Better Life with Steem|| The Diary Game||25 November 2023||

in Incredible Indialast year
" হ্যালো স্টিমিট বন্ধুরা "
Picsart_23-11-26_23-27-41-588.jpg

Editing by PicsArt

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো,আমার কাটানো গতকাল এর সকল কার্যক্রম গুলো। আপনারা আমার আগের পোস্ট টি দেখে থাকলে জানাবেন যে আমি বর্তমানে খালার বাসায় আছি।আর আমার খালার বাসায় গতকাল টাই ছিলো এইবার বেড়াতে আসার ফাস্ট দিন।আর এই প্রথম দিনটি আমাদের কেমন কাটলো তা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম।আমি এই টুকু বলতে পারি আপনারা আমার পোস্ট টি সম্পূর্ণ পড়লে বোরিং ফিল করবেন না।তো যাই হোক আমি পোস্ট এর মূল বিষয় বস্তুর দিকে চলে যাই।

👑 ❣️ সকাল বেলা ❣️ 👑

IMG_20231125_115332-01.jpeg

সকাল বেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসি। আর তার পরে আমাকে আমার খালা সকালে নাস্তা খেতে দেয়। আর নাস্তায় ছিলো দুধ চা আর সাথে কিছু বিস্কুট। আপনারা আমার আগের দিনের কিছু পোস্ট দেখলে বুঝতে পারবেন যে আমি সকাল বেলা বেশি ভাগ সময় সিঙ্গারা খেয়ে থাকি কিন্তু খালার বাসায় আছি বলে সেটা আর হলো না।আর এমনিতে চা খেয়ে আমার কাছে খারাপ লাগছে তা না অনেক ভালোই লাগছিলো।

IMG_20231125_182848-01.jpeg

চা খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি কাপ গুলো রান্না ঘরে রাখার জন্য গিয়েছিলাম। আর তখন আমাকে খালা একটি পেয়ারা পিছ পিছ করে কেটে দেয় খাওয়ার জন্য।আমি তার পরে পেয়ারা নিয়ে আমি যে রুমে থাকি সেখানে চলে আসি আর তার পরে পেয়ারা গুলো খেয়ে নিয়ে ছিলাম।

🖤 🍁 দুপুর+বিকাল 🍁 🖤

IMG_20231125_195228-01.jpeg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...BQjvtEg4tFVYxmkvPHmnKyVJn9eQTvcQPVJ6tkuqxerzDNbkYyx4cfPS8bB8YmTq3wQKwKg8w4jUuF85vMzx4WW5ag4EhwroVKZm8ceiuH8rN58mnXGmRWW4U6.png

IMG_20231126_140836-01.jpeg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...BQjvtEg4tFVYxmkvPHmnKyVJn9eQTvcQPVJ6tkuqxerzDNbkYyx4cfPS8bB8YmTq3wQKwKg8w4jUuF85vMzx4WW5ag4EhwroVKZm8ceiuH8rN58mnXGmRWW4U6.png

দুপুরে আমি গোসল করে এসে আমার খালাতো ভাই কে নিয়ে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে সামনের মসজিদে চলে গেলাম আর সেখান আমরা জামায়াতের সঙ্গে নামাজ আদায় করে বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমাকে আমার খালা খাবার খেতে দেয়। দুপুরে আমি খেয়েছিলাম গরুর মাংস আর পোলাও সাথে ছিলো শসা,গাজর এই সব দিয়ে আমি খাওয়া শেষ করি আর তার পরে আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় গিয়ে বসি।

IMG_20231126_130421-01.jpeg

বিকাল বেলা আমি আমার খালাতো ভাই এর সাথে কিছু সময় কাটিয়েছি।আর আমার কাছে ওর সাথে সময় কাটিয়ে অনেক ভালোই লাগলো।আমরা দুই জনে গাড়ি নিয়ে খেলা করি।আমরা পুরো বিকাল বেলা টাই এই রকম করে খেলাধুলার মধ্যে দিয়ে কাটিয়ে দিয়েছিলাম।

💞 💥 সন্ধ্যা+রাত 💥 💞

IMG_20231125_195458-01.jpeg
IMG_20231126_115411-01.jpeg

সন্ধ্যা খালা নিজে আমাদের সবার জন্য পিঠা বানিয়ে নিয়ে আসে।আর পিঠা গুলো খেয়ে অনেক ভালোই লাগলো শীতের দিনে পিঠা এমনিতেই অনেক ভালো লাগে।আর খালা যে পিঠা ২ টা বানিয়ে ছিলো তা হলো ভাপা পিঠা আর চিতই পিঠা।

IMG_20231125_185306-01.jpeg

পিঠা খাওয়া হয়ে গেলে আমি আমার খালার সাথে একটা সেলাই মেশিন সারানোর জন্য গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে দোকান দার মেশিন টা দেখে বলে ৩০ মিনিট সময় লাগবে আর তার পরে আমরা ৩০ মিনিট অপেক্ষা করে সারিয়ে নিয়ে আসি।

IMG_20231125_134856-01.jpeg

বাসায় আসার পরে আমরা রাতের খাবার খেয়ে ছিলাম।আর রাতে খাবার হিসাবে ছিলো চিংড়ি মাছ , কচুর লতি দিয়ে ইলিশ মাছ, আর সিম আলুর তরকারি।এই সব দিয়ে খেয়ে আমরা ঘুমিয়ে পড়ে ছিলাম।

" তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন "
Sort:  
Loading...

I can see that you have spent a nice day. Prone is my favourite curry. I also like the picture of your cakes.

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার পর এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য। আমি আপনার এই রকম আরও ও কমেন্ট এর আশা করছি। আমার বিশ্বাস আমি খুব তাড়াতাড়ি পাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 11 months ago 

আবারো সুন্দর একটি দিন অতিবাহিত করলেন। এবং আপনার ব্যস্তময় দিনের কাজকর্ম আমাদের সাথে শেয়ার করেছেন। ভাপা পিঠা আমার খুব প্রিয় একটা পিঠা। অনেক দিন খাওয়া হয় না।

শীতে আমার কাছে সব ধরনের পিঠা ভালো এবং অনেক সুস্বাদু লাগে।আর আপনার মতো আমার ও ভাপা পিঠা অনেক পছন্দের। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 11 months ago 

বাহ খালাতো ভাই এর সাথে বিছানায় গাড়ি নিয়ে খেলা আসলেই অ নেক মজার। পাশাপাশি শীতের প্রধান পিঠা হিসেবে ভাপা ও চিতই অনন্য। অনেক মজাদার পিঠা, যদিও এবছর এখনো আমার খাওয়া হয় নি। তবে আপনার পোস্টে দেখে লোভ হচ্ছে।

আমার খালাতো ভাই আমার সাথে মিশতে অনেক পছন্দ করে আর আমিও অনেক পছন্দ করি।আমি খালার বাসায় যাওয়ার বিশেষ কারন হলো এই ছোট ভাই।আর আমি ওর সাথে খেলা ধুলা করে অনেক আনন্দ পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 11 months ago 

হ্যাঁ, কালাতো ভাই দের সাথে সবারই মজার স্মৃতি থাকে। আপনার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। অটুট থাকুক আপনাদের এই বন্ধন।

 11 months ago 

আপনার সম্পূর্ণ ডেলি গেমটা পড়লাম পরে বুঝতে পারলাম। আপনি আপনার খালার বাড়িতে এবং খালাতো ভাইকে নিয়ে খুব আনন্দে আছেন । আসলে মনের ভিতর আনন্দ থাকাটাই শরীরের জন্য অনেক ভালো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সারাদিনই দিনলিপিগুলো আমাদের সাথে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন থ্যাঙ্ক ইউ।

আমি খালার বাসায় আসছি বাড়িতে অনেক দিন ধরে ভালো লাগছিলো না।আর খালাতো ভাই কে নিয়ে আমার দিন এখন অনেক ভালোই কাটছে।আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ পোস্ট টি পড়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টি সম্পূর্ণ পরে আপনার সুন্দর একটি মতামত জানিয়ে দিয়েছেন থ্যাংক ইউ ।

আপনার সারা দিন তো আজ খাওয়ার উপরউ কেটেছে। বেশ ভোজনপূর্ন দিন কাটিয়েছেন আপনি বিকালে ছোট ভাইয়ের সাথে খেলাধুলা করেছেন।আবার সন্ধ্যা লাগলে আপনার খালা পিঠা তৈরি করে এনেছে।সব মিলিয়ে ভালো লাগল আপনার পোস্টটি পড়ে।ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য।সারা দিন অনেক কিছু খেয়েছি ।সব থেকে মজা দার খাবার ছিলো পিঠা আমার কাছে অনেক ভালো লাগছিলো।আপনি শীতের পিঠা খেয়েছেন নাকি তা আমাকে জানাবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।আমি এই রকম আরও কমেন্ট এর জন্য অপেক্ষা করছি।

