Better Life with Steem|| The Diary Game||11 January 2024||
![]() |
---|
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার কাটানো ১১ জানুয়ারি দিনের সকল কার্যক্রম গুলো।
🌺 সকাল বেলা 🌺 |
---|
![]() |
---|
আমি ঘুম থেকে উঠার পরে শুনলাম আজকে বিরিয়ানি রান্না করা হবে বাসায়।আর তাই আমাকে বাহিরে গিয়ে বিরিয়ানি মশলা আর চাউল আনতে পাঠায়।আমি সামনের দোকানে গিয়ে ৬০ টাকা দিয়ে এক পেকেট বিরিয়ানি মশলা কিনে নিলাম।আর চাউল নিয়ে ছিলাম ১৬৫ টাকা দিয়ে।আমি নিয়ে বাসায় চলে আসি। আসার পরে আমি খালার কাছে মশলা আর চাউল দিলাম।
![]() |
---|
আমি এর পরে রুমে গিয়ে ফোন দেখতে বসে গেলাম।আর কিছুক্ষণ পরে আমাকে আমার মা ডাক দিল ।আমি তাড়াতাড়ি করে মায়ের কাছে গেলাম। গিয়ে জিজ্ঞেস করলাম কিছু লাগবে,মা বললো ভিনেগার লাগবে আমি তার পরে ৫০ টাকা মায়ের কাছ থেকে নিয়ে দোকানে চলে গেলাম। গিয়ে ৪৮ টাকা দিয়ে এক বোতল নিয়ে আসলাম। আসার পরে মায়ের কাছে দিলাম আর মা সেটা মাংসের ভিতরে দিয়ে দিল।
![]() |
---|
আমাকে আমার মা বললো ফ্রিজ থেকে কয়টা কাঁচা মরিচ এনে দিতে পারো।আমি তার পরে কাঁচা মরিচ এনে দিলাম।আর আমি ফ্রিজে কোন শসা দেখতে পেলাম না তাই মাকে গিয়ে বলি মা শসা নেই বিরিয়ানি কি দিয়ে খাবো।মা বললো আমার মনে ছিল না আমি তার পরে মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে ২ কেজি শসা কিনে নিলাম ৯০ টাকা দিয়ে আর এক হালি লেবু 🍋 নিলাম ২০ টাকা দিয়ে। এরপরে বাসায় চলে আসলাম।
🌺 দুপুর বেলা + বিকাল বেলা 🌺 |
---|
![]() |
---|
বাসায় এসে দেখি ১২:৩০ টা বাজে।আমি তার পরে তাড়াতাড়ি করে গোসল করে নিলাম।এর পরে খালাতো ভাই কে নিয়ে নামাজ আদায় করতে গেলাম প্রতিদিন এর মতো। নামাজ আদায় করে বাসা এসে আমি দুপুরের খাবার খেতে বসলাম।আর আজকে দুপুরে খাবার তালিকায় ছিল বিরিয়ানি যা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন।
খাওয়া দাওয়া শেষ করে আমি বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে ছিলাম।আর আমি সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছি বলে শরীর দুর্বল লাগছিল আমি তাই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা আমি নিজেও জানি না। ঘুম থেকে আমাকে আমার মা ডাক দিয়ে উঠিয়ে ছিলো।আমি ঘুম থেকে উঠে দেখি ৫:২৩ বাজে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে।আমি উঠে মুখ ধুয়ে নিলাম।আর মুখ ধোয়ার সাথে আমি মাগরিবের নামাজ আদায় করবো বলে ওযু করে নিয়ে ছিলাম।
🌺 সন্ধ্যা বেলা + রাতের বেলা 🌺 |
---|
![]() |
---|
মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে আমি নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেলাম। নামাজ আদায় করে উঠে দেখি মা নামাজ আদায় করে চা বানাতে রান্না ঘরে চলে গেছে।আমি তার পরে চা খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকি রুমে বসে।চা বানানো সম্পূর্ণ হলে আমাকে ডাক দিল আর আমি খাওয়ার জন্য চলে গেলাম। গিয়ে চা এর সাথে মুড়ি, বিস্কুট নিলাম খাওয়ার জন্য।
![]() |
---|
আমি চা খাওয়ার পরে ফোন নিয়ে বসলাম আর কিছুক্ষণ পর আমার হালকা ক্ষুধা লাগে।আমি আমার খালাতো বোন কে বলি আমাকে একটা ডিম পোজ করে দে। সে প্রথমে পারবো না বলে দেয় আমি ভাবছি আমার হয়তো এখন ডিম পোজ খাওয়া হবে না কিন্তু কিছুক্ষণ পর দেখি আমার জন্য ২ টা ডিম পোজ করে নিয়ে আসছে।ডিম দুইটা খেয়ে নিলাম। খাওয়ার পরে আবার সেই একই কাজ ফোন দেখা।রাত বেশি হলে সবাই কে খাবার দিল আমরা একসাথে বসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম।
