Better Life with Steem|| The Diary Game||24 November 2023||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার কাটানো গতকালের সকল কার্যক্রম গুলো।আমি গতকাল আমার খালার বাসায় আসছি।আর খালার বাসায় আমি কিছু দিন থাকবো।আর এই কথাটা বলার কারন হলো শীতের সময় কার কার বেড়াতে ভালো লাগে তা আমাকে জানাবেন..?। আমার কাছে ভালোই লাগে।
গতকাল সকাল বেলা আমাকে আমার ছোট বোন ঘুম থেকে উঠিয়ে বলে আমার জন্য বাহির থেকে কিছু নিয়ে আসো আমার খুদা লাগছে।আর তার পরে আমি ফ্রেশ হলাম আর তার পরে বাসা থেকে বের হয়ে হোটেলে গিয়ে ১০ টাকা দামের ৫ টা সিঙ্গারা নিয়ে আসলাম। সেখান থেকে আমি ২ টা সিঙ্গারা আর মা ও ছোট বোন কে ৩ টা সিঙ্গারা দিলাম। দুই টা খেয়ে আমার পেট ভরে যায়।আর আমার সকাল বেলার খাবার এটাই ছিলো গতকাল।
খাওয়া হয়ে গেলে আমাকে আমার মা বলে বাজারে গিয়ে ডিম আর জামা কাপড় ধোঁয়ার গুড়া নিয়ে আয়।আমি তার পরে মার কাছ থেকে ৩০০ টাকা নিয়ে বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে সব কিছু নেওয়ার পরে মোট দাম হয় ২৩০ টাকা।আর আমি টাকা দিয়ে বাসায় চলে আসি।
বাসায় এসে আমি আমার কিছু জামা কাপড় ধুয়ে ছিলাম।আর ধোঁয়া হয়ে গেলে ছাদে গিয়ে রোদ দিয়ে আসি সব গুলো।এসে আমি সেই সময় গোসল করে ফেলি কারণ জামা কাপড় ধোঁয়ার সময় আমি অনেক টা ভিজে গেছিলাম। গোসল করা হয়ে গেলে আমি এসে একটু ফোন দেখি।
দুপুর ১ টা বাজার পরে আমি জুমার নামাজ আদায় করতে মসজিদে চলে যাই। মসজিদের সামনে গিয়ে দেখি ১:১৫ বাজে। ভিতরে গিয়ে আমি সুন্নাত নামাজ আদায় করি ।আর তার পরে হুজুরের আলোচনা শুনি। আলোচনা শেষ হয়ে গেলে ফরজ নামাজ আদায় করি আর তার পরে আমি বাসায় চলে আসি।
বাসায় এসে আমি দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া হয়ে গেলে আমি খালার বাসায় যাবো বলে কিছু জামা কাপড় গুছিয়ে নিলাম।আর তার পরে একটু বিশ্রাম নিলাম।
৩:৩০ টা বাজার পরে আমি বাসা থেকে বের হয়ে পরি খালার বাসায় যাওয়ার জন্য।আর আমার খালার বাসা হলো বরিশালের নতুল্লাবাদ।আমি বাসা থেকে ২ মিনিট হেঁটে বাস স্ট্যান্ড এর কাছে চলে আসি আর সেখান থেকে ১২০ টাকা দিয়ে একটা টিকেট নিয়ে আমি বাস এর ভিতরে গিয়ে বসি।
সন্ধ্যা যে সময় হয় সেই সময় আমি বাকেরগঞ্জ এসে পৌঁছে ছিলাম।আর সেখান থেকে বরিশাল এর ভিতরে আসতে আমার সময় লাগে ৩০ মিনিট। পৌঁছানোর পরে একটি অটো করে আমি বাসার সামনে চলে আসি।
বাসায় আসার পরে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম।আর তার পরে আমাকে আমার খালা লুডুস খেতে দেয়।আর সাথে ছিলো শসা।খাওয়া হয়ে গেলে আমি একটু বসে থাকি ।
ইশার ওয়াক্ত হলে আমি আর আমার খালাতো ভাই নামাজ আদায় করতে মসজিদে চলে যাই। নামাজ আদায় করা হয়ে গেলে আমরা আবার বাসায় চলে আসি।
বাসায় এসে আমি আমার খালাতো ভাই এর সাথে কিছু সময় খেলাধুলা করি আর কিছু সময় ফোন দেখি।এই রকম করতে করতে রাত ১০ টা বাজে আর আমরা বাসার সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পরি।
আমাদের সাথে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার দিনের কার্যক্রম এবং আনন্দের মুহূর্তগুলো আমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন।এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার পর পোস্ট রিলেটেড কমেন্ট করার জন্য।আমি জেনে খুশি হলাম যে আপনার কাছে আমার পোস্ট টি ভালো লেগেছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম কমেন্ট করার চেষ্টা করবেন সব সময়।
আপনার পোস্টটি পড়ে তার বেশ ভালো লেগেছে এর আগেও কিছু পোস্টে দেখেছি সিঙ্গারা আপনি বেশ পছন্দ করেন আমিও করি, ধন্যবাদ জানতে পারলাম সারাদিন কি কি করেছেন
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার পর এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য। সত্যি কথা বলতে সিঙ্গারা আমার অনেক পছন্দ সকালে খাবার জন্য তাই আমি বেশি ভাগ সময় খেয়ে থাকি আর আপনাদের সাথে শেয়ার করি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
ধন্যবাদ কমেন্টের রিপ্লাই করার জন্য
আপনার সারা দিনের কার্যক্রম গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনি বাসে করে খালার বাসায় যাচ্ছেন।তা দেখে আমার ও খুব মেতে ইচ্ছে করছে আমার খালামনির বাসায়। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন সবসময়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার পর পোস্ট রিলেটেড কমেন্ট করার জন্য। আমার মতে আপনার খালামনির বাসায় যাওয়া উচিত কারণ আপনার যেতে অনেক ইচ্ছা করছে। আমাদের উচিত এই ছোট জীবনে যা চায় তা করা কিন্তু সৃষ্টিকর্তা আবার সব কিছু বোঝার জন্য আমাদের জ্ঞান দান করেছেন তাই ভালো যে জিনিসটা করতে ইচ্ছা করবে সেটা করা ঠিক। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
হে ভাইয়া যআব।তবে সামনে আমার মেডিক্যাল ফাইনাল পরীক্ষা। তাই পড়াশোনার চাপ খুব। দোয়া করবেন।কেন খুব দ্রুত ই যেতে পারি। ধন্যবাদ আপনাকে।
আপনার একটি দিনের কার্যাবলী পড়ে অনেকটা ভালো লাগছে জানতে পারলাম আপনার বাড়ি থেকে খালার বাড়ি যেতে হলে বাসের ভাড়া কত লালে
আমরা আশায় রইলাম নতুন দিনের দিনালিপি নিয়ে আমাদের সাথে যুক্ত থেকে এভাবে শেয়ার করবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার পর এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য। আমার কাছে সত্যি অনেক ভালো লাগে যখন শুনতে পারি আমার পোস্ট টি পড়ে কেউ কিছু জানতে এবং শিখতে পেরেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
শীতের দিনে ঘুরতে যাওয়ার মজাই আলাদা।।আমি প্রতি শীতেই আমার বাবার বাড়ি কুষ্টিয়া তে বেড়াতে যাই।।
আপনি সকাল থেকে নাশতা করেছেন,,আবার আপনার মায়ের কথা মতো বাজারে গিয়েছেন,, নিজের কাপড় নিজেই কেচেছেন এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে।।
এরপরে নামাজ পাড়ে দুপুরের খাবার খেয়ে আপনার খালার বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছেন এবং সেখানে গিয়ে নাস্তা করে নামাজ আদায় করে খালাতো ভাইয়ের সাথে সময় কাটিয়েছেন।। বেশ ভালোই কেটেছে আপনার গত কালকের দিনটি,, আশা করি আপনার প্রতিটি দিনই এমন ভালো কাটুক।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর ভাবে একটা কমেন্ট করার জন্য। আপনি এই বার ও বাড়ি গিয়ে বেড়িয়ে আসেন।আর আমি আমার জামাকাপড় নিজেই ধুয়ে থাকি । ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম আরও কমেন্ট করবেন বলে আমি আশা করছি।
জি ভাইয়া যাওয়ার ইচ্ছা আছে কিন্তু দেশের অবস্থা চিন্তা করে সাহস হয়ে উঠছে না।
ধন্যবাদ ভাইয়া আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য।
আপনি সকালে ঘুম থেকে উঠে ছোট বোনের জন্য সিঙ্গারা কিনেছেন। তারপর আপনি ডিম ও জামা কাপড় ধোঁয়ার গুড়া কিনেছেন। তারপর আপনি কাপড় ধুয়ে দিয়েছেন। তারপর আপনি নামাজ পড়েছেন। তারপর আপনি বাড়ি এসে দুপুরের খাবার খেয়েছেন।
তারপর আপনি আপনার খালাদের বাড়িতে বেড়াতে গেছেন। তারপর আপনি আপনার খালাদের বাড়ি বাড়ি থেকে রাতের খাবার খেয়েছেন। আপনার দিনলিপি পড়ে আমার খুবই ভালো লেগেছে।
সিঙ্গারা আমার কাছে অনেক ভালো লাগে সকাল বেলার নাস্তা হিসাবে আর তাই আমি বেশি ভাগ সময় খেয়ে থাকি।আর আমি সব সময় আমার নিজের জামাকাপড় নিজেই ধোঁয়ার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।আর এই রকম আরও কমেন্ট করবেন বলে আমি আশা করছি।
ঠিক আছে ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার সারাদিনে কার্যকরী গুলো এবং আনন্দের মুহূর্তগুলো আমাদের কাছে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন।থ্যাঙ্ক ইউ
আমি জেনে খুশি হলাম যে আপনার কাছে আমার পোস্ট টি ভালো লাগছে।আর আমার পোস্ট টিতে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।আর আমি আশা করছি যে এই রকম আরও কমেন্ট আমি পাবো আমার পোস্ট এর ভিতরে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টে আবার আপমার রিপ্লাই করার জন্য থ্যাঙ্ক ইউ।
বাসায় ছোট বোন থাকলে অনেক রকম বায়না করে খাওয়ার জন্য।। আর এই গুলো পূরণ না করলে মন খারাপ করে।।
আপনার আম্মু বাজার থেকে ডিমও পাউডার নিয়ে আসতে বলে আর আপনি সেটা নিয়ে আসেন।।
আজকে আপনি আপনার খালা আমার বাসায় গিয়েছিলেন।। আর চাইতে বেশ সময় লেগেছে যেটা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম।।
ধন্যবাদ আপনাকে আপনার একটি দিনের কার্যক্রম এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। ছোট বোন মানে একটি আবদারের ভান্ডার । আমি আগামী পোস্টে শেয়ার করেছি যে একটি গাড়ির জন্য আমার ছোট বোন আবদার করে আর তাই আমার কাছে টাকা না থাকায় আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে তাকে গাড়িটি কিনে দিয়েছিলাম ২৪০০ টাকা দিয়ে। আর এখন গাড়ি থেকেই সে নামতেই চায়না। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই প্রতিদিনের মতো আজও আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য।
আপনি দিনের এক অংশে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছেন আপনিও আপনার খালাতো ভাই। আসলে জামাতে নামাজ আদায় করা ফজিলত সবচাইতে বেশি।
বেশ ভালো লাগলো আপনার একটি দিনের কার্যক্রম পড়ে আপনার জন্য দোয়া রইল ভালো থাকবেন।
মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ না পড়লে কেমন জানি শয়তানে ধরে সেই নামাজ আর পড়া হয়না।আর তাই আমি বেশি ভাগ সময় জামায়াতের সঙ্গে নামাজ আদায় করি কিন্তু মাঝে মাঝে ছুটে যায়। ভাই আপনাকে অসংখ্য এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।