পাথর কুচি পাতার নানাবিধ স্বাস্থ্য গুন
হ্যালো স্টিমিট বন্ধুরা |
---|
পাথর কুচি পাতা |
---|
সবাই ভালো আছেন, সুস্থ আছেন সেই প্রত্যাশায় আজকের লিখা শুরু করেছি বন্ধুরা।পাথর কুচি
অতিপরিচিত একটি উদ্ভিদ। এটির নানা ধরনের
ঔষধি গুণ রয়েছে তা আমরা সকলেই জানি।এটি যে
শুধু ঔষধি গুণসম্পন্ন তা কিন্তূ নয় বন্ধুরা। সৌখিন
লোক জনদের বাসায়, ঘরের সামনের বাগানে ও এটি
সোভা পায়। নানা ধরনের পাথর কুচি পাতা রয়েছে।
তবে আমি যে পাথর কুচি পাতা গুলো শেয়ার করছি,মূলত এই ধরনের পাথর কুচি পাতা গুলো ই
বেশি দেখা যায়।এই পাথর কুচি পাতা গুলো আমাদের ছাদের এক কোনায় আপন মনে বেড়ে উঠছে।
অবশ্য অনেক আগে পাঁচ তালায় এক আপু ছিল।ওনি
সখের বসে কিছু পাথর কুচি ও এলোভেরার গাছ লাগিয়ে ছিল।গত বছর ওনারা বাসা ছেড়ে চলে গেছেন। কারন ওনার বাবা অবসরে চলে গেছেন।
আমার মনে হয় আপুর লাগলো গাছের শিকড় থেকে ই নতুন পাথর কুচি গাছ গুলো জন্মেছে। ফুল গুলো ও খুব সুন্দর টকটকে লাল রঙের হয়।
আমরা সাবাই জানি আয়ু্র্বেদিক চিকিৎসার মূল উপকরণ গুলো প্রকৃতি থেকে নেওয়া নানা ধরনের গাছের পাতা, ফুল,ফল,কান্ড এমনকি শিকড় ও ব্যবহার করা হয়।আর এই আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা বহুকাল আগের থেকেই প্রচলিত আছে।প্রায় ৫,০০০ বছর ধরে প্রচলিত আছে এই চিকিৎসা ব্যবস্থা।
এখন পাতর কুচি পাতার ঔষধিগুণ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করছি।
পুরোনো সর্দি কাশিতে এই পাতার রস খুব উপকারী।
পেট ফাঁপা ভাব থাকলে এই পাতার রস খেলে বেশ উপশম পাওয়া যায়।
শিশুদের নানা কারণে পেটে ব্যথা হয়। সেক্ষেত্রে এই পাতার রস খাওয়ালে ও উপকার মিলে।
- মূএ পাথর নিরসনে এটি অধিক পরিমাণে সহায়ক।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এটি অধিক পরিমাণে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
পাইলসের সমস্যায় আমরা অনেকেই ভোগে থাকে।
এই সমস্যা সমাধানে ও এই পাতার রস খুব উপকারী।
জন্ডিস রোগের মহাঔষধ হিসেবে কাজ করে এই পাতার রস।
রক্ত আমাশয়ের মহা ওষুধ হলো এই পাথর কুচি পাতার রস।
ডায়েরিয়া রোগের চিকিৎসায় ও এই পাতার রস অধিক কার্যকর ভূমিকা পালন করে থাকে।
আরো ও অনেক রোগের মহাঔষধ হিসেবে এই পাতার রস খুব উপকারী। তাই এই পাতাকে মিরাকল লিফ বলা হয়ে থাকে। অসম্ভব কে সম্ভব করে বলেই হয়তো একে
" মিরাকল লিফ" বলে আখ্যায়িত করা হয়েছে।
পার্শ্ব প্রতিক্রিয়া
ভেসজ উদ্ভিদ হিসেবে যেই সমস্ত উদ্ভিদ ব্যবহার করি।
তা অনেক টা সরাসরি ভাবে ই ব্যবহার করে থাকি। তাই এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকা টাই খুব স্বাভাবিক ব্যাপার। তাই অধিকতর সর্তকতা অবলম্বন করে এই
সব ভেসজ উদ্ভিদ ব্যবহার করা ভালো।
ঔষধ শিল্পের কাঁচামাল হিসেবে এই ভেসজ উদ্ভিদ ব্যবহার করা হয় তা আমাদের সকলের ই জানা। কিন্তূ
একে বারে সরাসরি তো আর ব্যবহার করা হয় না।
অনেক ধরনের ক্যামিকেল ও এর সাথে ব্যবহার করা হয়।
আর আমার একটা বিষয় খুব ভালো লাগে তা হলো
এই পাতা থেকে নতুন পাতা গজানোর বিষয় টি।একটি পাতাকে মাটিতে পুঁতে রাখলেই এর চারপাশ থেকে নতুন পাতা গজায় , খুব ভালো লাগে দেখতে।
নতুন চারা গজানোর পদ্ধতি |
---|
প্রাথমিক চিকিৎসায় আমরা যদি কোন ভেষজ উদ্ভিদ ব্যবহার করি, তাহলে এটি সম্পর্কে একটা ধারণা পোষণ করা উচিত।হুট করে ব্যবহার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।এই বিষয়টি সম্পর্কে আমাদের খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি।
ধন্যবাদ সবাইকে।সবোপরি ভালো থাকবেন এবং অন্যকে ও ভালো রাখবেন।
পাথরকুচি৷ পাতা খুব উপকারী তা জানতাম।আপনার পোস্টের মাধ্যমে আরও অনেক অজানা তথ্য জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে এত তথ্যমূলক পোষ্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ আপনাকে। আমার ও জেনে ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লেগেছে তা জেনে।হে খুব ঔষধি গুণ রয়েছে এই সাধারণ একটি পাতায়। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ পাথর কুচি পাতা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম। এই পাথা গুলো আমাদের বাড়ির উঠানো আছে কিন্তু এর ওষুধ দিয়ে গুনগুন জানা ছিল না। তার জন্যই বলে আপনার পোস্টে পড়ে জানতে পারলাম ।
আমার মনে হয় আপনি আজকে খুব সুন্দর একটি টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন থ্যাঙ্ক ইউ।।
হে আপু বিষয় টি খুব ই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আমার একবার ডায়েরিয়া হয়েছিলো, তখন পাথর কুচির পাতা চিবিয়ে খেয়ে সেই রোগের উপশম হয়। আপনি অনেক বিস্তারিত ভাবে পাথর কুচির উপকারিতার বিষয়ে আলোচনা করেছেন। এতোসব আমার জানা ছিলো না। ধন্যবাদ আপনাকে এই মূল্যবান পোস্টটি শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
তাই দাদা, খুব ভালো কাজ করেছেন। প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা থাকলে প্রয়োজনে কাজে লাগে। এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
আদিম যুগ থেকেই মানুষজন পাথরকুচি গাছের বা পাতার ঔষুধ ব্যবহার করে আসছে ৷ এই পাথর কুচি গাছ থেকে নানা ধরনের রোগের মহাঔষধ তৈরি করা হয়ে থাকে ৷ ইতিমধ্যে আপনি পাথরকুচি গাছের বেশ কিছু উপকারিতা তুলে ধরেছেন যেখানে থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ 🙏
ধন্যবাদ আপনাকে। আমার পোস্টটি পড়ে অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আপনি।হে মহাঔষধ হিসেবে খ্যাত এই পাথর কুচি পাতা।
তাই এই গাছের পাতা সম্পর্কে অনেক তথ্য বহুল একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করছি তাই শেয়ার করছি।
পাথরকুচি নানাবিধ স্বাস্থ্য গুণ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আপনার এই পোস্টে যতগুলো স্বাস্থ্য গুণ উল্লেখ করেছেন তা হয়তো আমাদের অল্প কিছু জানা ছিল বেশিরভাগই অজানা ছিল। আপনাকে আবারো ধন্যবাদ অনেক অজানা বিষয় জানার সুযোগ করে দেয়ার জন্য। আমার কাছে একটি বিষয় অদ্ভুত লাগে সেটা হল পাথরকুচির পাতা থেকে নতুন চারা গজানোর পদ্ধতি।
