Better Life with Steem|| The Diary Game||5 April 2024||

in Incredible India7 months ago
" হ্যালো স্টিমিট বন্ধুরা"
IMG_20240409_001941.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার কাটানো আজকের দিনের সকল কার্যক্রম গুলো।আমি আজকে সেহেরি খেতে উঠেছিলাম ৪:২০ এর সময়। উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম আর তার পরে খাবার খেয়ে নিলাম।আর আজকে আমি সেহেরি খেতে বসে ছিলাম মুরগির মাংস দিয়ে। আজকে উঠতে একটু দেরি হয়েছে বলে আমি অল্প ভাত খেয়ে তাড়াতাড়ি পানি খেয়ে নিলাম আর তার পরে ২ টা খেজুর ও খেয়ে ছিলাম।আর আযান দেওয়ার পরে আমি ওযু করে নিলাম আর তার পরে নামাজ আদায় করে নিলাম। নামাজ পরা হয়ে গেলে আমি শুয়ে পড়লাম।

🌼 🌺 সকাল বেলা+দুপুর বেলা 🌼 🌺
IMG_20240405_154502-01.jpeg

আজকে সকালে আমি ঘুম থেকে উঠলাম সকাল ৯:৩০ টার দিকে। উঠে হাতমুখ ধুয়ে বাসা থেকে বের হলাম বোর্ড ঘরে যাওয়ার জন্য। বাসার সামনে থেকে একটা রিস্কা নিয়ে আমি চলে গেলাম গিয়ে ৩ টা ম্যাচ খেললাম আর তার পরে আমরা ৭ জন বন্ধু একসাথে বসে সন্ধ্যায় ইফতারি করার জন্য চিন্তাভাবনা করলাম।আর কি খাওয়া যায় তা সবার কাছে জিজ্ঞেস করার পরে প্রায় জনে খিচুড়ি খাওয়ার কথা বললো আর আমরা খিচুড়ি খাওয়ার চিন্তাই করলাম তার পরে।এরপরে আমি বাসায় চলে আসলাম।

IMG_20240405_154525-01.jpeg

আর বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম এরপরে ১২:৩০ টার দিকে আমি গোসল করতে চলে গেলাম।আর গোসল করে এসে আমি নামাজ আদায় করতে গেলাম। নামাজ আদায় করে এসে ১০ মিনিটের মতো ফোন দেখলাম।আর তারপরে আমাকে আমার বন্ধু ফোন দিলো আর আমি বাসা থেকে বের হয়ে বন্ধুর কাছে গেলাম। বন্ধুর কাছে যাওয়ার পরে বন্ধু আমাকে বাজারে নিয়ে গেল ও বিকাশ থেকে ও টাকা তুলবে তার জন্য।আমরা দুইজনে বাজারে গিয়ে টাকা তুলে আবার বন্ধুর বাসার সামনে গেলাম।

🌼🌺 বিকাল বেলা+সন্ধ্যা বেলা 🌼🌺

বন্ধুর বাসার সামনে গিয়ে আমি বাকি সব বন্ধুদের ফোন দিলাম আর ওরা কিছুক্ষণ এর ভিতরে চলে আসলো।আসার পরে যার যার কাছে যে পরিমাণে টাকা ছিল তা একসাথে করলাম।টাকা একসাথে করা হয়ে গেলে আমরা বাজার আনার জন্য গেলাম। বাজারে গিয়ে প্রথমে একটা মুরগি নিলাম ১ কেজি ৫০০ গ্ৰাম ওজনের।আর প্রতি কেজি মুরগির দাম ছিল ২৪০ টাকা।মুরগি নেওয়া হলে মুদি যা যা লাগে সব নিলাম।আর তার পরে আমার বন্ধু রাব্বির বাসায় চলে আসলাম।আসার পরে আমার একটা বন্ধু মুরগি কাটার জন্য বসলেন।

IMG_20240405_165231-01.jpeg

আর আমি আসরের আযান দিয়েছে বলে নামাজ আদায় করতে গেলাম। নামাজ আদায় করে আসার পরে আমাকে আমার মা বাসা থেকে ফোন দিলেন আর আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমাকে আমার মা বললো ওষুধ নাই ।আমি তার পরে মায়ের ওষুধ আনার জন্য বাজারে গেলাম। বাজারে গিয়ে একটা দোকান থেকে সব ওষুধ নিয়ে মায়ের কাছে দিলাম।আর তার পরে আবার বন্ধুর বাসায় চলে গেলাম।

