Better Life with Steem|| The Diary Game|24 December 2024||my life style
Hello everyone |
---|
সবাইকে শীতের সকালের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে, আজকের দিন লিপি টি শুরু করছি। সবাই পরিবারের সাথে আনন্দের দিন কাটাচ্ছেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আমারও কালকের দিনটি মোটামুটি ভালোই কেটেছিল আলহামদুলিল্লাহ।
প্রতিটা মুহূর্তের জন্যই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। তো এখন শুরু করছি সকাল থেকে রাত অব্দি কি কি কর্মকাণ্ড করে আমার দিনটি অতিবাহিত করেছিলাম।
সকাল বেলা |
---|
খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাঁটার জন্য ছাদে যাই ,আমি সাধারণত ছাদে ই হাঁটি মাঝে মাঝে নিচে নামি। ছাদে গিয়ে দেখলাম খুব কুয়াশা, কুয়াশার জন্য আশে পাশ কিছুই দেখা যাচ্ছিল না। একটি বড় আকারের চিল আমার মাথার উপর দিয়ে গেল খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। পরক্ষণেই তাকিয়ে দেখি পাশের ছাদে একটি খুঁটির মধ্যে বসে আছে। তাই আমি চিলের ছবিটা তুলে নিলাম। আপনাদের সাথে শেয়ার করব বলে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে সাদবাগানের দিকে তাকিয়ে দেখি পেঁপে গাছের উপরে শিশির বিন্দু গুলো অসাধারণ সুন্দর লাগছে, এই শিশির বিন্দু গুলোই হল শীতের সকালের সাক্ষী। হীরের মতো ঝলমল করছিল শিশির বিন্দু গুলো।
এতটাই কুয়াশা কিছুই দেখতে পারছিলাম না। তাই ৩০-৪০ মিনিটের মধ্যে হেঁটে বাসায় চলে আসলাম। বাসায় এসে নাস্তা খেয়ে, বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম।
শীতের মিষ্টি রোদ হেঁটে হেঁটে খানিকটা পথ গেলাম। আমার কোয়ার্টারে রাস্তা গুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ।প্রতিদিন সুইপার রাস্তাগুলো পরিষ্কার করেন ,সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখেন ।তাই হাঁটতে ও খুব ভালো লাগে।
মেইন গেট থেকে বের হয়েই গাড়ির স্ট্যান্ড। আমি একটি অটো রিকশা করে আশুগঞ্জ বাজারে চলে যাই। প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করে দুপুরের দিকে চলে আসি। এদিকে আমার কাজের মেয়ে সবকিছু কেটে ধুয়ে রেডি করে রেখেছিল ,তাই ঝটপট দুটি চুলায় রান্না বসিয়ে দেই।
রান্না শেষ হয়ে যাওয়ার পর ,হোম মেড প্যাক মুখে লাগিয়ে নেই, আমি প্রায়ই ত্বকের চর্চা করি। তবে নিয়মিত করা হয় না ব্যস্ততার কারণে। পনের বিশ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলি। সাথে সাওয়ার ও নিয়ে নেই।
দুপুর বেলা
আমার এখানে কয়েকদিন যাবৎ সকালের কুয়াশা কেটে রোদ উঠে ,দুপুরের বেলায় কেমন যেন একটা মেঘলা মেঘলা ভাব চলে আসে ।তাই দুপুরে আজ আর ছাদে যাওয়া হয়নি ,তাছাড়া সকালে বাহিরে গিয়েছিলাম অনেকটা ক্লান্ত লাগছিল । তাই একটু রেস্ট নিয়ে নিলাম। আজ বিকেলের রাস্তায় ছিল মম।
সন্ধ্যা বেলা
এই মম র রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করব সময় করে। সন্ধ্যার নাস্তা শেষ করে রুমটা একটু গুছিয়ে নেই।রুম গোছানো না থাকলে আমার ভালো লাগেনা, কেমন যেন অসমাপ্ত অসমাপ্ত লাগে মনে হয় সারাদিন কিছুই করা হয়নি ।
রাতের বেলা