শীতের পিঠা এখনো বাড়িতে করে খাওয়া হয়নি তবে বাইরে থেকে গত সপ্তাহে কিনে খেয়েছিলাম। তবে বাইরের পিঠায় আর বাড়ির স্বাদ পাওয়া যায় না।

আমি বাহিরে অনেক বার খেয়েছি কিন্তু আপনার মতো বাসায় বসে মায়ের হাতে করা পিঠার স্বাদ পাওয়া যায় নি।আমি তাই মাকে বলে বাসায় বসে ২ বার পিঠা খেয়েছি।আর আশা করি আপনাদের বাসায় ও খুব তাড়াতাড়ি শীতের পিঠা বানানো হবে। ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

হ্যাঁ ভাই,খুব শীঘ্রই আমিও আপনাদের মতো পিঠার স্বাদ নিব।

 11 months ago 

আপনার আপনার খালার বাসায় আপনি বেশ সুন্দর দিন পার করছেন। যদি আপনি সকাল বেলার সিঙ্গারা থাকেন। কিন্তু এখন চা বিস্কিট খেয়ে আপনাকে সকালটা শুরু করতে হয়েছে। দুপুরের খাবার খেয়ে খালাতো ভাইয়ের সাথে কিছুক্ষণ খেলাধুলা করেছেন।

শীতকাল মানেই তো শীতের পিঠা। আর শীতের পিঠা হিসেবে ভাপা পিঠা পিঠা অনেক বেশি পরিচিত।আপনার খালা আপনাদের জন্য পিঠা তৈরি করেছেন পিঠা খাওয়ার মেশিন সারানোর জন্য দোকানে গিয়েছেন। বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছেন। আনন্দের সাথে আপনার দিনটা পার হয়ে গেল। ভালো থাকবেন।

আপনি অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন আমার পুরো পোস্ট টি পড়ার পর।আমি সিঙ্গারা খেতে অনেক পছন্দ করি কিন্তু খেতে পারি নি তাঁতে দুঃখ নাই।আর ভাই এর সাথে খেলাধুলা করতে অনেক ভালো লাগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।আর এই রকম আরও কমেন্ট পাওয়ার জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।আর আমি এর থেকে ভালো পোস্ট শেয়ার করার চেষ্টা করবো।

 11 months ago 

আপনার খালার বাসার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপন করেছেন।।

খালা মানে মায়ের মত আরেকটা অক্সিজেন।। মায়ের পড়ার অবস্থানে খালার বলে আমার মনে হয়।।

খালার বাসায় বেশ আনন্দে দিন পার করতেছেন আর খাওয়া-দাওয়া কোন কমতি হচ্ছে না আজকে অনেক কিছুই খেয়েছেন যেটা আপনার পোস্ট দেখলেই বোঝা যায়।।

খালার বাসায় বেশ কিছুদিন থেকে আসেন দেখবেন অনেকটা মোটা হয়ে গেছেন 😊

আপনি অনেক সুন্দর কিছু কথা বলেছেন যা আমার কাছে অনেক ভালো লাগলো। আমার খালা সত্যি কথা বলতে অনেক ভালো এবং আমাদের পরিবারের সকল সদস্য কে অনেক ভালো ভাসেন। খালার বাড়ি গেলে আমার তাই অনেক ভালোই লাগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম আরও কমেন্ট এর জন্য অপেক্ষা করছি।

 11 months ago 

প্রতিটি খালাই অনেক ভালো হয় তার ভাগ্নেকে নিজের ছেলের মত মনে করেন আর আদর করে থাকেন।

 11 months ago 

বিভিন্ন জায়গায় শীতকালীন পিঠা দেখে অনেক লোভ হচ্ছে, আপনার খালা আপনাদের সবার জন্য পিঠা তৈরি করে নিয়ে এসেছে পিঠা গুলো খেতে অনেক স্বাদ যেটা আপনি উল্লেখ করছেন।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার আরও একটি দিনের কার্যাবলী আমাদের কাছে শেয়ার করার জন্য।

শীতের দিনে পিঠা খেতে ভালো লাগে না এমন লোক খুঁজে পাওয়া যায় না।আপনার মতো আমার ও অনেক পছন্দের পিঠা।। আপনি অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন।খালার হাতে পিঠা খেয়ে আমার দিনটা অনেক ভালো কাটলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.030
BTC 82470.22
ETH 3177.63
USDT 1.00
SBD 2.82