You are viewing a single comment's thread from:

RE: Better life with steem// The Diary Game// 15th december, 2024// রবিবারের সারাদিন

in Incredible India10 months ago

আপনার লেখাটি পড়ে দারুণ ভালো লাগলো।
আপনার রবিবারের দিনযাপন, পারিবারিক মুহূর্ত আর হাসি-আনন্দে ভরা বিবরণগুলো খুবই প্রাণবন্ত ছিল। বিশেষ করে ননদের বিবাহবার্ষিকীর আয়োজন আর পিকনিকের মতো পরিবেশের গল্প পড়ে আমি বেশ মুগ্ধ হয়েছি। পরিবারকে ঘিরে এমন সুন্দর সময় কাটানো আসলেই খুব প্রশান্তিদায়ক।

আমি ভুল না করলে শুভ আপনার হাসবেন্ড তাইনা? আপনার হাজবেন্ডের বানানো চা আর সকালে বিছানায় চা খাওয়ার অভিজ্ঞতাটা বেশ মজার লাগলো! ছোট ছোট বিষয়গুলো জীবনে বড় আনন্দ নিয়ে আসে। আর রাস্তার ধারের ফুচকার গল্প শুনে মনে হলো, এমন সুন্দর মুহূর্তগুলোই জীবনের সেরা উপহার।

আপনার ননদকে উপহার দেওয়া শাড়িটা বেশ সুন্দর। আপনার উপহারের শাড়িতে ননদকে সাজানো আর রাতের জমজমাট অনুষ্ঠানের বিবরণ খুবই সুন্দর ছিল। পারিবারিক বন্ধন আর হাসি-মজা দিয়ে দিনটি যেভাবে রাঙিয়েছেন, তা থেকে অনুপ্রাণিত হলাম। আশা করি, আগামীতেও এমন সুন্দর দিন কাটাবেন এবং আমাদের সাথে শেয়ার করবেন।

সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন। ঠান্ডার মধ্যে সাবধানে থাকবেন। শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.033
BTC 111211.86
ETH 4055.55
USDT 1.00
SBD 0.61