তারপর খানিকটা সময় কমিউনিটির কাজ করি, কিছু পোস্টের রিপ্লাই দেই ,সবার পোস্টে গুলো পড়ি এবং নিজের মতো করে মন্তব্য করি। একেক একজন এক এক রকমের পোস্ট আমাদের সাথে শেয়ার করে ,যা পড়ে আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ পাই। আমি আজ রাতে কিছু খাইনি কারণ মম খেয়ে পেট ভরে গিয়েছিল, মোটেও ক্ষিধা লাগছিল না। তাই রাতের
ঔষধ সেবন করে শুয়ে পড়ি রাত ১১টার দিকে।
আমিও আমার সবকিছু আমার পোষ্টের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি ,সবার মাঝে আনন্দ বিলিয়ে দেওয়ার চেষ্টা করি ,ভালো রাখার চেষ্টা করি, নিজেকেও ভালো রাখতে চাই।
তো এভাবেই আমার ২৪শে ডিসেম্বর দিনটি অতিবাহিত হয় ।আপনাদের কাদের কিভাবে দিন কেটেছে সেগুলো শেয়ার করবেন ভালো লাগবে আপনাদের পোস্ট গুলো পড়ে ,খুব আনন্দ পাই মনের খোরাক মিলে।
তো আজ এই পর্যন্তই থাক বন্ধুরা। আমার ব্লগটি সময় ও ধৈর্য নিয়ে পড়ার জন্য ,আমি সবার কাছে কৃতজ্ঞ।
জীবনের প্রতিটি মুহূর্তে আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকি কারন তার কৃপা ছাড়া আমরা একটি মুহূর্তের জন্য এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ পাবো না ।আপনি সুন্দর ভাবে আপনার ২৪শে ডিসেম্বর সারা দিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন। সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন এবং আপনার লেখনীতেও বুঝতে পারলাম ।
আপনি নিয়মিত হাটাহাটি করেন ।এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে তাই কিছুটা সময় নিজের জন্য রেখেছেন। আপনি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাহিরে গিয়েছিলেন ।রান্না শেষে নিজের ত্বকেরও যত্ন নিলেন ।
আমাদের সবারই নিজের প্রতি যত্নশীল হওয়া উচিত কারণ ঘর সংসার সামলাতে সামলাতে আমরা নিজেদেরকে ভুলে যাই। প্রতিটি মেয়ের উচিত তার নিজের প্রতি একটু যত্ন নেওয়া। আপনার তৈরি করা মোম অনেক সুন্দর হয়েছে। দেখতে যেহেতু এত সুন্দর হয়েছে আশা করি খেতে অনেক সুস্বাদু হয়েছে।
একদমই ঠিক বলেছেন সৃষ্টিকর্তা কৃপা ছাড়া এক মুহূর্ত তোমাদের বেঁচে থাকা সম্ভব নয়। তাই জীবনটা উপভোগ করতে হবে। নিজেকে সময় দিতে হবে। নিজে সুস্থ থাকলে সংসারের কাজগুলো গুছিয়ে পড়া যায়। আমার জীবনটা আমার তাই আমি আমার মতো করে জীবনটাকে উপভোগ করবো। কে কি বলল তা নিয়ে বসে থাকবো না। সমাজে কিছু লোক আছে শুধু বলার জন্য তাদের কাজই শুধু বলা। ওদের কথায় পাত্তা না দিয়ে নিজের মতো করে চলতে শিখতে হবে। হ্যাঁ আপু আমি একটু সময় পেলেই রূপচর্চা করি তবে ঘরে থাকা উপকরণ দিয়ে ই করি। দিনক্ষণ ভেবে পড়ি না যখন যা পাই চোখের সামনে তাই দিয়ে ঝটপট করে ফেলি। বিশেষ করে আমি ব্যস্ত থাকতে পছন্দ করি। বসে থাকলে হাজারো চিন্তা মাথায় এসে চাপে। জামার মোটেও ভালো লাগেনা। তাই সদা হাস্যজ্জল থাকতে পছন্দ করি। ধন্যবাদ আপনাকে পড়ে মন্তব্য করার জন্য ।আজকে একটু ব্যস্ত ই ছিলাম ব্যস্ততার মধ্যেই কেটেছে আজকের দিনটি।
সকালে ঘুম থেকে উঠে কিছুটা সময় হেঁটেছেন নাস্তা শেষে করেছেন, এরপরে শীতের মিষ্টির রোদে মিটিমিটি পায়ে হেঁটে বাজারের দিকে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে এসেছেন।
মামু আমি খুব পছন্দ করি তবে খুব একটা ভালো সেফট দিতে পারি না। আঁকা বাঁকা হয়ে যায় তবে ,যে রকম হয় আমার আর কি খাওয়ার কাজ চলে যায়।😜
তবে হ্যাঁ একদিন সময় করে রেসিপিটা শেয়ার করবেন তাহলে শিখে নেওয়া যাবে।
