Better Life with Steem|| The Diary Game||22 April 2024||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার কাটানো আজকের দিনের সকল কার্যক্রম গুলো।
🌺🥀 সকাল বেলা+দুপুর বেলা 🌺🥀 |
---|
আজকে সকাল বেলা আমি ঘুম থেকে উঠে ছিলাম ৭ টার দিকে। আজকে সকাল বেলা আমাদের এইখানে কারেন্ট গেছিল তাই আমার একটু তাড়াতাড়ি ঘুম ভেঙ্গে গেছিল গরমে।আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম এরপরে কিছুক্ষণ বেলকুনিতে বসলাম। এরপরে আমাকে আমার মা বললেন বাজারে যাওয়ার জন্য আমি তার পরে মায়ের কথা মতো বাজারে গেলাম মায়ের কাছ থেকে টাকা নিয়ে। বাজারে গিয়ে আমি প্রথমেই কিনতে গেছিলাম মাছ।আর মাছ কিনতে গিয়ে তো আমার কোন ও মাছ নিতে ইচ্ছা করছিল না কারণ মাছ দেখতে তেমন বেশি তাজা ছিল না। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি রাম সোস মাছ নিলাম আদা কেজি ৪০০ টাকা দিয়ে।আর তার পরে নিয়ে ছিলাম তেলাপিয়া মাছ ২ কেজি।
মাছ কিনা হয়ে গেলে আমি গেলাম কিছু সবজি কেনার জন্য।সবজি বাজারে গিয়ে আমি কাঁচামরিচ আর পটল নিয়ে ছিলাম।আর তার পরে আমি ১ কেজি মিঠা নিয়ে ছিলাম।আর মিঠা আমাকে আমার মা নিয়ে আসতে বলেছিলেন কি করবে তা আমি এখন ও জানি না তাই আপনাদের সাথে শেয়ার করতে ও পারলাম না তার জন্য দুঃখিত।
আমি এরপরে বাজার থেকে বাসার সামনে চলে আসলাম একটা রিস্কা করে। বাসার সামনে এসে একটা হোটেল থেকে ১০ টা সিঙ্গারা নিলাম খাওয়ার জন্য। বাসায় এসে আমি মায়ের কাছে সব বাজার দিয়ে দিলাম। বাজার গুলো দিয়ে আমি সিঙ্গারা খেতে বসে পড়লাম।আমি ৪ টা সিঙ্গারা খেয়ে ছিলাম আর বাকি গুলো আমার মা আর ছোট বোন খেয়ে ছিলেন।
সিঙ্গারা খাওয়ার পরে আমি আমার কিছু জামাকাপড় ধোঁয়ার জন্য ভিজিয়ে রাখলাম।আর তার পরে আমি শুয়ে শুয়ে কিছুক্ষণ ফোন দেখলাম। এরপরে দুপুর ১:৩০ টার দিকে আমি জামাকাপড় গুলো ধুয়ে দিলাম আর সে গুলো আমার মা রোদে শুকানোর জন্য দিয়ে ছিল। আমি এরপরে গোসল করে নিলাম। গোসল করা হয়ে গেলে আমি দুপুরের খাবার খেতে বসে ছিলাম। খাওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লাম।
🌼🥀 বিকাল বেলা+ সন্ধ্যা বেলা 🌼🥀 |
---|
আমি এরপরে বিকাল ৫ টার দিকে উঠে একটু বাহিরে বের হলাম। বাহিরে বের হওয়ার পরে আমার সাথে দেখা হলো আমার বন্ধু ইমরানের। এরপরে আমি ইমরান কে নিয়ে চলে গেলাম আমার বাকি সব বন্ধুদের কাছে। বন্ধুদের কাছে যাওয়ার পরে আমরা সবাই একসাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম।আর আড্ডা দেওয়ার ভিতরে আমি আর ইমরান একটা সেলফি তুলে ছিলাম।এরপরে আমরা সবাই বাজারে চলে আসলাম। বাজারে এসে একটা হোটেলে বসে পুড়ি আর পেঁয়াজু খেয়েছিলাম।
সন্ধ্যার পরে আমরা সবাই প্রতিদিন মতো কলেজের ভিতরে এসে বসলাম।আর অনেকক্ষণ বসে থাকার পরে আমি আর আমার একটা বন্ধু গেলাম ডিম আর আটা আনার জন্য।আর এই গুলো আনার কারণ হলো আজকে ইমরান এর জন্মদিন তাই ওর সাথে একটু মজা করবো তাই।সব কিছু আনার পরে আমরা সবাই মিলে ইমরান কে ধরে ডিম আর আটা মাখিয়ে দিলাম। মাখানোর পরে আমি একটা ছবি তুলে ছিলাম ইমরানের।
💫🌺 রাতের বেলা 💫🌺 |
---|
রাত ৮ টার দিকে আমি ইমরান কে একটা রিস্কায় উঠিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি একটা কেক খেয়ে ছিলাম।আর কেক খেয়ে আমি পোস্ট লেখতে বসে ছিলাম।
ভাই প্রথমে জানাই শুভ জন্ম দিনের অনেক অনেক শুভেচ্ছা, তবে দেখতে পেলাম যে সমস্ত ডিম ও আটা আপনার মাথায় আপনার বন্ধুরা কি আপনার মাথাটা রুটি বানাতে চেয়েছিল।
ভাই কিছু মনে কইরেন না মজা করলাম,
তো যাইহোক আপনার একটি দিনের কার্যক্রম বেশ সুন্দর করে আমাদের কাছে শেয়ার করেছেন এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার পরবর্তী দিনালিপি পড়ার অপেক্ষায় রইলাম।
ভাই জম্মদিন টা আমার ছিল না আমার বন্ধুর ছিল।আর আপনি এতো সুন্দর একটি কমেন্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ও এখানে আমার একটু মিসটেক হয়েছে আপনার বন্ধুর জন্মদিন ছিল সেখানে আপনারা সবাই মিলে আনন্দ করছেন যাই হোক বন্ধু জন্মদিন অনেক ভালোভাবে উপভোগ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের সুন্দর একটা রিপ্লাই দেওয়ার জন্য।
আসলে ভাই আপনি হয়তো বা খেয়াল করেননি তাই এমনটা হয়েছে আসলে মানুষ মাত্রই ভুল এটা আপনি না বলেও আমি বুঝতে পেরেছি।আসলে বন্ধুদের জম্মদিন আসলে অনেক ভালোই লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
আপনার সকল সাতটার দিকে ঘুম থেকে উঠেছিলেন। আসলে এত গরমের মাঝে ঘুমানোটাও কঠিন।
কারেন্ট না থাকার কারণে আপনি বারান্দায় গিয়ে বসে ছিলেন। এর কথা বাজারে গিয়েছিলাম ৪০০ টাকা দিয়ে রাম সোস মাছ কিনেছেন।
এই মাছের নাম আমি আগে কখনো শুনি নাই আর এটা কেমন আমার কোন আইডিয়াও নাই। তবে দামটা বেশ ভালোই।
বন্ধুর জন্মদিনে বেশ ভালোই আনন্দ করেছেন সবাই মিলে।
যদিও ব্যাক্তিগতভাবে এই ডিম আর আটা ময়দা মাখানোর কালচার খুব অপছন্দের একটা ব্যাপার আমার কাছে। কারন এটাকে অপচয় বলে মনে হয়।
ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।
ভালো থাকবেন সবসময়।
আসলে সকাল বেলা ঘুমানো কয়েক দিন ধরে খুব কষ্টকর হয়ে পড়েছে গরম এর জন্য।আর কারেন্ট না থাকলে বারান্দায় যাওয়া ছাড়া থাকা যায় না রুমে।আর বাজারে গেলে সব কিছুর দাম দেখলে মাথা ঘুরায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল।
TEAM 5
Congratulations! Your post has been upvoted through steemcurator08.আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমার পোস্টে ভোট দেওয়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
প্রথমেই আপনার বন্ধুর জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল। ঘুম থেকে উঠেই মায়ের কাছ থেকে টাকা নিয়ে মাছ কিনতে বাজারে গিয়েছেন। বর্তমানে যে গরমের অবস্থা তাতে দেখা যায় অল্প কিছুক্ষণই মাছ নরম হয়ে যায়। তারপরও আপনি একটু টাটকা দেখে মাছ কিনেছেন।
সারাদিনের খানিক মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে বন্ধুদের জন্মদিন আসলে ভালোই মজা হয় কারণ জন্মদিন হলো অনেক আনন্দময় একটি দিন আর এইদিনে আনন্দ করা যায় বিনা লিমিটে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি।