাদের ব্যক্তিত্বকে পূর্ণতা দেয়।

ছেলেটির আবেগ, তার হঠাৎ হাসির ফাঁকে ভেতর থেকে ওঠে আসা কান্না, বা একাকীত্বের সেই গভীর মুহূর্তগুলো পড়ে মনে হলো, আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও এমন অনুভব করি। সমাজের চাপা ছকে বাঁধা থাকা শক্ত পুরুষ ধারণার বাইরেও যে ছেলেরা কাঁদে, ব্যথা পায়, সেটা খুব সুন্দর করে আপনি তুলে ধরেছেন।

এমন সুন্দর লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি, আপনি আমাদের আরও এমন হৃদয়ছোঁয়া লেখা উপহার দেবেন। ভালো থাকবেন।

Sort:  
 yesterday 

ধন্যবাদ আপু আপনাকে আমার লেখা কাহিনিটা পড়ে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104601.56
ETH 3878.85
SBD 3.32