🌺লেবু খাওয়ার উপকারিতা ও অপকারিতা 🌺

in Incredible India8 months ago
" হ্যালো স্টিমিট বন্ধুরা "
pexels-lisa-fotios-1047261.jpg

Source

আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি,লেবু 🍋 খাওয়ার উপকারিতা ও অপকারিতা। লেবু খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কষ্টকর। বাঙালি ভালো কিছু খাবার খাবে আর তার সাথে এক টুকরো লেবু থাকবে না এমন টা যেন ও সম্ভব না। একদিকে লেবু খাবার এর স্বাদ দিগুন করে দেয় আর অন্য দিকে এর গুনাগুণ বলে কমানোর মতো না। উপকারিতা আছে বলে যে সব সময় খেতে থাকবো এমনটা কিন্তু না। আমরা জানি অতিরিক্ত কোন ও কিছু ভালো না সেটা যাই হোক না কেন ও।আর তাই সব কিছু লিমিটের ভিতর রাখা ভালো।

pexels-ryan-baker-129574.jpg

Source

লেবুর রসে আছে ভিটামিন সি।আর ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।আর এর ধারা আমাদের সর্দি ,কাশি,থেকে শুরু করে অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়া যায়। লেবুর আমাদের শুধু রোগ থেকে মুক্তি দেয় তা না এটা রূপচর্চা থেকে শুরু করে খাবার এর মধ্যে পর্যন্ত সম্পর্ক আছে।প্রতিদিন একটা করে লেবু খাওয়া টাই ভালো আর বেশি খাওয়া ভালো না তা আমি এতই মধ্যে বলে দিয়েছি।তো আমরা এখন লেবুর কিছু উপকারিতা সম্পর্কে জানবো।

pexels-shvets-production-7195133.jpg

Source

লেবু খাওয়া উপকারিতা:-

❄রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
❄ ক্যান্সার থেকে মুক্তি দেয়।
❄ ত্বক উজ্জ্বল করে।
❄ লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা রক্তকে পরিচয় করে রাখে।
❄ শরীরে যতটুকু পানি প্রয়োজন তা সব সময় সঠিক নিয়ম বজায় রাখে।
❄ লেবু রক্তাল্পতা রোগ প্রতিহত করতে সাহায্য করে।
❄ লেবু শরীরের ph এর সমতা বজায় রাখে,আর তার জন্য অতি তাড়াতাড়ি রোগ প্রতিরোধ করা যায়।
❄ লেবুর রস খেলে জয়েন্টে জয়েন্টে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
❄ লেবুর রস খেলে পেটে ক্ষুধা কম লাগে আর তার জন্য অতি তাড়াতাড়ি ওজন কমতে থাকে।
❄ হজম শক্তি বাড়ায়।
❄ খাবারের স্বাদ বাড়ায়।
❄ সব সময় মুড ভালো রাখে।

আমরা লেবু খাওয়ার অনেক উপকারিতা জানতে পারলাম এখন এর অপকারিতা একটু জেনে নি:

pexels-karolina-grabowska-4021868.jpg

Source

লেবু খাওয়ার অপকারিতা:-

❄ লেবু সরাসরি খেলে আমাদের দাঁতের ক্ষয় হতে থাকে অতি তাড়াতাড়ি। আর সরাসরি বলতে বোঝানো হয়েছে যে কোন ও কিছুর সাথে না মিশিয়ে খাওয়া।
❄ লেবু খেলে গ্যাসের সমস্যা দেখা দেয়। আর যাদের এতই মধ্যে আছে তাদের আরো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে।
❄ লেবুর শরবত খেলে ঘন ঘন প্রসাব পায়, আর তার ফলে আমাদের শরীরে খনিজ লবণ কমে যেতে থাকে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81LV2Taw36yPRxufNrt2sijWtjPt6kzrf6NDRFxGaPNxTV83YcjEPpjmnTWFhW4iWWoxsJUsqYLYN4KybUavarrWkoCgWa.jpeg

pexels-arina-krasnikova-6653639.jpg

Source

লেবু খাওয়ার নিয়ম:-

লেবু কোন ও সময় সরাসরি খাওয়া যাবে না এতে উপকার থেকে ক্ষতি বেশি হবে। আর তাই লেবু খাবার এর সাথে মিশে খাওয়া উচিত আর অন্য দিকে লেবুর শরবত বানিয়ে খাওয়া যাবে।

" তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন "
Sort:  
 8 months ago 

আজকে আপনি স্বাস্থ্য বিষয়ক একটি পোস্ট করেছেন যেখানে লেবু খাওয়ার উপকারিতা ও অপকারিতা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।।

লেবু আমরা কমবেশি সকলেই খায়। কিন্তু এর উপকারিতা ও অপকারিতা আমরা অনেকেই জানিনা আমাদের প্রত্যেকেরই জানা উচিত লেবু খাওয়ার উপকারিতা অপকারিতা।

আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।

 8 months ago 

আপনাকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সব সময় এই কামনা করি।।

 7 months ago 

লেবুতে আছে ভরপুর ভিটামিন সি। ভিটামিন সি আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আজকে আপনি একটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটি পোষ্ট তৈরি করেছেন। যেটি আমাদের সবারই জানা খুব প্রয়োজন। আপনি আপনার পোষ্টের মাধ্যমে তুলে ধরেন যে লেবু খাওয়ার উপকারিতা এবং অপকারিতা দিকগুলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্যের উপকারিতা নিয়ে খুব সুন্দর একটি পোস্ট করলেন থ্যাংক ইউ।

Loading...

খুবই সুন্দরভাবে লেবুর উপকারীতা ও অপকারীতাগুলো আলোচনা করেছেন। আমি লেবুর উপকারীতা সম্পর্কে আবগত ছিলাম। আপনার পোস্টটি পড়ার মাধ্যমে লেবুর অপকারীতাগুলো জানতে পারলাম। ধন্যবাদ এরকম একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 months ago 

আপনি লেবুর উপকারিতা গুলো বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ৷ তাছাড়াও লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ৷ লেবু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারিতা ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 months ago 

ভিটামিন সি ভরপুর লেবুতে আর এই লেবু খাওয়ার উপকারিতা সম্পর্কে অধিকাংশ ব্যক্তি অবগত আছে তো যাই হোক আপনাদের এগুলো পড়ে লেবুর জাদুকারি গুনাগুন সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্য বিষয়ক একটি টিপস আমাদের কাছে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 months ago 

লেবু পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া কঠিন।এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন সি তে ভরপুর এই লেবর উপকারীতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 months ago 

লেবুর জাদুকরি ওষুধী গুণ ও উপকারিতার কথা আমরা সবাই জানি। কিন্তু আজকে আপনার পোষ্টের মাধ্যমে এর ক্ষতিকর দিকগুলো জেনে নিলাম।অবশ্যই আমি এরপর থেকে লেবু কোন কিছু সাথে মিশিয়ে খাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্টের জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 months ago 

লেবুর উপকারিতা নিয়ে চমৎকার লেখনী, পাশাপাশি কখন খাওয়া যাবে, কিভাবে খেতে হবে সেটিও সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 months ago 

আমি প্রতিদিন রান্না শেষে লেবু ব্যবহার করতে বেশ পছন্দ করি, তবে ভালো লাগছে আপনি লেবুর সম্পর্কে অনেক উপকারিতা শেয়ার করেছেন যেটা থেকে একটা শিক্ষনীয় পোষ্ট ছিল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 months ago 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 57962.42
ETH 3050.85
USDT 1.00
SBD 2.25