মাগরিবের আজানের সময় আপনি মাগরিবের নামাজ আদায় করে নিলেন এবং আপনি নামাজ শেষ করে দেখতে পেলেন আপনার মা নামাজ শেষ করে চা বানাতে চলে গিয়েছে এবং আপনি কিছু সময় বসে ছিলেন আপনার মা চা বানিয়ে আপনাকে ডাক দিলো এবং আপনি চায়ের সাথে মুড়ি বিস্কুট নিয়েছিলেন তারপরে আপনার খিদে লেগেছিল বলে আপনার খালাতো বোন কে বলেছিলেন একটি ডিম পোজ করে দেয়ার জন্য। আপনার সারাদিনে কার্যক্রম গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।
ভাই সন্ধ্যা বেলা নামাজ পড়ে এক কাপ চা আর সাথে কিছু হালকা খাবার না হলে যেন ও সন্ধ্যা বেলা টা শুরু হয় না আর এটা মা ও জানে তাই চেষ্টা করে সন্ধ্যা বেলা চা বানাতে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
সকাল থেকে এক বিরিয়ানির পিছে আপনাকে অনেকবার দৌড়াতে হলো। বেশ কয়েকবার আপনি দোকানে গেলেন বিভিন্ন জিনিস আনতে। অতঃপর দুপুরে বিরিয়ানি খেলেন। সন্ধার পরে চা খেলেন। রাতে আপনার খালাতো বোন আপনাকে দুইটা ডিম পোচ করে দিল। অতঃপর আপনি মোবাইল দেখায় ব্যস্ত হয়ে গেলেন। সব মিলিয়ে ভালোই দিন কাটালেন।
অনেক বার দৌড়ে ছিলাম কিন্তু তাতে আমার খারাপ লাগেনি আর তার কারণ হলো আমার কাছে বিরিয়ানি অনেক ভালো লাগে। আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার পর এতো সুন্দর একটি কমেন্ট করেছেন তার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সকালে উঠে দেখেন আজকে বিরিয়ানি রান্না করা হবে তার জন্য আপনাকে বাজারে যেতে বলে আর বিরিয়ানির জন্য মশলা চাল নিয়ে আসেন ৷ তারপর আবার বাজারে গিয়ে ভিনেগার নিয়ে আসলেন ৷ আর দুপুর বেলা বেশ মজা করে বিরিয়ানি খেলেন ৷ কিন্তু দুঃখের বিষয় হলো আমি এই পর্যন্ত বিরিয়ানি খেতে পারলাম না ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
ভাই আমাকে সেদিন যত বার বাজারে যেতে বলে তাতে আমার একটু ও খারাপ লাগবে না তার কারণ হলো আমার বিরিয়ানি অনেক পছন্দের একটা খাবার। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
ধন্যবাদ ভাই আমার মন্তব্যে রিপ্লে দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ বিরিয়ানি আমারও পছন্দ কিন্তু এখনো খাইতে পারি নাই ৷
ভাই আপনি আমার পোস্ট এর ভিতরে কমেন্ট করেছেন আমার পোস্ট টা সম্পূর্ণ পড়েছেন এখন রিপ্লাই টা দেওয়া আমার দায়িত্ব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি
আপনার জন্য শুভকামনা রইলো এভাবেই এগিয়ে যান আর সততার সাথে কাজ করতে থাকুন দেখবেন একদিন সফলতা আসবেই ৷
ভাই আমরা সবাই একসাথে একটি দল গঠন করে কাজ করে যেতে চাই আমরা একটা পরিবার।আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
বাসায় বিরিয়ানি রান্না করলে আনন্দ হয়।কারন বিরিয়ানি আমার খুব প্রিয় খাবার।তবে এখন নিজের বাসায় হোক কিংবা গ্রামের বাড়িতে হোক,বিরিয়ানি রান্নায় আমি অংশ নিই।
একটু কষ্ট হয়ে যায় তবে ভালোই লাগে।
আপনি আজ খুব সুন্দর দিন অতিবাহিত করেছেন।
আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
ভাই আমার পছন্দের জিনিস আপনি ও পছন্দ করেন শুনে মনটা অনেক ভালো হয়ে গেল ও।আর পছন্দের কিছু রান্না করলে সত্যিই অনেক ভালো লাগা কাজ করে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ভাই আমার পছন্দের জিনিস আপনি ও পছন্দ করেন শুনে মনটা অনেক ভালো হয়ে গেল ও।আর পছন্দের কিছু রান্না করলে সত্যিই অনেক ভালো লাগা কাজ করে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
পছন্দের জিনিস রান্না করলে আমার তো সেদিন শুধু খেতে ইচ্ছা হয়।কেমন একটা উতসব লাগে মনের ভিতর। তবে যতটা ভাবি ততটা খেতে পারিনা!!
