মুনার বিয়ের আনন্দঘন কিছু মুহূর্ত

in Incredible India4 months ago
Picsart_24-04-21_14-19-47-355.jpg

হ্যালো স্টিমিট বন্ধুরা

কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালই আছি। গ্রীষ্মের গরমে
একেবারে দিশেহারা মানুষ। এ সময় হিটস্ট্রোকের প্রবণতা একটু বেড়ে যায় ।তাই সবাই সাবধানে থাকবেন ।পারো তো পক্ষে ঘর থেকে বের হবেন না কেউ।

আর যদি বের হতেই হয় তাহলে ছাতা নিয়ে বের হওয়া উচিত । তাছাড়া এই মৌসুমে বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাওয়া পরিবারের প্রতিটা সদস্য ই খুবই প্রয়োজন।অতিরিক্ত ঘামে শরীর থেকে যে, লবন ও পানি বের হয়ে যায়। সেই লবণ পানির ঘাটতি পূরণ করে তরল জাতীয় খাবার। তা না হলে শরীরে লবন পানি ঘাটতি হয়ে পানি শূন্যতা দেখা দিতে পারে।

IMG20240419135218.jpg

বন্ধুরা এখন মুনার বিয়ের কিছু আনন্দঘন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি।
১৯ এপ্রিল ছিল মুনার বিয়ে। আমাদের অডিটোরিয়ামেই বিয়ের অনুষ্ঠান হয়েছিল । তাই বাসা থেকে হেঁটেই গিয়েছিলাম অডিটোরিয়ামে। প্রচন্ড রোদ তাই গাছের ছায়া দিয়ে হেঁটে হেঁটে গেলাম সেই অডিটোরিয়ামে।

IMG20240419142955.jpg
IMG20240419142445.jpg

কিছুদিন আগে এই অডিটর সংস্কার করা হয়েছে একেবারে জরাজীর্ণ ছিল একটা সময়। এখন মোটামুটি সুন্দর একটা পরিবেশ হয়েছে। তাছাড়া এখানে অনুষ্ঠান করলে খুব একটা খরচ হয় না ।নামে মাত্র একটা ভাড়া দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা যায় অতি সহজেই। তাই সবাই অডিটোরিয়ামেই ছোট বড় সব ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

IMG20240419143421.jpg
IMG20240419143103.jpg

যেহেতু ঝুমাবার ছিল। তাই জুমার নামাজ আদায় করার পর পরই আমরা চলে গিয়েছিলাম ওখানে। প্রথম ব্যাচে বসে খাওয়ার জন্য। কারণ হচ্ছে তখন সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে ।

IMG20240419142712.jpg
IMG20240419135634.jpg

তাই খেতে স্বাচ্ছন্দ্য লাগে। খাওয়া-দাওয়ার পর্ব শেষ করে কিছু ছবি উঠালাম ।তারপর পরিচিত কিছু ভাই ভাবীদের সাথে সময় ব্যয় করে বাসায় চলে আসলাম। এই সুইমিং পুলটিতে আমাদের এখানের সব বাচ্চারা সাঁতার শিখে। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা ছবি তুলে নিলাম।

IMG20240419142933.jpg
IMG20240419141656.jpg

তারপর বাসায় এসে তিনটা থেকে পোস্ট ভেরিফিকেশন শুরু করলাম। আর ফাঁকে ফাঁকে কাপড় চেঞ্জ করে রুম গুছালাম। এবং একটু পাশের বাসার ভাবিকেও সময় দিলাম। কারণ আজকে ওনার ছোট মেয়ের বিয়ে ।স্বাভাবিকভাবে খুব মন খারাপ একটু পরপরই কান্নাকাটি করছিল। তাই আমি আমার মত করে বোঝানোর চেষ্টা করেছি। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, আপনি দোয়া করবেন সে যেন জীবনের সুখী হয় ।কান্নাকাটি করে তো কোন ফায়দা নেই তাই না।

আর কিছুক্ষণ পরেই বরপক্ষের লোক আসলো বাসায়। যদিও অডিটোরিয়ামেই সমস্ত কিছু হয়েছে। কিন্তু বাসা থেকে আবার মার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছে। বাসায় এসে কিছু নিয়ম ছিল সেগুলো পালন করে, মেয়েকে বিদায় দিয়ে দিল এবং বরের হাতে তুলে দিল বাবা মা। সে এক করুন দৃশ্য আমি দূর থেকে দেখি ই আমার অঝরে চোখ দিয়ে পানি পড়ছিল ।কারন আমার ও দুটো মেয়ে প্রায় বড় হয়ে গিয়েছে। এরকম পরিস্থিতির শিকার আমি ও হবো।

সে কথা ভেবে খুব কষ্ট লাগছিল । আপনার দোয়া করবেন ,আমার মেয়েদের জন্য। আল্লাহপাক যেন ভালো একটা ব্যবস্থা করে দেয়। আজ এখানেই থাক। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন ।আর বেশি বেশি তরল জাতীয় খাবার খাবেন। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 4 months ago 

বিগত পোস্টে পড়েছিলাম আপনার পাশের ফ্লাটের মুনার বিয়ে।১৯শে এপ্রিল মুনার বিয়ের দিন ছিল। বর্তমানে এত পরিমান গরম পড়তেছে যা বলার মত নয়।

মুনার বিয়ের সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 
  • একদমই তাই। আমি শাড়ি পরবো না তাই ভাবছিলাম পরে আবার ভাবলাম লাগবে না। তাই শাড়ি পড়ে একেবারে অবস্থা খারাপ এত গরম লাগছিল কোনরকম খেয়েই চলে আসছে বাসায়।তবে অনেক আনন্দ করেছিলাম অনেক পুরনো মানুষের সাথে দেখা হয়েছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32