ঠিক আছে আপু। আমি রেসিপি ধাপে ধাপে তৈরি করে রেখেছি শুধু দেওয়ার অপেক্ষা। এ প্লাটফর্মে যুক্ত হওয়ার পর থেকেই প্রতিটা জিনিস প্রমাণ রেখে দেই ।মোবাইলটা মনে হয় কি ফটোগ্রাফি করি ।সারাক্ষণই মোবাইল হাতে থাকে ।কেমন যেন একটা এটা ভাব কাজ করে।
তো অতি শীঘ্রই মম রেসিপি। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
একদম ঠিক তাই আমার তো এখন ফোন ছাড়া এক মুহূর্ত চলতে পারি না, আমি তো মাঝে মধ্যে বাথরুমে ফোন নিয়ে যাই এখন এমন অবস্থা হয়েছে আমার। 🤭
আমার শাশুড়ি আমাকে বলতে ছিল কি কাজ করো তুমি ফোনে সারাক্ষণ দেখি, ফোন হাতে কথা বল, তোমার মাথা কি ঠিক আছে নাকি গেছে। পরবর্তীতে মনে মনে বললাম এটা বোঝার মত উপায় আপনার নেই। 😁 হ্যাঁ সেটাই ভালো হবে শেয়ার করিয়েন মম আমার খুব পছন্দের।
আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার একটি দিনের কার্যক্রম গুলো, সর্বপ্রথমে মোমোর দিকে নজর গেলো, এটা আমার অনেক পছন্দের একটা প্রিয় খাবার 🥰কুয়াশার জন্য আশে পাশ কিছুই দেখা যাচ্ছিল না।এই কয়েক দিন চারপাশে কুয়াশাতে কিছুই দেখা যায় না, শীতের মিষ্টি রোদ হেঁটে হেঁটে খানিকটা পথ গেলাম।শীতের সকালে হাটলে শরীর সুস্থ থাকে।অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ।শীতের রোদে হাঁটতে বেশ ভালো লাগে ।তাছাড়া আমি বাজারে গিয়েছিলাম একসাথে আমার হাঁটাও হয়েছে
বাজারের কাজ সেরে নিয়েছি।
সকালে নাস্তা খেয়ে হাঁটার জন্য ছাদে যান ছাদে দেখলাম প্রচুর কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। আপনি ঠিক বলেছেন পেঁপে পাতার শিশির বিন্দু গুলো খুব অসাধারণ লাগছিল । এবং শীতের মিষ্টি রোদের মিটি মিটি পায়ে হেঁটে বাজারে যান প্রয়োজনে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলেন। আর মম পিঠাগুলো খেতে খুব অসাধারণ লাগে।
থ্যাংক ইউ আপনার একটি দিনে কার্যক্রম গুলো আমাদের সাথে উপস্থাপনা করেছেন ।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। শীতের মিষ্টি রোদ আসলেই খুব আরামদায়ক। এই রোদে হেঁটে বাজারে যেতে ভালোই লাগছিল আমার। ওগুলো খেতে মজাই হয়েছিল। মম আমি প্রায়ই বানাই ,তবে শীতে একটু বেশি বানাই, কারণ এটি গরম গরম খেতে ভালো লাগে ধোয়া উড়া মম খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ
আপনাকে।
২৪ শে ডিসেম্বর পুরো একটি দিনের কার্যাবলী আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। সকালে ভরে ভরে উঠে ছাদে চলে গেলেন কিন্তু কুয়াশার জন্য আপনার অতটা ভালো লাগেনি। একটু বেলা হলে আপনি বাজারে গেলেন এবং বাজার করে এসে চটজলদি রান্না করে ফেললেন। দুপুরে খাওয়ার পরে আর আপনি ছাদে গেলেন না। তবে গোসলের আগে হালকা রূপচর্চা করেছেন জেনে খুব ভালো লাগলো। সবমিলিয়ে সংসারের প্রতি সমস্ত দায়িত্ব পালন করে আপনার একটি দিন পার হয়ে গেল। আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
হ্যাঁ আপু ,মোটামুটি ব্যস্ততার মধ্যেই দিনটি অতিবাহিত হয়েছে আমার। সংসারের কাজ তো করতেই হয়। সাথে নিজের জন্য একটু সময় নেই, পুরোটা সময় যদি সংসার কে দিয়ে দিই নিজের জন্য আর কি থাকে ,নিজেকে সুস্থ
রাখলেই তো ওদেরকে সুস্থ রাখতে পারব
ওদেরকে ভালো রাখতে পারব ।যন্ত্রে যদি জং
ধরে যায় সেই যন্ত্র কি আর কাজ করে। আমি
চেষ্টা করি নিজেকে যতটুকু পারি সময় দাওয়ার
নিজেকে ব্যস্ত রাখার। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
রাখার। তাই মনের যন্ত্রে জং ধরতে দেওয়া যাবে না।
আপনি শীতের সকালে যে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন তাতেই আমি উষ্ণ হয়ে গেলাম। আপনি পেঁপে পাতার উপর শিশিরবিন্দুর ছবিটা খুব ভালো তুলেছেন। রাস্তা পরিষ্কার থাকলে সত্যিই হাঁটতে খুব ভালো লাগে। রুম গোছানো না থাকলে আমারও ভালো লাগেনা কিন্তু এখন আমার রুমের অবস্থা ব্যাচেলারদের রুমের থেকেও ভয়ঙ্কর। মোমো আমি সারা বছরই মাঝেমধ্যে খাই কিন্তু শীতের দিনে খেতে আমার বেশি ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। তাই, আমার যেদিন রুম এলোমেল থাকে, সেদিনই কেউ না কেউ আসে। একেবারে পরীক্ষিত।তা আমি মোটেও পছন্দ করি না। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। আর হ্যাঁ ছবিগুলো খুব কাছ থেকে তুলেছিলাম তাই এত সুন্দর হয়েছে।
ছাদে কুয়াশার মাঝে সকালে কিছু সময় হাটাহাটি করেছেন।আপনার কোয়ার্টার এর রাস্তাগুলোও চমৎকার পরিস্কার পরিচ্ছন্ন। নিয়মিত পরিস্কার করে সুইপার এসে তাই এখানে হাঁটতেও পছন্দ করেন আপনি।
এভাবেই আপনি আপনার সারাদিন এর কার্যাবলী আমাদের সাথে শেয়ার করেছেন।এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। হ্যাঁ আপু খুব পরিষ্কার পরিচ্ছন্ন তাই হাঁটতে ও খুব সুন্দর। আর পরিবেশটা এত নীরব মনে হয় যেন প্রকৃতি আমার সাথে কথা বলে। অসাধারণ লাগে আমার কাছে। আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
সকাল বেলার অসাধারণ দৃশ্য দেখে দিন টা শুরু করেছেন। সন্ধ্যা বেলা মম খেয়েছেন আমার অনেক পছন্দের একটা খাবার মম।আর আপনি বলেছেন যে এটার রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করবেন আমি এই রেসিপির জন্য অপেক্ষায় আছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমি চেষ্টা করব, শেয়ার করার জন্য। মম বানাতে খুব একটা সময় লাগে না। তবে আমি ধাপে ধাপে সুন্দর করে রেসিপিটি শেয়ার করব। হ্যাঁ খুব সুন্দর জিনিস দিয়ে আমার সকালটা
শুরু হয়েছে।
মম রেসিপি শেয়ার করবেন শুনে অনেক ভালো লাগলো।আর আমি আপনার রেসিপি টা দেখে বাসায় বসে অবশ্যই একবার বানিয়ে খাওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন।
বাহ দারুন উদ্যোগ। তাহলে তো আমার মোমো রেসিপি দেওয়া সার্থক হবে। আপনারা যখন বানিয়ে খাবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন সেখানে আমার সার্থকতা। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপনি একদম সঠিক কথা বলেছেন আমার পোস্ট দেখে কেউ কিছু শিখতে পারলে সত্যিই শুনে মনটা ভরে যায়।আর খুব তাড়াতাড়ি মম রেসিপি শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
মোমো রেসিপি শেয়ার করে রেখেছি ভাইয়া। আপনার সময় সুযোগ করে দেখে নিবেন। খুব সুন্দর ধাপে ধাপে উপস্থাপন করেছি আমি। আমার মনে হয় আপনার বানাতে তেমন কোন
কষ্ট হবে না।
আমি খেয়াল করি নি তাই এতো বার দেওয়ার কথা বলছি কিন্তু আমি এখনি গিয়ে দেখে আসলাম। দেখে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
অনেক সময় আমাদের অনেক কিছু খেয়াল থাকে না ভুলে যাই। ভুলে গিয়েছিলেন। সাথে সাথে এগিয়ে দেখে আসলেন। দেখি আপনার ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।