Better Life with Steem|| The Diary Game||6 April 2024||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার কাটানো আজকের দিনের সকল কার্যক্রম গুলো।আমি আজকে সেহেরি খেতে উঠেছিলাম ৩:৪৫ এর সময়। উঠে ফ্রেশ হলাম আর তার পরে আমি আমার বাবা আর মা সেহেরি খেতে বসলাম। সেহেরি তে খাবার তালিকায় ছিল খিচুড়ি আর ডিম। খাওয়া হয়ে গেলে আমি ৩ পিছ খেজুর খেলাম আর আমার একটা ওষুধ ছিল সেটা খেলাম। এরপরে একটু শুয়ে পড়েছিলাম আর কিছুক্ষণ এর ভিতরে ফজরের আযান দিয়ে দিলো আর আমি নামাজ আদায় করে নিলাম। এরপরে আমি আবার ঘুমিয়ে পড়লাম।
🌼🥀 সকাল বেলা+দুপুর বেলা 🌼🥀 |
---|
সকাল বেলা আমাকে আমার মা ডাক দিয়ে উঠালো আর আমি উঠে দেখি বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে।আমি তার পরে বাহিরে সব জানালা দিয়ে দিলাম। তারপরে আমি আবার হাতমুখ ধুয়ে নিলাম। বাহিরে বের হওয়ার মতো কোনো রাস্তা ছিল না তাই বাসায় বসে কিছুক্ষণ ফোন দেখলাম । অনেকক্ষণ ফোন দেখার পরে আমি বেলকুনিতে গিয়ে ছিলাম বৃষ্টি উপভোগ করার জন্য।আমি বেলকুনি থেকে হাত বের করে আমি বৃষ্টির পানি ধরে ছিলাম।
সকাল ১১ টার দিকে বৃষ্টি কমে ছিল।আর তার পরে আমার একটা বন্ধু আমার বাসায় আসলেন আর আমাকে নিয়ে বাজারে চলে গিয়েছিল। বন্ধুর সাথে বাজারে যাওয়ার পরে বন্ধু তার বাসার প্রয়োজনীয় কিছু মুদি বাজার করলেন।আর মুদি বাজার গুলো ছিল,আলু, পেঁয়াজ,লবন আর চিনি।
মুদি বাজার করা হয়ে গেলে আমরা চলে আসলাম একটা তরমুজ কেনার জন্য। বন্ধু অনেকগুলো তরমুজ দেখার পরে একটা পছন্দ করলো আর তারপরে সেটার দাম জিজ্ঞেস করার পরে দোকান দার কাকা বললেন ৩৬০ টাকা।আমরা তার পরে একটু দামাদামি করে ৩২০ টাকা তরমুজ টি নিলাম। বাজার করা হয়ে গেলে আমরা একটা রিস্কা করে চলে আসলাম।আমি আমার বাসার সামনে নেমে গেলাম আর বন্ধুর তার বাসার সামনে চলে গেল ও।
বাসায় আসার পরে আমি গোসল করে নিয়ে ছিলাম। গোসল করা হয়ে গেলে আমি যহরের নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করে আমি কিছুক্ষণ ঘুমিয়ে ছিলাম।
🌺🌼 বিকাল বেলা+সন্ধ্যা বেলা 🌺🌼 |
---|
বিকাল ৪ টার দিকে আমাকে আমার মা বললেন বাজারে গিয়ে একটা মুরগি আনার জন্য।আমি তার পরে মায়ের কাছ থেকে ১০০০ টাকা নিয়ে বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে আমি মুরগি কিনতে চলে গেলাম আর মুরগির দাম জিজ্ঞেস করার পরে বললেন যে ৩২০ টাকা করে কেজি সোনালি মুরগি।আমি তার পরে মোটামুটি সাইজের দেখে একটা নিলাম ৬৮০ টাকা দিয়ে। এরপরে আমি আবার বাসায় চলে আসলাম আর মায়ের কাছে মুরগি টা দিয়ে আবার বাহিরে গিয়েছিলাম।
এরপরে আমি গেলাম আমার নানা বাড়ি কারণ আজকে আমার সেখানে দাওয়াত ছিলো।নানা বাড়ি গিয়ে আমি সন্ধ্যায় ইফতার করলাম।আর ইফতারে অনেক ধরনের খাবার ছিল যেমন, তরমুজ, মাল্টা, আপেল, আঙ্গুর, কমলা, আলুর চপ বেগুনি ইত্যাদি। ইফতারের পরে আমি বাসায় চলে আসলাম।
🌼💫 রাতের বেলা 💫🌺 |
---|
আজকে ছিল শবে কদর আর তাই আমি ৮ টার দিকে গোসল করে পাঞ্জাবি পায়জামা পড়ে নামাজ আদায় করতে চলে গেলাম মির্জাগঞ্জ।আর আমার সাথে আমার একটা বন্ধু ও ছিল।
আমাদের এখানে প্রচন্ড গরম বৃষ্টির কোন দেখাই পাচ্ছি না ভাই।। আজ সকালে বৃষ্টি ছিল তারপর বন্ধুর সাথে বাজারে গিয়েছিলেন।। আজকেও মায়ের কথায় বাজার করতে গিয়েছিলেন।। সব মিলিয়ে সুন্দর একটা দিন অতিবাহিত করেছেন।।
ভাই কি বলেন আমাদের এইখানে তো ২ দিন আগে ও অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে আর তাই রমজান মাসে রোজা রাখা টাও বেশি কষ্ট হয়নি। বাজারে আমি প্রায় সময় গিয়ে থাকি ভাই কোন ও না কোন ও কাজে যেতে হয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
আপনি ৬ এপ্রিলে আপনার সাথে ঘটে যাওয়া কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন।
ঐদিন আপনি প্রতিদিনের মতোই সাড়ে তিনটার দিকে উঠে সেহরি করে নেন খিচুড়ি এবং ডিম দিয়ে। এরপর খেজুর খেয়ে নিয়েছিলেন। ফজরের আযান দেওয়ার পরে নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েন।
সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বারান্দায় বৃষ্টি উপভোগ করতে থাকেন আপনি।
এরপরে বন্ধুর সাথে বাজারে যান এবং তাকে বাজার করতে সহায়তা করেন। সেখান থেকে ফিরে বাসায় এসে গোসল করে যোহর এর নামাজ আদায় করে কিছুটা ঘুমিয়ে নিয়েছিলেন।
আর এভাবেই খুব চমৎকার ভাবে আপনি আপনার দিনলিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।
ুতো সুন্দর করে আমাদের মাঝে আপনার দিনলিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইল আপনার জন্য।
সেহেরি খাওয়ার জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠাই ভালো কারণ তাড়াতাড়ি করে খাবার খাওয়া যায় না আর খাওয়া ভালো না।আর আমি তো তাড়াতাড়ি উঠার চেষ্টা করি। বন্ধু ও আমাকে অনেক সময় সাহায্য করে তাই তাকে ও আমার সাহায্য করা উচিত ছিল। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
প্রতিদিনের মতোই সেহরির সময় ঘুম থেকে উঠে সেহরি খেয়েছেন। আপনাদের ওইদিকে বৃষ্টি হয়েছিল আর আমাদের দিকে বৃষ্টির কোন নাম গন্ধই নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বন্ধুর সাথে বাজারে গিয়েছেন। বাজারে গিয়ে বাসার প্রয়োজনীয় বাজার করেছেন।
সারাদিনের কার্যক্রম গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই অনেক দিন হলো সেহেরি বা ইফতারি করা হয় না মিস করি সেই দিন গুলো।আসলে রমজান মাস আমাদের অনেক ভালো লাগার মতো একটা মাস। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন। আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি।