ছোট মাছ বাছাই করনের সহজ উপায়

in Incredible Indialast month
IMG_20240709_220015.jpg

হ্যালো বন্ধুরা

আজ নতুন একটি বিষয় শেয়ার করার জন্য আপনাদের মাঝে চলে আসলাম। তো সবাই কেমন আছেন ,আশা রাখি যে যেখানে আছেন পরিবার-পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আর সেই কামনাই করি। আমি ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সপরিবারে ভালো আছি।

IMG20240708141915.jpg

বন্ধুরা আমরা যারা গৃহিণী তাদের জন্য একটি জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে ছোট মাছ বাছাই করা। এটি যদি সহজ ভাবে বাছাই করা যায়, তাহলে সময় ও কম লাগে এবং নিখুঁতভাবে কাজটি করা যায়। আপনারা যে যাই বলুন না কেন, ছোট মাছ বা গুঁড়া মাছ খেতে কিন্তু বেজায় স্বাদ ।তবে এটি প্রস্তুতকরণ খানিকটা কষ্টসাধ্য ব্যাপার তাই না বন্ধুরা।

বিশেষ করে নতুন পানিতে যে মাছগুলো সচরাচর পাওয়া যায় ও গুলাতে প্রচুর পরিমাণে ময়লা থাকে। এমনকি এমন ছোট ছোট কিছু শামুক থাকে যা খুঁজে বের করা অনেকটাই কঠিন।

IMG20240708122829.jpg

তাই এগুলোকে একটু সময় নিয়ে বাছাই করতে হয়। তাছাড়া কচুরিপানার ও সেওলার ময়লা ও থাকে এই ছোট মাছগুলোতে। বিশেষ করে কাচকি মাছগুলোতে বেশি থাকে ।আমি আজকে আপনাদের সাথে কাচছি মাছ বাছাই করুন পদ্ধতি শেয়ার করব।


প্রথমতঃ

মাছগুলোকে একটি বড় ঢালার মধ্যে ঢেলে নিয়েছি। তারপর ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছি। এক একটি অংশ খুব ভালোভাবে বাছাই করা হয়ে যাওয়ার পর প্যাকেটে করে রেখে দিয়েছি।

IMG20240708122826.jpg


এরপরঃ

একটি পাত্রে পানি নিয়ে কিছুক্ষণ পরপর হাতগুলো ধুয়ে নিয়েছি যাতে করে যে ময়লাটা মাছ থেকে আলাদা করেছি সেটি যাতে আবার মাছের সাথে মিশে না যায়। এবং এই ছোট কাচকি মাছের সাথে থাকা বড় সাইজের অন্যান্য মাছগুলো আলাদা করে নিয়েছি। সেগুলো দিয়ে চচ্চড়ি রান্না করব। ছোট মাছের চচ্চরি কিন্তু বেজায় স্বাদ। যারা কখনো খাননি তারা খেয়ে দেখবেন নিশ্চয়ই আমার সাথে অকপটে স্বীকার করবেন আশা রাখছি।


তারপরঃ

ছোট ছোট প্যাকেট গুলোকে একটি বড় প্যাকেটের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এতে করে সুবিধা হল যখন মাছগুলো বের করতে যাব আর খুঁজে বের করতে হবে না ।তাছাড়া ছোট প্যাকেটগুলো ফ্রিজের এক কোনায় পড়ে থাকলে উঠাতে গেলে অনেকটাই সমস্যায় পড়তে হয়।

IMG20240708130348.jpg

তাছাড়া অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ফ্রিজ থেকে ছোট প্যাকেট বের করা। আর যাদের আমার ফ্রিজের মতো বেশি বরফ জমে তাদের জন্য তো বেজাই কঠিন কাজটি করা।

IMG20240708122834.jpg

বেশ কয়েকটি প্যাকেট হয়েছে। তাই এগুলো প্রথমে ফ্রিজে রেখে দিয়ে একটি প্যাকেট রান্না করেছি। ছোট মাছ বা গুঁড়ো মাছ টাটকা রান্না করলে যে স্বাদটা পাওয়া যায়, ফ্রিজে রেখে দেওয়ার পর আনুপাতিক হারে স্বাদটা অনেকটাই কমে যায়। আসলে আমাদের কিছুই করার থাকেনা। একসাথে তো সব রান্না করা সম্ভব হয় না ।তাই ফ্রিজে রেখেই খেতে হয় আর বাজারে সব সময় সব ধরনের মাছ পাওয়া যায় না। ছোট মাছগুলোর চাহিদা সব সময় একটু বেশি থাকে। বাজারে উঠার সাথে সাথেই ক্রেতার অভাব থাকে না।

আমার মনে হয় বড় মাছের তুলনায় ছোট মাছের প্রতি আকর্ষণ সবার একটু বেশি, তাই সবসময় ছোট মাছ পাওয়া যায় না বলেই কিনে রেখে দিতে হয়। আর যেহেতু ছোট মাছগুলো বাছাই করুন একটু সময় সাপেক্ষ ব্যাপার ,সেজন্য সময় সুযোগ মতোই বের করে রান্না করতে হয়।

বন্ধুরা একটু ভিন্নধর্মী একটি বিষয় আজকে আপনাদের সাথে উপস্থাপন করলাম। আশা রাখছি আপনাদের ভালো লাগবে ‌আপনাদের ভাল লাগাই আমার পরবর্তী পোস্ট লেখার আগ্রহ বাড়িয়ে দিবে দ্বিগুণ পরিমাণে। আজ আর নয়, আজ এখানে শেষ করছি ।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ শুভরাত্রি।

Sort:  
 last month 

বড় মাছের থেকে ছোট মাছ আমাদের জন্য অনেক উপকারি। ছোট মাছ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। ঠিকই বলেছেন, বড় মাছ কাটার থেকে ছোট মাছ কাটা বা বাছাই করা অনেকটা জটিল ও সময়সাপেক্ষ কাজ। আর এই কাজগুলো আপনাদের সব সময়ই করতে হয়। আজ আপনি ছোট মাছ বাছাই করার উপায় নিয়ে আলোচনা করেছেন। জেনে রাখলাম হয়ত একদিন কাজে লাগবে আমারও।

Loading...

আপনি ছোট মাছ বাছাই করার খুব সুন্দর পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন, ছোট মাছ অনেক বেশি সুস্বাদু হয়, ফ্রিজে কোন কিছু রাখলে ঐ জিনিসের স্বাদ টাটকা জিনিসের মত থাকে না, অনেক অংশে কমে যায়। ধন্যবাদ সুন্দর এবং ভিন্ন ধরণের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

একটি বড় মাছ কাটার দিক থেকে খুব বেশি ঝামেলা হয় না। কিন্তু ছোট ছোট মাছ গুলো বাছাই করতে গেলে অনেক ঝামেলা হয়। এবং এই ছোট মাছ বাছাই করার জন্য অনেক মানুষ বাসায় নিয়ে যায় না। তবে আপনি আজ খুব সুন্দর পদ্ধতি তুলে ধরেছেন আমাদের মাঝে। ছোট মাছ বাছাই করার পদ্ধতি যা আমি জানতাম না। আজ আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম।

 last month 
  • জেনে খুব ভালো লাগলো আমার পোস্টটি আপনার ভালো লেগেছে ।আসলে এই উদ্দেশ্যেই মূলত আমি পোস্টটি শেয়ার করেছি ।একেবারেই ভিন্নধর্মে একটি পোস্ট। শুধু আপনাদের উপকারের কথা ভেবেই করেছি ।যদি আপনাদের বিন্দু পরিমান উপকার হয় তাহলে আমার পোস্ট করা স্বার্থক।
 last month 

আসলে ছোট মাছ খেতে আমার অনেক পছন্দ কিন্তু এই ছোট মাছটা পরিষ্কার করাটাই খুবই বিরক্ত যাইহোক আজকে আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে এটা পুরস্কার করার পদ্ধতি বলেছেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এটা আমার অনেক কাজে লাগবে।

 last month 
  • একদম সত্যি কথা বলেছেন ছোট মাছ পরিষ্কার করা ঝামেলার জন্য ওনাকে বাসায় বসতে চায়না। তবে ছোট বাসে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যা আমাদের শরীরে পুষ্টির চাহিদাপূরণ করতে বহুবোনের সাহায্য করে। তাই এই পোস্টে দিলাম যাতে করে সেটা হল আপনাদের উপকারে আসে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
 last month 

আমিও দেখেছি ছোট মাছ বাছায় করণ করা একটু সময়ের প্রয়োজন।। যখন মা ছোট মাছ বাছাই করতে অনেকটা সময় লাগতো মাঝে মাঝে আমি বলতাম এত সময় কেন লাগে।। আজ আপনি খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি করার কিছু নিয়ম বলে থাকে যেনে ভালো লাগলো।।

 28 days ago 

যে যায় বলুক আসলেই ছোট মাছ খাওয়ার মজাই আলাদা। তবে সমস্যা হলো এই ধরণের মাছ কাটা আর পরিষ্কার করা।
যদিও কাচঁকি মাছ কাটতে হয় না কিন্তু প্রচুর ময়লা ,শামুক ,ও জলজ পোকা থাকে। আমার হাসবেন্ড বলে মাছ খেতে পারলে পোকাও খাবে ,ঐগুলি আর কি দোষ করছে। কিন্তু ওই ব্যাটা বললেই তো আর খাওয়া যায় না।
আপনার মাছ পরিস্কার ও সংরক্ষণ করার পদ্ধতির মতো করেই আমিও সংরক্ষণ করি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60944.89
ETH 2608.11
USDT 1.00
SBD 2.67