IMG_20240405_175948-01.jpeg
IMG_20240405_180940-01.jpeg

বন্ধুর বাসার গিয়ে দেখি মোটামুটি সব গুছানো হয়ে গেছে।আর তার পরে আমরা সব কিছু নিয়ে মাঠে নেমে পড়লাম আর মাঠে নামার পরে আমি আকাশের দিকে তাকিয়ে মেঘ টা দেখলাম যা দেখতে অসাধারণ ছিলো।আমরা মাঠের মাঝখানে গিয়ে বসলাম আর তার পরে সব কিছু সাজিয়ে নিলাম।আর খিচুড়ি টা দেখতে খুব সুস্বাদু লাগছিল। মাগরিবের আযান দেওয়ার পরে আমরা ইফতারি করে নিলাম। ইফতারি করা হয়ে গেলে নামাজ আদায় করে নিলাম মাঠে বসে।

💫🌺 রাতের বেলা 💫🌺
IMG_20240405_192323-01.jpeg

মাঠ থেকে আমরা ৭:২০ এর দিকে উঠে ছিলাম। উঠে আমি বাসায় চলে আসলাম।আর বাসায় এসে একটু শুয়ে ছিলাম আর তখনি আমাকে আমার মা তরমুজ খাওয়ার জন্য দিলেন আর আমি তরমুজ টা খেয়ে নিলাম।আর তার পরে রাত ১০ টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম।

"তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন "
Sort:  
Loading...
 7 months ago 

আপনার সারাদিনে কার্যক্রম লিপিগুলো পরে খুবই ভালো লাগলো। আপনার মার ওষুধ শেষ হয়ে যাওয়াতে তারপর আপনাকে ফোন দিয়ে ওষুধ আনতে বলল ।

এরপর আবার প্রতিদিনের মতো বন্ধুরা মিলে খিচুড়ি দিয়ে ইফতার করলেন। এরপর দেখছি আপনি সন্ধ্যার পর লাল টুকটুকে একপিস তরমুজ খেলেন। ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করলেন।

মায়ের প্রতিমাসে ওষুধ লাগে অনেক পরিমাণে আর মাসের ওষুধ প্রথম দিকে এনে রাখি।মা ওষুধ খেলে একটু ভালো থাকে আর বন্ধ করলেই শরীর খারাপ হতে থাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি।

 7 months ago 

রমজান মাসের নিয়ম অনুযায়ী প্রতিটি মানুষ চলার চেষ্টা করে।। আজান দিবে জন্য তাড়াতাড়ি অল্প করে খাবার খেয়েছিলেন।। এছাড়াও আজকে বন্ধুর সাথে বোড খেলতে গিয়েছিলেন।। আর আপনার প্রতিটি পোস্টটি দেখা যায় বন্ধুর সাথে দিনের একটা সময় হলেও পার করেন।।

ভাই একদমই তাই রমজান মাস হলো আমাদের মুসলমানদের অনেক বরকতময় মাস আর এই মাস টাকে কাজে লাগিয়ে আমাদের পিছনের সকল পাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা সবার উচিত। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 7 months ago 

আাপনি আজকে আপনার ৫ এপ্রিলের কার্যকর খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দিকে ঘুম থেকে উঠেন। কিন্তু আাযান দেওয়ার সময় হয়ে যাওয়ার কারনে অল্প পরিমানে ভাত খেয়েছিলেন।
এরপর আপনি বন্ধুদের সাথে সময় কাটিয়ে ছিলেন। আপনার দিনলিপি পড়ে একটা জিনিস বুঝতে পেরেছি যে আপনি প্রতিটা দিনই কিছুটা সময় বন্ধুদের সাথে কাটিয়ে থাকেন।
আজকে আপনারা সব বন্ধুরা মিলে চাঁদা তুলে বাজারে গিয়ে চাল এবং মাংস কিনে এনেছিলেন ইফতারের সময় খিচুড়ি রান্নার জন্য।
আপনার পোষ্টের ছবিতে তরমুজের ছবিটা খুবই চমৎকার লাগতেছে।
আপনি খুবই চমৎকার ভাবে আপনার দিনলিপি শেয়ার করেছেন আমাদের সাথে।
এত সুন্দর করে দিনলিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময়।

আসলে বন্ধুরা সবার কাছে যা যা টাকা ছিল তাই একসাথে করে বাজার করে ছিলাম। আমার জানা মতে এটা কে চাঁদা বলে না আপনি হয় তো ভুলে লেখে ফেলেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 7 months ago 

আপনার সারাদিনের কার্যক্রম পড়ে খুব ভালো লাগলো। সারাদিন রোজা রাখার পর সন্ধ্যার দিকে একটু পেপে বা তরমুজ খেলে তৃপ্তি লাগে।
আপনার বন্ধুদের সাথে ইফতারের পার্টিটা বেশ ভাল ছিল।

সারাদিনের সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার কাটানো দিনের কার্যক্রম গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম।আর সন্ধ্যায় সত্যি এই সব খাবার গুলো অনেক শান্তি দেয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন। আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 80610.66
ETH 3119.79
USDT 1.00
SBD 2.71