ভাই আপনি একদম আমার মনের কথা টা বলেছেন আর আমি যেটা করি আপনিও সেটা করেন আসলে খাবার এর বেলায় কোন ও ছাড় নেই।তাই হোক আমার কমেন্ট এর রিপ্লাই করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ঘুম থেকে উঠে শুনলেন বিরিয়ানি রান্না হবে তার জন্য বিরিয়ানিতে যা যা দরকার সেগুলো আপনি বাজার থেকে কিনে নিয়ে আসলেন। বিরিয়ানি খেতে গেলে অনেক কিছুই আইটেম লাগে সেগুলো বাসায় না থাকার কারণে কয়েকবার বাজারে যেতে হলেও আপনার। তারপর দুপুরে বিরিয়ানি খেলেন। সন্ধ্যায় চা বিস্কিট খেলেন। তারপর রাতের বেলা দুটো ডিম পোচ খেয়ে আবার ফোনে কাজে লেগে গেলেন এবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেন।
ধন্যবাদ সারাদিনে কার্যক্রম গুলো আমাদের সাথে শেয়ার করলেন
বিরিয়ানি রান্না করতে যা যা লাগে তা আমি এনে দিয়ে ছিলাম আর এই সব আমি খুশি মনে করেছি কারণ বিরিয়ানি আমার অনেক পছন্দের। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
বিরিয়ানি খাবেন বলে সব গুলো বাজার করে ফেললেন। তবে এখন কার শশার থেকে কিন্তা ছোট ক্ষীরা গুলো বেশি মজার খেতে। বিরিয়ানী মজা করে খেলেন। বিকেলে আবার চা খেয়ে দুইটা ডিম পোচ খেয়ে ফেললেন। হেভভি খাদক লোক আপনি।
ভাই বিরিয়ানি আমার অনেক পছন্দ তাই যে কাজ বলেছে আমি তা হাঁসি মুখে সব করে ফেলেছি।শসা থেকে ক্ষীরা বর্তমানে অনেক ভালো লাগে একদম সঠিক। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
পছন্দের খাবারের জন্য কাজ তো করাই যায়। ভালো লাগলো ভাই কাজের বিনিময়ে বিরিয়ানি খাওয়ার গল্প শুনে। হাহাহা
আমার ও কথা এটা ভাই পছন্দের কিছু হলে কাজ করতে ও ভালো লাগে। আমার পোস্ট টি পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
ভিনিগার দিয়ে মাংস মেরিনেট করে রাখলে ভালো সফট হয় আর অনেকদিন ভালো থাকে। বিরিয়ানি দেখে তো বেশ ভালই লাগছে, মাংস নিশ্চয়ই বিরিয়ানি নিচে চাপা পড়ে আছে। আমি যে কবে দুধ চা ছেড়ে রং চা খাওয়া শুরু করতে পারবো।
ভাই এটা আমি ও আগে জানতাম না মাংসে ভিনেগার কিসের জন্য দেওয়া হয় তার পরে আমি আমার খালার কাছ থেকে জানতে পেরেছি আর এখন তো আপনি আবার বলেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আজ বাসায় বিরানি রান্না করবে তাই আপনি চাউল ও ও মসলা নিয়ে আসলেন।। আবার মাকে বলেছিলেন আর কি নেবে কার কাছে ৫০ টাকা নিয়ে আরো বাজার নিলেন।।
আর আপনার খালাতো বোন আপনার ভালোই যত্ন নিচ্ছে শুনে ভালোই লাগলো।।
ভাই বিরিয়ানির কথা শুনলে আমি সব কিছু করতে পারি ।আর বিরিয়ানি রান্না করবে তাই আমি সব কিছু আনতে খুব আনন্দের সাথে গেছিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
তার মানে বুঝতে পারলাম আপনার বিরিয়ানি অনেক বেশি পছন্দ। সত্যি কথা বলতে আমারও অনেক বেশি পছন্দ ।।
ভাই আমি বাসায় বলি মাঝে মাঝে রান্না করতে কিন্তু তেমন বেশি রান্না করে না।আর আপনার পছন্দ শুনে অনেক ভালো লাগলো আমার দলে একজন লোক পেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আজকেও আপনি আপনার ফ্যামিলির বাজার করার কাজে হেল্প করেছেন। আজকে যেহেতু আপনারা বিরিয়ানি রান্না করবেন। তাই আপনি বাজারে গিয়ে বিরিয়ানির সমস্ত উপকরণ কিনে নিয়ে এসেছেন। তবে বাসায় শসা না থাকার কারণে আবারও বাজারে গিয়ে শসা কিনে নিয়ে এসেছেন। তার সাথে লেবু বিরিয়ানি দুপুরবেলা গরম গরম খেতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
আমি এই কাজ টা প্রায় প্রতিদিনই করে থাকি বাজার করা আসলে আমি না গেলে আমার মা অথবা খালাকে যেতে হবে যেটা একটু ভালো দেখায় না আমি একটা ছেলে থাকতে তাড়া বাজারে যাবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।