আসলেই আপনি ঠিক বলেছেন এটি নিঃসন্দেহে একটি ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ। আমাদের এই
গাছটির প্রতি যত্ন বান হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য। এবং এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময় ভাইয়া।
চমৎকার একটি পোস্ট করেছেন। এই পাথর কুচি পাতা অনেক উপকারী একটি পাতা। খুবই সুন্দরভাবে এর উপকারী ও অপকারী দিকগুলো তুলে ধরেছেন। আমাদের বাগানেও একসময় পাথর কুচির অয়াতা ছিলো কিন্তু এখন আর নেই।
ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।হে পাথর কুচি অসাধারণ গুন সম্পূর্ণ একটি উদ্ভিদ।
অনেক রোগের মহাঔষধ হিসেবে ব্যবহার করা হয় এই গাছের পাতা ফুল ও শিকড়।
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ পাথর কুচি পাতার নানাবিধ স্বাস্থ্য গুন নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।আপনি পাথর কুচির অনেক সুন্দর কিছু ফটোগ্রাফির সাথে এর লাগানোর পদ্ধতি গুলো শেয়ার করেছেন। আপনার পোস্ট টি পেয়ে অনেক উপকৃত হলাম।আমি আশা করি এই রকম উপকারী পোস্ট আরও পাবো তাই অপেক্ষা করছি।
জী, ভাইয়া আমি চেষ্টা করেছি আমার প্রতি টা পোস্টেই যাতে কোন না কোন মেসেজ থাকে। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন সবসময় এবং অন্যকে ও ভালো রাখবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
পাথরকুচি এক ধরণের সাকুলেন্ট। অল্প যত্ন নিলেই পাতা থেকে চারা করা সম্ভব। তবে এর ভেষজ গুনাবলি জানলে সবাই এই গাছ বাসায় রাখতে চাইবে। ধন্যবাদ এর গুণাগুণ গুলো সুন্দর করে তুলে ধরার জন্যে।
প্রথমেই অপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি পড়ে এমন সুন্দর একটি মন্তব্য করার জন্য।হে ভাইয়া আপনি ঠিক বলেছেন।এই পাতার বহু গুণ রয়েছে। তাই আমি সবার উদ্দেশ্যে ই বলব।যাতে প্রত্যেকের বাড়িতে এই পাথর কুচির একটি গাছ থাকে। অনেক উপকারী এই গাছ টি। তাই সবাই এই গাছের যত্ন নিবেন। এবং নিজ আঙ্গিনায় এই গাছের স্থান দিবেন। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময় ভাইয়া।
পাথরকুচি গাছটি আমার খুব পরিচিত। ছোটবেলার এই গাছের পাতা দিয়ে আমি অনেক খেলাধুলা করেছি। ছোটবেলা গাছের পরিচর্যা এবং রোপন করতে ভালবাসতাম। এখনো ভালবাসি। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই বাড়ির আঙিনায় এই গাছ রোপন করে থাকে। এই গাছের ঔষধি গুন আছে আমি এটা জানি। কিন্তু আপনার পোস্ট পড়ে আমি জানতে পারলাম এর অনেক ঔষধি গুন আছে । এর যে এত গুণ আছে ,এ বিষয়ে আমি পূর্বে অবগত ছিলাম না।
গাছ ও প্রকৃতি সম্পর্কে পড়তে আমার ভাল লাগে। আপনার পোষ্টটি পড়ে আমার খুব ভালো লেগেছে। এই পাথরকুচি গাছের ঔষধি গুন সম্পর্কে আমাদের সাথে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে সম্পুর্ন পোস্ট টি পড়ে এমন সুন্দর একটি মন্তব্য করার জন্য।হে আপু অনেক ঔষধি গুণ রয়েছে এই পাথর কুচি পাতার।এই জন্য ই এটাকে আমাদের সবার বাসায় বা বাড়িতে রোপন করা উচিত।